নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠
ছবিতে যাকে দেখতে পাচ্ছেন সে একটা পাগলি। ইমোশানাল ফুল আর কি। সে বাংলাদেশের মতো একটি দেশে জন্ম নিয়ে মেয়ে হিমু হতে চায়। এমন বেকুব মেয়ে আর আছে? বলেনতো? বিস্তারিত ভেতরের আলোচনা হয়েছে। আমার পাঠকদের উদ্দেশ্যে বরাবরের মতো অনুরোধ আপনি যদি একজন নারী বিদ্বেষী হোন অনুগ্রহ করে পোস্টটি এড়িয়ে যান। কারণ পোস্টটি আপনাকে কষ্ট দিতে পারে।
একটি মেয়ে। জিন্স টপস পরে।দেখতে স্মার্ট। ব্যাকগ্রাউন্ড ইংলিশ মিডিয়াম।কিন্তু রেপড হচ্ছে।আরেকটি মেয়ে ওয়েস্টার্ন এর সাথে হিজাব করে। সেও দেখতে স্মার্ট। বাংলা মিডিয়াম। সেও রেপড হচ্ছে। আর অন্য একজন বোরকা নেকাব দুইটাই পরে।দেখতে কেমন বুঝার উপায় পর্যন্ত নেই। সেও রেপড হচ্ছে। আসলে ড্রেসাপ খুবই ইম্পর্ট্যান্ট। হিজাব করলে কেউ যেমন আনস্মার্ট না ঠিক তেমনি ওয়েস্টার্ন পড়লেও কেও অধার্মিক না। প্রভু মহাগ্রন্থ আল কোরানে পর্দার কথা বলেছেন। আসলে আমার মনে হয় তিনি যে পর্দার কথা বলেছেন সেটা আসলে সাংকেতিক রূপ। তিনি পর্দা বলতে নিজের মগজ ও যৌনাঙ্গকে সংযত রাখতে বলেছেন।
খেয়াল করলে দেখবেন - একজন ধর্ষকের কাছে নারী কি ড্রেস পরছে এটা কখনই মেটার করেনা। ধর্ষক সুযোগ পেলে নারী পুরুষ শিশু বৃদ্ধা সবাইকে রেপ করতে চিন্তা করেনা কারণ তার মগজের পর্দা উঠে গেছে। ফলে তা বিকৃত হয়ে গেসে। আবার এই ব্লগের যেকোন ব্লগারের সামনে যদি কোন মেয়ে বিকিনি পরেও ঘুরে বেড়ায় কেউ রেপ করবেনা। কারণ এখানে সবাই নিজেদের মগজকে কন্ট্রোল রাখার মতো শিক্ষিত ও বিবেকবোধ সম্পন্ন। একজন বিকৃত মগজের রেপিস্ট বোরখা পড়া কোন মেয়েকে রস্তায় একা পেলে রেপ করবে। অন্যদিকে একজন সুস্থ মস্তিস্কের মানুষ কখনোই সে কাজ করবেনা। পুরা ব্যাপারটি হলো মাইন্ডসেট এর। আর বিজ্ঞান বলছে মানুষের মন মগজের সাথে একনিষ্ঠ ভাবে সংযুক্ত। ব্রেন বা মগজ বিহীন মনের কোন নিজস্বতা নেই। তাই যারা বলে ধর্ষণের জন্য পোশাক দায়ী ওরাও একপ্রকার বিকৃত মস্তিষ্কের ধর্ষক সমতুল্য। যদিও আমরা তাদের মানসিক বিকারগ্রস্ত বলি আসলে শব্দটি হবে মগজিক বিকারগ্রস্ত।
একজন ধর্ষণ করছে অন্যজন নিরীহ পোষাকের দোষ দিয়ে ধর্ষণের মতো জঘন্য অপরাধকে আড়াল করছে। ফলে দুইটাই ধর্ষক। একজন নিজে ধর্ষন করছে আরেকজন ধর্ষনকারীর অপরাধ আড়াল করতে মরিয়া। যারা ধর্ষণের জন্য পোশাককে দায়ী করে ওদেরকে আমরা মৌলবাদী বললেও মানসিক থুক্কু মগজিক বিকারগ্রস্ত কিন্তু বলিনা।
ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তার খুব ইচ্ছা সে হিমু হবে। মধ্যরাতে পকেট বিহীন হলুদ পাঞ্জাবি পরে খালি পায়ে হাটবে। রাস্তাঘাটে অস্বাভাবিক আচরণ ও কথা বলায় পুলিশ তাকে থানায় নিয়ে যাবে। থানায় যাওয়ার পর সে অসির সাথে রসিকতা করবে। একপর্যায়ে ওসি মনে করবে ও পাগল। তারপর ছেড়ে দিবে। হিমু যেমন রূপাকে ভালোবাসে কিন্তু কখনোই বিয়ে করেনা বা ডেট করেনা কারণ মহাপুরুষগণ কখনো প্রেম বিবাহ এগুলো করেনা, ঠিক তেমনি তারও একটা বয়ফ্রেন্ড থাকবে। যাকে রাত দুটো'ই ফোন সে বের হতে বলবে। বের হয়ে দেখবে সে নিরুদ্দেশ হয়ে গেসে। তারপর বলবে - হিমুরা কখনোই বয়ফ্রেন্ড এর সাথে রাতের শহরে হাত একা হাঁটেনা।এগুলো নরমাল প্রেমিক প্রেমিকার কাজ। মহাপুরুষ সাধারণ মানুষের মতো আচরণ করলে চলবে। এক কথায় হুবুহু হিমু যেমন সেও তেমন হবে। ২/৩ দিন হিমুর মতো লাইফ লিড করার পর সে বুঝলো আমাদের দেশে মেয়েদের হিমু হওয়া অসম্ভব। কারণ এখানে একটি মেয়ে রাতের বেলা হলুদ পাঞ্জাবি পড়ে খালি পায়ে হলুদ পাঞ্জাবি পরে হাঁটলে ধর্ষকরা এর পরের দিন জাতীকে মেয়েটির লাশ উপহার দিবে। পত্রিকার শিরোনাম গুলো কি হবে জানিনা। তবে এই দেশের বিকৃত মস্তিষ্কের জঘন্য মানসিক রোগীরা বলবে - "ভালোই হইছে -রাতের বেলা ঘুরে বেড়াবে অথচ ধর্ষণ করবেনা তা হয় নাকি। অর্থাৎ সব দোষ দিবে হিমু হতে চাওয়া মেয়েটার। ধর্ষকগণ অত্যন্ত নিরীহ ও নিরপরাধ। রাস্তায় একা ঘুরে বেড়ান মেয়েদের রেপ করা ধর্ষকদের অধিকার "
২০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪০
মোহাম্মদ গোফরান বলেছেন: ম্র্যেরা রাতে হলুদ বোরখা পরলে তো বাঙালি ভুত মনে করবে।
২| ২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ২:০৯
আহমেদ জী এস বলেছেন: মোহাম্মদ গোফরান,
লেখার মূল কথাটি হলো- একজন নারী তার স্বাধীনতাকে মোটেও স্বাধীন ভাবে ভোগ করতে পারেননা। তিনি ইচ্ছেমতো পোষাক পড়তে পারেননা, ইচ্ছে মতো মনের সুখে ঘুরে বেড়াতে পারেননা। মগজবিকৃত পুরুষ অধ্যুষিত এই সমাজে তাকে শারীরিক ভাবে লাহ্ছিত হতে হয়।
ঠিকই বলেছেন - নারীকে শারীরিক ভাবে লাঞ্ছিত করাদের মানসিক বিকারগ্রস্থ না বলে "মগজবিকৃত" বলাই শ্রেয়। তাদের মস্তিষ্কে হরমোনের উল্টাপাল্টা ক্রিয়াকলাপের কারনেই তারা নিজের "মানুষ" নামটির প্রতি নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। অর্থাৎ তাদের মগজের বিকৃতি ঘটে যায়। তারা নারীর পোষাক দেখেনা , দেখে রক্ত মাংসের একটি শরীর। নারীর এই "শরীর"টিই তার স্বাধীনতা হরণ এর প্রধান অনুঘটক। রাষ্ট্র বা সমাজ নারীর শ্লীলতাহানীকারকদের প্রতিরোধে তেমন কঠিন কোন ব্যবস্থা নিতে পারেনি বলেই মগজবিকৃতরা এতো অপ্রতিরোধ্য।
২০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪১
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। আপনি ঠিক কথা বলেছেন।
৩| ২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ২:১১
জ্যাক স্মিথ বলেছেন: পাগলি কি আকাশ ছুঁতে চায়?
