নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠
মিস ইউনিভার্স একটি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার নাম। এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীরা অংশগ্রহণ করলেও কখনোই সৌদি কোন নারী অংশ গ্রহন করেন নি। তবে এবার রেকর্ড ভঙ্গ করলেন সৌদি সুন্দরী রুমি আলকাহতানি। প্রগতিশীল সমাজ বিষয়টি সহজ ভাবে নিলেও রাসুল স: এর দেশে যেখানে পবিত্র মক্ষা শরীফ ও মদীনা শরীফ, যেগুলো তওয়াফ করার মাধ্যমে মানুষ পাপ মুক্ত হয় , যে দেশ থেকে ইসলাম ধর্মের সূচনা, যে দেশে নারীদের বোরখা ছাড়া হাটাচলা পর্যন্ত করতে দেখা যায়না সে দেশের একজন মুসলিম নারী সুন্দরী প্রতিযোগিতায় লড়বেন এটা অনেকেই মেনে নিতে পারছেন না।
অন্যান্য দেশের কথা বাদ। বাংলাদেশের মত মৌলবাদী আধিক্যের দেশের মানুষের হৃদয়ে যে রক্তক্ষরণ হইতাসে উহা নিশ্চিত রূপে বলা যায়। এছাড়াও সামাজিক যোগাযোগ এর মাধ্যমগুলোতে বিষয়টি বেশ আলোচিত। ব্লগে এই বিষয়টি নিয়ে আমার এই পোস্টটিই প্রথম।অধিকাংশ গণমাধ্যম বিষয়টি নিউজ করেছে।সে সব নিউজ পোর্টালে পোস্টটির কমেন্ট সেকশানে নেটিজেনদের মন্তব্য দেখে স্পষ্ট প্রতীয়মান হয় যে এদেশের সংখ্যাগরুরা খুবই বেজার হয়েছে।এমন একটা ভাব যেন এর চেয়ে বড় কোন অপরাধ নেই।যেহেতু সুন্দরী প্রতিযোগিতার সাথে যৌনতা জড়িত, তাই স্বাভাবিক ভাবে এদেশীয় মুসলিমরা সৌদি নারীর সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে বেশি চেতছে।কারণ ইসলামে যৌনাচার জঘন্যতম পাপ। কেউ ফিজিকাল রিলেশন করলে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করার নির্দেশে দিয়েছে ইসলাম।
তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় যদি অপরাধেরে একটা তালিকা করা হয় তবে ১ নাম্বারে শিরক ২ নাম্বারে সম্ভবত যারা সেক্স টেক্স করে তাদের রাখবেন মুসলিমরা।কিন্তু আমি মনে করি এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী তারা, যারা স্রষ্টার নিরিহ সৃষ্টিকে পরিকল্পিত ভাবে হত্যা করে। সেটা হোক কুকুর অথবা মানুষ। জঙ্গিরা যখন মসজিদের ভেতর বোমা মেরে নামাজরত মুসল্লী দের হত্যা করে তখন কোন কথিত মুসলিম, বা মুসলিম দল গুলোকে তেমন ঘৃণা প্রকাশ করতে দেখা যায়ন্স, যতটা ঘৃণা ওরা প্রকাশ করছে মিস ইউনিভার্সে অংশ নেয়া রুমি আলকাহতানি এর প্রতি। ভেবে দেখুন মানুষ বা প্রাণী হত্যার পাপের তুলনায় সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পাপ কিছুই না। সৌদি কোন নারীকে সুন্দরী প্রতিযোগিতায় উম্মুক্ত অবস্থায় দেখতে যাদের বুক ফেটে যাচ্ছে তারাই কিন্তু বোরখা পরা পর্নস্টার মিয়া খলিফার ভিডিও দেখে পরম সুখ অনুভব করে।
আসুন জেনে নেই মিস ইউনিভার্স সম্পর্কে সামান্য তথ্য। আমরা যখন বাংলা ভাষায় কথা বলার জন্য পাকি জারদের হাতে প্রাণ দিচ্ছলাম অর্থাৎ ১৯৫২ সালে সর্বপ্রথম এই প্রতিযোগিতা শুরু হয়। এবং প্রথম মিস ইউনিভার্স হয় ফিনল্যান্ডের - Armi Kuusela। এর পর ২০২২ সাল পর্যন্ত এই প্রতিযোগিতা চলে। আমাদের বন্ধু রাষ্ট্র যাদের কাছে স্বাধীন বাংলাদেশ পাওয়ার জন্য আমৃত্যু ঋণী সে পাশ্ববর্তী দেশ ভারত থেকে ১৯৯৪ সালে সুস্মিতা