নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

কেন আওয়ামীলীগের আরেকবার ক্ষমতায় আসা উচিত।

১৭ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৪



সবাই জানেন নির্বাচন এর তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১০ই জানুয়ারি ২০২৪ জাতীয় নির্বাচন। এবং সকলেই নিশ্চিত শেখ হাসিনার আওয়ামী লীগ আরেকবার সরকার গঠন করতে যাচ্ছ্র। আমিও চাই আওয়ামী লীগ আরেকবার ক্ষমতায় আসুক। দ্রব্য মূল্যের উর্ধগতি ক্রিকেট দূর্নীতি, ব্যাংক লোট ছাড়া আওয়ামী লীগ এর অন্য কোন দোষ আমি দেখছিনা। শেখ হাসিনা একটু সতর্ক হলে এগুলো রিকবার করা যাবে।

কেন আওয়ামী লীগের আবারও ক্ষমতায় আসা উচিত:

১) বিম্পি ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী কে হবে বিম্পি নিজেই জানেনা। যাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কে হবেন সেটাই অনিশ্চিত তারা দেশের জন্য কোন ভুমিকা রাখতে পারবেনা।
২) বিম্পি অদক্ষ। এখন পর্যন্ত ১ টা জোরালো আন্দোলন করতে পারেনি। হরতাল অবরোধ এর অহেতুক গাড়ি পোঁড়াচ্ছে। নিজেরা অবরোধ দিয়ে নিজেরাই মানছে না।
৩) ওরা কি বিম্পি নাকি বৃহত্তর জামাত ইসলামি ওরা নিজেরাই জানেনা।
৪) অধিকাংশ জামাত শিবির বিম্পি ভেক ধরছে ফলে ক্ষমতায় এসেই বাংলাদেশকে পাকিস্তান বানানোর জন্য উঠে পড়ে লাগবে।
৫) যেহেতু বিম্পির সাথে জামাত হেফাজত আছে, ফলে দেশে জংগীবাদ, শিশু বলৎকার বেড়ে যাবে।
৬) যেহেতু জঙ্গি জামাত হেফাজত কে বিম্পি কখনো ছাড়বেনা সেহেতু ওরা ক্ষমতাই এসেই এদেশের সংখ্যালঘু ও মুক্তমনা দের উপর নিপিড়ন করবে।
৭) যেখানে সেখানে গনহারে ওয়াজের নামে হিংসা গীবত করবে। ধর্মীয় বিদ্বেষ ছড়াবে।
৮) মেয়েদের হিজাব বোরখা এগুলো জোর করে পড়তে বাধ্য করা হবে।
৯) মিডিয়াকে যারা জীবিকা হিসেবে নিয়েছে তাদের বিম্পির অন্যতম শরীক দল জামাত-হেফাজত এখন অনলাইনে গালি দিচ্ছে তখন সরাসরি আক্রমণ করবে।
১০) তারেক/কোকো এর দূর্নীতি রেকর্ড করবে।
১১) কাঁদিয়ানি, মাজার পন্থী, আহলে সুন্নতকে নিষিদ্ধ করবে।


ফলে বাংলাদেশে কখনোই বিম্পি-জামাত জোটের ক্ষমতায় আসা উচিৎ না।

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০৮

ডার্ক ম্যান বলেছেন: বিএনপি জামায়াত আসবে না।
তবে নতুন রাজনৈতিক শক্তির আবির্ভাব হতে পারে।

১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৩১

মোহাম্মদ গোফরান বলেছেন: নতুন রাজনৈতিক শক্তি তো চোখে পড়ছেনা।

২| ১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৪

শ্রাবণধারা বলেছেন: আপনি তো বাংলা প্রথম পত্র পরীক্ষা দিতে এসে খাতায় ধর্ম পরীক্ষার উত্তর লিখে দিলেন।

প্রশ্ন করলেন "কেন আওয়ামীলীগের আরেকবার ক্ষমতায় আসা উচিত" আর উত্তর লিখলেন কেন বিএনপির ক্ষমতায় আসা উচিত নয় !!!

