নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

সামু কর্তৃপক্ষের কাছে টিম চাঁদগাজী বনাম টিম শায়মার মধ্যে একটি ক্রিকেট ম্যাচ আয়োজন করার আবেদন।

২৫ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৪


প্রথমেই বলে নিচ্ছি এটি একটি ফান পোস্ট। জাস্ট মজা করে লেখা। ব্লগার চাঁদগাজী এবং ব্লগার শায়মা দুইজনই আমার খুব প্রিয় এবং সম্মানের। আমার পোস্ট কাউকে হার্ট করলে প্লিজ জানাবেন। সাথে সাথে আমি এডিট করবো অথবা সরিয়ে ফেলব। এই পোস্টের মূল উদ্দেশ্য ফান। কোন অবস্থাতেই ক্যাচাল নয়। তাই কেউ ক্যাচাল করার চেষ্টা করলে মন্তব্য মুছে দেয়া হবে।

গেল বিশ্বকাপের আগে আমরা দেখেছি সেলিব্রিটি ক্রিকেট লীগ হয়েছে। খুবই মজার ছিল সে ম্যাচ।যদিও ccl অর্থাৎ সেলিব্রিটি ক্রিকেট লীগে মারামারি হয়েছিল কিন্তু খুবই মজার ছিল। আমি চাই আসন্ন ব্লগ ডে উপলক্ষে একটি ক্রিকেট ম্যাচ আয়োজন করা হোক। টিম হবে দুইটি। ব্লগার চাঁদগাজী একাদশ ও ব্লগার শায়মা একাদশ।

কোন ব্লগার কোন টিমে খেলবে?
আমার মতো করে ২ টা টিম করলাম।

ব্লগার চাঁদগাজী একাদশে কারা খেলবেন:
১) সোনাগাজী (অধিনায়ক)
২) রাজীব নূর (সহ অধিনায়ক)
৩)ঠাকুর মাহমুদ
৪) নিমো
৫) হাসান কালবৈশাখী
৬) কলা বাগান - ১
৭) মহাজাগতিক চিন্তা
৮) নূর আলম হীরণ
৯) জুন
১০) স্বপ্নের সঙ্কচিল
১১) কামাল ১৮

টিম শায়মা: চাঁদগাজীর টিমের জন্য প্লেয়ার খুজে পাওয়া না গেলেও শায়মার দলে প্লেয়ারের ছড়াছড়ি।কারে বাদ দিয়ে কারে নিব পুরাই কনফিউজড। আমার মত করে একটা টিম বানালাম:

১)শায়মা (অধিনায়ক)
২) নতুন (সহ অধিনায়ক)
৩) ভুয়া মফিজ
৪) অপু তানভীর
৫) ঢাবিয়ান
৬) মনিরা সুলতানা।
৭) শেরজা তপন
৮) সেলিম আনোয়ার
৯) নিবর্হণ নির্ঘোষ।
১০) করুনা ধারা
১১) সোনাবীজ অথবা ধুলোবালি ছাই।

আম্পায়ার:
১) হাসান মাহবুব
২) আহমেদ জী এস।

থার্ড আম্পায়ার:
১)সাড়ে চুয়াত্তর
২) মিরোরডডল

প্রিয় ব্লগ টিম,
দীর্ঘ দিন ব্লগার চাঁদগাজী ও ব্লগার শায়মার মধ্যে একটা কিউট ক্যাচাল লেগেই আছে। কোন অবস্থাতেই এটা মিটছেনা। আপনারা নিশ্চয়ই লাগান সিনেমাটি দেখেছেন। খেলার ফলাফলের উপর নির্ভর করবে ব্লগার চাঁদগাজীকে কি সোলেমানি ব্যন করা হবে নাকি আর কখনোই ব্যান করা হবে না। এই ব্যান ব্যান খেলা বন্ধ করে খেলার ফলাফলের মাধ্যমেই এই সমস্যার সমাধান করা সম্ভব ব্ললে মনে করি।

বি: দ্র: আমার যাদের মাল্টি, কাঠমোল্লা ও বিম্পি ভেক ধরা জামাত শিবির মনে হয় তাদের বাদ দেয়া হয়েছে। ছবিটি আমার খুব প্রিয় একজন সহকর্মীর। সেলিব্রিটি ক্রিকেট লীগের সময় তুলা।

বিনীত নিবেদক
মোহাম্মদ গোফরান।

মন্তব্য ৬৭ টি রেটিং +৯/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:০৯

বিজন রয় বলেছেন: হা হা হা হা ..................