সেন, - ২০০০ সালে লারা দত্ত, এবং ২০২১ সর্বশেষ মিস ইউনিভার্স বিজয়ী হারনায সান্ধু একজন ইন্ডিয়ান। পৃথিবীর সভ্য দেশ গুলো বিজয়ীদের দেশীয় ফ্ল্যাগ এর মতো সম্মান দিলেও মুসলিম বিশ্ব চরমভাবে নিরুৎসাহিত করে এই প্রতিযোগিদের। আমি নিশ্চিত মুসলিমরা সুযোগ পেলে এসব প্রতিযোগিতার আয়োজক ও অংশগ্রহণকারীদের পাথর নিক্ষেপ করে হত্যা করবে - অথচ তারা যেসব পাপাচার করে যেমন - মানুষ হত্যা, প্রাণী হত্যা, ঘৃণা, হিংসা, জুলুম, বলৎকার, গীবত এগুলোর তুলনায় সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করা কোন পাপই না।
ছবি - রুমি আলকাহতানীর ইনস্টাগ্রাম আই ডি থেকে।
শিরোনাম - আর্টসেল অনিকেত প্রান্তর গান থেকে।
২৮ শে মার্চ, ২০২৪ রাত ১২:৪৭
মোহাম্মদ গোফরান বলেছেন: সুযোগ পেলে গর্ত কুঁড়ে গলা পর্যন্ত গেরে পাথর নিক্ষেপ করে হত্যা করবে।
২| ২৮ শে মার্চ, ২০২৪ রাত ১২:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বর্তমান ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের সাথে সাবেক সৌদি বাদশা কিং ফয়সালের আদর্শগত ব্যাপক মিল রয়েছে।
কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে কিং ফয়সালকে উগ্রবাদীরা
হত্যা করতে পেরেছিল।
আফসোস।
২৮ শে মার্চ, ২০২৪ রাত ১২:৪৯
মোহাম্মদ গোফরান বলেছেন: উগ্রবাদী হিংস্র পশু শ্রেণীর চেয়েও নিকৃষ্ট।
৩| ২৮ শে মার্চ, ২০২৪ রাত ১:০৮
শূন্য সারমর্ম বলেছেন:
সৌদিতে ধর্ম বিবর্তিত হচ্ছে। কথা হলো, অনিকেত প্রান্তরের সাথে সৌদি মিসের কি রিলেশন? নো ম্যানস ল্যান্ডে ধর্ম ধীরে ধীরে যাচ্ছে নাকি, যেখানে কোনো হানাহানি -কাটাকাটি নেই।
২৮ শে মার্চ, ২০২৪ রাত ১:১৬
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি বলেছেন - "কথা হলো, অনিকেত প্রান্তরের সাথে সৌদি মিসের কি রিলেশন?"
গানের কথা গুলো ভালো করে লক্ষ্য করুন, "দু'টো মানচিত্র এঁকে, দু'টো দেশের মাঝে বিঁধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ "
আমি পোস্টে লিখেছি - যখন সভ্য দেশগুলো মিস ইউনিভার্স বিজয়ী দের ফ্ল্যাগ এর মতো সম্মান করার অনুভূতি প্রকাশ করছে তখন কিছু কিছু দেশ উহাকে নিরুৎসাহিত করে অনুভূতির ব্যবচ্ছেদ ঘটাচ্ছে। সবাই মানুষ। শুধু কটা মানচিত্র এঁকে ধর্মীয় কারণে আলাদা হয়েছে মাত্র।
৪| ২৮ শে মার্চ, ২০২৪ রাত ১:৪৪
কামাল১৮ বলেছেন: সৌদিরা নতুন একটি শহর করছে।যেখানে উন্নত বিশ্বের সব কিছুই থাকবে।
২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯
মোহাম্মদ গোফরান বলেছেন: উন্নত বিশ্বের সাথে সৌদি আরবও এগিয়ে যাক।
৫| ২৮ শে মার্চ, ২০২৪ সকাল ৯:০১
রানার ব্লগ বলেছেন: সাউদী সরকার তাদের চিন্তা ভাবনায় পরিবর্তন আনছে। দেখবেন বাংগু মুমীনেরা বয়কট সৌদি বলবে না কারন শেখদের ভিক্ষায় তাদের চুলা জ্বলে।
২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯
মোহাম্মদ গোফরান বলেছেন: বাংগু মমিন গুলা কোন লেভেলেই পড়েনা।
৬| ২৮ শে মার্চ, ২০২৪ সকাল ৯:২২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সৌদি আরবের পতাকায় কালেমা তৈয়বা লেখা আছে সাদা হরফে।
এই পতাকা তথা কালেমার অবমাননা হচ্ছে।
মমিন মুসলমানরা চুপ কেন?
