নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠
কোটা আন্দোলনের সময় কিছু পোস্ট আমার মন ছুয়ে গিয়েছিল। তার মধ্য থেকে কয়েকটি নীচে শেয়ার করছি। উপরের ছবিটি আপলোড দিয়ে একজন পোস্ট দিয়েছিলেন -
""মিছিলেও প্রেম হোক
ভেঙে যাক মোহ
তুমি সাজো ব্যারিকেড
আমি বিদ্রোহ"।
এই আন্দোলন ২৫০+ মানুষের তাজা রক্তের বিনিময়ে সফল হয়েছে। সরকার মেধার ভিত্তিতে ৯৩% নিয়োগ দিতে বাধ্য হয়েছে। আমাদের বাঙালীদের একটা কমন গুণ হলো - যখনই ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে লড়াই হয় - তখন অপরাধীরা একদিকে আর পুরা বাংলাদেশ একদিকে চলে যায়। পাকিস্তান আর বাংলাদেশের খেলার সময় জারজ জামায়াত শিবির একদিকে আমরা আওয়ামী বিম্পি বাম ডান ইসলামীস্ট মিলে একদিকে। জাতী যত উন্নত ও শিক্ষিত হচ্ছে ততই তরুণ প্রজন্ম রাজাকার ও স্বৈরাচার দের বিরুদ্ধে গর্জন তুলছে। বিএনপি জামায়াতের সময় এদেশীয় পাকি জারজরা মেরি মি আফ্রিদি লেখা প্লেকার্ড নিয়ে গ্যালারিতে ফাকিস্তান ফাকিস্তান বলে চিল্লাত এখন তরুণরা রীতিমতো লজ্জা পায়। কেউ জামায়াত শিবির পরিচ্য় দিতে লজ্জিত ও অপমানিত অনুভব করে। রাজাকারদের ব্যাপারে আমাদের তরুণদের মনে এমন ঘৃণা ঢুকিয়ে দিতে সবচেয়ে বেশী অবদান আমাদের ব্লগারদের। এত কথা বলার কারণ হলো জামায়াত শিবির ঢুকে না গেলে আমাদের ছাত্রদের আন্দোলন নিয়ে সরকারি দল আজগুবি বানোয়াট কথাবার্তা বলতে পারতনা।
আসলে বর্তমানের কথিত ছাত্রলীগ ও শিবির মুদ্রার দুইটি পিঠ মাত্র। একদল স্বৈরাচার কায়েম করতে মানুষ মারে, আরেকদল দেশকে পাকিস্তান বানাতে মানুষ মারে। পার্থক্য শুধু দুদলের উদ্যেশ্য ভিন্ন। জামায়াত শিবির নোংরারা আমাদের অভিনেত্রী ও মডেল দের গালি দেয়। তাদের
অপরাধ তারা শিল্পী। অথচ স্বয়ং আল্লাহ সুবা হানা তা আ লা বলছেন - "ফেতনা হত্যার চেয়েও জঘন্য অপরাধ "। দুনিয়ায় এমন কোন ফেতনা নেই এরা করেনা। সামুর হোম পেজে দেখে থাকবেন যে মৌ-লদের সকল পোস্ট ও মন্তব্য হিংসা নিন্দা গীবত ফেতনা ফ্যাসাদ ও অকথ্য ভাষায় গালিগালাজ এ ভরপুর। একজন প্রবীণ ব্লগারকে উস্কাতে ও উত্তেজিত করতে দুনিয়ার এমন কোন জঘন্য ফেতনা নেই এরা করেনা।এদের সাথে ব্লগে সুশীল ও বিরাট ব্লগার এর ভেক ধরে এমন কয়েকজনও আছে।
এদের ভন্ডামির আরেকটা প্রমাণ দেখুন। নীচের ছবিতে যাকে দেখতে পাচ্ছেন ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী "সাফা কবির"। এই বারের কোটা সংষ্কার আন্দোলনে যেকজন সাহসী শিল্পী ছাত্রদের পক্ষে নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে এসেছেন তিনি তাদের মধ্যে একজন। নীচের ছবিটি আপলোড দিয়ে একজন পোস্ট দিয়েছেন -
