নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু?

৩১ শে মার্চ, ২০২৩ রাত ১২:০২


সাধারণত রমজানে আমি সারারাত জেগে থাকি| সেহেরি খেয়ে ফজরের নামাজ পড়ে ১১ টা পর্যন্ত ঘুমাই। দিনে ঈদের শ্যুট থাকে।সারারাত জেগে ছবি এডিট করি। সিনেমাটোগ্রাফি বানাই। সেহেরির আগে তাহাজ্জুদ পড়ে সেহেরি শেষ করে পাড়ার সমবয়সী পোলাপানের সাথে আজানের আগে শেষ বারের মতো বিড়ি খাই।

সালটা ২০০৭/২০০৮। সবে গ্রাজুয়েশন শেষ করছি। মহল্লায় একটি মেয়ে থাকতো। ধরে নেই ওর নাম পান্না। তখন বাসার ছাদে উঠতাম। কয়েক বিল্ডিং পরেই পান্নাদের ছাদ। প্রতিদিন রোজ করে ওকে দেখার জন্য ছাদে ওঠতাম। সে হয়তো এনজয় করত। তাই সেও কখনো ছাদে যাওয়া মিস করতোনা। ৪ বছর আমাদের মহল্লায় ছিল। কখনো বলা হয়নি ভালোবাসি তোমায়। সেহেরির সময় বিড়ি খাওয়ার জন্য এ যখন বের হতাম মেয়েটি কলসিতে পানি নেয়ার জন্য বের হত।

একদিন সাহস করে প্রপোজ করলাম তাও চিঠি দিয়ে। চিঠির উত্তর এসেছিল আমার বয় ফ্রেন্ড আছে। দুবাই থাকে। সে আসলে ওদের বিয়ে। এরপর থেকে আর কখনো ছাদে যাইনি। সেহরির সময় বের হইনি। আজ ১৫ বছর পার হয়েছে। চার পাঁচদিন আগে আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠিয়েছে। আমি চিনতে পারিনি। অনেক্ষন চ্যাট করে ফোনে কথা বলার পর চিনলাম।

যার জন্য আমাকে রেসপন্স করেনি ওর সাথে ৫ বছর সংসার করার পর ডিভোর্স। পান্না তখন ক্লাস এইটে পড়ত। ক্রাশ খাওয়া সে এইটে পড়া ছোট মেয়েটি এখন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ায়। ঢাকায় বড় বোনের সাথে থাকে। ১ম রমজান থেকে ওর সাথে প্রতিদিন কথা হচ্ছে। যে ছেলেটিকে বিয়ে করছে সে ড্রাগ এডিকটেড। ওকে সময় দিতোনা। ৮ দিন ধরে শুধু কষ্ট গুলো শেয়ার করছে।


আমার তাকে জড়িয়ে ধরতে ইচ্ছা করে। চোখের পানি মুছে চুমা দিয়ে বলতে ইচ্ছা করে কেঁদোনা আমি তো আছি। কিন্তু পারিনা।


আমাদের সত্যিকারের ভালোবাসা গুলো আমাদের জীবনে ভুল সময়ে ফিরে আসে। এমন সময়ে আসে যে সময়ে ইচ্ছাও সুযোগ থাকা স্বত্বেও আমরা গ্রহণ করতে পারিনা।


কানে হেড ফোন লাগিয়ে ফুল ভলিউমে গান শুনতে শুনতে চোখ থেকে কয়েক ফোটা অশ্রু গড়িয়ে পড়ে। গাইতে ইচ্ছা করে -

" ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু? যদি ফুল ফিরিয়ে দাও তবে দিতে পারি তোমায় এই দুচোখে জমে থাকা জল ধারা "


শিরোনাম গুরু জেমসের এই গান থেকে। গানটি শুনুন। ভালো লাগবে। ছবিতে পান্না।

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০২৩ রাত ১২:২১

সোনাগাজী বলেছেন:



শিরোনামে "ফুল" বানান ঠিক হয়নি।

৩১ শে মার্চ, ২০২৩ রাত ১২:২৪

মোহাম্মদ গোফরান বলেছেন: অনেক ধন্যবাদ ভুলটি ধরিয়ে দেয়ার জন্য।

২| ৩১ শে মার্চ, ২০২৩ রাত ১২:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কেন জানি মনে হতে ছিল আজ আপনার পোষ্ট পাবো।
সেহেরীতে আজানের আগে আর ইফতারের সাথে সাথে সিগারেট খাওয়া ভীষণ মিস করি।

৩১ শে মার্চ, ২০২৩ রাত ১২:২৬

মোহাম্মদ গোফরান বলেছেন: রমজান তো বছর ঘুরে আসে। এখনো খাবেন। বিগত কয়েক মাস বেশ ঝামেলা ও ব্যাস্ততা একসাথে যাচ্ছে।

