![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠
ওহাবী কারা? সাধারণত ইসলামের দুষমন ও আল্লাহর শত্রুদের ওহাবী বলা হয়। চট্টগ্রামের ভাষায় বলা হয় ওয়াবি।ওয়াবি ২ প্রকার। ১: জামায়াত শিবির ২: হেফাজত/ তাবলীগ। সাধারণত প্রকৃত ইসলাম না মেনে কোরান ও হাদীসকে নিজেদের মত অনুবাদ করে মন গড়া ভিত্তিহীন আজগুবি বানোয়াট কিচ্ছা কাহিনী বানিয়ে ইসলামকে হাস্যকর করাই এদের কাজ। ইসলাম একটি পূর্নাঙ্গ জীবন বিধান।ইসলাম কখনোই সাম্প্রদায়িকতার কথা বলেনা, ইসলামে মিথ্যচার, গীবত, হিংসা, বিদ্বেষ, নিন্দা নিকৃষ্টতর পাপ হিসেবে গন্য হয়। খেয়াল করলে দেখবেন জামায়াত শিবির ও হেফাজত তাবলীগ এর অপর নাম সাম্প্রদায়িক, মিথ্যাবাদী, হিংসুক, নিন্দুক, গীবতকারী, ফেতনাবাজ ও ফ্যাসাদ সৃষ্টি করে জনমানুষের সুন্দর শান্ত জীবনকে অস্থির ও অশান্ত করে তুলা। মসজিদের ভেতর বোমা মেরে মুসল্লি হত্যা করতে, জঙ্গি হামলা করে মানুষ মারতে, দেশের সম্পদ নষ্ট করতে, ভারত ও মায়ানমার এর প্রতি ঘৃণা প্রকাশ করার নামে হিন্দু ও বৌদ্ধ ধর্মের প্রতি অত্যন্ত নিখুঁত ভাবে বিদ্বেষ সৃষ্টি করার ক্ষেত্রে, বাংলাদেশের ভালো সহ্য করতে না পারার ক্ষেত্রে, যারা বিএনপি জামাত ও হেফাজত না তাদের নোংরা এট্যাক করতেএদের জুড়ি নেই। চিন্তা করুন আল্লাহ কেন এদের থেকে ক্ষমতা কেড়ে নিয়ে গার্বেজে নিক্ষেপ করেছেন। যারা জামায়াত শিবির ও ওহাবী নয় তাদের সকলকে আল্লাহর দুষমন ও নাস্তিক বলে ফতুয়া দিয়ে ইসলাম বিরোধী হিসেবে পরিচয় করে দেয়ার ক্ষেত্রে এরা অত্যন্ত পারদর্শী। এই ব্লগের কয়েকজন মৌলবাদী জঙ্গি মানসিকতার কথিত ব্লগারকে ভারত বিদ্বেষ এর নামে হিন্দু বিদ্বেষ করতে প্রায় প্রতিদিন দেখা যায়। এরা কলকাতার মুসলিম দাদাকে চুমা দেয় হিন্দুদের ব্লগ থেকে বের করে দেয়ার ষড়যন্ত্র করে, এদের সাথে জড়িত কয়েকজন প্রগতিশীলতার ভেক ধরা ব্লগার। যদিও তারা নিজেদের প্রগতিশীল হিসেবে উপস্থাপন করে, মুক্তিযুদ্ধের স্বপক্ষের ও মুক্তমনা দাবী করে, তবুও এদেরকে বাংলাদেশ, বাঙালি ঐতিহ্য ও সংষ্কৃতি, বাংলা ভাষা, মিলাদুন্নবী, মহররম, পহেলা বৈশাখ এর বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করে তাদের প্রতি পরোক্ষ সমর্থন দিতে দেখা যায়। তাদের সাথে কুলাকুলি করতে দেখা যায়। এমনকি তাদের উস্কে ও মদদ দিতে দেখা যায়।আরও আশ্চর্যজনক এদের বিরুদ্ধে কেউ লিখলে তাদের সাথে জোট বদ্ধ হয়ে যিনি লিখেন তার বিরুদ্ধে অবস্থান নিতে দেখা যায়।এরা আসলে ছুপা মুখোশধারী।এদের থেকে হুঁশিয়ার।
