নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠
প্রথমে বলে রাখি আমি নৌকার পক্ষের হলেও মনে প্রাণে চাই স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি জিতুক। মাহিয়া মাহি একজন অভিনেত্রী ও নায়িকা বলে ফেবুতে যে পরিমাণের ট্রোল হচ্ছে এর আগে আর কোন প্রার্থীকে নিয়ে এতো ট্রোল হয়নাই। অথচ মাহিয়া মাহি এদেশের এমপি মন্ত্রী দের চেয়ে অনেক ভালো।আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে রাজশাহী-১ আসনে টানা তিনবারের এমপি ওমর ফারুক চৌধুরীর সঙ্গে ভোটের লড়াইয়ে নেমেছেন মাহিয়া মাহি। এই লড়াই সহজ নয়। ইতোমধ্যে নৌকা প্রার্থী অনেক ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছেন। মাহি কাঁচা খেলোয়াড় নহেন। মুরাদ টাকলার মতো উইকেট ফেলছে সে।
৭ তারিখের নির্বাচন যতটুকুন না আলোচিত তার চেয়ে বেশী আলোচিত মাহি। প্রতিদিন কেউ না কেউ মাহিকে ট্রোল করে পোস্ট দিচ্ছে। কিন্তু মাহির এগুলো পাত্তা দেয়ার সময় নেয়। সে ব্যাস্ত ভোট চায়তে। মাহি বলছে সে এমপি হলে যে পরিমাণ টাকা রোজগার করবে তা গরীব দু:খি অসহায়দের দান করবে। কি মহতি উদ্যোগ!
অথচ কি বিশ্রী ভাবে ট্রিট করা করা হচ্ছে এই সুইট মেয়েটাকে। ডিসেম্বর এর ২৩ তারিখ মাহাবুর রহমান মাহাম নামক এক ক্লাসলেস ফেসবুকে একটা বিশ্রী ভিডিও আপলোড করে মাহিকে হুমকি দিয়েছে নির্বাচন থেকে সরে না দাঁড়ালে জুতা পিটা করবে। মাহিয়া মাহি প্রচারণার শুরুর দিন থেকেই এই আসনের টানা তিনবারের সংসদ সদস্য ও এবার নির্বাচনের নৌকার মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরীকে কঠোর সমালোচনা করে বক্তব্য রাখছেন। ফারুক চৌধুরীর বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড সামনে এনে মাহি এবার তাকে ভোট না দেওয়ার জন্য ভোটারদের আহ্বান জানাচ্ছেন। আর এ কারণেই ফেসবুকে ভিডিও পোস্ট করে মাহিয়া মাহিকে জুতা মারার হুমকি দেন মাহাম। এই ছাগল আরও বলছে - ‘আপনার মতো মাহিয়া মাহির দ্বারা তানোর-গোদাগাড়ীর উন্নয়ন তো দূরের কথা; হাজারো ছেলে নষ্ট হবে আপনার মতো দুশ্চরিত্রা মহিলা থাকলে। আপনার মতো বেয়াদব মহিলাকে আমি এখনও বলছি, এমপি ওমর ফারুক চৌধুরীকে নিয়ে আর একটা যদি বাজে মন্তব্য কখনও করেন, আপনাকে জুতা দিয়ে পিটানো উচিত। আপনি ওমর ফারুক চৌধুরীর বাসার কাজের মেয়ের যোগ্য না।’
দেখেন এদের মানসিকতা! মাহি নাকি ছেলেদের জীবন নষ্ট করছে। মাহিকে দেখে পোলাপান লুল ফেললে এটা তো পোলাপানের মগজের দোষ। মাহির দোষটা কই? অনেকে বলেন মাহি অযোগ্য। তো যারা বর্তমানে এমপি মন্ত্রী তাদের যোগ্যতা কি এটা আগে বলেন।
সামান্য মাহিয়া মাহির ভয়ে ৩ বারের নৌকা প্রার্থীর ঘুম হারাম। আমাদের নায়ক নায়িকারা যদি একটা ' মিডিয়া লীগ ' নামক রাজনৈতিক দল গঠন করে প্রতিটি আসনে প্রার্থী দেয় তাহলে ওদের ঠেকাতে লীগ বিম্পি ডান বাম মোল্লা সব এক হয়ে যাবে বলে আমার ধারণা।
রাজশাহী ৩ আসনের ভাইরা মাহিকে ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। এবং অন্যান্য আসনে নৌকা মার্কায় ভোট দিন।
০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:২১
মোহাম্মদ গোফরান বলেছেন: আফসোস বড়ই আফসোস।
২| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৩
হাসান কালবৈশাখী বলেছেন:
সিনেমার তারকাদের রাজনীতিতে আসা নতুন কিছু নয়।
আমেরিকা ভারত ব্রাজিল পৃথিবীর সব দেশেই নজির আছে প্রচুর। আমেরিকায় গভর্নর হয়েছে একজন প্রেসিডেন্টও হয়েছিল।
০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৯
মোহাম্মদ গোফরান বলেছেন: সেটাই ত। বাংলাদেশের নায়ক-নায়িকারা রাজনীতিতে আসলে এদেশের মানুষের এত সমস্যা কেন বুঝিনা।
৩| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: ট্রাকের পিছনে লেখা থাকে- ১০০ হাত দূরে থাকুন।
০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:২০
মোহাম্মদ গোফরান বলেছেন: এউ ট্রাক সে ট্রাক নয়। এটা আসলে বি এম ডব্লিউ।
৪| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দিবে আনে ----
০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৮
মোহাম্মদ গোফরান বলেছেন: আফসারাফ।
৫| ০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৫৪
জনারণ্যে একজন বলেছেন: মাঝে মাঝে ভেবে অবাক লাগে এই ভেবে যে, কিছু কিছু মানুষ এতটাই নির্বোধ কেন হয়!
