নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

সুড়ঙ্গ: কলিজা আর জান। আন্তর্জাতিক মানের অসাধারণ নাচের শিল্পী "নুসরাত ফারিয়া"।

১৬ ই জুন, ২০২৩ রাত ৯:০৪




এফ বি ওয়াছে যারা সময় কাটান তারা জানেন সেখানে কিছু চমৎকার মুভির খণ্ডাংশ ও ভিডিও দেখা যায়। আমরা যখন কোন হলিউড ও ভলিউড মুভি সিন দেখি তখন মুগ্ধ হই। স্ক্রল করতে করতে বাংলা সিনেমার কিছু ভিডিও আসে যেগুলো দেখে যে কারও বমির উপক্রম হবে। পাশ্ববর্তী দেশ ভারতীয় অভিনেতা অভিনেত্রীদের অভিনয় নাচ আর গান যখন আমাদেরকে অসম্ভব ভালো লাগা ফীল করায়, তখন এদেশীয় শিল্পীদের সিনেমা গান কিংবা অভিনয় আমাদের রীতিমতো হতাশায় ভোগায়।

তবে আশার কথা হলো দিন বদলাচ্ছে। চমৎকার সব মুভি আমাদের হলে ফিরিয়ে নিয়ে গেছে বিগত ২/৩ বছর ধরে। একসময় হুমায়ুন আহমেদ এর কোন ফিল্ম যখন মুক্তি পেতো তখন আমরা সিনেমা হলে ভিড় কররাম। মোস্তফা সরওয়ার ফারুকীর বানানো টেলিফিল্ম গুলো ছিল একমাত্র ভরসা। আজ বহুবছর পরে যেন আমরা দারুণ সব সিনেমা দেখছি। আয়না বাজি, টেলিভিশন, হাওয়া, পরাণ, মহানগর সহ ১ ডজন সিনেমা এবং ওয়েব ফিল্ম আমাদের অসুস্থ ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করছে। তারই ধারাবাহিকতায় এবার ঈদে একটি চমৎকার সিনেমা আসছে। রাইফান রাফি পরিচালিত ছবিটির নাম "সুরঙ্গ "।

আমাদের ইন্ডাস্ট্রিতে আন্তর্জাতিক মানের শিল্পী খুবই কম আছেন। বিশেষ করে হলিউড বলিউড এর নায়ক নায়িকাদের মতো নাচে আমাদের শিল্পীরা বরাবরই পিছিয়ে। তবে এবার আমরা একজন অসাধারণ নাচের শিল্পী পাচ্ছি। সে আর কেউ নয়, তার নাম 'নুসরাত ফারিয়া '

সুরঙ্গ ছবিতে একটি আইটেম গান রয়েছে। গানটির নাম " কলিজা আর জান"। গানটির সাথে অসাধারণ নাচ করেছে ওয়ার্ল্ড ক্লাস নুসরাত। গত সোমবার ইউটুবে মুক্তি পাওয়া গানটির ভিউ মাত্র ৪ দিনে মিলিয়ন ছাড়িয়েছে। ভিডিওটির মন্তব্যে প্রশাংসার জোয়ারে ভাসছে নুসরাত।


অসাধারণ এই আইটেম গানে আছে জমকালো আয়োজন। সেট সাজানো ও লাইটের বাহার দেখে মনে হবে যেন বলিউড এর কোন সিনেমার দৃশ্য। গানটির শ্যুটিং এ ব্যাবহৃত হয়ে ৪০০ এর বেশী নৃত্যশিল্পী।

অনেকে নুসরাতকে তুলনা করছে হলিউড স্ট্যান্ডার্ড ও আন্তর্জাতিক স্বিকৃতি প্রাপ্ত সাউথ ইন্ডিয়ান নায়িকা 'সামান্তার' সাথে। সামান্তা অভিনীত সাউথ ইন্ডিয়ান সিনেমা " পুষ্পা " যারা দেখেছেন তারা সে মুভির "আন্তাভা " গানের হুবুহু মিল খুঁজে পাবেন নুসরাত এর পারফর্ম করা " কলিজা আর জান গানের সাথে নাচটির "। যদিও পুষ্পার আন্তভা নাচটিকে হালকা কপি করা হয়েছে (নুসতার কপি করার জন্য রাজী ছিলনা) তারপরো আমি সন্তুষ্ট কারণ আমাদের দেশে বলিউড ও হলিউডের নায়িকাদের মতো হুবুহু নাচতে পারে এরকম একজন নায়িকা আছেন।