জেহাদীরা কোথায়?
কিছু একটা তো করা দরকার।
বিরাট সর্বনাশ হয়ে যাচ্ছে তো!
২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৪১
মোহাম্মদ গোফরান বলেছেন: এক নারী পতাকা দিয়ে শরীর ঢেকেছে। কালেমা কি শুধু কাপড় পরিহিতা দের পৈতৃক সম্পতি? এই মেয়েরও অধিকার আছে তার দেশের পতাকাকে ভালোবেসে গায়ে জড়ানোর।
৭| ২৮ শে মার্চ, ২০২৪ সকাল ৯:২৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
হজ্জ ব্যবসা থেকে সৌদিরা যে পরিমাণ আয় করে সেই পরিমাণ আয় অনেক দেশেরই নাই। এই বিশাল ব্যবসা সৌদিরা কখনোই ছাড়তে চাইবে না। এছাড়া সারা বছর ওমরা ব্যবসা তো আছেই।
বিরাট ভাগ্যবান দেশ। শ্রমিকরা গায়ে গতরে খেটে টাকা আনে।
আবার হাজী সাহেবরা এর চেয়ে বেশী টাকা গিয়ে দিয়ে আসে।
তাদের টাকা তাদেরই থাকে।
২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫
মোহাম্মদ গোফরান বলেছেন: রাসুল স: এর দেশ বলে কথা। রহমত ও বরকত তো থাকবেই। পুরা পৃথিবীর ৭ কোটি মানুষ প্রতিদিন রাসুল স: ও তাঁর বংষধরগণের জন্য দরুদ পড়েন।
৮| ২৮ শে মার্চ, ২০২৪ সকাল ৯:২৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: বেপর্দা নারীর কালেমা খচিত পতাকা পরিধান ঠিক হয়নি। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।
২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫
মোহাম্মদ গোফরান বলেছেন: মনের পর্দায় বড় পর্দা।
৯| ২৮ শে মার্চ, ২০২৪ সকাল ১০:৫২
র ম পারভেজ বলেছেন: আপনি লিখেছেন - ইসলামে যৌনাচার জঘন্যতম পাপ!
আমার জানামতে বিবাহসম্পর্ক বর্হিভূত যৌনাচার ইসলামে জঘন্যতম পাপ।
২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৫০
মোহাম্মদ গোফরান বলেছেন: যে কোন যৌনাচার ইসলামে পাপ হিসেবে চিহ্নিত হয়ে থাকে।
১০| ২৮ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:৪৫
ধুলো মেঘ বলেছেন: গুনাহ সম্পর্কে আপনার তেমন ধারণা নেই। কোরআন হাদীস বিশ্লেষণ করে ইসলামী স্কলারেরা গুনাহসমূহের র্যাংকিং করেছেন। ১ নম্বর সবচেয়ে বড় পাপ। ২ নং তার চেয়ে একটু কম। এভাবে। ১ নম্বর পাপের কোন ক্ষমা নেই। কিন্তু অন্য পাপ গুলো তওবা করলে আল্লাহ মাফ করে দেন।
১. আল্লাহর সাথে শিরক করা
২. নামায পরিত্যাগ করা
৩. পিতা-মাতার অবাধ্য হওয়া
৪. অন্যায়ভাবে মানুষ হত্যা করা
৬. পিতা-মাতাকে অভিসম্পাত করা
৭. যাদু-টোনা করা
৮. এতীমের সম্পদ আত্মসাৎ করা
৯. জিহাদের ময়দান থেকে থেকে পলায়ন
১০. সতী-সাধ্বী মু‘মিন নারীর প্রতি অপবাদ
১১. রোযা না রাখা ও যাকাত আদায় না করা
১২. ক্ষমতা থাকা সত্যেও হজ্জ আদায় না করা
১৩. যাদুর বৈধতায় বিশ্বাস করা
১৪. প্রতিবেশীকে কষ্ট দেয়া
১৫. অহংকার করা
১৬. চুগলখোরি করা (ঝগড়া লাগানোর উদ্দেশ্যে একজনের কথা আরেকজনের নিকট লাগোনো)
১৭. আত্মহত্যা করা
১৮. আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা
১৯. অবৈধ পথে উপার্জিত অর্থ ভক্ষণ করা
২০. উপকার করে খোটা দান করা