২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:১৪

মোহাম্মদ গোফরান বলেছেন: :)

২| ২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:১১

বিজন রয় বলেছেন: গ্যালারীতে বসলাম...............

টস কি হইসে...........??

২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:১৭

মোহাম্মদ গোফরান বলেছেন: মাত্র ম্যাচের আবেদন জানালাম। আগে এপ্রুভড হোক তারপর তো টস। :)

৩| ২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:১২

বিজন রয় বলেছেন: নূরু ভাই বেঁচে থাকলে তাকে কোন দলে রাখতেন?

২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:১৮

মোহাম্মদ গোফরান বলেছেন: নিশ্চিত চাঁদগাজীর দলে।

৪| ২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:১৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার নাম থার্ড আম্পায়ারের তালিকায় দেখার আগেই আমি আপনার পোস্টের শিরোনাম দেখে প্রস্তাব করতে চাচ্ছিলাম আমাকে যেন আম্পায়ার বানানো হয়। তবে এখন ভাবছি আমাকে ম্যাচ রেফারি বানানো যায় কি না ভেবে দেখবেন। কারণ ম্যাচ রেফারির কাজ হল সার্বিকভাবে ক্রিকেট খেলার সব নিয়ম সঠিক ভাবে সবাই পালন করেছে কি না সেটার উপর রিপোর্ট দেয়া। আম্পায়ার, থার্ড আম্পায়ার, প্লেয়ার কিংবা দর্শকদের খেলার নিয়ম এবং নীতিমালা ভাঙ্গার সম্ভবনা আছে। সেটা দেখার জন্য দক্ষ একজন ম্যাচ রেফারি দরকার। আমার আত্মবিশ্বাস আছে যে যে কোন পরিস্থিতি আমি সামাল দিতে পারবো। :) তাই বিষয়টা ভেবে দেখবেন। আরও কিছু বিষয় যোগ করতে পারেন।

১। দমকল বাহিনী - ক্ষেপে গিয়ে কোন পক্ষ যদি আগুন লাগিয়ে দেয়।
২। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী - লাঠি চার্জ বা কাদানে গ্যাস প্রয়োগ করার জন্য লাগতে পারে।
৩। ফিল্ড এম্বুলেন্স সার্ভিস - কেউ কারও নাক ফাটিয়ে দিলে লাগতে পারে।
৪। চিয়ার লিডার লাগবে - যারা খেলায় উৎসাহ দেবে।
৫। বাদাম বা পপকর্ণ বিক্রেতা - কারা বাদাম বেচবে বা পপকর্ণ বেচবে আর মজা দেখবে তাদের একটা তালিকা দেয়া দরকার ছিল।
৬। স্পন্সর হিসাবে আপনার নাম থাকা উচিত। টাকা পয়সা আপনি দিবেন। :)

আরেকটা বিষয় হল মডারেটর সাহেব কোন দলে থাকবেন এটা একটু বলে দিলে ভালো হত।

২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:২২

মোহাম্মদ গোফরান বলেছেন: মিরর এর সাথে আপনার আন্ডার্স্ট্যান্ডিং ভালো তাই দুইজনই থার্ড আম্পায়ার। :)
মডারেটর সাহেব আয়োজক :)

৫| ২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:২৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: বয়স এবং অভিজ্ঞতার কারণ কামাল১৮ কে সহ অধিনায়ক করা হউক। :)
রাজীব নুরকে তার বালখিল্য আচরণের জন্য দুধভাত ঘোষণা করা হউক। অর্থাৎ বাচ্চারা লুডু খেললে যেমন তার গুটি খাওয়া যায় না সেই রকম স্ট্যাটাস। ওনার কোন আউট থাকবে না। ক্যাচ, বোল্ড, রান আউট, এলবিডব্লিউ, হিট উইকেট, ষ্ট্যাম্পিং, টাইম আউট, ফিল্ডিংয়ে বাধা, দুইবার বলে আঘাত, আম্পায়রের অনুমতি ছাড়া মাঠ ত্যাগ কোন অবস্থাতেই তাকে আউট ঘোষণা করা যাবে না। এটা তার জন্য বিশেষ ছাড়।