নুসরাত আমার খুবই স্নেহের, চট্টগ্রামের কিংবা একই সাথে কাজ করি বলে বলছি না, একজন সাধারণ দর্শক হিসেবে বলছি "নুসরাত " অসাধারণ নাচে। সামান্তা আন্তর্জাতিক খ্যাতি পাওয়া একজন নায়িকা ও নাচের শিল্পী। হুবুহু তার মতো পারফর্ম করা সত্যি সম্মানের। মডার্ন হওয়ার ও সিনেমার নায়িকা হওয়ার অপরাধে ছাগু ও কাঠমোল্লারা গালি দিলেও দেশের শিক্ষিত ভদ্র মার্জিত সাধারণ বিনোদন প্রিয় মানুষ এর মানুষের প্রশংসার জোয়ারে ভাসছে নুসরাত এই নাচ দিয়ে।

প্রথমে পুষ্পা মুভিতে সামান্তার পারফর্ম করা "আন্তাভা গানের সাথে নাচটি" দেখুন:


এইবার নুসরাত এর পারফর্ম করা "কলিজা আর জান গানের সাথে নাচটি " দেখুন:। নুসরাত এর অসাধারণ মুভ, আরেফিন নিশোর ফ্যান্টাস্টিক অভিনয় ও এক্সপ্রেশন ও সঙ্গীত শিল্পী কণার পাগল করা কণ্ঠ আপনাকে নস্টালজিক করবে।



আশা করছি আমাদের নির্মাতারা একদিন অসকার জয় করবে।


আমি মোবাইল থেকে ডেক্সটপ ভার্সন ইউজ করতে পারছিনা।এখন অন্য ফোন থেকে লিখছি। তাই টাইপো ও স্পেল মিসটেক আছে।

পোস্টে ব্যবহৃত ছবিটি পত্রিকা থেকে। কলিজা আর জান গানের একটি দৃশ্যে - নুসরাত ফারিয়া।

মন্তব্য ৩১ টি রেটিং +১/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০২৩ রাত ৯:৩২

রাজীব নুর বলেছেন: নুসরাতের নাচ গান এবং অভিনয় কখনও আমার মন ছুঁতে পারেনি।
স্যরি ফর দ্যাট ব্রো।

১৬ ই জুন, ২০২৩ রাত ১১:২০

মোহাম্মদ গোফরান বলেছেন: ইটস ওকে ব্রো। প্রত্যেকের পছন্দ আলাদা। প্যারা নাই চিল।

২| ১৬ ই জুন, ২০২৩ রাত ১০:১১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- গানটির (নাচ সহ) চিত্রায়নে গতি একটু কম মনে হলো। ্বারো একটু ফাস্ট হলে আরো ভালো হতো।
- এই ভাবে কাঁচের বতলে মদ দেখানোর আইডিয়া থেকে বেরিয়ে আসতে পারে নাই!!!

১৬ ই জুন, ২০২৩ রাত ১১:২১

মোহাম্মদ গোফরান বলেছেন: সাউথ ইন্ডিয়ানটাকে নকল করতে গিয়ে এই ঝামেলা টা পাঁকাল। আইটেম গান এর সাথে মদ কমন। অলটারনেটিভ কি?

৩| ১৬ ই জুন, ২০২৩ রাত ১০:৩৫

কামাল১৮ বলেছেন: নাচ দুটি দেখলাম।প্রায় কাছা কাছি।

১৬ ই জুন, ২০২৩ রাত ১১:২২

মোহাম্মদ গোফরান বলেছেন: হ্যা কপি করার চেষ্টা করা হয়েছে।

৪| ১৬ ই জুন, ২০২৩ রাত ১০:৩৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নাচ শব্দটি অনেক স্হানে নাছ হয়েছে যা সংশোধন করলে পড়তে ভালো লাগবে ।
..................................................................................................
নাচটি দেখলাম, ভারতীয় এই ষ্টাইল আর কত দেখব ?
বাংলাদেশের ছবি, বাংলার ঐতিহ্য বা ঘরানার গান হলে
ভালো কিছু হতো।
বানিজ্যিক ভাবে ছবিটা চলার জন্য এই সংযোজন ।

১৬ ই জুন, ২০২৩ রাত ১১:৩১

মোহাম্মদ গোফরান বলেছেন: বউ এর মোবাইল থেকে লিখছিলাম। আমার মোবাইল থেকে ডেক্সটপ ভার্সন আসেনা। তাড়াতাড়ি করতে গয়ে ভুল হইছে। যে কটা চোখে পড়ছে ঠিক করে দেয়ার চেষ্টা করছি।

বাঙালি হিন্দি মুভি বেশী দেখে তাই পতিচালকরা বাধ্য হয়ে হলিউড স্টাইল মুভি বানাচ্ছেন।