যাই হোক, মহররম বাঙালী মুসলমানদের ঐতিহ্য। মহরম এর ৫ ও ১০ তারিখ সাধারণ মুসলিমরা ভালো কিছু রান্না করে গরীব এতিম, মিসকিন, অসাহায় দের খাবার বিতরণ করেন, রাসুল স: এর প্রিয় নাতীদের জন্য দোয়া করেন, কারবালার করুন ইতিহাসের জন্য শোকাহত হন। একটি রেলি হয়। সেখানে ধর্মপ্রাণ কিছু মুসলিম নিজেকে রক্তাক্ত করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হায় হোসাইন হায় হোসাইন বলার অপরাধে তাদের নাস্তিক, কাফের বলে ঘোষণা দেয় জামায়াত হেফাজত। অথচ এরা নিজেরাই আল্লাহর কোরানের নির্দেশ অমান্য করে প্রতি মুহুর্তে মিথ্যা হিংসা গীবত পরনিন্দা পরচর্চা খুন ধর্ষণ বোমাবাজি ইত্যাদি করে থাকে।
এদের বৈশাখে সমস্যা, ঈদে সমস্যা, মহররমে সমস্যা, অসাম্প্রদায়িকতায় সমস্যা, ধর্ম নিরপেক্ষতায় সমস্যা, ওয়াবি ছাড়া অন্য সব মুসলিম নিয়ে সমস্যা, গানে সমস্যা, ছবি তুলা ও আঁকায় সমস্যা, খেলাধুলায় সমস্যা, বই মেলায় সমস্যা, নাটক সিনেমায় সমস্যা, ভাষায় সমস্যা। মোটাদাগে যা কিছু সুন্দর ও কিউট সবকিছুতেই সমস্য আর সমস্যা। প্রতিবছর মহররম, মিলাদুন্নবী, ১ লা বৈশাখ, ঈদ, কোরবানী, পূজা আসলেই এরা ভাদ্র মাসের কুকুর হয়ে যায়।
আসুন এদের এড়িয়ে চলে একটি অসাম্প্রদায়িক, অহিংসুক, স্বনির্ভর, সুশিক্ষিত স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশ গড়তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে দাঁড়াই।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।
১২ ই জুলাই, ২০২৪ দুপুর ২:৫৯
মোহাম্মদ গোফরান বলেছেন: এখানে সৌদি আরব কোত্থেকে এলো ওয়াবি মানের আল্লাহর দুষমন। যারাই কোরান হাদীসের নির্দেশ অমান্য করে নিজস্ব মতবাদ ইসলামের নামে, কোরান হাদীসের বাণী বলে চালিয়ে দিয়ে পবিত্র ধর্ম ইসলামকে হাস্যকর করে তারাই ওয়াবি। সেটা জামায়াত হেফাজত হোক কিংবা পীর টির মাজার টাজার পন্থী হোক।
হলুদ রঙ এর ভাত রান্না করে গরীবদের দেয়া, বাসায় মিলাদ দেয়া, রোজা রাখা, স্পেশাল কিছু ইবাদত করা, এগুলো আমার কাছে সুন্দর। যা কিছু সুন্দর ও কিউট আমি সেসব কিছুর পক্ষে। ওহাবি সুন্নী বুঝিনা।
২| ১২ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৫৩
নতুন বলেছেন: ওহাবী (Wahhabi) হল একটি ইসলামী মতবাদ যা ১৮শ শতকের আরব উপদ্বীপে মুহাম্মাদ ইবনে আব্দুল ওয়াহাব দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ওহাবী মতবাদ ইসলামের মূল এবং প্রাথমিক উৎস, কুরআন এবং হাদিস, অনুসরণ করার প্রতি গুরুত্ব দেয় এবং যেসব প্রথা বা বিশ্বাস ইসলামের মূল শিক্ষার সাথে সঙ্গতিপূর্ণ নয় তাদের প্রত্যাখ্যান করে।
### ওহাবী মতবাদের মূল বৈশিষ্ট্য
১. **তাওহীদ**: আল্লাহর একত্বের প্রতি কঠোরভাবে বিশ্বাস করা এবং শিরকের (অন্য কারো সাথে আল্লাহকে শরীক করা) বিরুদ্ধে অবস্থান নেওয়া।
