নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

ওগো দুখজাগানিয়া , ওগো ঘুম-ভাঙানিয়া তোমায় গান শোনাবো ।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৩



" আমার ব্লগে ৪০০০ তম মন্তব্যটি করেছেন প্রিয় ব্লগার "জগতারণ" । পোস্টটি ওনাকে ডেডিকেটেড করা হলো। ভালোবাসার মাসে অবিরাম ভালোবাসা জানাই এই প্রিয় ব্লগারকে সবসময় সাথে থাকার জন্য "

ফেব্রুয়ারী এসে গেছে। জঙ্গিরা ছাড়া এই ফেব্রুয়ারী সকল বাংলাদেশীদের জীবনে এক নতুন মাত্রা যুক্ত করে। আর মাত্র কটা দিন পরে বষন্ত বরণ। সবাই ফেসবুকে ইনস্টাগ্রামে ( মৌলবাদীরা ছাড়া) স্ট্যাটাস দিবেন " ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত" । মুঘল সম্রাট আকবরের শাসনামলে বাংলা নববর্ষের প্রথম যাত্রা শুরু। তখন প্রচলিত ১৪টি উৎসবের মধ্যে বসন্ত উৎসব উল্লেখযোগ্য।আগুন রাঙানো ফাগুন আমার তরুণ হৃদয়ে উচ্ছাস সৃষ্টি করে। ভালোবাসার মানুষটিকে আমি বসন্তের অপরুপ সাজে সাঁজাই। বাসন্তী রঙ এর শাড়ি কিনে দেই। আমার ফটুশ্যুটের স্টাইল ডিরেক্টর ও হেয়ার স্পেশালিস্ট সুন্দর করে রঙবেরঙের গাঁদাফুল দিয়ে প্রেয়সির খোঁপা বেঁধে দিয়ে তাকে অতুলনীয়া করে তুলে। অসাধারণ ভাবে সাজিয়ে দেয়র পর আমি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকি। নতুন করে প্রেমে পড়ি, চুমু খাই , বুকে জড়িয়ে ধরি। কিছুক্ষণের জন্য একজন অপরজনের মধ্যে হারিয়ে যাই। বসন্তের নস্টালজয়া পরিবেশে আমাদের স্পদন উল্লসিত হয়। প্রেয়সীর খোঁপায় পড়া রঙবেরঙের গাঁদাফুল এর সুভাস আমাকে মিলনের জন্য পাগল করে তুলে।

ফেব্রুয়ারী উৎসবের মাস। ভালোবাসা দিবস, ১ লা ফাল্গুন, বই মেলা, ভাষা দিবস। ওহ ! এক সাথে একই মাসে ৪ টি উৎযাপন । ফেব্রুয়ারী ২য় সপ্তাহ থেকে গোটা মাস পুরা পিনিক থাকি আমি। ও চকলেট খুবই পছন্দ করে। ওর ফেভারিট "কিটকেট" । এই মাসের ৯ তারিখে চকলেট দিবস। আমি প্রতিবছর ওর জন্য এই দিবস উপলক্ষে চকলেট কিনে আনি আলাদা করে। সম্পর্ক সুন্দর রাখার জন্য এই দিবস গুলো খুবই কার্যকর। পুরা বছর অল্প অল্প সঞ্চয় করে প্রেমিকা/বউকে শাড়ি গহনা , চকলেট ইত্যাদি উপহার দেয়া যারা হারাম ফতুয়া দেয় ওরা আসলে জঙ্গি। ওদের কাজই হল স্ত্রী/ প্রেমিকাদের ঘরের দাসী বানিয়ে রাখা।

শীতের জীর্ণ শীর্ণ খোলস ছেড়ে বৃক্ষরাজি যখন নব কিশলয়ে সজ্জিত হয় তখন সত্যি পকৃতি এক অতুলনীয় রূপ ধারণ করে। ভালোবাসা দিবসে আমি প্রেয়সীকে নিয়ে ওর পছন্দের স্থানে বেড়াতে যাই। ওর পছন্দের স্থান তার বাপের বাড়ি । সেখানেই যাই। মুরুব্বীদের কবর জেয়ারত করি।আমার ৪ বছরের মেয়েটাকেও শাড়ি পড়ানো হয়। আমি সারাদিন মা-মেয়ের আনন্দ উপভোগ করি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। ভালোবাসার চেয়ে সুন্দর কিছুই হতে পারেনা।