২১. মদ বা নেশা দ্রব্য গ্রহণ করা
২২. মদ প্রস্তুত ও প্রচারে অংশ গ্রহণ করা
২৩. জুয়া খেলা
২৪. তকদীর অস্বীকার করা
২৫. অদৃশ্যের খবর জানার দাবী করা
২৬. গণকের কাছে ধর্না দেয়া বা গণকের কাছে অদৃশ্যের খবর জানতে চাওয়া
২৭. পেশাব থেকে পবিত্র না থাকা
২৮. রাসূল (সাএর নামে মিথ্যা হাদীস বর্ণনা করা
২৯. মিথ্যা স্বপ্ন বর্ণনা করা
৩০. মিথ্যা কথা বলা
৩১. মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয় করা
৩২. জিনা-ব্যভিচারে লিপ্ত হওয়া
৩৩. সমকামিতায় লিপ্ত হওয়া
৩৪. মিথ্যা কসম খাওয়া
৩৫. মানুষের গোপন কথা চুপিসারে শোনার চেষ্টা করা
৩৬. হিল্লা তথা চুক্তি ভিত্তিক বিয়ে করা।
৩৭. যার জন্যে হিলা করা হয়
৩৮. মানুষের বংশ মর্যাদায় আঘাত হানা
৩৯. মৃতের উদ্দেশ্যে উচ্চস্বরে ক্রন্দন করা
৪০. মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা
৪১. মুসলিমকে গালি দেয়া অথবা তার সাথে লড়ায়ে লিপ্ত হওয়া
৪২. খেলার ছলে কোন প্রাণীকে নিক্ষেপ যোগ্য অস্ত্রের লক্ষ্য বস্তু বানানো
৪৩. কোন অপরাধীকে আশ্রয় দান করা
৪৪. আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবেহ করা
৪৫. ওজনে কম দেয়া
৪৬. ঝগড়া-বিবাদে অশ্লীল ভাষা প্রয়োগ করা
৪৭. ইসলামী আইনানুসারে বিচার বা শাসনকার্য পরিচালনা না করা
৪৮. জমিনের সীমানা পরিবর্তন করা বা পরের জমি জবর দখল করা
৪৯. গীবত তথা অসাক্ষাতে কারো দোষ চর্চা করা
৫০. দাঁত চিকন করা
৫১. সৌন্দর্যের উদ্দেশ্যে মুখ মণ্ডলের চুল তুলে ফেলা বা চুল উঠিয়ে ভ্রু চিকন করা
৫২. অতিরিক্ত চুল সংযোগ করা
৫৩. পুরুষের নারী বেশ ধারণ করা
৫৪. নারীর পুরুষ বেশ ধারণ করা
৫৫. বিপরীত লিঙ্গের প্রতি কামনার দৃষ্টিতে তাকানো
৫৬. কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করা
৫৭. পথিককে নিজের কাছে অতিরিক্ত পানি থাকার পরেও না দেয়া
৫৮. পুরুষের টাখনুর নিচে ঝুলিয়ে পোশাক পরিধান করা
৫৯. মুসলিম শাসকের সাথে কৃত বাইআত বা আনুগত্যের শপথ ভঙ্গ করা
৬০. ডাকাতি করা
৬১. চুরি করা
৬২. সুদ লেন-দেন করা, সুদ লেখা বা তাতে সাক্ষী থাকা
৬৩. ঘুষ লেন-দেন করা
৬৪. গনিমত তথা জিহাদের মাধ্যমে কাফেরদের নিকট থেকে প্রাপ্ত সম্পদ বণ্টনের পূর্বে আত্মসাৎ করা
৬৫. স্ত্রীর পায়ু পথে যৌন ক্রিয়া করা
৬৬. জুলুম-অত্যাচার করা
৬৭. অস্ত্র দ্বারা ভয় দেখানো বা তা দ্বারা কাউকে ইঙ্গিত করা
৬৮. প্রতারণা বা ঠগ বাজী করা
৬৯. রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে সৎ আমল করা
৭০. স্বর্ণ বা রৌপ্যের তৈরি পাত্র ব্যবহার করা
৭১. পুরুষের রেশমি পোশাক এবং স্বর্ণ ও রৌপ্য পরিধান করা
৭২. সাহাবীদের গালি দেয়া
৭৩. নামাযরত অবস্থায় মুসল্লির সামনে দিয়ে গমন করা
৭৪. মনিবের নিকট থেকে কৃতদাসের পলায়ন
৭৫. ভ্রান্ত মতবাদ জাহেলী রীতিনীতি অথবা বিদআতের প্রতি আহবান করা
৭৬. পবিত্র মক্কা ও মদীনায় কোন অপকর্ম বা দুষ্কৃতি করা
৭৭. কোন দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেয়া