২. **বিদআতের বিরোধিতা**: ধর্মীয় জীবনে নতুন কিছু যোগ করার (বিদআত) প্রবণতার বিরোধিতা করা।
৩. **ইসলামী আইন (শরীয়াহ) প্রয়োগ**: কুরআন এবং হাদিসের ভিত্তিতে ইসলামী আইন কঠোরভাবে প্রয়োগ করা।
৪. **অন্যান্য মতবাদ এবং প্রথার বিরোধিতা**: এমন সব প্রথা ও বিশ্বাসের বিরুদ্ধে অবস্থান যা ইসলামের মূল শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
### ওহাবী আন্দোলনের প্রভাব
ওহাবী মতবাদ প্রধানত সৌদি আরবে বিস্তার লাভ করেছে এবং সৌদি আরবের সরকারী মতবাদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এটি ইসলামি বিশ্বে বিভিন্ন দেশে প্রভাব বিস্তার করেছে এবং বিভিন্ন ইসলামি আন্দোলনের মধ্যে ওহাবী শিক্ষার প্রভাব লক্ষ করা যায়।
### ওহাবী এবং সমালোচনা
ওহাবী মতবাদ প্রায়ই সমালোচিত হয়েছে তার কঠোরতা এবং অন্যান্য ইসলামী মতবাদ ও প্রথার প্রতি অসহিষ্ণুতার কারণে। এটি বিশেষ করে সুফি এবং শিয়া মুসলমানদের দ্বারা সমালোচিত হয়েছে।
ওহাবী মতবাদের ইতিহাস ও প্রভাব সম্পর্কে বিস্তারিত জানতে, [Wikipedia](https://en.wikipedia.org/wiki/Wahhabism) পৃষ্ঠাটি পরিদর্শন করতে পারেন।
১২ ই জুলাই, ২০২৪ রাত ৮:৫৩
মোহাম্মদ গোফরান বলেছেন: স্মার্ট লোকজন যদি না বুঝে জামাত হেফাজত তো আরও বুঝবেনা ।
প্রতিটি ইসলামি দলই নোতি নৈতিকতা ও আদর্শের উপর ভিত্তি করে প্রতিষ্টিত। কিন্তু বাস্তবে কি তারা নৈতিক? জঙ্গিবাদ, মেয়ে নিয়ে হোটেলে রাত্রি যাপন, শিশু বলৎকার, মিথ্যচার, জাল হাদীস রচনা, নিজেরা নিজেরা মারামারি কাটাকাটি, বিরোধী মতকে হত্যার হুমকি, ব্লগারদের খুন করার জন্য তালিকা তৈরী। এমন কোন অপরাধ ও ইসলাম বিরোধী কর্মকানফ নেই এরা করেনা।
৩| ১২ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:০২
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: বিদাত কিউটই হয়! কিন্তু এর পরিণতি ভয়াবহ। বিদাত কি সেটাই অনেকের কাছে ক্লিয়ার না। অল্প কথায়, ইবাদত হিসাবে বা সওয়াব পাওয়ার আশায় এমন কিছু করা যা কুরআন বা সহীহ হাদীস দ্বারা স্বীকৃত নয় এটাই বিদাত। অনেকে আবার বিদাত এর সাথে মুবাহ কে গুলিয়ে ফেলেন, যেমন মাইকে আজান দেয়া, প্লেনে চড়া এগুলোকেও বিদাত বলে ওহেতুক তর্কে লিপ্ত হতে চায়। কিন্তু এগুলো বিদাত নয় বরং দৈনন্দিন প্রয়োজনে করা হয়। কেউ ইবাদত হিসাবে বা সওয়াব পাওয়ার আশায় প্লেনে চড়ে না বরং এটা বাহন হিসেবে ব্যবহার করে। সাধারণ প্রয়োজনে উন্নত প্রযুক্তি ব্যবহার বিদাত নয়। একে মুবাহ বা বৈধ কাজ বলা হয়। তবে ইসলামের মূলনীতির সাথে সাংঘর্ষিক না হলে মুবাহ কাজগুলায় কোন বাধা নেই। আমার কথা আপনার পছন্দ নাও হতে পারে কারণ আপনার ইসলামী নলেজ পরিপক্ক হলে আপনি এ ধরণের লেখা দিতেন না!!