চাঁদগাজী একাদশে জুন আপুর নাম দিয়েছেন। আপনার ধরের উপরে মাথা কয়টা!!! :) জলদি ওনাকে শায়মা একাদশে নেন। উনি দেখলে লঙ্কাকাণ্ড ঘটে যাবে।

দীর্ঘ অভিজ্ঞতার কারণে ব্লগার ঠাকুর মাহমুদকে ওপেনার হিসাবে নামান। অল রাউনডার হিসাবে কালবৈশাখী ভাই ভালো করবে আশা করি।

গুগলি বলিংয়ে সোনাগাজীর উপরে কেউ নাই। তাই ওনার ওভার একটু বেশী রাখবেন।

শায়মা একাদশের ক্যাপ্টেন শায়মার ছিঁচকাঁদুনে রোগ আছে। ওনার নাকের সর্দি মোছার জন্য বড় কোন গার্মেন্টসের ঝুট জোগাড় করতে ভুলবেন না।

২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৪০

মোহাম্মদ গোফরান বলেছেন: চাঁদাগাজী টিমে তুলনা মূলক দুর্বল প্লেয়ার বেশী। তাই শেষে ১০ বলে ২০ রান দরকার হলে কামাল ১৮ এর প্রয়োজন আছে। জুন আপুকে চাঁদগাজী টিমে দেয়ার বিশেষ কারণ হলো শক্তিশালী দল যেন আম্পায়ার দের উপর বল প্রয়োগ করতে না পারে। ঠাকুর মাহমুদ ভাই মিডল ওয়ার্ডারে ভালো খেলেন :)


শেষের লাইন পড়ে হাসতে হাসতে শেষ।

৬| ২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:২৯

মোঃ কাজল আলী বলেছেন: ভাই আমাকে কোন একটা কাজ দিয়েন শুধু শুধু বসে খেলা দেখতে ভালো লাগবে না!

২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: ভাই আপনি অতিরিক্ততে থাকেন :)

৭| ২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: মূল একাদশে রাখায় উভয় দলের নির্বাচককে ধন্যবাদ।

২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৪২

মোহাম্মদ গোফরান বলেছেন: স্বাগতম৷ আশা করছি ভালো খেলবেন।

৮| ২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৪১

সাড়ে চুয়াত্তর বলেছেন: নিবর্হণের পেট মোটা। সে দৌড়াতে পারবে না। তাই তাকে দলে না রেখে বল কুড়ানোর কাজে ব্যবহার করা যেতে পারে। :) ওর বদলে অল রাউনডার দেয়ালিকা বিপাশার নাম প্রস্তাব করছি। :)
অভিজ্ঞতা আর দীর্ঘ সময় মাঠে টিকে থাকার জন্য ভুয়া মফিজ আর শেরজা তপন ভাইকে ওপেনিংয়ে নামানোর অনুরোধ জানাচ্ছি। :) এনারা ভালো প্লেয়ার হিসাবে সুনাম কুড়িয়েছেন।
আমাকে মূল টিমে খেলার জন্য রাখসেন। আবার থার্ড আম্পায়ার হিসাবেও রাখসেন। :) ব্যাপারটা কি বুঝলাম না।
বাড়তি খেলোয়াড় হিসাবে নীচের খেলোয়াড়দের নাম প্রস্তাব করছি।

শায়ম একাদশ বাড়তি খেলোয়াড়ের তালিকা -
১। শুভ (একলব্য) - এখন যদিও নিখোঁজ আছেন। কিন্তু খেলার নাম শুনলে ফিরে আসতে পারেন।
২। ভালো একজন বোলার হিসাবে মনিরা সুলতানার নাম প্রস্তাব করছি। উনি মোস্তাফিজের মত একজন ভালো কাটার মাস্টার।

সোনাগাজী একাদশ বাড়তি খেলোয়াড়ের তালিকা -
১। সত্য পথিক শায়ান
২। অগ্নিবেশ
৩। সাসুম - বর্তমান নিখোঁজ কিন্তু খেলার খবর পেলে ফিরে আসতে পারে। :)

২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: হা হা হা। সাসুম ভাই কে আমি মিস করি। কিন্তু মনে হয়না উনি চাঁদগাজী একাদশে খেলবেন।

৯| ২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: শায়মার টিম তো দুর্বল। এই একাদশকে পঞ্চদশ বানিয়ে প্লেয়ার বাড়িয়ে ১৫ জন করা হউক। নইলে হেরে গেলে শায়মা দল বেঁধে কান্নাকাটি শুরু করবে।