"Safa Kabir তিনি হয়তো এই প্রজন্মের সেরা অভিনেত্রী নন,
কিন্তু তিনি একজন সংবেদনশীল মানুষ। যিনি ছাত্রদের জন্য ঘর ছেড়ে রাস্তায় নেমে এসেছিলেন
জয়া বচ্চন বলেছিলেন,
"আমি অভিষেক কে বলি,
একজন সফল অভিনেতা হবার আগে একজন ভাল মানুষ হওয়া জরুরী। "
সাফা কবিরের মা তাকে সেই শিক্ষা দিয়েছেন। "
আপনাদের মনে আছে কিছু বছর আগে এই সাফা কবির একটি রেডিওতে আল্লাহর অস্থিত্ব নিয়ে কিছু একটা বলার অপরাধে তাকে হত্যার ডিক্লেয়ার দিয়েছিল রাজাকার জামায়াত শিবির পন্থীরা। অথচ আজ শুধু সরকারের বিরুদ্ধে যাওতায় জামাতাতি পেজ গুলো সাফা কবিরকে অভিনন্দন জানাচ্ছে। সুতরাং এর থেকে নিশ্চিত বলা যায় জামায়াত একটি জঙ্গি ও ধান্দাবাজ দল। ইসলামের সাথে এদের কোন সম্পর্ক নেই। এদেরকে ইসলামি দল ভেবে ভুল করবেন না।
কিছুক্ষণ আগে দেখলাম সব দাবী প্রত্যাহার করে নিয়েছে সমন্বয়করা। জামায়াত স্বপ্ন দেখছিল এই গণহত্যাকে কেন্দ্র করে একটা বড়সড় গৃহ্যুদ্ধ লাগয়ে দেশে জঙ্গিবাদ ও মৌলবাদ কায়েম করবে। কিন্তু আফসোস তাদের সব স্বপ্ন মাটি হয়ে গেল।
২৯ শে জুলাই, ২০২৪ সকাল ৯:১০
মোহাম্মদ গোফরান বলেছেন: জামায়াতের মেইন উদ্দেশ্য অর্থাৎ দেশকে জঙ্গিস্থান বানানো, দেশে মৌলবাদ কায়েম সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি, আত্নঘাতী হামলা, মসজিদে বোমা মেরে মুসল্লি হত্যা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় গুলোকে মাদ্রাসা বানানো।
হাসিনা এদের দমনে পরিপূর্ণ ভাবে ব্যার্থ হয়েছে।
২| ২৯ শে জুলাই, ২০২৪ রাত ১২:০৩
জ্যাক স্মিথ বলেছেন: আমি আগেই বলেছি ওরা সফল হবে না তবে সরকারের এতটা হার্ড লাইনে যাওয়া উচিত হয়নি, হতাহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।
যারা ছাত্রদের উস্কানী দিয়ে বিপদগামী করেছে প্রতিটি হত্যাকান্ডের দায়ভার তাদের নিতে হবে।
২৯ শে জুলাই, ২০২৪ সকাল ৯:১২
মোহাম্মদ গোফরান বলেছেন: প্রতিটি নরকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। প্রতিটি বুক খালি হওয়া মায়ের অশ্রুফোটা অভশাপে রূপ নিবে। এবং হাসিনার পতন হবে এই অভিশাপ এর কারণে।
৩| ২৯ শে জুলাই, ২০২৪ রাত ১২:২৯
কাছের-মানুষ বলেছেন: এই আন্দোলন সফল বলতে বুঝি যদি বুঝেন সরকার পতন তাহলে ভুল ভাবছেন, সরকার পতন হবে এটা কেউ বিশ্বাস করেনি। তবে মানুষের মনে যেই ক্ষোভের সঞ্চার হয়েছে, আরো উন্নয়নের ফুলঝুরি শুনিয়েও সেটা প্রশমিত হবে না! সীমাহীন দূর্নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, ঘুষ, টেন্ডারবাজি, অপশাসন, জবাবদিহীহীন সমাজ, গণতন্ত্রের পূর্ণ পতন—এই সমস্ত কিছুই বিস্ফোরিত হয়েছে, আর কিছু নয়!
