নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠
ছবি - আমি।
এই পৃথিবীতে যা কিছু কিউট সব কিছুই হারাম ও নিষিদ্ধ বলে দেশের সাধারণ ধর্মপ্রাণ মুসলিম দের মনে যুগের পর যুগ ভয় ঢুকিয়ে দিয়েছে মৌলবাদীরা। ঈদের সবচেয়ে কিউট দৃশ্য গুলোর মধ্যে একটি হলো মেয়েদের হাতে মেহেদি লাগানো। চাঁদরাতে বাসার সব মেয়েরা মেহেদি লাগায়। শেষ মুহুর্তের কেনা কেটা শেষ করে ঈদের স্পেশাল খাবারের ম্যানু প্রস্তুত করা তো আছেই। যে যার সামর্থ্য মতো রান্না করে।
এখন ডিজিটাল যুগ। সন্ধ্যা থেকে ফেসবুকের মাই ডে/স্টোরিতে সব মেয়েরা মেহেদি রাঙানো হাতের ছবি দিচ্ছে। দেখতে সত্যি সুন্দর দেখাচ্ছে। যেহেতু মেয়েগুলোর হাত পুরুষ দেখছে তাই মোল্লাদের দৃষ্টি কোন থেকে বিষয়টি খুবই খারাপ। অথচ এটা এক অভিনব দৃশ্য। একটা ছবি দেখলাম একটা পরিবারের মা তার দুই মেয়েকে মেহেদি লাগিয়ে দিচ্ছে।এই পোস্টটি যখন লিখছি আমার 'পুতুল' টাকেও তার মা মেহেদী লাগিয়ে দিচ্ছে।
গ্রামের বাড়িতে এসেছি। শহর থেকে বেশ কিছু মেহেদী আনা হয়েছে। গ্রামের ছোট ছোট মেয়েরা আসে বাড়িতে অনেক শখ করে। তাদেরকেও মেহেদি লাগিয়ে দেয়া হয়। মেহেদি লাগানো শেষ হলে শিশু গুলোর আনন্দ দেখার মতো।
দু:খ কষ্টে অভাবে অনটনে জর্জরিত আমাদের দেশের অধিকাংশ মানুষ হাসতে ভুলে গেছে সেই কবে। হোক না এই ছোট ছোট সেলিব্রেশন গুলো। একটু হাসুক সবাই। মোল্লাদের কি ক্ষতি তাতে! দূরের একটি বাড়িতে উচ্চস্বরে গান বাজছে। মোল্লারা আমাদের সাধারণ ধর্মভীরু মানুষ গুলোর মনে অনেক আগে থেকে ভয় ঢুকিয়ে দিয়েছে যে গান শোনা হারাম। গান শোনলে কেয়ামতের দিন লোহার শিক গরম করে এক কান দিয়ে ঢুকিয়ে নাকি আল্লাহ অন্য কান দিয়ে বের করবে। অথচ একটু গান শোনে মানুষ যদি একটু প্রশান্তি পায় এদের কোন ক্ষতি হয়না।
আগামীকাল সব মেয়েরা ঈদের নতুন জামা পড়ে ছবি আপলোড দিবে। জাস্ট ছবি গুলো আপলোড দেয়া বাকি মোল্লারা সাথে সাথে তাদের জাহান্নামী কাফের নাস্টেক ঘোষণা করতে দেরী নেই। মেয়েদের পুরুষের সামনে (ভাই মামা চাচা হলেও) প্রাণ খোলে নি:শ্বাস নেয়া কোনদিন হারাম ঘোষণা করা আল্লাহ মালুম।
যাই হোক আল কায়দা ওরফে জামাত হেফাজত (যদি থাকে) ছাড়া ব্লগের সবাই জানাই পবিত্র 'ঈদুল ফিতরের' শুভেচ্ছা| সবার ইদ কাটুক অত্যন্ত আনন্দে। সকলের পরিবার পরিজন শান্তিতে থাকুক। এটাই প্রত্যাশা।
২১ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:০২
মোহাম্মদ গোফরান বলেছেন: বাচ্চা মানুষ, হাত নাড়াচাড়া করে বিশ্রী করে ফেলসে তাই দেইনি।
২| ২১ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:৩২
রূপক বিধৌত সাধু বলেছেন: যত যাই করুক, মেহেদী দেওয়া বন্ধ হবে না।
২১ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:০৪
মোহাম্মদ গোফরান বলেছেন: আসলে ধর্মপ্রাণ সজল সরল মানুষ গুলোকে ভয় লাগিয়ে ওরা ধর্ম ব্যবসা করে।