২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:২৪

মোহাম্মদ গোফরান বলেছেন: কি বলেন! শায়মা আপু, অপু, শেরজা, ভুয়া, মনিরা এই পাঁচজন ব্যাট করলে ইনাফ বাকি ৬ জনের রানের জন্য নামতেও হবে না।

১০| ২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৫২

সাড়ে চুয়াত্তর বলেছেন: লাঞ্চ ব্রেকে শায়মা আপুর বাসায় খাওয়ার ব্যবস্থা করা হউক। :)

২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:২৬

মোহাম্মদ গোফরান বলেছেন: তখন ঝামেলা আছে। চাঁদগাজী টিম বলবে টিম শায়মা কমিটির টিম। রাজকীয় খাওয়া খেয়ে - শায়মা একাদশকে জিতিয়ে দিয়েছেন।

১১| ২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৫৫

নূর আলম হিরণ বলেছেন: আমি উইকেট কিপিং করতে পারি। যাদের রেখেছেন দলে মনে হয় না খুব জোরে বল ছুড়তে পারবে, আশা করি আমার সমস্যা হবে না বল ধরতে।
চাঁদগাজী ক্রিকেট খুব একটা পছন্দ করে না। ফুটবল হলে উনি নির্দ্বিধায় মাঠে নেমে যেতেন।

২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:২৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ভাই আপনাকে কিপিং ব্যাটিং বোলিং ৩ টাতেই ভুমিকা রাখতে হবে।

১২| ২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: মিরোরডডলের মত মনভোলা মানুষকে থার্ড আম্পায়ার বানানো ঠিক হয় নাই। ভাত রাঁধতে গিয়ে সে ভাতের চুলা জ্বালাতে ভুলে যায় আর রান্না করা গরুর মাংসের চুলা জ্বালিয়ে ছাই বানায়। তাই আমার মনে হয় তাকে মাঠের ঘাস কাটার কাজ দিলে ভালো করবে। :)

২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:২৮

মোহাম্মদ গোফরান বলেছেন: উনি নিরপেক্ষ ও হক কথা বল্রন তাই থার্ড আম্পায়ার হিসেবে পারফেক্ট।

১৩| ২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: শায়মা আপু তো ভয়ে পলাইসে। তার টিকিটাও দেখা যাচ্ছে না। খেলা এড়ানোর জন্য হাসপাতালেও ভর্তি হয়ে যেতে পারে। নয়তো বলবে যে আমার স্কুলের বাচ্চাদের পরীক্ষার কারণে খেলতে পারবো না। :)

২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:২৯

মোহাম্মদ গোফরান বলেছেন: শায়মা আপু পোস্ট নজরে রেখেছেন। কে কি মন্তব্য করছে দেখছেন। উল্টাপাল্টা মন্তব্য করলে একটা একটারে সাইজ করবেন।

১৪| ২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:১৩

ডার্ক ম্যান বলেছেন: ব্লগ দিবসে এই ম্যাচটা অনুষ্ঠিত হতে পারে।
লগে আছি ডটকমের প্রতিষ্ঠাতা মাহমুদ ০০৭ এই ম্যাচ আয়োজনের যাবতীয় খরচ বহন করার ঘোষণা দিয়েছেন।

২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৩০

মোহাম্মদ গোফরান বলেছেন: মারহাবা।

১৫| ২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৩৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্লগার চাঁদগাজী একাদশ ও ব্লগার শায়মা একাদশ।
.............................................................................
আমি সবসময় নিরপেক্ষ অবস্হানে থাকতে অভ্যস্হ্ ।
সুতরাং কোন একাদশে আমার নাম অর্ন্তভূক্ত থাকতে চাইনা ।
তবে দর্শক হতে আপত্তি নাই ।
খেলার সময় ( যদি হয় ) টিভি রিপ্লে দেখে রিপোর্ট করতে পারব ।

২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৫৩

মোহাম্মদ গোফরান বলেছেন: প্রিয় মুরুব্বি,
এটি একটি ফান পোস্ট। চাঁদগাজী টিমের জন্য প্লেয়ার খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই আপনাকে চাঁদগাজীর দলে রাখা হয়েছে। পোস্টে উল্লেখিত সব ব্লগার সামুর নিবেদিত প্রাণ ব্লগার। এটা জাস্ট একটা পোস্ট।


