নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

ব্লগে ২ লক্ষ হিট সেলিব্রেশন: আমাদের সামহোয়্যারইন ব্লগের চমৎকার সব ব্লগারেরা।

১৯ শে মার্চ, ২০২৪ রাত ১০:১২


প্রিয় ব্লগার ও পাঠকগণ,

যদি সামর্থ্য থাকে লিনার মতো আমাদের পথ শিশু গুলোকে এই রমজানে এক বেলা আহার করান। আল্লাহ আপনাদের ভালো করবেন। লিনাকে আল্লাহ এত সম্মানিত কেন করেছে জানেন? সে স্রস্টার সৃষ্টিকে খুব ভালোবাসে। রমজানে হোটেল ও খাবারের দোকান বন্ধ থাকে। তাই প্লিজ কুকুর গুলোকে খেতে দিন। আল্লাহ আপনার উপর দয়া করবেন। জানেন তো, তৃষ্ণার্থ কুকুরকে পানি পান করানোর জন্য একজন মারাত্নক পাপী ক্ষমা পেয়ে জান্নাত পেয়েছিলেন। কুকুরকে ধারালো ছুরি দিয়ে কুপ দিবেন না, ওগুলোর দিকে গরম পানি ছুড়ে মারবেন না। আমি একবার হুট করে রাজনৈতিক শত্রুর মুখে একা পড়ে গেছিলাম। এর আগের দিন একটি ক্ষুধার্ত কুকুরকে আমি খেতে দেই। আল্লাহকে বলেছিলাম আল্লাহ গতকাল তোমার সৃষ্ট এক প্রাণীর প্রতি আমি দয়া করেছিলাম। এটার বিনিময়ে আমারে সেফ কর। আল্লাহ বাঁচাইয়া দিসিলেন অলৌকিক ভাবে।


এই মুহুর্তে সামুতে অনলাইনে আছেন ৩১ জন ব্লগার। ভিজিটর আছেন ৯০০+। অনলাইনে থাকা ৩১ জন ব্লগারের মধ্যে ১৭ জনই মন্তব্য করেন না। পোস্ট দেননা। ৩ জন ব্লগার প্রতিদিন পোস্ট দেন। তাদের মধ্যে আমি একজন। এমন না যে, আমার প্রতিদিনই পোস্ট লেখার মূড থাকে। আমি মানুষ। আমারও মন মেজাজ খারাপ থাকে। ব্যস্ততা থাকে। পরিবার ও পেশাগত ব্যস্ততা আছে। তাও বাসায় ফিরতে যত রাতই হোক আমি প্রতিদিন ১ টি করে পোস্ট দেয়ার চেষ্টা করি দায়িত্ববোধ থেকে।এই মুহুর্তের প্রথম পাতার মুবাইল ভার্সন থেকে ৭ টি পোস্ট যদি আপনি দেখেন তবে দেখতে পাবেন যে পোস্টের রিচ ও মন্তব্য খুবই কম।কম বলতে একেবারে হতাশাজনক ভাবে কম। পোস্ট প্রতি গড়ে ২/৩ টির বেশি মন্তব্য নেই। ফুল ভার্সন থেকে ১৫ টি পোস্ট দেখা যাচ্ছে।একটি ক্যাচাল পোস্ট বাদ দিয়ে অন্য পোস্ট গুলো পাঠক পায়নি। আজকের সর্বোচ্চ পাঠক পাওয়া পোস্টের ভিউ মাত্র ১৭৯। তাহলে কি সামুতে পাঠক নেই? প্রশ্নই আসেনা। এখন যদি ব্লগার ব্লগার জুন অথবা আহমেদ জী এস পোস্ট দেন পাঠকের কোন অভাব হবেনা। চাঁদগাজী আর সাইমা আপুর কথা বাদই দিলাম। আমার দেয়া সর্বশেষ ৫০ টি পোস্ট দেখুন। ১ টা পোস্টও আপনি উল্লেখযোগ্য পাঠক ও মন্তব্য ছাড়া দেখাতে পারবেন না। আমি বলছিনা যে আমি একটা কিছু। ইভেন সামুতে এত কোয়ালিটি ব্লগার আছেন যে, সেখানে আমি জাস্ট নাথিং। যা বুঝাতে চাচ্ছি তা হলো পাঠক ইন্টারেস্টিং বিষয় নিয়ে লেখা পোস্ট পেলে সেটা পড়বেই। প্রিয় ব্লগার ইন্টারেস্টিং বিষয় নিয়ে লিখুন। এতে ব্লগ ও ভিজিটর উভয়ের জন্য মঙ্গল।

