নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

২০০ তম পোস্ট: সামুতে ৭ম বর্ষপূর্তি : ১ লক্ষ ৫০ হাজার ব্লগ হিট। জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

২০ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৯


এই খাবারটা ব্লগার মিরোরডডল এর জন্য। বেচারি ভাত রান্না করতে গিয়ে চুলার সুইচ অন করতে ভুল করাতে মাংস পুড়ে ছাই অসহায় পানির নীচে চাউল ডুবে আছে। :)

প্রিয় ব্লগার ও পাঠক,
শুরুতেই শুভেচ্ছা। আজকের পোস্টটি এই ব্লগে আমার ২০০ তম পোস্ট। আমি সাধারণত সমসাময়িক বিষয় নিয়ে লিখতে পছন্দ করি। আমার ৮০% পোস্টই সমসাময়িক বিষয়ের উপর লেখা। পেশায় একজন ক্রিয়েটিভ ডিরেক্টর হলেও নিজেকে একজন ব্লগার হিসেবে পরিচয় দিতে বেশী সাচ্ছন্দ্য বোধ করি। এই ব্লগে আগেও কয়েকবার লিখেছি। এখন আবার বলছি আমার প্রফেশনাল লাইফের পরে সময় কাটানোর সবচেয়ে প্রিয় মাধ্যম সামু। এখানে আমার লিখতে ভালো লাগে। মন্তব্য করতে ভালো লাগে। সম্ভবত আর ২০/৩০ টা মন্তব্য করলে আমার ' মন্তব্য করেছি- সংখ্যাটি ৬০০০ এর ঘরে যাবে'। আমি খুব আনন্দিত যে ২০০ টি পোস্টের মধ্যে ১ টি পোস্টও নাই যে পোস্ট পাঠক ও মন্তব্য পায়নি। প্রতিটি পোস্ট গড়ে ৭৬০+ বার পঠিত হয়েছে। পোস্ট গুলোতে গড়ে ২৬ টি মন্তব্য এসেছে। বিএনপি ভেক ধরা ২/৩ জন দেশ ও স্বাধীনতার শত্রু জামাত-শিবির মানসিকতার কথিত ব্লগার ছাড়া সবার সাথেই আমার সম্মানজনক ব্লগিয় ইন্টারেকশন। জামাত শিবির মানসিকতার উক্ত ২/৩ ছাড়া অন্য কোন ব্লগার যদি আমার কোন আচরণ বা ব্যবহারে কষ্ট পান আমি খুবই দু:খিত। সামুর সাথে আজ ৭ বছর ৪ মাস। এই সময়ে মধ্যে আমাকে কখনোই নীতিমালায় আসতে হয়নি।

আজকে যদি ২০০ তম পোস্ট না হতো তবে তানজিন তিশা অথবা আনুষ্কাকে নিয়ে লিখতাম।

প্রসঙ্গ: 'তানজিন তিশা':

ব্যক্তিগত ভাবে এই মেয়েকে চিনি। দুর্দান্ত একজন মডেল ও অভিনেত্রী। সাধারণত যারা মডেলিং থেকে নাটক সিনেমায় অভিনয় জগতে ঢুকে তারা খুব নাম করে। তানজিন এর ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি।ছোট পর্দার টপ ৫ জন অভিনেত্রীর মধ্যে সে একজন। সবাই অনলাইনে দেখেছেন ফারহান এর সাথে তার একটা ভিডিও ভাইরাল হয়েছে। আসলে আমাদের দেশের অধিকাংশ মানুষ ও সাংবাদিক দুষ্ট। ফারহান - তানজিন দুইজনই সমসাময়িক সহকর্মী। তারা দুষ্টুমি করে একটা ভিডিও বানিয়েছে। সে ভিডিও তানজিন রার ফেবু স্টোরিতে ফান করে শেয়ার দিতে দেরী,আমরা উপযুক্ত প্রমাণ ছাড়া এই অভিনেত্রী সম্পর্কে আন্দাজে রিউমার ছড়িয়ে তার ক্যারিয়ারের ১২ টা বাজাতে দেরী করিনি। আগেই বলছি তিশা কে আমি ব্যক্তিগত ভাবে চিনি। মেয়েটি সহজ সরল ও আবেগী। তানজিন যখন মিডিয়ায় আসে তখন জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদের ১ টি গানের সাথে একটা মিউজিক ভিডিও করতে কিঞ্চিৎ ভাব হয়। সেসময় হাবিবের স্ত্রীর সাথে ডিভোর্স হতে হতে হয়নি। পরে হাবিব তার স্ত্রীর সাথে মতানৈক্য মিটমাট করে নিলে সেখানেই শেষ হিয় তাজনিন হাবিবের 'কুচ কুচ হুতাহে'। এরপর কিছু সাংবাদিক ও নেটিজনরা জনপ্রিয় সংগীত শিল্পী ইমরান, জনপ্রিয় অভিনেতা নিশো, পরিমনির জামাই শরীফুল রাজ ও সর্বশেষ নতুন প্রজন্মের অভিনেতা মুশফিক ফারহান এর সাথে জড়িয়ে এমন নোংরা রিউমার ছড়িয়েছে যে মেয়েটা শেষ পর্যন্ত আত্নহত্যা করতে গেছিল।

