নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

বোরখা পরা সেই মেয়েটি।

০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০৬


টপস- জিনস, টিশার্ট, স্কাট ইত্যাদি ওওয়েস্টার্ন পরলে একটি মেয়েকে যেমন স্মার্ট দেখায়, বোরখা পড়লেও স্মার্ট দেখায়। কেউ যদি মনে করে একটা মেয়ে বোরখা পরে ফলে সে স্মার্ট না সে আসলে বলদ। বরং আমাদের দেশে মেয়েদের হিজাবেই বেশী সুন্দর লাগে। হিজাব পড়তে হবে আল্লাহর ভয়ে। ফ্যাশানের জন্য যদি কেউ বোরখা পরিধান করেন তবে তা নাকি হারাম। অথচ ইসলামে মনের ও চোখের পর্দা করতে বলা হয়েছে। কালো কাপড় দিয়ে পুরা শরীর ঢেকে যদি মনে নোংরামি হিংসা থাকে, অন্যের ক্ষতি করার মানসিকতা থাকে, গীবত পরকিয়া করে তবে এই পর্দার কোন মূল্য নেই। আবার একটি মেয়ে ওয়েস্টার্ন পরে কিন্তু মনে প্যাঁচ নেই, হিংসা নেই, গীবত করেনা, আল্লাহর কোন সৃষ্টির ক্ষতি করেনা তবে সে আল্লাহর কাছে মন নোংরা কিন্তু বোরখা পরা মেয়েটার চেয়ে বেশি প্রিয় হওয়ার কথা।

যাই হোক মুল পোস্টে আসি। কিছুদিন আগে বাসে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলাম শ্যুটিং এর কাজে পুরা টিম। আমাদের বাসে ছিলেন একজন হুজুর পাশে আগাগোড়া বোরখা দিয়ে ঢাকা উনার মেয়ে। ভদ্রমহিলা পানিও খাচ্ছেন এমন ভাবে যেন কেউ না দেখে। বাসে যারা ঢাকা টু চট্টগ্রাম ভ্রমণ করেন তারা জানেন এখন বাস গুলো নামাজের বিরতি দেয়। চট্টগ্রাম থেকে ৩.১৫ তে ছাড়া বাস ফেনি আসার পর মাগরিবের নামাজের জন্য বাস থামে। উনার বাবা বাস থেকে নেমে নামাজে যান। উনার অপোজিট সীটে বসা ছিল আমাদের একজন সিনেমাটোগ্রাফার সানা।

বাবা নামতেই মেয়েটি মুখ থেকে পর্দা সরালেন। জোরে নি:শ্বাস নিলেন। আমাদের ক্যামেরা গেট সেট আপ দেখে মহিলা বুঝতে পেরেছিলেন আমরা শ্যুটে যাচ্ছি। নিজ থেকে সানার সাথে কথা বললেন।এমন সুন্দর মেয়ে আমি খুব কম দেখছি। আমাদের অনেক নায়িকার/মডেলের সৌন্দর্য এই অপরূপার সামনে জাস্ট মলিন হয়ে যাবে। তিনি জানালেন, চট্টগ্রামের ইস্ট ডেলটা ইউনিতে পড়ছেন। ঢাকায় যাচ্ছেন পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে। তার মডেলিং কারার খুব ইচ্ছা ছিল। কিন্তু তার বাবা ভাই জানতে পারলে খুন করে ফেলবে। মডেলিং তো দূরের কথা জব করা পর্যন্ত নিষিদ্ধ। পড়ালেখা বন্ধ করে বিয়ের জন্য চাপ দিচ্ছে মৌলবাদী পরিবার। সুইসাইডের ভয় দেখিয়ে মেয়ে পড়ালেখা চালিয়ে যাচ্ছে।

বি বি এস ফার্স্ট সেমিস্টারে পড়া ১৯ বছর বয়সী তরুণীর আমাদের মত ইয়ারফোনে গান শুনতে শুনতে জার্নি করতে ইচ্ছা করে কিন্ত্য তার জন্য গান শোনা নিষিদ্ধ। কোন ছেলের সাথে বন্ধুত্ব করা দুরের কথা, কথা বলাও ওর জন্য হারাম ঘোষণা করা হয়েছে। তার স্বপ্ন গুলোকে বোরখায় ঢেকে দেয়া হয়েছে জোর করে। নামাজ শেষ। মুসল্লিরা বাসে উঠতে শুরু করছেন। মেয়েটি আবার মুখে হিজাব টেনে দিলেন। মাইশাকে ফিসফিস করে বললেন আমাদের সাথে পর্দা খুলে কথা বলেছে তা যেন কোন ভাবেই তার বাবা টের না পায়।

