নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

ছাত্র আন্দোলনে আজকের চট্টগ্রাম: মনে রাখবেন স্বাধীনতা যুদ্ধের সুত্রপাত কিন্তু চট্টগ্রাম থেকে হয়েছিল।

০২ রা আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৩

** প্রিয় পাঠক,

আপনারা জেনেছেন ইতোমধ্যে মুবাইল দেটা অফ করে দেয়া হয়েছে, ব্রডব্যান্ড ও ওয়াইফাই এর স্পীড স্লো করে দেয়া হয়েছে। আপনারা বৈদ্যুতিক মিটারে রিচার্জ করুন, ও প্রয়োজনীয় ক্যাশ সাথে রাখুন, দেশ এক ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। যেকোনো মুহুর্তে নেট আবার বন্ধ হয়ে যেতে পারে **
---
আজ ১লা অগাস্ট। শোকের মাস শুরু। এই মাসের ১৫ তারিখে পাক হানাদারের দোসররা নির্মম ভাবে শহীদ করেছিল জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এর আগের মাস জুলাই ২০২৪ ও আমাদের কাছে খুবই শোকের এখন থেকে। আমার দেশের ২৫০+ মানুষকে পাক হানাদার বাহিনীর মতো করে গুলি করে হত্যা করেছে আওয়ামী-পুলিশ লীগ। ১৯৭১ এ পাক হানাদাররা যেভাবে আমাদের মুক্তিযোদ্ধাদের ধরে নিয়ে গিয়েছিল, ঠিক তদ্রূপ বর্তমান আওয়ামী লীগ আমাদের ছাত্রদের যেখান থেকে পারছে সেখান থেকে ধরে নিয়ে যাচ্ছে।

পাঞ্জাবি দাড়ি টুপি ওয়ালা সবাইকে রাজাকার ও জামায়াত প্রমাণ করতে মরিয়া বর্তমানের ১০% সরকারি চাটুকার দের। সবাই জানেন, বাংলাদেশের যেকোনো বিভাগ বা শহর থেকে সম্পূর্ণ ভিন্ন বীর চট্টলা।ব্লগে অন্তত এটা প্রমাণ দেয়ার দরকার নেই যে চট্টগ্রামের মানুষ কেমন। এরা খুবই অতথি পরায়ণ, ৯০% ব্যাবসায়ী ও ধার্মিক। আমাদের বয়ষ্ক বাবা চাচা দাদা মুরব্বিরা লুঙ্গির সাথে পাঞ্জাবি পড়েন, দাড়ি রাখেন, টুপি পড়েন। এটা এই অঞ্চলের মানুষের ধর্মপরায়ণতা। ধর্মের জন্য চট্টগ্রামের মানুষ হাসতে হাসতে জীবন দিতে পারে। ধর্মে বা ধর্মীয় অনুভূতিতে একটু আঘাত আসলে আপনি আওয়ামী লীগ নাকি বিএনপি নাকি জামায়াত দেখবেনা। পিটাইয়া পিঠের ছাল তুলে ফেলবে। তাক পাঞ্জাবি দাড়ি টুপি দেখলেই এদের রাজাকার প্রমান যদি করেন তবে আপনাদের মনে করিয়ে দিতে চাই, মহান স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল চট্টগ্রাম থেকে। বিস্তারিত আর লিখলাম না। এই অঞ্চলের মানুষ দের সাথে আলচুদুর ওয়ালবুদুর করা জাস্ট বোকামি।

উপরে দেয়া ছবিটি আজ চট্টগ্রামের নিউ মার্কেট থেকে উঠানো। ছাত্ররা নিজেরা স্মৃতিসৌধ এঁকেছে। অত্যন্ত নিরিহ ও সরল দাবী তাদের। দাবীসমূহ কি কি?
১) স্বৈরাচারী আচরণ বন্ধ করা লাগবে।
২) যারা ছাত্রদের পাখির মত গুলি করছে তাদের বিচার করতে হবে।
৩) কাওয়া কাদের সহ যেসব মন্ত্রীরা গুলি করার উস্কানি ও নির্দেশ দিয়েছে তাদের পদত্যাগ করতে হবে।
৪) ২৫০+ হত্যার জন্য ক্ষমা চাইতে হবে।