১২ ই জুলাই, ২০২৪ রাত ৯:০০
মোহাম্মদ গোফরান বলেছেন: বিদাত বলে কিছু নেই। যে যেভাবে আল্লাহকে ভালোবাসতে চায় সেভাবে ভালোবাসুক। শিরক না করে যদি কেউ বিশ্বাস করে -" আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, মোহাম্মদ স: আল্লাহর প্রেরিত রাসুল " তবে সে মুসলিম। তাই কোন মুসলিম কে কাফের বলে হত্যার ফতুয়া দেয়া ইসলাম বিরোধী কাজ।
৪| ১২ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:১৩
চারাগাছ বলেছেন:
কোরবানী, ঈদের সাথে ওহাবীদের বিরোধিতা কিসের?
১০ মহরম মানে আপনি শুধু কারবালার ঘটনাই জানেন।
নবী মোহাম্মদ সাঃ অনেক আগের থেকেই ১০ই মহরম সহ দুই দিন রোজা রাখতেন। কেন রাখতেন?
পোস্টে ১০ই মহরম হিসেবে খিচুরী রান্নার কথা বললেন শুধু। রোজা রাখার কথা বলেছেন কি?
খিচুড়ি রান্না করে বিতরণ করা আপনার কাছে ইবাদত মনে করছেন? আপনি রান্না করে বিতরণ করতেনই পারেন সেটা আলাদা কথা, বিপরীতে আল্লাহর কাছে চাইতেও পারেন তাই বলে এটাকে আপনি ইবাদত বলে চালাতে পারেন না।।
আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, নবি (স.) বলেন, ‘যে শোকে গালে চপেটাঘাত করে, জামার অংশবিশেষ ছিঁড়ে ফেলে এবং জাহিলি যুগের মতো চিত্কার করে সে আমাদের দলভুক্ত নয়।’ (বুখারি, হাদিস :১২৩৫; মুসলিম, হাদিস :২৯৬)
জানি আপনাকে হাদীসের রেফারেন্স দিয়ে লাভ নেই।
ব্লগার নতুনের মন্তব্যটা বারবার পড়বেন আশাকরি ।
১২ ই জুলাই, ২০২৪ রাত ৯:০৫
মোহাম্মদ গোফরান বলেছেন: কিউট লোকজন এসব ওয়াবি টুয়াবির পক্ষে নেয়া হতাশাব্যাঞ্জক।
৫| ১২ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:২৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- শিরনামে টাইপো হয়েছে - মহরর।
১২ ই জুলাই, ২০২৪ রাত ৯:০৬
মোহাম্মদ গোফরান বলেছেন: অনেক ধন্যবাদ। ঠিক করে দিয়েছি।
৬| ১২ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫
কামাল১৮ বলেছেন: প্রকৃত ইসলামের চেয়ে মডারেট ইসলাম অনেক ভালো।ওহাবিরা এসে মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করছে।
১২ ই জুলাই, ২০২৪ রাত ৯:০৮
মোহাম্মদ গোফরান বলেছেন: ওহাবি সুন্নি পীর জামাত এই সেই সব আসলে ইসলামের দুষমন। ওরা ইসলাম কে হাস্যকর করছে।
৭| ১২ ই জুলাই, ২০২৪ রাত ৮:৫৮
ঢাকার লোক বলেছেন: ওয়াহাবি মানে আল্লাহর দুশমন ? কোথায় পেলেন ? ইসলাম সম্বন্ধে কিছু লিখতে হলে কিছু পড়া শুনা করা দরকার !