বোরখা পরা সে মেয়েটির জন্য খুব মায়া হচ্ছিল। না জানি কত লাখ লাখ সৌন্দর্য/প্রতিভা/মেধাবীদের মৌলবাদীরা বিকশিত হতে দিচ্ছেনা। গলা টিপে তাদের স্বপ্ন গুলোকে হত্যা করছে।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২৪

বিজন রয় বলেছেন: যে কোনো পোশাকে যে কাউকে সুন্দর বা স্মার্ট লাগতে পারে। সুন্দভাবে উপস্থাপনাটা নিশ্চিত করতে হবে।
সেটা হোক বোরকা বা অন্য কোনো পোশাক।

০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৪০

মোহাম্মদ গোফরান বলেছেন: সেটাইতো। একটা মেয়ে যে ড্রেসে কমফোর্ট সে সেটা পরবে। আমরা জোর করে ওয়েস্টার্ন বা বোরখা চাপিয়ে দিব কেন? মোল্লারা মবে করে যারা ওয়েস্টার্ন পরে তারা জাহান্নামি আর ইসলাম বিদ্বেষীরা মনে করে যারা বোরখা পরে ওরা জঙ্গি বা ক্ষেত।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Right

০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ রাত ৮:০২

মোহাম্মদ গোফরান বলেছেন: Thsnx

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ রাত ১:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


তারপরেও কথা থাকে ।
কয়জন মেয়ে পাবেন যারা নিজের ইচ্ছায় পুরো শরীর বোরখা মুজা টোজা হাবিজাবি দিয়ে ঢেকেছে ।
পরিবারের চাপে এবং ধর্মীয় চাপে পরে এটা করতে বাধ্য হয়।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ রাত ৮:০৩

মোহাম্মদ গোফরান বলেছেন: কেউ আল্লাহকে ভয় করে হিজাব পরলে ইটস ওকে। কিন্তু জোর করে চাপিয়ে দেয়ার অনুমতি স্বয়ং আল্লাহই দেননি।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২৪

নতুন বলেছেন: একজন মানুষকে তার পিপাসা হলে পানি টুকুও কাপড়ের নিচ দিয়ে খেতে হয় এর চেয়ে অমানবিক কিছু হতে পারেনা।

গ্রন্হে স্বালীন পোষাক পরিধানের কথা বলা হয়েছে। যেটা সকল সমাজেই মানুষ করে থাকে...

কিন্তু মোল্লা গোস্টি নারীকে নিয়ন্ত্রনের জন্য এমন পোষাক পরতে বলে যেটা অবশ্যই নারীর জন্য অমানবিক.

০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ রাত ৮:০৫

মোহাম্মদ গোফরান বলেছেন: মোল্লাগোষ্টি নিজেদের ফায়দার জন্য ইচ্ছামত ধর্মকে ব্যবহার করছে।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বাংলাদেশের নারীদের জন্য আফসোস!

০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ রাত ৮:০৬

মোহাম্মদ গোফরান বলেছেন: রীতিমতো মায়া লাগে।

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অনেকেই শয়তানী করার জন্য হিজাব পড়ে যাতে কেউ চিনতে না পারে!

০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ রাত ৮:০৭

মোহাম্মদ গোফরান বলেছেন: শয়তান এখন নিজে শয়তানি করে না, তার শীর্ষ দের দিয়ে করায়।

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৭

বাকপ্রবাস বলেছেন: অতি গোড়ামি কোন মতেই ভাল ফল দেয়না

০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ রাত ৮:০৭

মোহাম্মদ গোফরান বলেছেন: সঠিক।

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৫

রাজীব নুর বলেছেন: ইসলাম জোর করে নারীদের উপর অনেক কিছু চাপিয়ে দিয়েছে।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ রাত ৮:০৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ইসলাম আসলে জোরজবরদস্তি পছন্দ করেনা। মোল্লাগন ইসলামকে অবমাননা করে থাকে।

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


প্রকৃত ইসলাম মানলে অবশ্যই পুরো ১০০%পরদা
করতে হবে এবং কোনোভাবেই ঘরের বাইরে বের হওয়া যাবে না।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০৪

মোহাম্মদ গোফরান বলেছেন: কিন্তু বর্তমানে নিজের বাপ/মা যেখানে মেয়েদের খোটা দেয় সেখানে মেয়েদের কাজ না করে ঘরে বসে থাকা কি সম্ভব?

১০| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৫

মৌন পাঠক বলেছেন: আল্লাহ কি কোথাও হিজাব পরতে কইছে?

০৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩৯

মোহাম্মদ গোফরান বলেছেন: আমার জানা মতে না। মনের ও চোখের পর্দা করতে বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.