মেরুদণ্ডহীন বিএনপির সরকার পতন আন্দোলন ও দেশদ্রোহী রাজাকারদের সাথে এই আন্দোলনকে গুলিয়ে ফেলার একটা ঘৃণ্য অপচেষ্টা চালাচ্ছে সরকার।এই সুযোগ করে দিয়েছে জামায়াত-নিজে।প্রমাণ স্বরূপ: কোটা আন্দোলনে নিহত আবু সাইয়েদ কে শিবির সাথী হিসেবে বলে ঘোষণা দিয়ে ছাগু পেইজ গুলো।হ্যাঁ এটা অস্বীকার করার উপায় নেই যে, জঙ্গি জামায়াত ও অবৈধ ভাবে গঠিত বিএনপি সহ সকল রাজনৈতিক দল এই আন্দোলনকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা লুটার ঘৃণ্য ষড়যন্ত্র করছে। কিন্তু এই গণহত্যার জন্য ও স্বৈরাচার এর বিরুদ্ধে যারা কথা বলছে তাদের জামায়াত শিবির প্রমাণ করার জন্য মরিয়া সরকার। কিন্তু চিড়া ভিজবেনা।

এই ভিডিওটা দেখুন। ফেবুতে ভিডিওটা শেয়ার দিয়েছে বাংলাদেশ ছাত্রী সংস্থার মিডিয়া পাড়ার সভানেত্রী জনপ্রিয় মডেল আরজে ও অভিনেত্রী মারিয়া নুর।এটি আজ চট্টগ্রামের নিউমার্কেট এরিয়ায়। এই সমাবেশে আওয়ামী বিএনপি ছাগু জামাত-শিবির,জঙ্গি, হেফাজত সবাই ছিল।এটা কোন সরকার পতনের আন্দোলন নয়। জাস্ট ৪/৫ টি দাবী মেনে নিলেই হয়।কিন্তু বলদ সরকার তা না করে দেশের অবস্থা অত্যন্ত ভয়াবহ ও অশান্ত করে রাখবে।

পাঞ্জাবি এমন একটা পোশাক যা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সবাই পড়ে। একটু খোচাখোচা দাঁড়ি রাখা, ফ্রেন্সকাট বা চাপ দাঁড়ি রাখা এখন ফ্যাশান। তাই পাঞ্জাবি পড়লে ও দাঁড়ি রাখলেই শিবির মনে করা ছাগলামি।

আসলে রাজাকার ও স্বৈরাচার মুদ্রার দুইটা পিঠ। স্বৈরাচারীরা আজনম ক্ষমতায় থেকে দেশকে লুটপাট করে দেশের মানুষকে কেনা গোলাম বানিয়ে রাখতে চায়। আর রাজাকাররা জাতীর ঘাড়ে চেপে নারী দের আইয়ামে জাহেলিয়া যুগের মত জীবন্ত কবর দিতে চায়, বিজ্ঞান, প্রযুক্তি, আধুনিক শিক্ষা ব্যাবস্থা ধ্বংস করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় গুলোকে মাদ্রাসা বানিয়ে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র বানাতে চায়।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৮

চারাগাছ বলেছেন:
গোফরান কেমন আছেন আপনি।
ঢাকাতে থাকলে আবহানী মাঠের সামনে শিল্পীদের ব্যতিক্রম প্রতিবাদ দেখতে পেতেন।

০২ রা আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩৩

মোহাম্মদ গোফরান বলেছেন: দেশের এই পরিস্থিতিতে কিভাবে ভালো থাকি বলুন তো? ফেবুতে ছাত্রদের উপর নির্যাতনের ভিডিও গুলো আর মন খারাপের পর চোখে পানি আসে। লাইভে দেখতেছি তো।

২| ০২ রা আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এটি আপনি লিখেছেন!! পড়ে অবাক হলাম।
- এই মুহুর্তে সকলের প্রথম দুটি দাবি হওয়া উচিত:
১। গ্রেফতারকৃত সকল ছাত্রদের এই মুহূর্তে মুক্তি দেয়া হোক।
২। আর একটি ছাত্রকেও গ্রেফতার করা যাবে না।
তারপরে অন্যসকল দাবি থাকবে

০২ রা আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩৮

মোহাম্মদ গোফরান বলেছেন: জ্বি ভাই? অবাক কেন? আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে ও হকের পক্ষে।

৩| ০২ রা আগস্ট, ২০২৪ বিকাল ৫:৪৪

সোনাগাজী বলেছেন:



ক্যাম্পাস ছেড়ে রাস্তায় গেলে, কি হতে পারে, সেটা নিয়ে ছাত্রনেতারা কি আগে ছাত্দের জানায়েছেছিলো?