আমাদের দেশ নারীদের জন্য মোটেও নিরাপদ না।
মহাপুরুষগণ কখনো প্রেম বিবাহ এগুলো করেনা -
২০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪২
মোহাম্মদ গোফরান বলেছেন: পাগলি পোস দিসে।
সঠিক।
চলেন মহাপুরুষ হয়ে যাই।
৪| ২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ২:১৩
জ্যাক স্মিথ বলেছেন: এই শর্ট ফিল্মটা দেখতে পারেন, ভালো না লাগলে পয়সা ফেরৎ।
২০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৪
মোহাম্মদ গোফরান বলেছেন: আমিও ইউটিউব ভিডিও শেয়ার করতে পারতেছিনা। বুঝলাম না কেন।
৫| ২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ২:১৫
জ্যাক স্মিথ বলেছেন: প্লে হচ্ছে না, এখান থেকে এখান থেকে দেখুন।
২০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৩
মোহাম্মদ গোফরান বলেছেন: দেখেছি। অত্যন্ত উপভোগ্য। শুরু থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনা।
৬| ২০ শে জানুয়ারি, ২০২৪ ভোর ৬:০৩
শ্রাবণধারা বলেছেন: বেশ ভালো লিখেছেন। বিশেষ করে শেষ প্যারাটা ভালো হয়েছে। হিমুর মেয়ে স্টেরিওটাইপ কল্পনা করা আমাদের পক্ষে অনেক কঠিন বটে।
মোল্লাতন্ত্র যে ভাবে মেয়েদেরকে চলতে হবে বলে বিধান দান করে, আমি ভুলেও আমার মেয়েকে সেভাবে মানুষ করবো না।
২০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৫
মোহাম্মদ গোফরান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
আমি তো মোল্লাতন্ত্রের দাসত্ব করার প্রশ্নই আসেনা।
৭| ২০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:১৯
কামাল১৮ বলেছেন: মানুষ এখন মুক্তভাবে চিন্তা করতে শিখছে।এসব ধুনফুন কাজ দিবে না।
২০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৬
মোহাম্মদ গোফরান বলেছেন: কই? দিন দিন দেশের মানুষ গুলো মোল্লাদের দলে চলে যাচ্ছে।
৮| ২০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৪৬
শূন্য সারমর্ম বলেছেন:
আপনি যাদের সাথে উঠাবসা করেন, তাদের তো ধর্ষণের কোনো সম্ভাবনা নেই।
২০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৭
মোহাম্মদ গোফরান বলেছেন: সুযোগ পেলে কি ওদের ছাড়বে? বাট ওরা সাহসী। ধর্ষক এদের দেখে ডরাবে।
৯| ২০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৭
নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার লিখেছেন।
২০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৭
মোহাম্মদ গোফরান বলেছেন: অনেক ধন্যবাদ।
১০| ২০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৯
এম ডি মুসা বলেছেন: রিলেশন করলে কিছুদিন পরে ব্রেকাপ অথবা কেউ রিলেশন জড়িয়ে মেশা হলে সেটা কি ধর্ষন??
২০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৮
মোহাম্মদ গোফরান বলেছেন: না। দুইজনের সম্মতিতে সেক্স হলে সেটা ধর্ষণ। কাম উত্তেজনায় সাইকোপ্যাথ এর মত আচরণ যারা করে তারা ধর্ষক।
১১| ২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মমিন মুসলমান হয়ে হিমু হবার কথা চিন্তা করা ঠিক হবে না।
২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৪
মোহাম্মদ গোফরান বলেছেন: হিমুরা ভালো মানুষ হয়ে থাকে। এদেশের মমিন দাবী করা মোল্লাগোর থেইকা হিমুরা বহুত ভালা।
১২| ২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মোল্লাতন্ত্র কী?
ব্যাখ্যা করুন।
২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৯
মোহাম্মদ গোফরান বলেছেন: যে তন্ত্র একটি দেশ ও দেশের মানুষকে ভুলভাল ধর্মীয় জ্ঞান বিতরণ করে নিজস্বমত সবার উপরবচাপায় তাকে মোল্লাতন্ত্র বলে।
১৩| ২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৭
রাজীব নুর বলেছেন: নারীদের সম্মান করতে হবে। শ্রদ্ধা করতে হবে। হোক সে কাজের বুয়া অথবা গার্মেন্সের মেয়ে। তবে দেশ এগিয়ে যাবে।
২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৯
মোহাম্মদ গোফরান বলেছেন: সঠিক।
১৪| ২১ শে জানুয়ারি, ২০২৪ ভোর ৬:২৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি আপনার একটি পোষ্টে বলেছেন যে, আপনি একজন মডারেট মুসলমান।
এই মডারেট মুসলমানের ধারণাটি একটু ব্যাখ্যা করবেন কি?
মডারেট মুসলমানের ধারণাটি পবিত্র আল কুরআনের কোন সূরার কত নম্বর আয়াতে আছে?
২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৮
মোহাম্মদ গোফরান বলেছেন: মডারেট পোস্ট নিয়ে বিস্তারিত লিখে একটা পোস্ট দিব। তখন জেনে নিয়েন।
১৫| ২১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৪
বিজন রয় বলেছেন: নারী স্বাধীনতা আমাদের দেশে এখনো অনেক দূর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাঝে মাঝে আন্দোলন হয়।
২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৯
মোহাম্মদ গোফরান বলেছেন: হ্যাঁ নারীদের পরিপূর্ণ স্বাধীনতা এই দেশে খুব দ:সাধ্য।
আন্দোলন গুলো একদিন বড় হবে এবং বিজয় আসবে।
১৬| ২২ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: মডারেট পোস্ট নিয়ে বিস্তারিত লিখে একটা পোস্ট দিব। তখন জেনে নিয়েন।
অপেক্ষায় রইলাম। তবে আলোচনা যেন অবশ্যই কোরআন ও হাদিসের আলোকে হয়।
২২ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৯
মোহাম্মদ গোফরান বলেছেন: ওঁকে।
১৭| ২২ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১৮
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
২২ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৯
মোহাম্মদ গোফরান বলেছেন: ঠিক আছে।
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:৪৯
সোনাগাজী বলেছেন:
হলুদ বোরখায় হিমু হবে মেয়েরা।