৩| ৩১ শে মার্চ, ২০২৩ রাত ১২:৪৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সিগারেট ছেড়ে দেয়া কয়েক বছর হয়ে গেল।

৩১ শে মার্চ, ২০২৩ রাত ৯:১৯

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি একটানা ৪২ দিন সিগারেট খাইনি।

৪| ৩১ শে মার্চ, ২০২৩ রাত ২:৩৯

সোনাগাজী বলেছেন:



মাদক ভয়ংকর সমস্যা হয়ে গেছে; যারা মাদক খায়, ওদের স্ত্রী সব হারায়।

৩১ শে মার্চ, ২০২৩ রাত ৯:২০

মোহাম্মদ গোফরান বলেছেন: আমাদের যুব সমাজকে ধ্বংসের মূলে আছে এই মাদক। আমি নিজ চোখে দেখেছি এডিকটেড্রা মাদক না পেলে উম্মাদের মতো আচরণ করে।

৫| ৩১ শে মার্চ, ২০২৩ রাত ২:৫৭

স্মৃতিভুক বলেছেন: লেখাটা পইড়া চৌক্ষে পানি চইলা আসলো গো ভাইজান। কোনোমতে আত্মসংবরণ কইরা, ফোঁপাইতে ফোঁপাইতে কমেন্ট করতেছি, ভুল-ত্রুটি হইয়া গেলে ক্ষমা কইরা দিয়েন।

"কলসের পানি" ঘটিত বর্ণনা এবং ক্লাস এইটের কাহানি শুইনাই বুঝছি, ভাইজান আমাগো বড্ড রসিক এবং আজন্ম প্রেমিক পুরুষ।

যাউগ্গা। অন্য টপিক। "প্যারা নাই, চিল" - এইডার মানে কি গো? আফনে প্রায়'ই কন, তাই জিগাইলাম আর কি। মুখ্য-সুখ্য মানুষ আমি, আফনের গরুজীর মতো পড়াশুনা করি নাই, তাই একটু কষ্ট কইরা যদি বুঝায়া দিয়া "যেমন গরু তেমন বাছুর" বাক্যের যথার্থতা প্রমান কইত্তেন ....

৩১ শে মার্চ, ২০২৩ রাত ৯:২১

মোহাম্মদ গোফরান বলেছেন: আপু ভালো আছেন? কেমন যাচ্ছে দিন কাল?

৬| ৩১ শে মার্চ, ২০২৩ ভোর ৫:০৭

অধীতি বলেছেন: সেহরিতে সিগারেটা আসলেই জোশ বিষয় ছিল। "ভুল করে সে ফুল হয়ে যায়" "সে আমারে আমার হতে দেয়না।"

৩১ শে মার্চ, ২০২৩ রাত ৯:২২

মোহাম্মদ গোফরান বলেছেন: ভালোবাসা গুলো অপূর্ণ অবস্থায় বেশী সুন্দর।

৭| ৩১ শে মার্চ, ২০২৩ ভোর ৫:৩০

বাকপ্রবাস বলেছেন: প্রথম অংশটা ভাল লেগেছে, চিঠির জবাব পর্যন্ত। ধূমপান করিনা তায় ওটার মর্ম বুঝিনা।

৩১ শে মার্চ, ২০২৩ রাত ৯:২৩

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য বাকপ্রবাস।

৮| ৩১ শে মার্চ, ২০২৩ ভোর ৬:৫২

কামাল১৮ বলেছেন: এটা একটা খুশির খবর।সবার জীবনে আসে না সাবথানে পরিচালনা করবেন।

৩১ শে মার্চ, ২০২৩ রাত ৯:২৩

মোহাম্মদ গোফরান বলেছেন: হুম বুঝতে পারছি।

৯| ৩১ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:৩০

রাজীব নুর বলেছেন: আশা করি ঈদের পর থেকে নাপনি নিয়মিত পোষ্ট দেবেন।

৩১ শে মার্চ, ২০২৩ রাত ৯:২৪

মোহাম্মদ গোফরান বলেছেন: কিছু ঝামেলা পিছু ছাড়ছে না। সেগুলো থেকে মুক্তি পেলেই নিয়মিত হব ইনশাআল্লাহ।

১০| ৩১ শে মার্চ, ২০২৩ রাত ৯:২৪

ডার্ক ম্যান বলেছেন: সব দোষ ছেলেদের

৩১ শে মার্চ, ২০২৩ রাত ৯:৩৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ঠিক তা নয়। তবে এক স্ত্রীর পক্ষে ড্রাগ এডিক্টেড স্বামী মেনে নেয়া বেশ কঠিন।

১১| ৩১ শে মার্চ, ২০২৩ রাত ১০:১৯

ডার্ক ম্যান বলেছেন: ড্রাগ এডিকেশন, পুরুষুত্বহীনতা এগুলো তো কমন অভিযোগ।
আমি তো নেশা করে এসে মারধর করতাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.