নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

এই স্বপ্নের ব্যাখ্যা কি? ( সাময়িক)

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৩


এই স্বপ্নের ব্যাখ্যা কি?

গতরাতে একটা ওয়েডিং ফটোগ্রাফি করছিলাম। যাদের বিয়ে ছিল তারা সম্পর্কে আত্নীয়। চাচাতো বোনের বিয়ে।ফলে দাওয়াত এবং ফটোগ্রাফির ওয়ার্ক ওয়ার্ডার দুইটাই পেলাম। সেখানে আমার এক ছোট বেলার খেলার সাথীর সাথে দেখা হয়। ওর নাম মিমো। ২০০৫ সালে ১৭ বছর বয়সে বিয়ে হয়ে যায়। দুর্ভাগ্যক্রমে বিয়ের ৩ বছর পর ১ বছরের ১ টি কন্যা সন্তান রেখে তার হাজবেন্ড স্ট্রোক এর পর মারা যায়। মেয়েটি ছোট বেলায় আমার সাথে পুতুলের বিয়ে খেলতো। সে সম্পর্কে আমার চাচাতো বোন। ২০০৩ এর পর তার সাথে আমার কখনোই দেখা হয়নি। একবার শুধু ফোনে কথা হয়েছে। কারণ সে শ্বশুর শ্বাশুড়ির সাথে লন্ডনে সেটল্ড। তার মেয়ে ও লেভেল দিয়েছে। সে সেখানে একটা জবও করে। গতরাতে আমাদের সেই আত্নীয়ের বিয়েতে দেখা হয়। তার পুতুল বিয়ের কথা মনে আছে। তখন ক্লাস ফাইভে পড়তাম। এস এস সি পর্যন্ত একই স্কুলে পড়ছি। এইস এস সি রেজাল্ট আউট হওয়ার পর আর কখনোই দেখিনি। সে ফেসবুক বা ইনস্টাগ্রামেও নেই। হাজবেন্ড মারা যাওয়ার পর একদম চুপচাপ।

গতরাতে দীর্ঘ ১৯ বছর পর তার সাথে আমার দেখা হয়। অনেক কথা হয়। সে আমাকে বলে - 'আমি প্রাই একটা স্বপ্ন দেখি - তুমি ওরস (চট্টগ্রামে কোন আওলিয়ার জন্ম ও মৃত্যু বার্ষিকী সেলিব্রেশনকে ওরশ বলে। সে ওরশ উপলক্ষে মেলা হয়) থেকে আমার জন্য চুড়ি কিনে এনে হাতে পড়িয়ে দিচ্ছ। গতরাতে সে বলে ইদানীং আরেকটা সপ্ন আমি প্রায় দেখি - "তুমি আমাকে বাম গাতে রিং পড়িয়ে দিচ্ছ "। ২ টার দিকে গায়ে হলুদ শেষে বাসায় ফিরে ওযু করে তাহাজ্জুদ পড়ে ঘুমালাম। সপ্নে দেখি সে একটা গাউন পড়ছে। তার মেয়েও গাউন পড়ছে। আর আমি গিয়ে তার ডান হাতে রিং পড়িয়ে দিচ্ছি।

স্বপ্নের কোন ব্যাখ্যা হয় কিনা আমি জানিনা। বিজ্ঞান বলছে স্বপ্ন অবচেতন মনে কল্পনা। আর তাছাড়া সে আমার বোন। আমি আমার মগজকে সবসময় পবিত্র রাখি। তাই তাকে নিয়ে অবচেতন মনে 'রিং পড়িয়ে দেয়ার মতো ' কিছু চিন্তা করার প্রশ্নই আসেনা। তাহলে এই স্বপ্ন আমি কেন দেখলাম। এই পোস্ট লেখার আগে ওরে ফোন দিসি। স্বপ্নের কথা শেয়ার করছি। সে সব শোনে বলছে আজকে বিয়ের অনুষ্ঠানে এটেন্ড করলে যেন তারে একটা রিং (আংটি) পড়িয়ে দেই। পকেটে টাকা নাi। তাই আংটি কিনা সম্ভব না। কিন্তু কাজিনকে ডিজহার্টেফ করতেও ইচ্ছা করছেনা। তাই অন্য যে কাজিনের বিয়ে হচ্ছে তারে শেয়ার করলাম। সে অনেক কিউট ও সুন্দর মনের। সে বলছে তার কাছে ৪/৫ টি আংটি আছে বিয়ে উপলক্ষে। ১ টা আমারে দিয়ে দিবে। চাচীকে বলবে হারায় গেসে।' কইলাম তর জামাই/শ্বশুর বাড়ির লোকজন হাউকাউ করলে? বলে 'সামান্য একটা আংটির জন্য প্যাঁপোঁ করলে ওরা ছোট লোক। ছোটলোক দের তো আমি বিয়েই করুম না।'