আচ্ছা আমরা এমন কেন? মিডিয়ার লোকজন কি মানুষ নয়? তাদের কি আবেগ নেই? তারা কি পারেনা সহকর্মীর সাথে একটা টিকটক ভিডিও বানাতে? তাদের কি ফান করা মানা?মিডিয়ার লোকজনদের মধ্যে নারী পুরুষের ঘনিষ্ঠ বন্ধুত্ব মানেই কি প্রেম! আমাদের মানসিকতা কি কখনোই ডেভেলপ হবে না? আমরা কি কখনোই সভ্য হবোনা?

আমরা টিভি পর্দায় যাদের কে দেখি তাদেরও তো একটা পারসোনাল লাইফ আছে। তাদেরও ফ্রেন্ড্ররা মিলে চিল করতে ইচ্ছা করে। সেদিন দেশের এক বিখ্যাত অভিনেত্রীর সাথে ফটোশ্যুট ছিল। জাতীয় পুরষ্কার বিজয়ী অভিনেত্রী। শ্যুটে লাঞ্চ এরেঞ্জম্যান্ট ছিল গরুর তেহারি।সাথে কোকাকোলা। গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার পর সিগারেট না খাওয়া মানে অতৃপ্ত থেকে যাওয়া। স্টুডিও বারান্দা দুই জন মিলে সিগারেট ধরালাম। উনি নিজে লাইটার জ্বালিয়ে সিগারেট ধরিয়ে আমার দিকে আগাইয়া দিলেন।বললাম এতোবড় সেলিব্রিটির সাথে সিগারেট শেয়ার করছি একটা সেলফি নিই। বললেন নাও তবে কোথাও আপলোড দিওনা। আমাদের ফেসবুকবাসী বড় খারাপ।

যাই হোক পোস্ট বড় হয়ে যাচ্ছে। সবাইকে আবারও ধন্যবাদ জানাই। হ্যাপি ব্লগিং।

৭ম বর্ষপূর্তি উপলক্ষে একটু চাঁটগাইয়া খানাপিনা সকলের জন্য:



নীচের ছবি ২টি ব্লগার সোনাগাজী সহ চট্টগ্রামের সকল ব্লগারদের জন্য যারা দীর্ঘদিন দেশের বাইরে আছেন। আপনাদের প্রিয় শহরকে মিস করছেন। এগুলো আধুনিক বিশ্বে কোন শহর বা হোটেল নয়। বরং চট্টগ্রাম শরের ডে ভিউ ও কক্সবাজারের সেইমান হোটেল।




থ্যাংকস ফর রিডিং ❤️

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:২০

বিজন রয় বলেছেন: পুত্তুম পিলাসসস!!

২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:২৯

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ দাদা :)

২| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:২২

বিজন রয় বলেছেন: অভিনন্দন ও শুভকামনা।
ব্লগিং চলুক অবিরত প্রিয় গোফা!!