৩| ১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:০৮

রানার ব্লগ বলেছেন: তৃতীয় শক্তি কে হবে? যারা হবে তারা বাংলাদেশের মানুষের জন্য হবে না কি ধান্দাবাজদের জন্য হবে?

৪| ১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:০৯

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার মন্তব্য এর জবাব দিতে গিয়ে ফুল ভার্সন মুবাইল ভার্সন হয়ে গেসে। কিছুতেই আর ডেক্সটপ ভার্সন আসছেনা মুবাইল থেকে।


ঐ যে ঘুরে ফিরে সারমর্ম একই। বিম্পি-জামাতের কোন অবস্থাতেই আর ক্ষমতাই আসা উচিত না।

@শ্রাবণ ধারা।

৫| ১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:১২

মোহাম্মদ গোফরান বলেছেন: নারা ভাই। আমার ধারণা এই দেশে ৩য় শক্তি বলে কিছু নেই। এদেশের মানুষ ৩ ভাগে বিভক্ত।
১) আওয়ামী লীগ।
২) বিম্পি
৩) জামাত

@রানার ব্লগ।

৬| ১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৩২

কামাল১৮ বলেছেন: তৃতীয় শক্তি যেই হোক স্বাধীনতার পক্ষের হলে স্বাগতম।নয়তো ঝাড়ুর বারি।

১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৩৫

মোহাম্মদ গোফরান বলেছেন: সহমত।

৭| ১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:০৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রাজনীতিতে পালাবদল হবে এটাই রীতি ।
..................................................................
কিন্ত শক্তিশালী বিরোধী দরের অভাবে আওয়ামী লীগ বার বার ওয়াক ওভার পাচ্ছে ।
স্বীকার করতে হবে আওয়ামী লীগ দীর্ঘ দিন ক্ষমতায় থেকে অবকাঠামোগত ও কৃষি খাতে
যথেষ্ট অর্জন করেছে । কিন্ত বানিজ্য ও রেমিটেন্স খাতে ব্যর্থতা দেখিয়েছে ।
খেলা ধূলায় , দুই মহারথীর জন্য ক্রিকেট আর ফুটবল কেমন গোত্তা খাচ্ছে সবাই দেখচ্ছেন ।
এর মূল কারন দুর্নীতি ! স্বাস্হ্য ও শিক্ষা খাতে সমুদ্র চুরির কথা সবার জানা ।
অনেক ভালো ভালো অর্জন দুর্নীতির মহা সমুদ্রে হাবুডুবু খাচ্ছে ।
....................................................................................................................
কিন্ত আপনি শুধু বিএনপি র কথা বলছেন ।
তাদের তো আসল কান্ডারী নাই ।
খালেদা জিয়া বা তারেক জিয়া নির্বাচনে প্রার্থী হতে পারছেনা ।
বিএনপি র মধ্যে তরুন আর প্রবীণের মাঝে দন্ধ আছে,
যাদের বিভিন্ন সময়ে নির্বাচন করতে দেয়া হয় নাই তাদের একটি গ্রুপ আছে ।
ভিন্ন মতের বিএনপির গ্রুপের আহব্বানে অনে কে ই সে ই দলে যোগ দি বে এবং
নির্বাচন করবে । আমার ধারনা তারা ৩৫ থেকে ৪০ টি আসন পেতে পারে ।
জাতীয় পার্টী ২০ টি আসন এবং অন্যান্য দল ও স্বতন্ত্র মিলে ২৫ টি আসন পেতে পারে ।

১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৩৬

মোহাম্মদ গোফরান বলেছেন: মনে হয়না শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন ততদিন অন্য কোন দল ক্ষমতায় আসবে।

৮| ১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:২৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মানুষের মাথায়ও যে গোবর উৎপন্ন হয় কিছু কিছু বিজ্ঞদের না দেখলে বুঝা যেতনা।