আইয়ুব খানও বলেছিলেন তার বিকল্প কেউ নেই, কিন্তু যুগই বিকল্প ঠিক করে দেয়। গণতন্ত্রহীন ব্যবস্থাপনা দেশকে কোথায় নিয়ে যেতে পারে, বাংলাদেশ তা বুঝতে পারছে! ৬৬ এবং ৬৯-এর আন্দোলনেও জনমনে ক্ষোভ সঞ্চারের পর আন্দোলন থামলেও তৎকালীন সরকারী দলের গুটিকয়েক সমর্থকরা খুশি হয়েছিল, কিন্তু সেই খুশি বেজারে পরিণত হতে বেশি সময় লাগেনি! আপনি মন থেকে বলুন মানুষের মনে যেই ক্ষোভ সেটা দেখছেন কাছ থেকে?
দেখি, সামনে এরকম দমবন্ধ এবং ক্ষোভ নিয়ে অগণতান্ত্রিক উপায়ে দেশ কোথায় যায় আপাতত!
২৯ শে জুলাই, ২০২৪ সকাল ৯:১৫
মোহাম্মদ গোফরান বলেছেন: এই আন্দোলন ১০০% সফল। স্বৈরাচারীদের পতনের মিছিল শুরু হয়ে গেসে এই আন্দোলন থেকে। এই আন্দোলন মানুষের মনে আগুনের স্ফুলিঙ্গের সৃষ্টি করেছে। এই স্ফুলিঙ্গের বিষ্পোরণ সময়ের ব্যাপার মাত্র।
৪| ২৯ শে জুলাই, ২০২৪ রাত ১:০৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: মানুষগুলো যেনো বদলে যায়,মানুষ হয়ে অমানুষের তকমা নিতে পারিনা। অমানুষগুলো শুকুনের চেয়েও খারাপ।
২৯ শে জুলাই, ২০২৪ সকাল ৯:১৬
মোহাম্মদ গোফরান বলেছেন: অমানুষ গুলো মরে যাক শুধু মানুষ গুলো বেঁচে থাক।
৫| ২৯ শে জুলাই, ২০২৪ রাত ১:৩৬
সোনাগাজী বলেছেন:
@কাছের মানুষ,
আইয়ুবের বিকল্প পাকিস্তানে আজ অবধি নেই; পাকীরা মিলিটারীতে বিশ্বাস করে, আইয়ুব পশ্চিম পাকিস্তানে বেসিক থেকে মাঝারি ম্যানুফেকচারিং এর কলকারখানা করেছিলো; সে বাংগালীদের পছন্দ করতো না ও চোর বলতো।
২৯ শে জুলাই, ২০২৪ সকাল ৯:১৭
মোহাম্মদ গোফরান বলেছেন: ফাকিস্তান একটি সীমালঙ্ঘন কারী জাতী।
৬| ২৯ শে জুলাই, ২০২৪ রাত ২:০১
আরেফিন৩৩৬ বলেছেন: আপনার অবৈধ সরকারের প্রতি একটা প্রচ্ছন্ন দরদ খোঁজে পাওয়া যাচ্ছে। ইনিয়েবিনিয়ে সমর্থন আর কি। করুন সমস্যা নাই এটা আপনার অধিকার। আমি যদিও প্রখর জামাত বিরোধী কিন্তু এখন আমার স্বৈরাচার বিদায় করা তার চেয়েও বেশি জরুরী। আর স্বৈরাচারের প্রচ্ছন্ন চরিত্র গুলো বাংলাদেশে বর্তমানে জামাত-শিবিরকে ভালো একটি সুবিধা দেবে হয়তো, ঐটা আমরা পরে রোধ করতে পারবো এখন আপাতত স্বৈরাচার যাক৷ এদের কবর রচনা জরুরি। এদের ভাষা, কথা, ব্যাক্তিত্ব সব ঘৃণ্য পর্যায়ে চলে গেছে।