যাই হোক আমাদের ব্লগে চমৎকার সব ব্লগারে ভরপুর। অনেক ব্লগার আছেন লিখেন না। কিন্তু চমৎকার মন্তব্য করেন। মন্তব্য একটা পোস্টের অর্নামেন্ট। এই মাসে শায়মা আপুর চমৎকার একটা পোস্ট আসবে। বাহারী সব ইফতার নিয়ে জমকালো পোস্ট। সকল ব্লগার সেখানে কমেন্ট করেন, ফান করেন, আডডা দেন। বাহারী সব ইফতারের অসাধারণ ডেকুরেশন ও প্রেজেন্টেশন সমৃদ্ধ পোস্টটি ব্লগের প্রথম পাতায় যতক্ষণ থাকে ব্লগ লাইট হয়ে থাকে। তারপর আছেন ব্লগার সোনাগাজী। লক্ষাধিক অভিযোগ থাকলেও সামু ব্লগে উনার গুরুত্ব অপরিসীম। আমি যখন সেহেরি খাই তখন ইউ এস এ তে ইফতার এর সময়। তখনও তিনি ব্লগে থাকেন, যখন ইফতার করি তখন ইউ এস এ তে ভোর। তখনও তিনি অনলাইন। সামুতে ৩/৪ জন ব্লগার অনলাইন থাকেন অলওয়েজ। সেখানে তিনি একজন। এমন নিবেদিত প্রাণ ব্লগার সামুতে থাকুক না। আমরা এই বয়ষ্ক মুরুব্বিকে একটু সয়ে নেই। আমার আব্বুর বয়স ৬৫। সেহেরি কি ইফতার অহেতুক বকাঝকা করেন। আমি হাসি। বয়স হয়েছে তো। বয়স হলে মানুষ সবাইকে বকা দেয়। ব্লগার মিরোর আমার খুবই প্রিয়। একটা মায়া কাজ করে। কিসের মায়া বুঝিনা। একটা বিশেষ টান অনুভব করি। এত জনপ্রিয় কোন অহংকার নেই, রেগে যান না, পারসোনাল এট্যাক করলে রিএক্ট করেন না, কারও সাথে মিস বিহেভ করেন না। কি অসাধারণ পারসোনালিটি। ব্লগে আমি অনুসরণ হাসান মাহবুব কে। এমন মেধাবী মানুষ আমাদের ব্লগের অহংকার।স্বাধীনতা বিরোধীরা যেন ব্লগে ঢুকতে না পারে তিনি পাহারায় থাকতেন। তার কাছ থেকে আমি শিখেছি স্বাধীনতা বিরোধীদের সাথে মৃত্যুকে পরওয়া না করে নিজস্ব কিভাবে লড়াই করতে হয়।ব্লগার আহমেদ জী এস যখন আমার মতো ম্যাওপ্যাও ব্লগারের পোস্টে যখন মন্তব্য করেন আমার কি যে ভালো লাগে বুঝানো যাবেনা। শুধু আমি নই, যেকোন পোস্টে উনার মন্তব্য পোস্টের শোভা বর্ধন করে। ব্লগার জুন এর চমৎকার ভ্রমন ব্লগ সপ্তাহে অন্তত একটা থাকা উচিত। এক এক যুগের বেশি সময় ধরে ব্লগে থাকা এই ব্লগার কখনোই ম্যাওপ্যাও পোস্ট বা মন্তব্যের মাধ্যমে কারও বিরক্তির কারণ হননি। ব্লগার শেরজা ভাই সপ্তাহে ১ টি পোস্ট আমাদের উপহার দিতেন, এই মাসে মাত্র একটা পোস্ট কেন বুঝতে পারছিনা। আমাদের এজ ব্লগে প্রতি সপ্তাহে আপনার অন্তত ২ টি পোস্ট আর সব ভালো পোস্টে আপনার মন্তব্য ভীষণ প্রয়োজন। ব্লগার আর ইউ ভাই এর সাথে আমার প্রথম দিকে মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল। ব্লগে প্রথম দিকে এসে আমি উনাকে ভুল বুঝছিলাম। সে সময় আমি কপি পেস্ট এর পক্ষে মন্তব্য করে ঠিক কাজ করিনি। আমি খুবই গিলটি ফীল করে স্যরি বলেছি। সামু ব্লগের এই মেধাবী ব্লগার ২য় হামা। ব্লগকে পরিচ্ছন্ন রাখতে আর ইউ এর মতো অনেক ব্লগার আমাদের দরকার। ব্লগার মনিরা সুলতানাকে ব্লগে ভীষণ মিস করি। উনি একজন চমৎকার মানুষ। ভদ্র শিক্ষিত মার্জিত। ভিন্ন মতাদর্শের হলেও ভীষণ ভাল লাগে। ব্লগার সত্যপথিক একজন মানবিক ব্লগার। বিপদের বন্ধু। সামুতে নিয়মিত লিখেন। মন্তব্য কম করেন। আমি৷ ব্যক্তিগত ভাবে খুবই কৃতজ্ঞ। ব্লগার ভুয়া মফিজ আমাকে পছন্দ করেন না। কিন্তু আমি জানি উনি একজন ভালো মানুষ। জনদরদী। বিরোধী মতের কেউও যদি বিপদে পড়েন আমি নিশ্চিত উনি এগিয়ে আসবেন। আমার সাথে উনার একটু মিল আছে। রেগে গেলে মাথা ঠিক থাকেনা। অপু তানভির একজন ভদ্র ব্লগার। আমি তার কাছে স্যরি। আমি সর্বপ্রথম উনার সাথে মিস বিহেভ করেছিলাম। ব্লগার রিয়াদ ভাই খুবই ভালো, কাছের মানুষকে প্রচন্ড মিস করছি। প্লিজ নিয়মিত হোন। স্বাধীনতার স্বপক্ষের অতন্দ্র প্রহরী সাসুম ভাই, প্রিয় ব্লগার বিদ্রোহী ভৃণ্ড, প্রিয় ব্লগার একেনাটেন খুবই মিস করি আপনাদের। আমার অন্যতম প্রিয় ব্লগার হলেন - ব্লগার শ্রাবণ ধারা ও ড: এম আলী। মাইন্ড ব্লোয়িং ব্লগিং করেন। ব্লগার নতুন ভাই আমার খুবই প্রিয়। রিফাত ভাই আমার পোস্টে নিয়মিত মন্তব্য করেন। ইফতেখার ভাই দীর্ঘদিন ধরে ব্লগে। এখনো নিয়মিত। ভালো লাগে উনার ব্লগিং।