৫| ১৭ ই জুন, ২০২৩ রাত ৩:১৯

চারাগাছ বলেছেন:
নুসরাত ফারিয়ার মধ্যে 'আবেদনময়ী' ব্যাপারটা নেই।

১৭ ই জুন, ২০২৩ দুপুর ২:৫৫

মোহাম্মদ গোফরান বলেছেন: সবাই তো বলে ও খুবই হট ।

৬| ১৭ ই জুন, ২০২৩ সকাল ৯:৫৪

শেরজা তপন বলেছেন: কিছু মনে করবেন না ভ্রাতা, মেয়েটা টিভিতে যতদিন উপস্থাপনা করত তখন দারুণ সাবলীল ও স্মার্ট লাগত।
এখন সব কিছু তাঁর যেন রোবটিক লাগে। ওর পাটাকা নাচ দেখার পরে আর কোন নাচ দেখার আগ্রহ হারিয়ে ফেলেছি।

১৭ ই জুন, ২০২৩ দুপুর ২:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: সবার পছন্দ তো ভিন্ন ভিন্ন। আমার ওকে ভালো লাগে কারণ ও ভালো নাচতে পারে। আমাদের দেশের ও এক মাত্র নায়িকা যার নাচ হিন্দি ছবির নায়িকাদের মতো।

৭| ১৭ ই জুন, ২০২৩ সকাল ১০:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
আইটেম গান এর সাথে মদ কমন। অলটারনেটিভ কি?
আমনি আমার মন্তব্যটি বুঝে উঠতে পারেন নি। কাঁচের বতলে যেভাবে মদ দেখানো হচ্ছে সেই ভাবে আপনি সারা বাংলাদেশের কোথাও মদ দেখেছেন? সেই আদিকালে বাংলা ছবিতে যেভেবে দেখাতো এখনো সেভাবেই দেখাচ্ছে। কিন্তু বর্তমানের বাস্তবতার সাথে এটা যায় না।

১৭ ই জুন, ২০২৩ দুপুর ২:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: হুম । সঠিক অবজারভেশন ।

৮| ১৭ ই জুন, ২০২৩ দুপুর ১২:৩৯

দারাশিকো বলেছেন: আগরতলা বনাম চৌকির তলা।

১৭ ই জুন, ২০২৩ দুপুর ২:৫৮

মোহাম্মদ গোফরান বলেছেন: এইডা কিছু হইল ?

তবে একেকজনের পছন্দ একে রকম । আপনার চকিরতলা মনে হলে সেই ধারণা নিয়েই থাকুন ।

প্যারা নাই চিল ।

৯| ১৭ ই জুন, ২০২৩ দুপুর ১:৪১

মুজাহিদুর রহমান বলেছেন: অনেক কিছুই বলতে ইচ্ছে করে। কিন্তু লিখতে কষ্ট লাগে তাই কিছু বলি না। চুপচাপ পড়ে যাই। B-)

১৭ ই জুন, ২০২৩ বিকাল ৩:০৩

মোহাম্মদ গোফরান বলেছেন: কি আর করবেন ? একটা গান শোনেন :)

১৭ ই জুন, ২০২৩ বিকাল ৩:০৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ভাি গানোতি প্রাইবেট , পাবলিক না ফলে দেখা যাচ্ছে না। । এখান থেকে শুনুন ।

১০| ১৭ ই জুন, ২০২৩ বিকাল ৩:২৬

শূন্য সারমর্ম বলেছেন:


বলিউডে যাবার আপ্রাণ চেষ্টা করছে নাকি?

১৭ ই জুন, ২০২৩ বিকাল ৩:৩৯

মোহাম্মদ গোফরান বলেছেন: কলকাতা যেহেতু গেসে বলিউডে যাওয়ার ট্রাই তো করবে।

১১| ১৭ ই জুন, ২০২৩ বিকাল ৩:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার পেশা এবং আপনার পেশা সংশ্লিষ্ট সকলের প্রতি আমার সম্মান রয়েছে কিন্তু আপনাকে বুঝতে হবে - সামহোয়্যারইন ব্লগ একটি কমিউনিটি ব্লগ এবং এটা কোন শো বিজ সংক্রান্ত ব্লগ নয়। ফলে আপনাকে অনুরোধ করা হয়েছিলো, সকলের ব্যবহারের কথা বিবেচনা করে এমন কোন ছবি ব্যবহার না করতে যা স্বাভাবিকভাবে আমাদের সমাজে দৃষ্টিকটু বা কিছুটা আপত্তিকর। তারপরও যদি পোস্টের মেরিটে অনুসারে ছবি ব্যবহার করতে হয়, তাহলে তা যেন পোস্টের শুরুতেই ব্যবহার না করে পোস্টের মাঝে ব্যবহার করা হয়, যাতে প্রথম পাতায় এর কোন এফেক্ট না পড়ে। আপনার মনে থাকার কথা, একটি পোস্টে আপনি মারিয়া নূরের ছবি ব্যবহার করেছিলেন, সেই ছবির প্রকাশের যুক্তিকতা থাকায় আপনার হয়ে আমি অনেক ব্লগারের সাথে বির্তকে লিপ্ত হয়েছিলাম।