আংটি নাহয় মেনেজ হইল। কিন্তু স্বপ্নের মানে আমি বুঝরাছিনা। এই স্বপ্নের ব্যাখ্যা কারও কাছে থাকলে দিবেন কাইন্ডলি।

মন্তব্য ৪২ টি রেটিং +১/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৩

রাজীব নুর বলেছেন: সুন্দর স্বপ্ন।
স্বপ্ন আসুক সত্যি হয়ে।
স্বপ্নের ব্যাখ্যায় যাবেন না।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ঠিক আছে। ধন্যবাদ।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৬

শাহ আজিজ বলেছেন: এইটা স্বপ্ন দোষ , তওবা করো ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: স্বপ্ন দোষ তো হয়নি। ভালোবাসাও না। একটু মায়া অনেকটা করুণা হয়েছিল।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৪

নূর আলম হিরণ বলেছেন: আপনার কাজিন যখন তার স্বপ্নের কথা আপনার সাথে শেয়ার করেছে তখন আপনার অবচেতন মন সেটা মনে রেখেছে। যার জন্যই আপনি তার মত করেই স্বপ্ন দেখেছেন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: এটা হতে পারে।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৮

আঁধারের যুবরাজ বলেছেন: পুতুল খেলার সাথির জন্য ভালো লাগাটা ছিল ,উপরোন্ত তার স্বপ্নের কথা শুনার পরে মনে অবচেতন ভাবে প্রতিক্রিয়া হয়েছে। তার বর্তমান অবস্থার জন্য মায়া বোধ করা ,এই সব মিলিয়ে উনার জন্য কিছু করার অভিপ্রায় থেকে এই স্বপ্নের সৃষ্টি !

কিশোর বেলার সাথী আপনার অতীত , আপনার বর্তমান অন্যজন ( আমি যতটুকু জানি ) ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: কিশোরের অতীত আমার বোন। ওর প্রতি আমার কোন ভালোবাসা টাইপ ফিলিংস নেই। ধন্যবাদ আপনাকে।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৭

নতুন বলেছেন: আমাদের অবচেতন মন অনেক কিছু জানে তাই স্বপ্ন দেখায়।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮

মোহাম্মদ গোফরান বলেছেন: হয়তো।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৪

নয়ন বড়ুয়া বলেছেন: অবচেতন মন কতকিছুই না ভাবায়...

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮

মোহাম্মদ গোফরান বলেছেন: আসলেই।

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আপনাকে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮

মোহাম্মদ গোফরান বলেছেন: তা তো বটেই।

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:০৮

হাসান কালবৈশাখী বলেছেন:

সাবধান! বাসায় জানলে খবর আছে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯

মোহাম্মদ গোফরান বলেছেন: বলছি তো বউ কে। বউ আমারে বিশ্বাস করে। ও জানে আনইথিকাল কিছু আমি মরে গেলেও করবনা।

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৩৫

কামাল১৮ বলেছেন: এটা নিয়ে বেশি ভাবলে ঘটনা অন্যদিকে গড়াতে পারে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০০

মোহাম্মদ গোফরান বলেছেন: সম্ভাবনা নেই। সে আমার বোনই থাকবে।

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪৭

রানার ব্লগ বলেছেন: বর্তমানে আপনার সাথে যিনি আছেন তাকে স্বপ্নের ব্যখ্যা জানতে চেয়ে আর্জি দিন, উত্তর পেয়ে যাবেন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০১