তাই প্যারা নাই চিল।

১৬| ২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: খুব ভালো উদ্যোগ। খেলাধুলাল মধ্যে দিয়েই ওনাদের মিলন হোক :) । পপকর্ন নিয়ে গ্যালরিতে বসলাম :)

২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৫৫

মোহাম্মদ গোফরান বলেছেন: হোক হোক দুইজনের মধুর সম্পর্ক :D

১৭| ২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৫৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: জুনকে শায়মার টিমে আর নতুনকে চাঁদগাজীর টিমে নেওয়া উচিত ছিল।

২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:০১

মোহাম্মদ গোফরান বলেছেন: ভাই নতুন ভাই শায়মা আপির দলে ঠিক আছেন। জুন আপিকে ইচ্ছে করে চাঁদগাজী টিমে দিসি। সব ভালো প্লেয়ার যদি একই টিমে হয় খেলা তো জমবে না।

১৮| ২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: আমি কিন্তু অপেনিং ব্যাটার বল হাতে অপেন করেছি লেগ স্পিন অফস্পিন ও করতে জানি অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে এমনকি কিপিং এর ও। অপেনিং এ নেমে নট আউট থাকার রেকর্ড আছে। তবে ফিল্ডিঙ এ অসাধারণই বলতে হবে। ম্যাচ কিন্তু আমাদের টিম ই জিতবে। শায়মা আর আমি অপেনিং করলে আমরা আর আউট হবো না।

২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:০২

মোহাম্মদ গোফরান বলেছেন: প্রিয় শাতমা আপু,
দীর্ঘদিন ধরে আপনার একনিষ্ঠ ভক্ত এই কবি ক্রিকেটার কে এবার একটু ফিরে থাকান।

১৯| ২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:০৩

শাহ আজিজ বলেছেন: চালায়া যাও ভাইস্তে ।

২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:২৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ওঁকে :D

২০| ২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: এইরে! কবি সেলিম আনোয়ার ভাইকে আপনি আট নম্বরে নামালেন? উনি এখন শায়মাপুর সঙ্গে ওপেন করবেন যখন সাধু সাধু।এই জুটি ভাঙা ঠিক হবে না :)
এখন শায়মাপু কাকে আউট করবেন দেখার :)

২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৪

মোহাম্মদ গোফরান বলেছেন: সত্যি বলছি শায়মা আপুর প্রতি কবি সেলিম আনোয়ার এর প্রেমে কোন ভেজাল নাই। শায়মা আপুর সাথে কবিকে ওপেনিং এ নামালে চাঁদগাজীর টিম হারার সম্ভাবনা বেশী। জানেন তো প্রেমের একটা অদ্ভুত শক্তি আছে ;)

২১| ২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:৪৮

কামাল১৮ বলেছেন: এমনিতেই ব্লগের সব পোষ্ট প্রায় ফান পোষ্ট,তার উপর আবার বোঝার উপর শাকের আটি।

২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৫

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি সাধনা ফান পোস্ট লিখিনা। এটা লিখলাম। সামনের কয়েকটি পোস্ট ভালো মৌলিক বিষয় বিস্তু নিয়ে লেখার চেষ্টা করব।

২২| ২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ১:১৬

আঁধারের যুবরাজ বলেছেন: শাহ আজিজ ভাইকে গাজী ভাইয়ের টিমে ওপেনার হিসেবে নেন। নানুর মতো তাকে কেন বাদ দিয়েছেন !

২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৬

মোহাম্মদ গোফরান বলেছেন: উনি ম্যাচ পর্যবেক্ষক।

২৩| ২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ২:৫৩

রানার ব্লগ বলেছেন: গ্যালারি তে আছি !!!

২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৬

মোহাম্মদ গোফরান বলেছেন: আমার পাশে বইসেন গ্যালারি তে।

২৪| ২৬ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


ফুটবল খেলা হলে আমি আছি!
ক্রিকেটে ভরসা নাই।

২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ফুটবল ম্যাচ হলে কোন টিমে থাকতেন?

২৫| ২৬ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২৭

বাউন্ডেলে বলেছেন: আমি ব্লগিং খেলা দেখছি। অনেকে গা ঢাকা দিয়েছে।

২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ব্লগিং খেলাটা কি?