কৃষ্ণচূড়া, রাঁধাচূড়া তরু , বাসন্তী, বেলী, জুঁই, মল্লিকা, মালতি, পারুল, রক্ত জবা, কাঞ্চন, পারিজাত, মাধবী, গামারী, চামেলী, রজনীগন্ধা, হাসনাহেনা এবং হরেক রঙ ও ঢঙের গাঁধা ফুলের অনুপম নৈসর্গিক সৌন্দর্য্য আমাকে পাগল করে দেয়।
"আজি এ বসন্ত দিনে বাসন্তী রঙ ছুঁয়েছে মনে;
মনে পড়ে তোমাকে ক্ষণে ক্ষণে
চুপি চুপি নিঃশব্দে সঙ্গোপনে।"

২১ শে ফেব্রুয়ারী আমার খুবই প্রিয়। সকাল থেকে আমি আয়োজন করে দিবসটি সেলিব্রেট করি। আমি সাদা পাজামার সাথে কালো পাঞ্জাবি পড়ি। মা-মেয়েও কালো শাড়ি পরে। শহীদ মিনারে যায়। ভাষা আন্দোলনের সময় আমার ভাইদের যেসব জঙ্গিরা হত্যা করেছে তাদের দিকে ঘৃণার থাথু নিক্ষেপ করি। মনে মনে রাজাকারের বাচ্চাদের অত্যন্ত জঘন্য ভাষায় গালি দিতে গিয়ে থামে যাই। এতো গুলো প্রাণের বিনিময়ে অর্জন করা প্রিয় বংলা ভাষাকে ও গালি দিয়ে কলংকিত করার কথা ভাবতেই আমার হৃদয় রক্তাক্ত হয়। তাই থেমে যাই।

প্রতিবছর আমার আয়োজন করা ফ্যাশন শো গুলোতে ভাষা শহীদের স্মরণে একটা "ফ্যাশন কিউ " অবশ্যই রাখি। পোস্টে ব্যবহৃত ছবিটি একুশে ফেব্রুয়ারীর থিমের উপর করা ফ্যাশন কিউর একটা দৃশ্য।

একটি বিশেষ কারণে প্রতিবছর বসন্তের ১ম দিন এই গানটি ঘুম থেকে ওঠেই প্লে করি । ২/৩ বার শোনি। তাই গাননটির লিরিক্স থেকে শিরোনাম দিলাম।


ওগো দুখজাগানিয়া , ওগো ঘুম-ভাঙানিয়া তোমায় গান শোনাবো ।

মন্তব্য ৪৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:১৮

কামাল১৮ বলেছেন: ফেব্রুয়ারি মাস বাংগালির সংগ্রামের মাস।স্বাধীনতার বীজ একমাস থেকেই বপন করা হয়।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৯

মোহাম্মদ গোফরান বলেছেন: জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কালবোশেখীরা
শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা,
দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবী
দিন বদলের ক্রান্তিলগ্নে তবু তোরা পার পাবি?
না, না, না, না খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৫

সোনাগাজী বলেছেন:



মাঘের শীতে বাঘ পালায়, বসন্ত কি এসে গেছে?

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৫০

মোহাম্মদ গোফরান বলেছেন: এখন মাঘ মাসে শীতের বদলে গরম পড়ে ।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০২

রোকসানা লেইস বলেছেন: বসন্ত এসেই গেলো তাহলে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:২২

মোহাম্মদ গোফরান বলেছেন: হ্যাঁ আপু চলেই এলো ।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ভীষণ প্রিয় একটা গানের লাইন।
পোস্টে ভালো লাগা।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:২২

মোহাম্মদ গোফরান বলেছেন: আমারও খুব প্রিয় । ধন্যবাদ স্বপ্নবাজ সৌরভ ভাই ।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
বুকে চমক দিয়ে তাই তো ডাকো