৭৮. আল্লাহর ব্যাপারে অনধিকার চর্চা করা
৭৯. বিনা প্রয়োজনে তালাক চাওয়া
৮০. যে নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট
৮১. স্বামীর অবাধ্য হওয়া
৮২. স্ত্রী কর্তৃক স্বামীর অবদান অস্বীকার করা
৮৩. স্বামী-স্ত্রীর মিলনের কথা জনসম্মুখে প্রকাশ করা
৮৪. স্বামী-স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি করা
৮৫. বেশী বেশী অভিশাপ দেয়া
৮৬. বিশ্বাস ঘাতকতা করা
৮৭. অঙ্গীকার পূরণ না করা
৮৮. আমানতের খিয়ানত করা
৮৯. প্রতিবেশীকে কষ্ট দেয়া
৯০. ঋণ পরিশোধ না করা
৯১. বদ মেজাজি ও এমন অহংকারী যে উপদেশ গ্রহণ করে না
৯২. তাবিজ-কবজ, রিং, সুতা ইত্যাদি ঝুলানো
৯৩. পরীক্ষায় নকল করা
৯৪. ভেজাল পণ্য বিক্রয় করা
৯৫. ইচ্ছাকৃত ভাবে জেনে শুনে অন্যায় বিচার করা
৯৬. আল্লাহ বিধান ব্যতিরেকে বিচার- ফয়সালা করা
৯৭. দুনিয়া কামানোর উদ্দেশ্যে দীনী ইলম অর্জন করা
৯৮. কোন ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জানা সত্যেও তা গোপন করা
৯৯. নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবী করা
১০০. আল্লাহর রাস্তায় বাধা দেয়া
২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৪৬
মোহাম্মদ গোফরান বলেছেন: মানুষের পক্ষে আল্লাহর বিশেষ রহমত ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব।
১১| ২৮ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:৪৭
ধুলো মেঘ বলেছেন: এই র্যাংকিং অনুযায়ী জিনা ব্যাভিচারের ক্রম হচ্ছে ৩২। কিন্তু আপনাদের কাছে কেন যেন এটাকেই সবচেয়ে বেশি পাপ বলে মনে হয়। কারণ কি বলুন তো?
২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭
মোহাম্মদ গোফরান বলেছেন: অন্য কি কি পাপ করলে পাথর নিক্ষেপ করে হত্যার নির্দেশ দেয়া হয়েছে?
১২| ২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:১৬
সত্যপীরবাবা বলেছেন: বাহ, টাখনুর নিচে ঝুলিয়ে কাপড় পরা ডাকতি, চুরি, জুলুম অত্যাচার, ভেজাল পন্য বিক্রির চাইতেও বড় অপরাধ !!!!! চুরি ডাকাতি করার সময় বা ভেজাল বিক্রির সময় থ্রি কোয়ার্টার পায়জামা পরে নিলেই পাপ কিছু কম হবে। টুপি পরা লাগবে?
২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮
মোহাম্মদ গোফরান বলেছেন: মোল্লাদের প্রতিটি যুক্তিই উদ্ভট।
১৩| ২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৫৫
রাজীব নুর বলেছেন: দুবাই আজ এত উন্নত কেন? কারন তারা ধর্মটাকে একপাশে সরিয়ে রাখতে পেরেছে।
এখন সৌদিরা দুবাইয়ের পথ ধরেছে। যা তাদের জন্য মঙ্গলজনক হবে।
২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮
মোহাম্মদ গোফরান বলেছেন: উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে সৌদি আরব এগিয়ে যাক।
১৪| ২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:০১
শায়মা বলেছেন: এটা পুরাই এক বিশ্ব সুন্দরী বিষয়ক তথ্যবহুল পোস্ট!