কিছু ব্লগার সামুতে নিয়মিত পোস্ট দিয়ে ও মন্তব্য করে বর্তমানে সামুকে প্রাণবন্ত করে রাখছেন। বিশেষ করে নূর আলম হিরণ ভাই, রানা ভাই, রাজীব নুর, অগ্নিবেশ, মোহাম্মদ সাজ্জাদ, অরন্যে একজন, ধুলো মেঘ, অনিকেত বৈরাগী তুর্য, রূপক বিধৌত সাধু, হাসান কাল বৈশাখী, কলা বাগান, মহাজাগতিক চিন্তা, সোহানী আপু, ভীষণ মিস করছি মরুভূমির জলদস্যু ভাইকে। উনি প্রতিদিন পোস্ট দিতেন। ব্লগার মশিউর রহমান ভাইকে মিস করছি, ডার্ক ম্যান মাঝে মাঝে আসেন, বৃতি আপু ও ক্লে ডল কে খুবই ভালোবাসি আমি। উনারা ব্লগে থাকলে কতই না ভাল হতো, রফিক ভাই চমৎকার লিখছেন, কোয়ালিটি মন্তব্য করছেন। কামাল ১৮, অহরহ চমৎকার মন্তব্য করেন। কবি সেলিম আনোয়ার এখনো সুন্দর সুন্দর কবিতা উপহার দেন। ৪/৫ জন মাল্টি ও মৌলবাদী পন্থি ছাড়া একজনক ব্লগারও আমাদের ব্লগে নেই যিনি অসাধারণ মানুষ না। জ্যাক স্মিথ,শূন্য সারমর্ম, শাহ আজিজ যেন আমার কার্বন কপি। আমার প্রতি ভিষণ সাপোর্টিভ খুব ভালো লাগে উনাদের। নিমো ভাই আমার খুবই প্রিয়। ঠাকুর মাহমুদকে খুবই মিস করছি।কিউট চারাগাছ কে খুব ভালো লাগে। আঁধারের যুবরাজ এর মন্তব্য আমি খুবই এনজয় করি। চারাগাছ আরও অনেক গুলো নাম এই মুহুর্তে মনে আসছেনা। ধীরে ধীরে পোস্টে এড করব মনে আসা মাত্র।

পরিশেষে মডারেটর নিয়ে বলি। আমি জানি তিনি বর্তমানে আমাকে লাইক করেন না, কিন্তু আমি নিশ্চিত আমি যদি রাত ২ টাই উনাকে ফোন করে বলি ভাইয়া অমুক ব্লগার বিপদে। উনি বিনা জাস্টিফিকেশানে আমায় ট্রাস্ট করবেন। কারণ উনি জানেন আমি মরে গেলেও ডিজ অনেস্টি করবনা ও মিথ্যা বলবনা। কিছু দিন আগে আমার উপর আস্থা রেখে ২ টা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিলেন। শতভাগ সততা ও বিশ্বস্ততার সাথে ২ টি দায়িত্বই পালন করেছি আলহামদুলিল্লাহ। ব্লগে আমার অর্জন সম্ভবত বিশ্বস্ততা। ব্লগে আমাকে যারা অপছন্দ করেন তারাঈ আমি কোন কথা বললে বিশ্বাস করবেন। আমি বিশ্বাস করি, নীল আকাশ, কাজী ফাতেমা ছবি, ঢাবিয়ান, সাখাওয়াত বাবন, জুলভার্ন ছাড়া কেউ অবিশ্বাস করবেনা। বিশেষ করে কাজী ফাতেমা আপা আমাকে দেখতে পারেনা - ব্লগার কি করি আজ ভেবে না পাই এর জন্য। সে ব্লগার কি করি আজ ভেবে না পাইও নিশ্চিত আমি মরে যাব তবুও মিথ্যা বলবনা।