ইদানিংকালে সাহানা বাজপেয়ীর গাওয়া বেস্ট মনে হয়েছে।
সাহানা বাজপেয়ী একজন মানবী।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: কলকাতার "ইমনের" টাও জোস লাগে আমার কাছে।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৩

শাহ আজিজ বলেছেন: ফেব্রুয়ারি আসলেই বাঙ্গালীদের জন্য এক ভিন্ন আবহ নিয়ে আসে । বইমেলা , ২১ এর প্রভাতফেরী , বসন্তের শুরু , মাঘের শেষ , শহীদ মিনার এবং এই ফেব্রুয়ারিতে আমার মাতা আমায় জন্ম দিয়েছিলেন এই ধরাতে ।

আসলেই এক আলোকময় ফেব্রুয়ারি আমাদের জীবনে নেচে নেচে বসন্তের গান গায় ।

তোমায় শুভেচ্ছা ও ভালবাসা গোফরান ।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৩

মোহাম্মদ গোফরান বলেছেন: আহা কি সোউভাগ্যবান ! যে মাসে বাংলা ভাষার জন্য বীর বাঙ্গালীর সন্তানেরা প্রাণ দিয়েছেন সে মাসেই আপনার জন্য।

জন্মদিনের অগ্রীম শুভেচ্ছার সাথে ভালোবাসা অবিরাম প্রিয় শাহ আজিজ ভাই ।

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২৯

শূন্য সারমর্ম বলেছেন:

উৎসবের মাস,সাথে জন্মমাস।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২২

মোহাম্মদ গোফরান বলেছেন: অগ্রীম জন্মদিনের শুভেচ্ছা । আপনিও ভাগ্যবান।

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৪

জ্যাক স্মিথ বলেছেন: ফেব্রুয়ারী মাস আসলেই উৎসব মুখর এক মাস। ভাষা শহীদদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই ।

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৯

খন্দকার সাইফুর রহমান আরিফ বলেছেন: ফেব্রুয়ারি বাঙ্গালীদের জন্য এক ভিন্না মাত্রা নিয়ে আসে । বইমেলা , ২১ এর প্রভাতফেরী , বসন্তের শুরু , মাঘের শেষ , বিশ্ব ভালোবাসা দিবস সবই এই মাসে ।

আসলেই এক আলোকময় মাস এই ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে এর গুরুত্ব অপরিসীম ।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২৫

মোহাম্মদ গোফরান বলেছেন: আসলেই এক আলোকময় মাস এই ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে এর গুরুত্ব অপরিসীম ।

খন্দকার সাইফুর রহমান আরিফ ভাই আপনাকে অনেক ধন্যবাদ এবং আমার ব্লগে স্বাগতম ।

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১৮

আওয়ামী বলেছেন: হাউয়ামি

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২১

মোহাম্মদ গোফরান বলেছেন: ক্রমাগত অপ্রাসঙ্গিক মন্তব্যের নামে বেয়াদবি করার কি মানে ? এসব নিক ব্লগে এপ্রুভাল পায় কিভাবে ? আমার পোস্টে আরেকবার অপ্রাসঙ্গিক মন্তব্য করলে কানে ধরে ব্লগের বাইরে রেখে আসব। ছাগল কোথাকার।

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩১

রাজীব নুর বলেছেন: গানটা সুন্দর।
ফেব্রুয়ারী মাস অনেক গুলো বিশেষ দিনের মাস। সবচেয়ে বড় কথা বইমেলা শুরু হয়।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৬

মোহাম্মদ গোফরান বলেছেন: যারা বই লিখেন তাদের জন্য মাসটা আসলেই স্পেশাল।

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৪১

খন্দকার সাইফুর রহমান আরিফ বলেছেন: আপনাকেও আন্তরিক ধন্যবাদ।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ভালো থাকুন সবসময়।

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- প্রায় কোনো দিবসই পালন করা হয়না আমার।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৮

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি একটু আধটু করি।

১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এই মাসটা আমার কাছে জঘন্য একটা মাস বলে মনে হয় , তবে এই মাসটা একদিক থেকে ভালো প্রচুর ফুল ও চকোলেট এবং পুতুল বিক্রি হয় !!