১২ ই জুলাই, ২০২৪ রাত ৯:১০
মোহাম্মদ গোফরান বলেছেন: ওয়াবি মানে আল্লাহর দুষমন। যদিও ওহহাব আল্লাহর গুণবাচক নাম। এই ওহাবি সেই ওহাবি নয়। প্রকৃত মুসলিমরা ইসলাম পরিপূর্ণ ভাবে না মেনে উহাকে কলংকিত করাই ওদের নাম ওয়াবি দিসে।
৮| ১২ ই জুলাই, ২০২৪ রাত ৯:৩৫
এক্সম্যান বলেছেন: আপনার ইসলাম সম্পর্কে জ্ঞান যথেষ্ট কম আছে। ইসলামে কেউ মারা গেলে উচ্চ স্বরে বিলাপ করে কান্না করাও নিশেধ আছে, এই ব্যাসিক ধারনাটাই আপনার নেই, যার কারনে নিজেকে রক্তাত্ত করাটা আপনার কাছে মহান মনে হচ্ছে।
কোনো আলেমকে বিশ্বাস না হলে নিজেই পড়ুন, ইসলামে পড়তে বলা হয়েছে তারপর রেফারেন্স সহ যুক্তি দেখান যে আপনি যা বলছেন সেটাই সঠিক। আজাইরা হেফাজত, জামাত, ওয়াহাবি, সালাফি ইত্যাদি বা কোনো ইন্ডিভিজুয়াল কে কি করল সেটা দেখে সিদ্ধান্ত নেয়া চরম মাত্রার নির্বুদ্ধিতার কাজ।
ইসলামের ফলোয়ারদের জন্য দুনিয়া পরিক্ষার যায়গা, আগে ইসলামকে জানেন, তারপর না হয় বলবেন কোন কোন কিউট জিনিষ করতে কেন ইসলাম নিশেধ করেছে।
এইযে আমি বড় বড় কথা বলতেছি, আমিও অনেক ব্যাসিক নিয়ম ফলো করি না বা করতে পারি না। আমি করি না মানেই যে ইসলামে নেই বা অনেক কিউট কাজ করতে আমার ভালো লাগে বলেই ইসলাম এটা সমর্থন করে এটা মনে করা ১০০% মুর্খতা।
১৩ ই জুলাই, ২০২৪ রাত ৮:২৯
মোহাম্মদ গোফরান বলেছেন: আমি ঠিক আছি, বর্তমানের ৯৯% ইসলামি দল নিজেরাই ইসলাম মানেনা।
৯| ১২ ই জুলাই, ২০২৪ রাত ৯:৪৬
রানার ব্লগ বলেছেন: আমার মনে হয় আর একটু পড়াশুনা করেন ইসলামী বিভিন্ন মতবাদ নিয়ে।
১৩ ই জুলাই, ২০২৪ রাত ৮:৩০
মোহাম্মদ গোফরান বলেছেন: পড়াশোনা করতে তো সমস্যা নেই।
১০| ১২ ই জুলাই, ২০২৪ রাত ১১:০৪