মোহাম্মদ গোফরান বলেছেন: ও খুব ভালো ও উন্নত মানসিকতার মানুষ। ওকে শেয়ার করছি। কিছু মনে করেনি।

১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৫১

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই ব্যাপারে আপনার স্ত্রীর পরামর্শ নেন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০১

মোহাম্মদ গোফরান বলেছেন: ঠিক আছে।

১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১৭

সোনাগাজী বলেছেন:



আপনি ১৩ নং আওলিয়া হয়ে যাবার সম্ভাবনা আছে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০২

মোহাম্মদ গোফরান বলেছেন: যদিও বলা হয় চট্টগ্রাম ১২ আওলিয়ার দেশ কিন্তু এখানে ছোট বড় ১০০ এর বেশী মাঝার আছে।

১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:২৪

শ্রাবণধারা বলেছেন: আমার প্রশ্ন হলো আপনিই বা স্বপ্নের মানে বুঝতে চাচ্ছেন কেন? আমরা তো কত কিছু স্বপ্নে দেখি, সব স্বপ্নের কী মানে বুঝতে চাই?

স্বপ্ন স্বপ্নের জায়গায় থাকুক আর আপনিও ভেজালে না জড়িয়ে ভালো থাকুন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০৪

মোহাম্মদ গোফরান বলেছেন: সে যে স্বপ্ন আমাকে রাত ৮ টাই শেয়ার করছে সেটা আমি রাত ৪ টাই দেখেছি। তাই অদ্ভুত লাগছে। ওকে। ধন্যবাদ।

১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৯

আলামিন১০৪ বলেছেন: কিছু স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে সেগুলো রূপক (খুব বুজুর্গ লোকজন সরাসরি দেখে রূপকের আবরন ছাড়াই), ব্যাখ্যা করতে পারলে ভবিষ্যতের ঘটনা সম্পর্কে জানা যায় (ইউসুফ আঃ এর ঘটনা, কোরআনে বর্ণিত আছে)। আমার দাদী এবং মা দুনিয়া খেকে যাওয়ার বেশ কিছু দিন আগে ঘুমের মধ্যে ডাকাত ডাকাত বলে চিতকার করছিল । বাড়িতে ডাকাত পড়া অর্থ, শরীরে ভয়ানক অসুখ হওয়া, আপনি যদি স্বপ্নে দেখেন যে ডাকাকতে উল্টা মেরে সাইজ করেছেন বা পালিয়ে গেছেন তাহলে আপনি রোগ থেকে মুক্তি পাবেন বলে মনে করবেন। আপনি যদি স্বপনে দেখেন যে কারো ঘর ভেঙে মাটির সাথে গুড়িয়ে যাচ্ছে তাহলে বুঝবেন ঐ লোকের মৃত্যু আসন্ন। এখানে ঘর অর্থ শরীর। আমার খুব কাছের একজনের মারা যাওয়ার আগের রাতে আমি এই স্বপ্ন দেখেছি।

তবে অনেক ক্ষেত্রে পেশা, পারিপার্শিকতা প্রভৃতির উপর নির্ভর করে সত্যের রূপক কিভাবেে স্বপ্নে আসবে। আপনার ক্ষেত্রে আমার মনে হয় আপনার বান্ধবি বানিয়ে স্বপ্ন বলেছে আর শয়তান আপনাকে মিস গাইড করার জন্য অনুরূপ কিছু একটা দেখিয়েছে। আল্লাহ ভালো জানেন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ আলামিন ভাই সুন্দর ব্যাখ্যার জন্য।

১৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:২১

হাসান রাজু বলেছেন: সব বাদ দেন । এই যে দেখেন সমুদ্র সেচে মুক্তা এনেছি আপনার জন্যঃ

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০৬

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি জানিনা এটা সত্য কিনা। তবে একটা বড় বিজনেস পেন্ডিং ওটা ঈদের আগে হবে মনে হচ্ছে। দেখা যাক স্বপ্নের ব্যাখ্যা সত্যি হয় কিনা।

১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:১৯

জ্যাক স্মিথ বলেছেন: আমিও মাঝে মাঝে অদ্ভুত সব স্বপ্ন দেখি, ঘুম থেকে উঠার পর ভবি এইসব ভাবনা আমার মাথায় কিভাবে এলো!!
বাই দ্যা ওয়ে- আমি কিন্তু আমার স্বপ্নকে কন্ট্রোল করতে পারি, তবে এজন্য কিছু প্র্যকটিস করতে হয়।