মানবিকতা বলতে নাই। চরম কপট লেভেলে পৌঁছে গেছে এরা। সত্য স্বীকারের সৎ সাহস এদের নাই এখন।
২৯ শে জুলাই, ২০২৪ সকাল ৯:২০
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি আমায় ভুল বুঝছেন। আমি মৃত্যু না হওয়া পর্যন্ত হকের পক্ষে থাকি। হকের পক্ষে আমি একা লড়াই করি ও হাসতে হাসতে জীবন দিতে পারি। লীগ বিএনপি বুঝিনা। আমার কাছে আমার দেশ ও দেশের মানুষের ভালো ও সুখে থাকার চেয়ে ইমপরট্যান্ট কিছু নেই। স্বৈরাচার কিংবা রাজাকার দুইটাই আমার কাছে ঘৃণ্য।
৭| ২৯ শে জুলাই, ২০২৪ ভোর ৫:৪১
আলচুদুরওয়ালবুদুর বলেছেন: জয়া অভিষেককে ঐ কথা বলার পর রাস্তায় হেগেছিলেন? নাকি বলার আগেই রাস্তায় হেগে নিয়েছিলেন?
আমাদের এই ২৪ এর গণঅভ্যুত্থানের সাথে রাস্তাহাগানীদের কি সম্পর্ক ঠিক বুঝলাম না। How are street-shitters even relevant?
২৯ শে জুলাই, ২০২৪ সকাল ৯:২১
মোহাম্মদ গোফরান বলেছেন: ব্লগে ম্যাওপ্যাও মন্তব্য করে চুদুর বুদুর করা কি ঠিক?
৮| ২৯ শে জুলাই, ২০২৪ সকাল ৯:৫০
শাওন আহমাদ বলেছেন: নিউজফীডে তাকাতে পারি না; দম বন্ধ হয়ে আসে। অজান্তেই চোখের পাতা বেয়ে গড়িয়ে পড়ে অসহায় অশ্রু। তারা কিভাবে খাবার খাচ্ছে, ঘুমিয়ে যাচ্ছে, যারা নিজ হাতে এত এত প্রাণ কেড়ে নিয়েছে?
প্রতি ফোটা রক্ত, প্রতিটি প্রাণ অভিশাপ হয়ে ফিরে আসুক। ধ্বংস করে দিক অপরাধীদের।
২৯ শে জুলাই, ২০২৪ সকাল ১১:১৪
মোহাম্মদ গোফরান বলেছেন: আল্লাহ আওয়ামী ও জামাতি জালেমদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করুন।
৯| ২৯ শে জুলাই, ২০২৪ সকাল ১০:০৩
শ্রাবণধারা বলেছেন: জামাতিদের কপালে হাত কি না জানা নেই, তবে এরা না থাকলে ছাত্রদের আন্দোলনটি আরো পরিচ্ছন্ন, আরো বেগবান, আরো জনমানুষের জন্য কল্যানময় হতো।
এক মণ দুধে এক ফোঁটা চোনা বা গোমুত্র পুরো দুধটাকে নষ্ট করে দেয়। আবার সমূদ্রের পানিকে অনেক নোংরা ময়লাও নষ্ট করতে পারেনা। এবাবের ছাত্র আন্দোলন আর গণহত্যা সমূদ্রের বিরাট জলরাশির প্রবল ঢেউয়ের মত। তাই আমার বিশ্বাস এর মধ্য জামাতিদের চোনা কিছু পরিমানে মিশলেও সেটা সেই প্রবল ঢেউকে আটকাতে পারবে না এবং সেই জলরাশিকে নোংরা করতে পারবে না।