এ পথের পথিক বলেছেন: আমি কোন দলের পক্ষে না । আমি বলব আপনি ইসলাম নিয়ে পড়াশোনা করেন ভাই । একদম আকিদা থেকে শুরু করেন । আল্লাহ্ কি ? আল্লাহ্ আমাদের কেন সৃষ্টি করেছেন, কিভাবে তাঁর ইবাদত করতে হয় । তাওহীদ কি ? আব্দুল ওয়াহহাব নজদির বই আছে "কিতাবুত তাওহীদ" বইটা পড়বেন, তাহলে ওহাবি নাম নিয়ে মিথ্যাচার করতে পারতেন না । তাওহীদুল উলুহিয়াত, রুবুবিয়াত, আসঅয়াসসিফাত কি এসম্পর্কে ভালভাবে বিস্তারিত পড়াশোনা করেন ।
আব্দুল্লাহ জাহাঙ্গীর এর "ইসলামি আকিদা" বই পড়তে পারেন ।
রাসুল সাঃ এর জীবনী পড়েন । সিরাত ইবনে হিশাম, আর রাহিকুল মাখতুম, সিরাতুর রাসুল সাঃ পড়বেন ইনশাআল্লাহ ।
প্রকৃত ইসলাম কি সেটা জানার চেষ্টা করেন । আজ ক্ষমতা আছে বলে ভাববেন না যে কিয়ামতের দিন আমার বা আপনার কর্মের হিশাব দিতে হবে না ।
গান শোনা, র্যালি করা প্রভৃতি যা যা লিখছেন সে বিশয়ে একবার ভাববেন ভাই । নিজের আত্নসমালোচনা করুন । ইসলাম সম্পর্কে কিছু বলার আগে জানুন মিথ্যাচার করবেন না । মৃত্যু সবার জন্য নিশ্চিত ।
সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য । দরুদ ও সালাম বর্শিত হোক রাসুল সাঃ এর ওপর ।
১৩ ই জুলাই, ২০২৪ রাত ৮:৩১
মোহাম্মদ গোফরান বলেছেন: আমি ভেবেই লিখছি। কে কিভাবে আল্লাহকে ডাকবে যার যার পছন্দ। আল্লাহ কার উপর রাজি কার উপর বেজার আমরা জানিনা।
১১| ১২ ই জুলাই, ২০২৪ রাত ১১:৪৪
চারাগাছ বলেছেন:
আমি ধর্ম সেইভাবে পালন করি না বিধায় ধর্মীয় কোন পোষ্ট দেই না। আপনার উদ্দেশ্যে শ্রেফ ক্যাচাল বাঁধানো।
ইসলাম ধর্মের আকিদা বিশ্বাস রীতি কোরান হাদিস নিয়ে আপনার জ্ঞান কম অথবা জানলেও মানেন না ।
১৩ ই জুলাই, ২০২৪ রাত ৮:৩৩
মোহাম্মদ গোফরান বলেছেন: যে যার যার মতামত ব্যাক্ত করছে। ক্যাচালের কি আছে?