প্রিয় ব্লগার লক্ষ্য করুন আমি আমার ব্লগে লিখে রেখেছি - "জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই। "

আমার সাথে শুধু এতোটুকু মেন্টেন করুন। জীবনেও আপনার সাথে আমার ক্যাচাল হবেনা। আসুন ২ লক্ষ হিট সেলিব্রেশন উপলক্ষে একটু খাওয়া হয়ে যাক:

মন্তব্য ৫৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০২৪ রাত ১০:৩৬

নূর আলম হিরণ বলেছেন: ব্লগার সাসুম ও আখেইনটান দুইজনকে দেখছি না অনেক দিন। নিরর্বহন নির্ঘোষ ভালো ব্লগার ছিলেন, সামান্য ভুল বুঝাবুঝিতে চলে গেছে।

১৯ শে মার্চ, ২০২৪ রাত ১০:৫৮

মোহাম্মদ গোফরান বলেছেন: এড করে দিয়েছি। নিবর্হণ আমি মিরোর ও সোনাগাজীর সাথে খুব মিস বিহেভ করেছিলেন।

২| ১৯ শে মার্চ, ২০২৪ রাত ১০:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



যারা অনাহারে আছেন তাদেরকে খাবার দেওয়া উচিত।
প্রতিদিন যারা ভালো-মন্দ খায় তাদের জন্য নতুন খাবারের কোন দরকার নাই।

১৯ শে মার্চ, ২০২৪ রাত ১০:৫৯

মোহাম্মদ গোফরান বলেছেন: সঠিক। পোস্টের ছবি জাস্ট ফান।

৩| ১৯ শে মার্চ, ২০২৪ রাত ১০:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


এই ব্লগে যারা আসে তারা নিজের গরজে। য়াসে ।
কেননা এখানে আসে মূলত তাদের লেখাগুলো যাতে দুই একজন পড়ে এবং মন্তব্য করে ।
এতে নিজের লেখার ভুলভ্রান্তি টের পাওয়া যায় ।
এছাড়া অন্য তেমন কোন উদ্দেশ্য নাই ।
কেননা এটা একটা ভার্চুয়াল জগত ।
এই জগতের কারো সাথে কারো ব্যক্তিগতভাবে দেখা হওয়ার সম্ভাবনা খুব বেশি নাই।
বিশেষ করে আমি।
আজ পর্যন্ত আমার সাথে কারো দেখা হয় নাই।

১৯ শে মার্চ, ২০২৪ রাত ১১:০৫

মোহাম্মদ গোফরান বলেছেন: অন্যদের কথা জানিনা তবে আমি ব্লগে আসি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে। আর আমি নিশ্চিত আমি ম্যাওপ্যাও যাই লিখি লোকজন পড়বেন।

৪| ১৯ শে মার্চ, ২০২৪ রাত ১০:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বটিয়া গ্রাম এবং আমরা
*********************

১৯৮৯-১৯৯০ সময়কালে জয়পাড়া এবং এর আশেপাশের এলাকার ইয়ং জেনারেশন কোন এক অজানা কারণে আমাদের বটিয়া গ্রামকে বটিয়া উপজেলা বলে ডাকতো।

শুনতে খুব একটা খারাপ লাগতো না।
বটিয়া দোহার উপজেলার খুব বেশি বিখ্যাত গ্রাম নয়।
এখানে খুব বেশি বিখ্যাত মানুষও জন্মগ্রহণ করে নাই।

প্রতীক্ষায় আছি কোন এক সময় এখানে বাংলাদেশের সেরা মানুষটি জন্মগ্রহণ করবেন। যাকে এক নামে দেশের সবাই চিনবে।

শুধু দেশের নয় দেশের বাইরের মানুষও তাকে চিনবে। বটিয়া বাসী অবশ্যই তাকে নিয়ে গৌরব বোধ করবে ।

সেই দিন কবে আসবে কে জানে।

১৯ শে মার্চ, ২০২৪ রাত ১১:০৬

মোহাম্মদ গোফরান বলেছেন: জাতীর পিতার মতো কেউ?