এই মন্তব্যের ঝোল আবার নিজের কোলে টেনে নিয়ে মাইন্ড খাইয়েন না। আপনার কিংবা ওই "নাইকার" প্রতি আমার রাগ কিংবা বিরাগ, কোনোটাই নাই।
আপনার পোস্ট পড়লেই কেন জানি মনে পড়ে, ‘খাঁজকাটা…….খাঁজকাটা…….খাঁজকাটা' - একশোবার গুনে তারপর অসমাপ্ত বাক্য সমাপ্ত করুন।
০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৯
মোহাম্মদ গোফরান বলেছেন: হাউ কাউ।
৬| ০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৯
রানার ব্লগ বলেছেন: কেনো?
০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৯
মোহাম্মদ গোফরান বলেছেন: ও ভালো মেয়ে।
৭| ০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৩
শূন্য সারমর্ম বলেছেন:
মাহি এই পোস্ট দেখলে খুশি হবে আপনার জন্য।
০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:২০
মোহাম্মদ গোফরান বলেছেন: হ্যাঁ।
৮| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩১
বিজন রয় বলেছেন:
১. ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৩০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বড়ই আচানক ঘটনা।
০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:২১০
লেখক বলেছেন: আফসোস বড়ই আফসোস।
আপনারা পারেন বটে!!
০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:২০
মোহাম্মদ গোফরান বলেছেন: একটু মজা করা আর কি।
৯| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩১
বিজন রয় বলেছেন: এমপি পদ আজকাল খুবই সহজ, শুধুমাত্র টাকাওয়ালাদের জন্য।
০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:২০
মোহাম্মদ গোফরান বলেছেন: এখন কঠিন হয়ে গেসে।
১০| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৮
রাজীব নুর বলেছেন: রাজনীতিতে মানুষ আসে মূলত নষ্ট হতে, বদনাম কুড়াতে।
০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:২১
মোহাম্মদ গোফরান বলেছেন: তাই?
১১| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বড়ই আচানক ঘটনা।
আফসোস!
০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:২১
মোহাম্মদ গোফরান বলেছেন: ঠিক ঠিক।
১২| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:০০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মাহি সম্ভবত উপর থেকে গ্রীণ সিগ্নাল পেয়েছে,নইলে মাঠ ঘাট এভাবে চষে বেড়াতো না।
০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:২২
মোহাম্মদ গোফরান বলেছেন: আমার মনে হচ্ছে সে এমপি হবে।
১৩| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৫
ইমরান আশফাক বলেছেন: ভাল মন্দ যাই হোক না কেন, এখন সংসদে নতুন প্রজন্মের জয়জয়কার। আমাদের অধিকাংশ নতুন প্রার্থীরা নিজ নিজ সেক্টরে প্রতিষ্ঠিত হয়ে নির্বাচনে অংশগ্রহন করছে। আগের মত নির্বাচিত হয়ে তারপরে প্রতিষ্ঠিত হ্ওয়ার দিন শেষ হয়ে আসছে।
০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৮
মোহাম্মদ গোফরান বলেছেন: এটাই আমি ব্লগার দের বার বার বুঝাতে চাইতেছি, কিন্তু অনেকে বুঝতে চাচ্ছেন না। খ্যেত দের মতো মাহীর বিরোধিতা করতেই আছেন।
১৪| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫
রানার ব্লগ বলেছেন: মাহি বা ফেরদৌসের মতো ক্যারেক্টার যদি আইন প্রনেতা হয় ইহা বাংলাদেশের জন্য দুর্ভাগ্য।
০৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৬
মোহাম্মদ গোফরান বলেছেন: নারা ভাই, আপনার সাথে সহমত জানাতে পারছিনা বলে দু:খিত।
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বড়ই আচানক ঘটনা।