২৬| ২৬ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:২৩

রাজীব নুর বলেছেন: ফান পোস্ট হিসেবেই নিলাম।
ভালো থাকুন।

২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ।

২৭| ২৬ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩৭

শায়মা বলেছেন: ক্রিকেট ম্যাচ!!!

এটা কি ঠিক হবে?

তার চেয়ে বরং ভাইয়ার সাথে বিতর্কে নামা যেতে পারে বিশাল ব্লগার ও অবিশাল ব্লগার। :)

অথবা টপিক হতে পারে তালগাছটাই আমার আমার এবং আমার। :) :) :)


এই অবাস্তব যুক্তিহীন বিতর্ক প্রতিযোগীতায় ভাইয়ার জয় সুনিশ্চিৎ। B-)

২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৯

মোহাম্মদ গোফরান বলেছেন: বিতর্ক প্রতিযোগিতা হলে মুরুব্বীরা তরুনদের কথাই বলতে দিবে না।

২৮| ২৬ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩৯

শায়মা বলেছেন:
প্রিয় ব্লগ টিম,
দীর্ঘ দিন ব্লগার চাঁদগাজী ও ব্লগার শায়মার মধ্যে একটা কিউট ক্যাচাল লেগেই আছে। কোন অবস্থাতেই এটা মিটছেনা। আপনারা নিশ্চয়ই লাগান সিনেমাটি দেখেছেন। খেলার ফলাফলের উপর নির্ভর করবে ব্লগার চাঁদগাজীকে কি সোলেমানি ব্যন করা হবে নাকি আর কখনোই ব্যান করা হবে না। এই ব্যান ব্যান খেলা বন্ধ করে খেলার ফলাফলের মাধ্যমেই এই সমস্যার সমাধান করা সম্ভব ব্ললে মনে করি।

বি: দ্র: আমার যাদের মাল্টি, কাঠমোল্লা ও বিম্পি ভেক ধরা জামাত শিবির মনে হয় তাদের বাদ দেয়া হয়েছে। ছবিটি আমার খুব প্রিয় একজন সহকর্মীর। সেলিব্রিটি ক্রিকেট লীগের সময় তুলা।

বিনীত নিবেদক
মোহাম্মদ গোফরান।


হা হা হা হাসতে হাসতে শেষ আমি। ভাইয়া তোমার পোস্টের এই অংশ থেকে ভাইয়ার কেমন পিত্তি জ্বলে যাচ্ছে আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি। :P

২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন। আমার বিশ্বাস উনার একটা সুন্দর মন রয়েছে।

২৯| ২৬ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৪৪

শায়মা বলেছেন:

গেল বিশ্বকাপের আগে আমরা দেখেছি সেলিব্রিটি ক্রিকেট লীগ হয়েছে। খুবই মজার ছিল সে ম্যাচ।যদিও ccl অর্থাৎ সেলিব্রিটি ক্রিকেট লীগে মারামারি হয়েছিল কিন্তু খুবই মজার ছিল। আমি চাই আসন্ন ব্লগ ডে উপলক্ষে একটি ক্রিকেট ম্যাচ আয়োজন করা হোক। টিম হবে দুইটি। ব্লগার চাঁদগাজী একাদশ ও ব্লগার শায়মা একাদশ।

কোন ব্লগার কোন টিমে খেলবে?
আমার মতো করে ২ টা টিম করলাম।

ব্লগার চাঁদগাজী একাদশে কারা খেলবেন:
১) সোনাগাজী (অধিনায়ক)
২) রাজীব নূর (সহ অধিনায়ক)
৩)ঠাকুর মাহমুদ
৪) নিমো
৫) হাসান কালবৈশাখী
৬) কলা বাগান - ১
৭) মহাজাগতিক চিন্তা
৮) নূর আলম হীরণ
৯) জুন
১০) স্বপ্নের সঙ্কচিল
১১) কামাল ১৮

টিম শায়মা: চাঁদগাজীর টিমের জন্য প্লেয়ার খুজে পাওয়া না গেলেও শায়মার দলে প্লেয়ারের ছড়াছড়ি।কারে বাদ দিয়ে কারে নিব পুরাই কনফিউজড। আমার মত করে একটা টিম বানালাম:

১)শায়মা (অধিনায়ক)
২) নতুন (সহ অধিনায়ক)
৩) ভুয়া মফিজ
৪) অপু তানভীর
৫) ঢাবিয়ান
৬) মনিরা সুলতানা।
৭) শেরজা তপন
৮) সেলিম আনোয়ার
৯) নিবর্হণ নির্ঘোষ।
১০) করুনা ধারা
১১) সোনাবীজ অথবা ধুলোবালি ছাই।