৫| ১৯ শে মার্চ, ২০২৪ রাত ১১:০৯

শেরজা তপন বলেছেন: খাওয়া-দাওয়া তো চরম লেভেলের! আজকের ইফতারের নাকি?
আজকে মুড ভাল আছে মনে হয় :)

১৯ শে মার্চ, ২০২৪ রাত ১১:২৩

মোহাম্মদ গোফরান বলেছেন: হা হা। আপনাদের জন্য এই আয়োজন। মূড একটু অফ। ছবি গুলো বিভিন্ন সময় উঠানে।

৬| ১৯ শে মার্চ, ২০২৪ রাত ১১:১০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এমনিতেই আমার ওয়েট একশো প্লাস, এতো খাবারের ছবি দিয়েন না, রমজানে কম খা্‌ই।

১৯ শে মার্চ, ২০২৪ রাত ১১:২৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ভাই আমি মাত্র ৬৪ কেজি। আমারে ১০ কেজি ধার দেন। :)

৭| ১৯ শে মার্চ, ২০২৪ রাত ১১:২৩

কামাল১৮ বলেছেন: ব্লগে আপনার উন্নতি লক্ষণীয়।লেখার মান ভালো।

১৯ শে মার্চ, ২০২৪ রাত ১১:২৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ কামাল ভাই।

৮| ১৯ শে মার্চ, ২০২৪ রাত ১১:২৮

জনারণ্যে একজন বলেছেন: @ গোফরান, কিছু অপ্রয়োজনীয় তিক্ত কথা বলি।

এই ব্লগ নিয়ে আমার বিন্দুমাত্র মাথাব্যথা নেই। সময় কাটানোর জাস্ট একটা জায়গা এটা। আসি, কারো কারো লেখা পড়ি, অন্যদের করা মন্তব্য পড়ি - ব্যাস!

মাঝে মাঝে মন্তব্য করি (ম্যাক্সিমামই খোঁচা-খুঁচি মূলক), কিন্তু এখানে কাউকে ব্যক্তিগতভাবে নেয়ার বিন্দুমাত্র কোনো সুযোগ নেই।

ধন্যবাদ।

২০ শে মার্চ, ২০২৪ রাত ১২:০৪

মোহাম্মদ গোফরান বলেছেন: আমিও কোয়ালিটি টাইম স্পেন্ড করতে ব্লগে আসি। আপনার খোঁচা-খোঁচির ধরন আমার কাছে কিউট লাগে।

৯| ১৯ শে মার্চ, ২০২৪ রাত ১১:৪২

আরইউ বলেছেন:




গোফরান,
আয়োজন ভালো হয়েছে; পেট ভরে খেলাম। ধন্যবাদ!
এটা আনন্দের পোস্ট তাই এখানে কাউকে কম পছন্দ হলে তার নাম না নেয়াই ভালো, তাইনা? তাতে আনন্দের শুদ্ধতা বজায় থাকে।
ভালো থাকুন।

২০ শে মার্চ, ২০২৪ রাত ১২:১০

মোহাম্মদ গোফরান বলেছেন: ভাইয়া এই চারজন এর একজন আমার নামে সমানে ইনিয়ে বিনিয়ে মিথ্যা গীবত করে যাচ্ছে বিভিন্ন ব্লগারের কাছে। বাকি ৩ জন সেগুলো অন্ধের মতো বিশ্বাস করছে।এবং সেগুলো স্প্রেড করে।ফেবুর ইনবক্সে কি যে হয় আপনি জানলে স্তব্ধ হয়ে যাবেন। আমার কাছে স্কিনশটও আছে। আপনি চাইলে আমি আপনাকে মেইল করতে পারি। শায়মা আপু কিছুটা জানেন। আর জৈনক নারী ব্লগার আমার উপর বেশি ক্ষেপছেন কি করি আজ ভেবে না পায় নাটক এর পর থেকে। অবাক করা স্কিনশট আছে আমার কাছে। কিন্তু ব্লগে এগুলো টেনে আমি কাউকে অসম্মান করতে চাইনা। উনারা আমায় পারসোনাল এট্যাক না করলেই হইল।৷

অনেক ধন্যবাদ।

১০| ১৯ শে মার্চ, ২০২৪ রাত ১১:৫৩

শূন্য সারমর্ম বলেছেন:



এতসব কত জনের খাবার?

২০ শে মার্চ, ২০২৪ রাত ১২:১১

মোহাম্মদ গোফরান বলেছেন: ব্লগার তো বেশি। এগুলো আরও কম পরবে।

১১| ২০ শে মার্চ, ২০২৪ রাত ১২:১০

সোনাগাজী বলেছেন:



অভিনন্দন।
চট্টগ্রামের লোকদের নিয়ে মাঝে মাঝে লিখবেন।

২০ শে মার্চ, ২০২৪ রাত ১২:১৩

মোহাম্মদ গোফরান বলেছেন: অনেক ধন্যবাদ।

অবশ্যই লিখবো ইনশাআল্লাহ।

১২| ২০ শে মার্চ, ২০২৪ রাত ১২:৩১

শায়মা বলেছেন: হায় হায় আমার আগেই দেখি সবাই ইফতারের পোস্ট দিয়ে দিচ্ছে! :((

তুমি দিলে, রাজীবভাইয়াও দিলো......