১২| ১৩ ই জুলাই, ২০২৪ রাত ১২:১৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
Green Crescent Health Services
60 Park Road
Baridhara Diplomatic Zone
Dhaka-1212
১৩ ই জুলাই, ২০২৪ রাত ৮:৩৩
মোহাম্মদ গোফরান বলেছেন: জয় বাংলা।
১৩| ১৩ ই জুলাই, ২০২৪ রাত ১২:২৯
চারাগাছ বলেছেন:
যারা ইসলাম মানতে বলে সবাই আপনার কাছে ইসলামের দুশমন। দুই একজন ইসলামের দোসরের নাম বলেন। তাদের বিষয়ে জেনে দেখি।
ভাই আপনি পারলে হোলি খেলাও ইসলামে জায়েজ করে নিতে চান। ঢাবিতে হোলি খেলা নিয়ে একটা পোষ্ট ছিল আপনার।
১৩ ই জুলাই, ২০২৪ রাত ৮:৩৪
মোহাম্মদ গোফরান বলেছেন: ইসলাম নিয়ে তো আমি কিছু বলিনি। কথিত ইসলামি দলগুলোর ভন্ডামি নিয়ে লিখছি।
১৪| ১৩ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৩১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ধর্ম সব সময়ই খারাপ।
আপনার প্রিয় নবীজীর ধর্ম সব চেয়ে বেশী খারাপ।
১৩ ই জুলাই, ২০২৪ রাত ৮:৩৫
মোহাম্মদ গোফরান বলেছেন: আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
১৫| ১৪ ই জুলাই, ২০২৪ রাত ১০:৩৮
এক্সম্যান বলেছেন: লেখক বলেছেন: আমি ঠিক আছি, বর্তমানের ৯৯% ইসলামি দল নিজেরাই ইসলাম মানেনা।
যারা ভুল পথে থাকে তারাই আত্বতুষ্টিতে ভোগে। আপনি যাদের ভুল বলছেন তারাও নিজেদের ঠিকই মনে করে, তাদের পক্ষে অন্তত তারা বিভিন্ন রেফারেন্স দেয়, আপনারতো তাও নাই।
১৭ ই জুলাই, ২০২৪ রাত ৯:৫১
মোহাম্মদ গোফরান বলেছেন: এক্সম্যান আমার একটা স্প্রিচুয়াল পাওয়ার আছে। আমি মানুষের মন রিড করতে পারি। আমার মন বলছে আপনি একজন ভালো মুসলিম ও আপনার একটা সুন্দর মন আছে। প্লিজ আলোর পথে আসুন।
আমি গরীব মানুষ। তাও দাওয়াত দিলাম। চট্টগ্রাম আসলে গরীবের সাথে এক কাপ কফি খাবেন। আমার সম্পর্কে আপনার ধারণা পালটে যাবে।
১৬| ১৬ ই জুলাই, ২০২৪ রাত ৮:৫০
এ পথের পথিক বলেছেন: আপনার কথার মধ্যে মারাত্মক আকিদাগত ত্রুটি আছে । নিজেকে সংশোধন করুন ।
১৭ ই জুলাই, ২০২৪ রাত ৯:৫১
মোহাম্মদ গোফরান বলেছেন: আল্লাহ কাফেরদের কেউ কাফের না বলতে বলেছেন। প্লিজ আল্লাহর নির্দেশ অমান্য করবেন না।
১৭| ১৮ ই জুলাই, ২০২৪ ভোর ৬:৫৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পৃথিবীতে ধর্মের চেয়ে খারাপ আর কিছুই নাই।
আর সকল ধর্মের মধ্যে সবচেয়ে খারাপ ধর্ম হচ্ছে মরুভূমির ডাকাতের প্রবর্তিত ধর্ম।
১৮ ই জুলাই, ২০২৪ সকাল ১০:৩৮
মোহাম্মদ গোফরান বলেছেন: আসুন ৫ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করি।
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০২৪ দুপুর ২:৩৪
নতুন বলেছেন: সৌদি আরবের সরকার ওহাবী মতবাদ অনুসরন করে। ওহাবীরা পীর মাজার, ওরস, মানত, মাজারপুজা, পছন্দ করেনা।
এই রকমের এদের কেউ দেখতে পারবেনা সেটা খুবই সাভাবিক।
আপনি যদি হায় হোসেন হায় হোসেন কইরা রক্ত বাইর কইরা খিচুড়ি খায়াইয়া মজা পান তবে আপনি ইসলাম সম্পর্কে অনেক কম জানেন বলে বোঝা যায়।
এক খাপে দুই তলোয়ার রাখা যায় না।
আপনি যে কোন একটা কালচার অনুসরন করবেন, খিচুড়ি কালচার অনুসরন ইসলামী রীতিতে নাই।