আর স্বপ্নের কোন ব্যাখ্যা হয় না, ঘুমের ঘোরে এগুলো মস্তিকের অদ্ভুত সব ক্রিয়া কালাপ।

আমার একটা প্রশ্ন, সব মানুষই স্বপ্নের মধ্যে উড়ে কেন? এই একটা বিষয় সবার মধ্যেই মিল রয়েছে যা আমাকে ভাবায়।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০৭

মোহাম্মদ গোফরান বলেছেন: স্বপ্ন গুলো পূর্নতা না পেলেও আসলে মানুষকে আশায় বাঁচিয়ে রাখে।

১৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৯

রাজীব নুর বলেছেন: কোথায় আপনি? মন্তব্যের উত্তর দিচ্ছেন না কেন?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০৮

মোহাম্মদ গোফরান বলেছেন: চট্টগ্রাম এর বিয়ে মানেই মিনিমাম ৪ দিন ব্লক। ১ম দিন ছেলে পক্ষের গায়ে হলুদ ২য় দিন মেয়ে পক্ষের ৩য় দিন বিয়ে ৪র্থ দিন ওয়ালিমা। কিভাবে জবাব দেই বলুনতো রাজীব!

১৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৭

হাসান রাজু বলেছেন: @ জ্যাক স্মিথ, আপনার মন্তব্য পড়ে মনে পড়ল। জনাব হুমায়ূন আহমেদের বইয়ে একটা থিওরি পেয়েছিলাম। স্বপ্নের কোন রং থাকে না। অর্থাৎ স্বপ্ন দেখার পর কাপড়ের রং মনে করতে পারবেন না, স্বপ্ন নাকি সাদা কাল হয়। এরপর থেকে স্বপ্ন দেখার পর চেষ্টা করতাম রং মনে করার চেষ্টা করতাম। প্রায়ই মনে করতে পারতাম। একদিন তো জনাব হুমায়ূন আহমেদকে হাতে নাতে পেয়ে গেলাম। এবং স্বপ্নেই জানিয়ে দিলাম, দেখেন এটা এই রং, ওটা এই রং। ........ হা হা হা

আমি স্বপ্নকে কন্ট্রোল করতে পারি বেশ ভাল ভাবে ৭০/৮০ % সফলতা আছে। জানতে চাইলে বিপদে ফেলে দিবেন, বিব্রত হয়ে যাব।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০৯

মোহাম্মদ গোফরান বলেছেন: হুম।

১৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২২

জুন বলেছেন: আপনে কই গোফরান :-*
চাচাতো বোনের জন্য হীরার আংটি খুজতে গেলেন মনে হয় B-)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:১১

মোহাম্মদ গোফরান বলেছেন: আপু হিরার আংটি কিনার টাকা কই? তবে একটা গোল্ডের রিং দিসি তাও যে কাজিনের বিয়ে হইছে তার থেকে নিয়ে।

২০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০৮

বাউন্ডেলে বলেছেন: এতা ঢাক্ ঢাক্ গুড় গুড়ের দরকার কি, ছাদনা তলাতো “বেলতলা” নয় যে বার বার যাওয়া যাবে না। =p~

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:১১

মোহাম্মদ গোফরান বলেছেন: ও আমার বোন। তারে স্নেহ করি।

২১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০২

হাসান রাজু বলেছেন: আপনিতো সিরিয়াস হয়ে গেলেন। ওঠা, সলেমানি খাবনামা টাইপের কোন এক ফালতু বইয়ের পেজ ।
কাজ, বিজনেস এসবের পেছনে চেষ্টাই সব, স্বপ্ন কোন কাজের না ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:২৬

মোহাম্মদ গোফরান বলেছেন: সঠিক। খুবই চেষ্টা করছি, হাড় ভাঙ্গা পরিশ্রম করছি। বাকিটা আল্লাহর ইচ্ছা। পেলেও আলহামদুলিল্লাহ না পেলেও আলহামদুলিল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.