আমার এখনও স্কুল খোলা আর একের পর এক ইভেন্ট চলছে।

তাই বলে ইফতারের সাজুগুজু আর ছবি তোলা বন রাখিনি। স্কুল বন হলেই এসে যাবে। :)

২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি আর রাজীবের ইফতার এর পিক আপনার সাথে মিলবেনা। আপনার ইফতার আইটেম গুলো এক্সক্লুসিভলি রিপ্রেজেন্ট করেন তো দেখতে স্পেশাল লাগে। :)



আমার এখনও স্কুল খোলা আর একের পর এক ইভেন্ট চলছে।

তাই বলে ইফতারের সাজুগুজু আর ছবি তোলা বন রাখিনি। স্কুল বন হলেই এসে যাবে।


জানি আমি। ওয়েটিং ফর দ্যা এক্সক্লুসিভ ইফতার পোস্ট।

১৩| ২০ শে মার্চ, ২০২৪ রাত ১:৪৬

জনারণ্যে একজন বলেছেন: লেখক বলেছেন: আমিও কোয়ালিটি টাইম স্পেন্ড করতে ব্লগে আসি। আপনার খোঁচা-খোঁচির ধরন আমার কাছে কিউট লাগে।

- ধন্যবাদ @ গোফরান। কিন্তু আমি এখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে আসিনা, ওটার জন্য অনেক জায়গা আছে।

এখানে কিছু শিখতেও আসিনা, শেখাতেও আসিনা, নিজেকে জাহির কিংবা প্রমান করতেও আসিনা। লিখে দেশ ও জাতি উদ্ধার করাও আমার কাজ নয়।

তবে কারো কারো লেখা অসাধারণ! পড়তে ভালো লাগে। আর ভালো লাগে খোঁচা-খুঁচি করতে (অস্বীকার করার কোনোই জো নেই)।

২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৪৭

মোহাম্মদ গোফরান বলেছেন: একেক জন একেক পারপাসে ব্লগে আসেন। শুধু ব্যক্তি আক্রমণ কারী ও ধর্মান্ধ মৌলবাদী না থাকলেই আমি খুশি।

১৪| ২০ শে মার্চ, ২০২৪ রাত ২:৪০

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: সব লেখায় কমেন্ট করা না হলেও, আমি মোটাম্নুটি সব লেখা পড়ার চেষ্টা করি। তবে গত প্রায় ২০ দিন স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি ও তার সেবা করার কারণে ব্লগে কিছুটা কম আসা যাওয়া হয়েছে।

দারুণ সব ব্লগারদের সাথে আমার নাম দেখেও ভালো লাগল।

ইফতারির ছবিগুলো লোভনীয়, আমার এবারের ইফতারি শুধু দই চিড়া, খেজুর আর লেবুর শরবতে সারছে। বাসায় আসতে আসতে ইফতারির ঠিক মিনিট পাঁচেক আগে। তখন এছাড়া আর বেশি কিছু করার সম্ভব হয় না। স্ত্রী সুস্থ থাকলে অবশ্য অন্যান্য আইটেমের আয়োজন হত।

২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৪৯

মোহাম্মদ গোফরান বলেছেন: খেজুর, লেবুর শরবত, দই চিড়া, ছাড়া আসলে ইফতার জমেই না। ভাবীর দ্রুত সুস্থতা কামনা করি। ভালো থাকবেন রিয়াদ ভাই।

১৫| ২০ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৩৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনাকে আবারও অভিনন্দন।

২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৫১

মোহাম্মদ গোফরান বলেছেন: আবারও অনেক ধধন্যবাদ শাইয়্যান ভাই।

১৬| ২০ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: দেখতে পারবো না কেন। এই যে পোস্টাইছেন দেইখালাইছি

কিন্তু এই যে আপনার মুখে একই কথা বার বার আসে জামাত ছাগু বিম্পি কাঠমোল্লা এসবের জন্য মেজাজ গরম হয়। একই কথা কেনরে ভাই বারবার বলতে হবে। নিজে ভালো তো সবই ভালো।

২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৫৮

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি একজন মুক্তমনা লীগ পন্থী। আমি তো বিম্পি জামাত ছাগু কাঠমোল্লা এগুলোর বিরুদ্ধে লিখবই। আপনার খারাপ লাগবে কেন বা মেজাজ খারাপ হবে কেন? আপনিতো বিম্পি ও না, ছাগুও না, জামাতও না, কাঠমোল্লাও না। মেজাজ খারাপ কেন হবে? আপনাকে যদি আমি বলি বার বার কবিতা আর কবিতা কেন? চিহ্নিত মৌলবাদী দের সাথে এতো সখ্যতা কেন? এগুলো দেখলে মেজাজ খারাপ হয় তখন আপনার কেমন লাগবে?