২৯ শে জুলাই, ২০২৪ সকাল ১১:১৮
মোহাম্মদ গোফরান বলেছেন: আসলে যেখানেই জামায়াত ঢুকে সেখানে নৈরাজ্য সৃষ্টি হয়। হাসিনার কাছে গোয়েন্দারা রিপোর্ট করছে এরা ছাত্র নয় জামায়াত আন্দোলনকে কাজে লাগিয়ে সরকার নামানোর চেষ্টা করছে। ব্যাস গুলি চালানো হলো। মারা গেল আমার দেশের মানুষ। জামাতও লাভবান হল আওমিলীগ দেশের ও ক্ষতি করে দিল।
১০| ২৯ শে জুলাই, ২০২৪ সকাল ১১:৩২
বাউন্ডেলে বলেছেন: একটি ভুল ও আক্রোশ মুলক ইস্যুতে এতোগুলো মানুষ কেন ? একজন মানুষের মৃত্যুও কাম্য নয়। কিন্তু জামাত-বিএনপির মাষ্টার মাইন্ডরা তা করতে পেরেছে। দেশের সবচেয়ে সফল সরকারের গায়ে একটি কলন্ক লাগাতে পেরেছে।
ছাত্রদের চমৎকার ভাবে ব্রেন-ওয়াশ করে মাঠে নামাতে পেরেছে। কার সাথে কত টাকায় রফা হয়েছে জামাত-বিএনপির সাথে - একদিন বের হবে । তারা ভাড়াটে খুনি, ধর্মান্ধ কিছু ট্রান্স রাজাকার ও বালক-বালিকাদের ঢাল হিসেবে ব্যবহার করে গৃহযুদ্ধ বাধানোর চেষ্টা করেছে - আর দেশের সচেতন মানুষ তামশা দেখতে থাকবে ? েএমনটা ভাবার কোন কারন নাই।
আদালতের রায়ের অপেক্ষা না করে “কমপ্লিট শাটডাউন” ডাকা হয়েছিলো কার স্বার্থে ?
২৯ শে জুলাই, ২০২৪ সকাল ১১:৫৩
মোহাম্মদ গোফরান বলেছেন: বিম্পি জামাত এরা হিজড়া মেরুদন্ডহীন। অন্যের কাঁধে বন্দুক রেখে গুলি চালায়। এদের দিয়ে জাতীর কোন উন্নয়ন সম্ভব নয়। নতুন প্রজন্মকে নেতৃত্বে আসতে হবে। শিবির দ্বারা মিসগাইডেড হয়েছে অনেক আন্দোলন কারী। এটা অস্বীকার করার উপায় নেই।
১১| ২৯ শে জুলাই, ২০২৪ দুপুর ১:১০
আলচুদুরওয়ালবুদুর বলেছেন: ব্লগে ম্যাওপ্যাও মন্তব্য করে চুদুর বুদুর করা কি ঠিক?
রাস্তাহাগানীদের মুভি খুব দেখেন নাকি ভাই? খুব ভালো লাগে?
২৯ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৫৬
মোহাম্মদ গোফরান বলেছেন: ও আপনি ভারত বিদ্বেষী। তা এটা তো ভারত সংক্রান্ত পোস্ট নয়।
©somewhere in net ltd.
১| ২৮ শে জুলাই, ২০২৪ রাত ১১:৪৮
রানার ব্লগ বলেছেন: জামাত কিন্ডার গার্টেন থেকে বৃদ্ধা আশ্রম পর্যন্ত ছড়িয়ে গেছে। এর দায় মুক্তিযোদ্ধাদের ও সরকারের। তারা সময় মতো ব্যবস্থা নেন নাই।