৩| ২১ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:৩০
নান্দনিক নন্দিনী বলেছেন: মেহেদির রঙেই তো ঈদ রঙিন হয়।
ঈদ মোবারক।
২১ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:৩৪
মোহাম্মদ গোফরান বলেছেন: রঙিন কোন কিছুই উহাদের ভালো লাগে না। কিছু বললে কতগুলো মনগড়া এডিট করা হাদীসের রেফারেন্স দিবে
ঈদ মুবারক।
৪| ২২ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:০৮
কামাল১৮ বলেছেন: ভালো লাগলো পড়ে।মানুষ প্রতিবাদী হয়ে উঠছে।ঈদের শুভেচ্ছা।
২২ শে এপ্রিল, ২০২৩ রাত ১:০০
মোহাম্মদ গোফরান বলেছেন: অনেক ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা।
৫| ২২ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:৩৬
জ্যাকেল বলেছেন: বন্দুক নাই বলেই আপনে চরমপন্থী হিসাবে সাব্যস্ত হইতে পারতেছেন না, আসলে আপনে উগ্র মৌলবাদি গোস্টির ওপর পিঠ। আপনার প্রত্যেক লেখাতেই আপনাকে উগ্রবাদী হিসাবে উপস্থাপন করতেছেন।
এটা অশান্তির বার্তা দেয়, অমানুষ হইবার বার্তা দেয়। কোন সুস্থ, রুচিশীল, প্রগতিশীল মানুষ এত বেশি করাপ্টেড শব্দ উগরে দেয় না।
২২ শে এপ্রিল, ২০২৩ রাত ১:১০
মোহাম্মদ গোফরান বলেছেন: আমি কি লিখবো তা কি আপনি ঠিক করে দিবেন? আমার পোস্টের কোন লাইনটিতে উগ্রতা প্রকাশ পেয়েছে তা নির্দিষ্ট করে বলার অনুরোধ করা হল। আপনি একবার আমাকে অন্যায় ভাবে নাম উল্লেখ না করে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছেন। আমি ৭ বছরে কোনদিন ব্লগিয় নীতিমালায় আসিনি। সুতরাং আমি ঠিক আছি। যা লিখি হক কথা লিখি। ভুলত্রুটি হলে তাহা সংশোধন করার জন্য ব্লগ টিম তথা কর্তৃপক্ষ আছে। আমাকে নিয়ে চিন্তিত হয়ে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না জনাব। কি লিখবো তা কি আপনি ঠিক করে দিবেন? আমার পোস্টের কোন লাইনটিতে উগ্রতা প্রকাশ পেয়েছে তা নির্দিষ্ট করে বলার অনুরোধ করা হল। আপনি একবার আমাকে অন্যায় ভাবে নাম উল্লেখ না করে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছেন। আমি ৭ বছরে কোনদিন ব্লগিয় নীতিমালায় আসিনি। সুতরাং আমি ঠিক আছি। যা লিখি হক কথা লিখি। ভুলত্রুটি হলে তাহা সংশোধন করার জন্য ব্লগ টিম তথা কর্তৃপক্ষ আছে। আমাকে নিয়ে চিন্তিত হয়ে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না জনাব।
৬| ২২ শে এপ্রিল, ২০২৩ রাত ১:২০
নিমো বলেছেন: আপনি পিনাকীর মত করে লিখুন, তাহলে কোটি টাকার ওষুদ কেলেংকারির পরও ব্লগের কিছু ছ্যাঁচড়াদের থেকে প্রশংসা পেতে থাকবেন।
২২ শে এপ্রিল, ২০২৩ রাত ১:৪৭
মোহাম্মদ গোফরান বলেছেন: আমি ধর্মান্ধ ইসলামের দুষমন কাঠমোল্লাদের ও ছাগুদের নোংরামি গুলোর বিরুদ্ধে লিখি। জামাতের পেইড দালাল ছাগু পিনাকীর চামচাদের জ্বলে কেন বুঝিনা।
২২ শে এপ্রিল, ২০২৩ রাত ১:৪৯
মোহাম্মদ গোফরান বলেছেন: তারা যে ফেবুর গার্বেজ ব্লগে এনে কপি পেস্ট করে সেখানে কি আমি যাই?