১৭| ২০ শে মার্চ, ২০২৪ সকাল ১০:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর আয়োজন।+++

২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৫৮

মোহাম্মদ গোফরান বলেছেন: অনেক ধন্যবাদ মাইদুল ভাই।

১৮| ২০ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:০৪

দি এমপেরর বলেছেন: আপনি ভালো ব্লগার হতে পারেন তবে এখনও সংকীর্ণতার ঊর্ধে উঠতে পারেননি। তাবলীগ নিয়ে আপনার অ্যালার্জির কারণটা বুঝতে পারলাম না। তাবলীগ কি কোনো রাজনৈতিক দল বা কোনো কট্টরপন্থী ধার্মিক গোষ্ঠি? জামাত-বিএনপি'র সাথে আপনি যখন তাবলীগকে একপাল্লায় মাপার চেষ্টা করছেন তখন বলতে বাধ্য হচ্ছি আপনি হচ্ছেন একজন স্বল্পবিদ্যার ভয়ঙ্কর এক প্রতিবন্ধি মানুষ, যে সবকিছু না জেনেই অহেতুক কোনো ব্যক্তি বা গোষ্ঠির বিরুদ্ধে বিষোদগার করে। তাবলীগ কি কারো কাছে স্বার্থ উদ্ধার করার জন্য যায়? আপনার কাছে কি কখনও টাকা-পয়সা বা পার্থিব স্বার্থের জন্য গিয়েছিল?

কারো সম্পর্কে নেতিবাচক সমালোচনা করতে হলে সংশ্লিষ্ট বিষয়ে সম্যক জ্ঞান লাভ করা আবশ্যক। আপনি তাবলীগ সম্পর্কে পুরোপুরি না জেনেই ভাসাভাসা ধারণা নিয়ে তাবলীগের সমালোচনা করতে লেগে গিয়েছেন।

তাবলীগ কী জিনিস সেটা সম্পর্কে পুরোপুরি জ্ঞান লাভ করতে হলে তার ইতিহাস, তার কর্মকান্ড, তার লক্ষ্য ও উদ্দেশ্য, তার ইতিবাচক ও নেতিবাচক সমস্ত দিক সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আর তার জন্য তাবলীগের ভেতরে ঢুকে তার সাথে সময় দিয়ে প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করতে হবে। আপনার উচিত, তাবলীগে কিছুদিন সময় লাগানো। তারপর হাতেকলমে অভিজ্ঞতা সঞ্চয় করে নাহয় সমালোচনার ডালি খুলে বসবেন। তার আগে বাহ্যিক কিছু দেখে অহেতুক সমালোচনা করা আপনার নির্বুদ্ধিতার পরিচয় প্রকাশ করে।

চেয়েছিলাম আরও নরম ভাষা ব্যবহার করতে। কিন্তু বেশি নরম ভাষা ব্যবহার করলে আপনি আমার মন্তব্যটাকে সিরিয়াসলি না-ও নিতে পারেন, তাই একটু কর্কশ ভাষা ব্যবহার করলাম। যাতে আপনি আমার মন্তব্যের জের ধরে তাবলীগ সম্পর্কে খুব ভালোভাবে খোঁজ-খবর করে তারপর তাবলীগকে নিয়ে কিছু লিখতে পারেন।

আর আমার মন্তব্যের জবাব যদি দিতে চান, অনুগ্রহ করে সাজিয়ে-গুছিয়ে শুদ্ধ বানানে দেওয়ার চেষ্টা করবেন। অগোছালো লেখা আমার একদম পছন্দ নয়।

ধন্যবাদ। ভালো থাকবেন।

২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:০৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ঠিক আছে। একটু সময় নিয়ে দিচ্ছি জবাব।

১৯| ২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:১৩

ধুলো মেঘ বলেছেন: এত বিখ্যাত ব্লগারদের নামের মধ্যে আমার নামটাও এসেছে বলে সম্মানিত বোধ করছি। যদিও আমি ব্লগার নয়, সামান্য কমেন্টেটর। তবে আমি বিশ্বাস করি ব্লগকে প্রাণবন্ত রাখতে কমেন্টেটরদের ভূমিকাও খাটো করে দেখার কিছু নেই।

ব্লগার সাসুমকে স্বাধীনতার অতন্দ্র প্রহরী বলে সার্টিফাই করলেন - তার মধ্যে এরকম কি বৈশিষ্ট্য দেখলেন? দুই একটা পোস্টের লিঙ্ক দেখাতে পারেন, যেটা পড়লে মনে হবে তিনি দেশের স্বাধীনতা পাহারা দিচ্ছেন?

২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:০১

মোহাম্মদ গোফরান বলেছেন: কম্রন্টররাও ব্লগার, পড়ার জন্য যারা নিক রেজিষ্ট্রেশন করেছেন যারা পোস্টও দেন না, মন্তব্যও করেন না শুধু পড়েন তারাও ব্লগার।
সাসুস ভাই বাংলাদেশের ও স্বাধীনতা বিরোধী দের ত্রাস। এজন্য খুবই ভালো লাগে উনাকে।

২০| ২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:০৬

রাজীব নুর বলেছেন: গোফরান ভাই একটু বুদ্ধি করে চলতে হবে, বলতে হবে।
দুষ্ট লোককে সাধু ভাবেন কেন আপনি? বিষাক্ত সাপ সব সময়ই বিষাক্ত। আপনার সাথে হাসি মুখে কথা বললেই, বিষাক্ত সাপ বিষমুক্ত হয়ে যায় না। মূলত আপনি মানুষ চিনেন না।

২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:০৩

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি ভাল ও সরল হই। ভালো ও সরলদের আল্লাহ ভালোবাসেন। জটিলরা রাতে ঘুমাতে পারেনা। আমি ৮ ঘণ্টার একটা সাউন্ড স্লিপ দেই। এবার বলুন কে বেশি বুদ্ধিমান। ৮ ঘণ্টা সাউন্ড স্লিপ দেয়া আমি নাকি জটিলরা?