আম্পায়ার:
১) হাসান মাহবুব
২) আহমেদ জী এস।

থার্ড আম্পায়ার:
১)সাড়ে চুয়াত্তর
২) মিরোরডডল

হা হা বোল্ড লাইনটা পড়েও হাসলাম অনেক। ভাইয়া তো বোঝার ওপর শাকের আঁটির মত আরও খেপে টং হয়ে যাবে!!!!!!!!ভাইয়া ভাবে তার দলে অনেক লোকজন ! তুমি বলছো লোকই খুঁজে পাওয়া যাচ্ছেনা!!!!!!!! হা হা হা ভাইয়া না বিশাল ব্লগার তার দলে তবে লোক খুঁজে পাওয়া যাবে না কেনে!!!!!!!!!! :| হা হা হা কি করলে ভাইয়া!!!!!!!!!!!!



তবে হ্যাঁ জুন আপুকে নিলে গেলে কেনো আমার দল থেকে? জুন আপু তো ভুলেও যাবে না ঐ দলে সে যতই টানা টানি করো না কেনো।

২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৪২

মোহাম্মদ গোফরান বলেছেন: দেখি জুন আপু নিজে কোন দলে থাকতে চান।

৩০| ২৬ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৫১

শায়মা বলেছেন:

১৫. ২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৩৭০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্লগার চাঁদগাজী একাদশ ও ব্লগার শায়মা একাদশ।
.............................................................................
আমি সবসময় নিরপেক্ষ অবস্হানে থাকতে অভ্যস্হ্ ।
সুতরাং কোন একাদশে আমার নাম অর্ন্তভূক্ত থাকতে চাইনা ।
তবে দর্শক হতে আপত্তি নাই ।
খেলার সময় ( যদি হয় ) টিভি রিপ্লে দেখে রিপোর্ট করতে পারব ।
২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৫৩১

লেখক বলেছেন: প্রিয় মুরুব্বি,
এটি একটি ফান পোস্ট। চাঁদগাজী টিমের জন্য প্লেয়ার খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই আপনাকে চাঁদগাজীর দলে রাখা হয়েছে। পোস্টে উল্লেখিত সব ব্লগার সামুর নিবেদিত প্রাণ ব্লগার। এটা জাস্ট একটা পোস্ট।


তাই প্যারা নাই চিল।



হা হা প্লেয়ার পালায় যাচ্ছে। শঙ্খচিল ভাইয়াকে আমার দলে দিলে আর পালাতো না। ভুল করে ফেলছো ভাইয়া। :)

২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৩

মোহাম্মদ গোফরান বলেছেন: ইয়াংদের দলে মুরুব্বি মানাবে না তো :)

৩১| ২৬ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার নাম নাই কেন হুহ

আমি শায়মা আপার দলে

২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৩

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি ফটোগ্রাফার।

২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৩

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি ফটোগ্রাফার।

৩২| ২৬ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫৯

শায়মা বলেছেন: ছবি আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সে না বললেও জানি তুমি আমার দলে। :)


দলাদলি ব্লগে নাকি খারাপ ব্লগাররা সব আমার দলে ভাইয়া বলেছিলো।


এখন ভাইয়ার দলের অবস্থা দেখে বুঝা গেলো ঠগ বাঁচতে ভাইয়ার গাঁ/গা উজাড়!!! হা হা হা

২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: উনাকে সহজ ভাবে নিন প্লিজ।

৩৩| ২৭ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৪৯

জুন বলেছেন: @ শায়মা
আমার কাকুর ভাষায় আমি কোন প্রশ্নফাস জেনারেশন, লিলিপুটিয়ান, ডোডো পাখীদের সাথে ক্রিকেট কেন ছু কিত কিত খেলতেও রাজী নই /:)
=p~ =p~
আমাকে কাকুর দলে রাখার জন্য গোফরানকে মাইনাস B:-/

২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:১০

মোহাম্মদ গোফরান বলেছেন: শায়মা আপুর দলে সব ভালো প্লেয়ার। লিলিপুটিয়ান, ডোডো, পিগমিরা ওনার দলে যাবেন না। তাই একটু কনসিডার প্লিজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.