১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৩৭

মোহাম্মদ গোফরান বলেছেন: হুম যেমন আপনি।

৯| ১৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:২৫

বিজন রয় বলেছেন: বিএনপি চাই না, আওয়ামীলীগ চাই না।
তবে এদের বিকল্পও আপাতত নেই।

তাই যে আসে আসুক................... সবই একই।

১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৩৭

মোহাম্মদ গোফরান বলেছেন: স্বাধীনতার বিপক্ষের শক্তির চেয়ে আওয়ামীলীগ ভালো।

১০| ১৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৫০

ধুলো মেঘ বলেছেন: বিম্পি ক্ষমতায় আসবে - এরকম সম্ভাবনা আপনার মাথায় উঁকি দিল কেন? কি দেখে?

১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৩৮

মোহাম্মদ গোফরান বলেছেন: আসবে তো বলিনাই। বলছি আসার কোন দরকারই নেই।

১১| ১৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৪০

নতুন বলেছেন: আয়ামীলীগের বড় সমস্যা হইলো শেখ হাসিনা মনে করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া তার অধিকার।

তিনি দূনিতি কমানো এবং জবাবদিহিতা বাড়ানোর জন্য কাজ করছেন না।

তিনি তার দলের দূনিতির লাগাম টেনে ধরার চেস্টা করছেন না এবং বিরোধী দলকে সাবাড় করে দিচ্ছেন...

সবচেয়ে বড় সমস্যা হইল্রো তিনি আয়ামীলীগের পরের নেতা ঠিক করতে পারছেন না।

আর আয়ামীলিগ আর বিএনপি দুই দলই ক্ষম,তায় আসে নিজেদের সম্পদ বাড়াতে, সেটাই তাদের ধান্দা, দেশপ্রেমের কথা উছিলা মাত্র।

১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৪০

মোহাম্মদ গোফরান বলেছেন: সহমত তবে বিম্পির চেয়ে লীগ ভালো। মৌলবাদীরা বাংলাদেশ কে কখনো জঙ্গিস্থান বানাতে না পারার জন্য সবসময় লীগের ক্ষমতায় থাকা উচিৎ।

১২| ১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩১

রাজীব নুর বলেছেন: আওয়ামীলীগ ক্ষমতায় এলে ব্যক্তিগতভাবে আপনার কি কি লাভ?

১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: রাজাকার দের কঠিন হস্তে দমন করবে।

১৩| ১৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩২

মহাজাগতিক চিন্তা বলেছেন: আওয়ামী লীগের ক্ষমতা আব্যাহত আছে। তাদেরকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারলে, ‘তাদের আবার ক্ষমতায় আসা উচিত’ কথাটি সঠিক হতো।

১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৩

মোহাম্মদ গোফরান বলেছেন: না বিম্পি জামাত বলছে তাদের হাতে ক্ষমতা দেয়া উচিৎ তাই বললাম।

১৪| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১:০১

জ্যাক স্মিথ বলেছেন: আমার ধারণা দেশের জনগণ আবারও শেখ হাসিনাকেই ক্ষমতায় রাখবে।

১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: জনগণ না রাখলেও উনি জোর করে ক্ষমতায় থাকবেন।

১৫| ১৯ শে নভেম্বর, ২০২৩ ভোর ৪:২৪

আঁধারের যুবরাজ বলেছেন: @এদেশের মানুষ ৩ ভাগে বিভক্ত।১) আওয়ামী লীগ।২) বিম্পি ৩) জামাত
আপনার এই মন্তব্য , ছোট বুশের মতো। হয় আমার পক্ষে না হয় আমার বিপক্ষে !

১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: তাই কি?

১৬| ১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:৩৫

রাােসল বলেছেন: যেই ক্ষমতায় আসুক, সব একই। যেই লাউ সেই কদু।

১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: সঠিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.