এরাবিয়ান সুন্দরীকে অনেক ভালো লেগেছে।
২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৪৯
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ আপু মন্তব্যের জন্য
১৫| ৩০ শে মার্চ, ২০২৪ সকাল ১১:৪৭
ধুলো মেঘ বলেছেন: @সত্যপীরবাবা, টাখনুর নীচে কাপড় ঝুলিয়ে পড়া মানে অহংকার ও অবাধ্যতা প্রকাশ করা। এটি যে কত ভয়াবহ অপরাধ, তা আপনার সীমিত রেঞ্জের রাডারে ক্যাচ করবেনা। চুরি ডাকাতি যুলুম অত্যাচার - এগুলো অহংবোধ থেকেই আসে। তাই কাপড় ঝুলানো এত বড় লেভেলেরই পাপ।
@লেখক, দুনিয়ার শাস্তি অনুযায়ী পাপের র্যাঙ্কিং করা হয়নি। র্যাঙ্কিংয়ে ১ নম্বর পাপ যা, তার জন্য দুনিয়াবী কোন শাস্তিই নেই। কিন্তু পাপটা কত বড় হলে এর কোন ক্ষমা হয়না - বিবেচনা করুন।
ব্যাভিচার সমাজের বিদ্যমান শান্তি শৃংখলা নষ্ট করে। তাই এই অপরাধের শাস্তি অনেকটাই নৃশংস, যাতে মানুষ এই ধরণের অপরাধ করতে ভয় পায়।
৩০ শে মার্চ, ২০২৪ রাত ৮:৫৭
মোহাম্মদ গোফরান বলেছেন: সবচেয়ে বড় পাপী আসলে জামাত হেফাজত।
১৬| ৩০ শে মার্চ, ২০২৪ সকাল ১১:৫৮
নিমো বলেছেন: ধুলো মেঘ বলেছেন: @সত্যপীরবাবা, টাখনুর নীচে কাপড় ঝুলিয়ে পড়া মানে অহংকার ও অবাধ্যতা প্রকাশ করা।
তা ভাইজান, অহংকার ও অবাধ্যতা কি টাখনুতে থাকে ?
৩০ শে মার্চ, ২০২৪ রাত ৮:৫৯
মোহাম্মদ গোফরান বলেছেন: হে হে। এখন কেউ টাকনুর নীচে জিন্স, প্যান্ট, পাজামা পড়েনা। টাকনুর উপরে পড়া ফ্যাশন। বরং টাকনুর নীচে পড়লে ক্ষেত লাগে। ছেলে মেয়ে সবাই টাকনুর উপরে প্যান্ট পড়ছে। মেয়েরা জিন্সের সাথে ট্রান্সফারেন্ট শাড়ি পরছে।
১৭| ৩০ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:২২
রানার ব্লগ বলেছেন: বাংগালীর ধর্ম চিন্তা টাখনুর নিচের কাপড় আর ঢিলা কুলুপ পর্যন্ত । এই এক বিষয় নিয়ে তারা দিনের পর দিন ঝগড়া করে কাটাতে পারবে । ক্লান্তিহীন । রোজার মাস আসলে আট বিশের দ্বন্দ আর বছর জুড়ে কে নুরের আর কে মাটির তৈরী উহা নিয়ে তাকিয়ায় হেলান দিয়ে ঝগড়া বিবাদ । ব্যাস ধর্ম পালন শেষ ।
৩০ শে মার্চ, ২০২৪ রাত ৯:০০
মোহাম্মদ গোফরান বলেছেন: নারা ভাই,
এখন কেউ টাকনুর নীচে জিন্স, প্যান্ট, পাজামা পড়েনা। টাকনুর উপরে পড়া ফ্যাশন। বরং টাকনুর নীচে পড়লে ক্ষেত লাগে। ছেলে মেয়ে সবাই টাকনুর উপরে প্যান্ট পড়ছে। মেয়েরা জিন্সের সাথে ট্রান্সফারেন্ট শাড়ি পরছে।
©somewhere in net ltd.
১| ২৮ শে মার্চ, ২০২৪ রাত ১২:৪৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এ
এই মহিলার হয়তো খবর আছে।
ইসলামী উগ্রবাদীরা এই মহিলাকে হত্যা করলে অবাক হওয়ার কিছুই থাকবে না।
আফসোস!!