৭| ২২ শে এপ্রিল, ২০২৩ রাত ২:৪৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ফেসবুকে নাই অনেকদিন যাবৎ। ক্যাচাল ফ্যাচাল দেখতে হয় না।
ঈদের শুভেচ্ছা রইল।
২৩ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:২১
মোহাম্মদ গোফরান বলেছেন: ইদ মুবারক।
৮| ২২ শে এপ্রিল, ২০২৩ রাত ৩:৫০
হাসান কালবৈশাখী বলেছেন:
সুন্দর লিখেছেন।
ঈদ মোবারক।
২৩ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:২২
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ ইদ মুবারক হাকাবৈ ভাই। ইদ মুবারক।
৯| ২২ শে এপ্রিল, ২০২৩ সকাল ৭:১৬
এম ডি মুসা বলেছেন: ইদ মোবারক
২৩ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:২২
মোহাম্মদ গোফরান বলেছেন: ইদ মুবারক।
১০| ২২ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:৪১
শেরজা তপন বলেছেন: ঈদুল ফিতরের শুভেচ্ছা। ভাল থাকুন -মাথা ঠান্ডা রাখুন
২৩ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:২৩
মোহাম্মদ গোফরান বলেছেন: ঠিক আছে। ঈদ মুবারক।
১১| ২২ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:১০
রাজীব নুর বলেছেন: গরকাল ইফতারের আগে হঠাত শুরু হলো বৃষ্টি।
ইফতারের পর কন্যাকে নিয়ে বাইরে গেলাম। এদিকে কন্যার মা রান্নায় ব্যস্ত।
সুরভি তার কন্যাকে মেহেদি দিয়েছে। বেশ ভালো সময় যাচ্ছে।
ঈদ মোবারক।
২৩ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:২৩
মোহাম্মদ গোফরান বলেছেন: হুম। ইদ মুবারক রসজীব নুর।
১২| ২২ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:১৫
বিটপি বলেছেন: মেহেদি দেয়া নিয়ে মোল্লারা কি ফতোয়া দিল? আমি তো কিছু জানিনা। মেয়েদের সৌন্দর্য প্রকাশে ইসলামে কিছু বিধি নিষেধ আছে। ফেসবুকে এরকম কোন ছবি দেখে কেউ যদি সচেতন করার জন্য দু এক লাইন লিখে থাকে - তাতে এতটা প্রতিক্রিয়া দেখানো কি ঠিক?
কোন মেয়ে ফেসবুকে ছবি দিয়েছে আর কোন মোল্লা তাকে কাফের নাস্টেক ঘোষণা করেছে - এরকম একটা স্ক্রীনশট পারলে দেখান। আমাদের দেশের মোল্লারা এতটা উগ্রবাদী না। তারা যথেষ্ট সহনশীল। আপনার কথাবার্তায় সেরকম সহনশীলতা ও মার্জিত আচরণ আমরা আশা করি।
২৩ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:২৪
মোহাম্মদ গোফরান বলেছেন: ইদেও কি হাউকাউ ও ম্যাওপ্যাও কথা বলবেন?
১৩| ২৩ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:২৫
নতুন বলেছেন: অন্য মানুষের কাজে নাক গলানোর অভ্যাস বন্ধ করতে হবে।
ফেসবুকে কে কিসের ছবি দিলো সেটা নিয়ে কেন মানুষের মাথা ব্যাথা হয় বুঝি না।
ফেসবুকের পোস্ট গরম হলে জুকারবার্গের সেয়ারের দাম বাড়ে.... অন্য কারুর কোন লাভ নাই।
২৩ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:২৪
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ নতুন ভাই সুন্দর কথা বলার জন্য।
ঈদের শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ২১ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৫৯
কবিতা পড়ার প্রহর বলেছেন: ঈদ মুবারাক !
পুতুলের হাতের মেহেদী ছবি দেখতে চাই।