কিন্তু আপনাকে হাজারো অনুরোধ করেও এই বিষয়টি থেকে আপনাকে বিরত রাখতে পারি নি। এছাড়া আরো অনেক বিষয়ে আপনাকে অনুরোধ করার পরেও সেখানে কার্যকরী কোন পরিবর্তন আমি লক্ষ্য করি নি। এটা সামগ্রিকভাবে দুঃখজনক। পাশাপাশি, আপনাকে আরো একটি জিনিস বুঝতে হবে - অর্ধ নগ্ন ছবি প্রকাশ করলেই তা ছাগু বা কাঠমোল্লাদের বিরুদ্ধে জিহাদ হয় না।

কিন্তু গোফরান, সব কিছুর একটি শেষ আছে। আমরা চাই না, আপনার পোস্ট প্রকাশের সুবিধা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হোক। আশা করি বিষয়টিতে আপনি গুরুত্ব দিবেন।

১৭ ই জুন, ২০২৩ বিকাল ৩:৫১

মোহাম্মদ গোফরান বলেছেন: নীতিমালা ভঙ্গ করার কারণে যদি নীতিমালায় আসতে হয় তাহলে তা নিরবে সহ্য করব। আপনি আমাকে অপ্রাসঙ্গিক ছবি ব্যাবহার না করতে বলেছিলেন আমি ১ বছর করিনাই । এখন বলছেন দৃষ্টিকটু ছবি ব্যাবহার না করতে । আমি করবনা। খালাস।

১২| ১৭ ই জুন, ২০২৩ বিকাল ৩:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আর হ্যাঁ খুবই অপ্রয়োজনী আইটেম সং। মনে হচ্ছে কাচ্চি বিরিয়ানী আমি মসুর ডাল দিয়ে খাচ্ছি। বুঝলাম এই মসুর ডাল বিখ্যাত বাবুর্চি রান্না করছে। কিন্তু আল্টিমেট রেজাল হলো কাচ্চির বিরিয়ানীর সাথে মসুর ডাল যায় না।

১৭ ই জুন, ২০২৩ বিকাল ৩:৫৪

মোহাম্মদ গোফরান বলেছেন: হা হা হা , ব্যবসার অবস্থা খুবই মন্দা । ডলার নাই , কয়লা নাই, সেল নাই , একমাত্র রেমিটেন্স ভরসা। পাবলিক ডিমান্ড বলে কথা। দিন শেষে খেয়ে পড়ে বেঁচে থাকতে হবে তো। ভিউ ইনক্রিজ বর্তমান মিডিয়া ব্যবসা টিকিয়ে রাখার একমাত্র উপায়।

১৩| ১৭ ই জুন, ২০২৩ রাত ৯:০০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ইটস ওকে ব্রো। প্রত্যেকের পছন্দ আলাদা। প্যারা নাই চিল।

প্যারা নাই চিল। শব্দটা ভালো লাগে।

১৭ ই জুন, ২০২৩ রাত ১১:২০

মোহাম্মদ গোফরান বলেছেন: এটা নিয়ে আবার কতজনে গিয়ে কমপ্লেন করে দেখেন। মডুকে বিচার দিবে গোফরান ব্লগে অপ্রয়োজনীয় ডাইলগবাজি করছে।

১৪| ১৮ ই জুন, ২০২৩ রাত ১২:৩৫

জ্যাক স্মিথ বলেছেন: আয়না বাজি, টেলিভিশন, হাওয়া, পরাণ, মহানগর সবগুলো মুভি দেখেছি কিন্তু সুড়ঙ্গ দেখবোনা কারণ, আরফান নিশোকে আমি দেখতে পারি না।

১৮ ই জুন, ২০২৩ বিকাল ৪:৩৮

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি নুসরাতের জন্য মুভিটা স্পেশালি দেখবো । প্রফেশানাল খাতিরে সবার মুভি দেখা লাগে ।

১৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৪৫

খায়রুল আহসান বলেছেন: শেষ পর্যন্ত সুরঙ্গ কেমন ব্যবসা করেছে?

১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০১

মোহাম্মদ গোফরান বলেছেন: এই মুভিটা এই বছরের সেরা ছবি গুলোর মধ্যে অন্যতম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.