২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৩০

মোহাম্মদ গোফরান বলেছেন: আবারও অনেক ধন্যবাদ। ❤️

৩| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৫

বিজন রয় বলেছেন: টক অব দ্যা টাউন তানজিন তিশাকে নিয়ে পোস্ট দিলেন, এই জন্য আমি গোস্বা করলাম। আপনার ২০০তম পোস্ট ভিন্ন কিছু নিয়ে হতে পারতো।

যাক, কি আর করা দিয়েই যখন ফেলেছেন তখন গিলতেই হবে।
খাবারের ছবিগুলো অনেক লোভনীয়।

তাবে আমি আজকাল অনেক কম খাই, বয়স হয়েছে নাহ!!

২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: আসলে সমসাময়িক ঘটনাবলী নিয়ে লিখি। কয়েকদিন ধরে বাঙালি মেয়েটার লাইফ হেল করে ফেলছে। আর ২০০ তম পোস্ট যেহেতু তাই একসাথে বর্ষপূর্তি নিয়ে কয়েক লাইন লিখে দিলাম।

এখন আসলে অধিকাংশ মানুষ ফুডে রেস্ট্রিকশন মেন্টেন করে।

৪| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৪২

ডার্ক ম্যান বলেছেন: তিশার একটা অডিও রেকর্ড ভাইরাল হয়েছে।
রঙিন জগতে রঙিন কারবার।
সম্পর্ক ভাঙ্গে গড়ে বারবার।

২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ঐটা অনেক পুরান অডিও। হালারা ভিউ ব্যবসার জন্য নতুন করে আপলোড দিসে।

৫| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:০৬

কামাল১৮ বলেছেন: শুভেচ্ছা।দুই হাজারের অপেক্ষায় থাকলাম।

২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:২৬

মোহাম্মদ গোফরান বলেছেন: অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ।

৬| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:২৯

শায়মা বলেছেন: ভাইয়া

এত মজার সব খানাপিনা!!! :)

২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৩৫

মোহাম্মদ গোফরান বলেছেন: হে হে আপু আপনার থেকে শিখে :)

৭| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৪১

সেলিম আনোয়ার বলেছেন: বর্ষপূর্তিতে অভিনন্দন শুভকামনা। আমি মূলত কবিতা পাঠক। আপনার লেখা তাই বেশি পড়া হয় না। :)

২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি :)

ইটস ওকে প্যারা নাই চিল। :)

৮| ২১ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


সুন্দর তো ।

২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ।

৯| ২১ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৩

রাজীব নুর বলেছেন: আপনাদের তানজিন তিশার একটা নাটকও আমি দেখি নাই। দেখার আগ্রহও আমার হয় নাই।
মিডিয়ার কাউকে নিয়ে আমার কন আগ্রহ কোনো কালেও ছিলো না। যখন পত্রিকা অফিসে কাজ করতাম তখন এদের খুব কাছ থেকে দেখেছি। এবং তাদের প্রতি ঘৃণা জন্মে যায়। শ্রদ্ধাবোধ আসে না।

২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৫

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি নিজের কথা নিজেই ভুলে গেলে হবে।

আপনিই তো বলেন ভাল খারাপ সবখানে আছে। খারাপ লোক মক্ষা মদীনাতেও আছে।

১০| ২১ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: ২০০ তম পোষ্টের জন্য আপনাকে অভিনন্দন।

২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৬

মোহাম্মদ গোফরান বলেছেন: অনেক ধন্যবাদ।

১১| ২১ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ২০০ তম পোস্টের জন্য আপনাকে অভিনন্দন

২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৬

মোহাম্মদ গোফরান বলেছেন: অনেক ধন্যবাদ।

১২| ২১ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫০

ডার্ক ম্যান বলেছেন: শেষের ছবি ২ টার মডেল কে?

২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ও মডেল না। ইনফ্লুয়েঞ্চার। রাহিলা ওর নাম।

১৩| ২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:০৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: দুইশত (২০০) তম পোষ্টের জন্য আপনাকে অভিনন্দন সাথে সাথে আশা রইলো আরেকটা ০ তম যোগে পোষ্টের।

তার জন্য চলুক অবিরাম সামুর সাথে -------------

২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: অনেক ধন্যবাদ।

১৪| ২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৮

মিরোরডডল বলেছেন:





Thanks & Congratulations!



২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: You Are Mist Welcome & Thanx for congratulate me

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.