২১| ২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৩১

জ্যাক স্মিথ বলেছেন: আমি মনে করেছিলাম এটা আপনার আগের পোস্ট।

যা হোক.. চিয়ার্স!!

যা হোক.. চিয়ার্স!!

২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:০৪

মোহাম্মদ গোফরান বলেছেন: রোজা রাখছি ভাই। ইফতারের পর সিয়ার্স হবে।

২২| ২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০৪

চারাগাছ বলেছেন: অভিনন্দন ।
দুঃখিত, কেউ বাদ পড়লো নাতো?
আজ ভালো মুডে আছেন মনে হচ্ছে।

২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: অনেক ধন্যবাদ চারাগাছ।
আমার খুবই প্রিয় ব্লগার চারাগাছ ও আঁধারের যুবরাজ এর নামই তো নেই :(( আমি দু:খিত।


আমি অলওয়েজ চিল মুডে থাকি। প্যারা নেইনা। শুধু ছাগু, কাঠমোল্লা ও ব্যক্তি আক্রমণকারী দেখলে মেজাজ ধরে রাখতে পারিনা।

২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:১৮

মোহাম্মদ গোফরান বলেছেন: এড করে দিয়েছি।

২৩| ২০ শে মার্চ, ২০২৪ রাত ৮:১৫

নয়ন বড়ুয়া বলেছেন: সুন্দর আয়োজন দাদা...

২০ শে মার্চ, ২০২৪ রাত ৯:৪০

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ নয়ন দা। ইদানীং অনিয়মিত কেন? ভুলেই গেসিলাম আপনার কথা।স্যরি।

২৪| ২১ শে মার্চ, ২০২৪ রাত ১২:২৩

আরইউ বলেছেন:



গোফরান,
এই রাজীব কিন্তু একসময় “শুওর” “কুকুর” বলে গালি দিয়েছিল; মা-মাসী তুলে গালি দেবার ভয় দেখিয়েছিল। এই রাজীব নিয়মিত ইতর, হারামজাদা এসব গালি দিয়ে যাচ্ছে। আপনার কী মনে হচ্ছে, এভাবে শান্তিচুক্তি চলে?

২১ শে মার্চ, ২০২৪ রাত ১২:২৯

মোহাম্মদ গোফরান বলেছেন: ভাইয়া আমি যে পোস্টে শান্তি চুক্তির কথা বলছি ঐ পোস্টে আপনাকে উদ্দেশ্য করে একটা মন্তব্য করছি। ওটা মনে হয় আপনার চোকে পড়েনি। কাইন্ডলি দেখুন।

২৫| ২১ শে মার্চ, ২০২৪ রাত ১২:৩২

আরইউ বলেছেন:



ডাবল চেক করছি। এই মন্তব্যটা আপনি দেখেছেন? আমি হতভম্ব!

২১ শে মার্চ, ২০২৪ রাত ১২:৩৮

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি নিজেই হতভম্ব! উনার মাথায় সমস্যা আছে মনে হচ্ছে।

২৬| ২১ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৪০

নয়ন বড়ুয়া বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ নয়ন দা। ইদানীং অনিয়মিত কেন? ভুলেই গেসিলাম আপনার কথা।স্যরি।


ব্যাপার না দাদা। নতুন চাকরিতে ভীষণ ব্যস্ত। তাই সময় পাই না। তবে চেষ্টা করবো নিয়মিত হওয়ার। কেমন আছেন?

২৭| ২১ শে মার্চ, ২০২৪ রাত ৮:২১

মোহাম্মদ গোফরান বলেছেন: ব্লগে আপনাদের মত মুক্ত চিন্তার মানুষের ভীষণ দরকার দাদা।

২৮| ২১ শে মার্চ, ২০২৪ রাত ১১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: আসলে পাঠক সব পোস্ট পড়বে না। অনেক ভালো পোষ্টে পাঠক কম হয়। কোন ব্লগার বাদ যায়নি। যারা এখন একটিব আছেন তাদের সবার জন্য শুভকামনা। আর যারা আসতে পারছেন না তারাও যেন নিয়মিত হয়। আপনার ২লক্ষ হিটের জন্য শুভ কামনা।

২১ শে মার্চ, ২০২৪ রাত ১১:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.