যাকগে , শীতের শেষ দিকটা দারুণ , নাতিশীতোষ্ঞ আবহটা কেমন নেশাময় !!

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৮

মোহাম্মদ গোফরান বলেছেন: জঘন্য কেন?

১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:১২

রানার ব্লগ বলেছেন: পহেলা ফাল্গুন আমার প্রীয় দিবস। এইদিন বাংলাদেশের মানুষের মনে এক ধরনের উচ্ছাস জাগে। গরীব দঃখী অভাগা সবার ভেতরেই একটা অন্যরকম অনুভূতি কাজ করে। তারুণ্যের এই দিন আমাকে আবারো তরুন করে তোলে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৯

মোহাম্মদ গোফরান বলেছেন: আমারও সেম রানা ভাই।

১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: রূপঙ্কর বাগচীর কণ্ঠে 'তোমায় গান শোনাব' গানটায় নেশা ধরে যায়।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২০

মোহাম্মদ গোফরান বলেছেন: সত্যি অসাধারণ।

১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩২

চারাগাছ বলেছেন:
প্রজন্ম এখন ২১ ফেব্রুয়ারি পালন করে কিভাবে ?
ভ্যালেন্টাইনের মাথার ফুলের মুকুট শোক দিবসেও শোভা পায়।
সারাদিন 'সেলিব্রেশনের' পর ভীড় জমে খাদ্যের দোকান গুলোতে।
ক্লান্ত , বিমর্ষ , শোকাহত!

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২১

মোহাম্মদ গোফরান বলেছেন: জ্বি একটি উৎসব মুখর মাস ফেব্রুয়ারি।

১৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২১

মোহাম্মদ গোফরান বলেছেন: জ্বি একটা উৎসব মুখর মাস ফেব্রুয়ারি।

১৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৩

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর ।শুভেচ্ছা রহিলো ।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ নেওয়াজ ভাই। ভালো থাকুন সবসময়।

২০| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৬:১৩

জগতারন বলেছেন:
আমাকে উৎসর্গ করে ব্লগ লিখার জন্য প্রীত হলাম।
আপনিও আমার আন্তরীক প্রীতি ও সুভেচ্ছা জানবেন।
আপনি জেনা রাখবেন;
আপনি আমার প্রিয় ব্লগারদের অন্যতম সেরা একজন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৩২

মোহাম্মদ গোফরান বলেছেন: অনেক ধন্যবাদ জগতারণ ভাই ।

২১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:২৫

সোনাগাজী বলেছেন:



সংবাদে দেখলাম, সেলিম খান নামে ১লোক মারা গেছে বাংলাদেশ; লোকটাকে আমি ১ বার নিউইয়র্কে দেখেছিলাম; মিউজিকের সাথে যুক্ত ছিলো।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৬

মোহাম্মদ গোফরান বলেছেন: সঙ্গীতা মিউজিক এর ত্ত্বাধিকারী সেলিম খান নাকি ? উনি তো ২০২০ এ মারা গিয়েছিলেন করোনায় ।

২২| ০১ লা মার্চ, ২০২৩ রাত ১১:৩১

খায়রুল আহসান বলেছেন: ভাষার মাস, বাসন্তি ভালোবাসার মাস, বইমেলার মাস ফেব্রুয়ারীকে নিয়ে লেখা আপনার পোস্টটা ভালো লেগেছে। তবে না বলে পারছিনা যে জঙ্গী শব্দটা এখন একটা বহুল ব্যবহৃত চর্বিত চর্বণ, একটা ক্লিশেতে পরিণত হয়েছে। একাধিকবার অনাবশ্যকভাবে এ শব্দটাকে টেনে আনাতে পোস্টের কিছুটা সৌন্দর্যহানি হয়েছে।
গানটা সুন্দর। লিঙ্ক দেয়ার জন্য ধন্যবাদ।

২৪ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:০৭

মোহাম্মদ গোফরান বলেছেন: এদের কিছু একটা বলে তো সম্বোধন করতে হবে। ছাগু ডাকলে ব্লগ টিম রাগ করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.