০২ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ছাত্ররা জানে মৃত্য হতে পারে। এই প্রজন্ম মৃত্যুকে ভয় করে না।

৪| ০২ রা আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫৪

সোনাগাজী বলেছেন:



ক্যাম্পাস ছেড়ে রাস্তায় গেলে, কি হতে পারে, সেটা নিয়ে ছাত্রনেতারা কি আগে *ছাত্রদের জানায়েছেছিলো?

৫| ০২ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০৮

মোহাম্মদ গোফরান বলেছেন: এটা আজ চট্টগ্রামের টাইগার পাস মোড় থেকে তুলা ছবি। ওরা তো একদিন দেখেছে রাস্তায় গেলে কি হয়। কিন্তু সরকার টেরা। লাশ ছাড়া দাবি মানবেনা। বাঙালী মৃত্যুকে ভয় করেনা।

৬| ০২ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১২

এক্সম্যান বলেছেন: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীকেও দেখলাম রাস্তায় দাড়িয়েছে, যারা যারা দিন-রাত শিবিরের জুজু দেখান তারা কি কেউ বলতে পারবেন উদীচী শিল্পীগোষ্ঠী কবে শিবিরে যোগ দিল?

পোষ্টদাতার সাথে একমত, সাথে
১। গ্রেফতারকৃত সকল ছাত্রদের এই মুহূর্তে মুক্তি দেয়া হোক।
২। আর একটি ছাত্র বা সাধারন জনগনকেও গ্রেফতার করা যাবে না।
৩। সকল হত্যার বিচার করতে হবে।
৪। উস্কানিদাতাদের দল থেকে বের করে দিয়ে বিচার করতে হবে।

কালবেলার নিউজে দেখলাম ছাত্রলীগের অনেক বড় নেতাও নাকি ছাত্রদের যৌক্তিক দাবীর প্রতি সহানুভূতিশীল ছিল, সত্য না দোষ এড়ানোর চেষ্টা বুঝলাম না।

সোনাগাজী বলেছেন:

ক্যাম্পাস ছেড়ে রাস্তায় গেলে, কি হতে পারে, সেটা নিয়ে ছাত্রনেতারা কি আগে *ছাত্রদের জানায়েছেছিলো?


এই লোকটারে কে বুঝায় ছাত্ররা ক্যাম্পাস ছেড়ে রাস্তায় গেলেই তার উপর আক্রমন করা বা হত্যা করার অধিকার কারো নেই।

০২ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫

মোহাম্মদ গোফরান বলেছেন: সকল দাবী মেনে নেয়ার জোর দাবী জানাই।

৭| ০২ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২১

তানভির জুমার বলেছেন: আজকে এক পুলিশ কে দেখলাম কাজে যাওয়ার সময় ছাত্রদের সাথে হাত উচিয়ে মিছিল দিচ্ছে। স্বৈরাচারের পতন আসন্ন।

০২ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬

মোহাম্মদ গোফরান বলেছেন: পুলিশ র‍্যাব সেনাবাহিনী ৭০% দায়িত্ব পালন করছেন মাত্র। ওরা নিরুপায়।

৮| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ৮:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আশা করি এবারও চট্টগ্রাম আন্দোলনের ক্ষেত্রে এগিয়ে থাকবে।

০২ রা আগস্ট, ২০২৪ রাত ৮:২৮

মোহাম্মদ গোফরান বলেছেন: চট্টগ্রামের মানুষ শান্তিতে ব্যাবসা করতে চায়। সরকার থেকে তাদের কোন চাওয়া নেই। উলটো সরকারকে বিভিন্ন ভাবে লাভবান করে। তবে এবার ভিন্ন। বীর চট্টলা উত্তপ্ত হওয়ার খবর পাচ্ছি। চাটগাঁইয়া রক্ত একবার যদি গরম হয় খবর আছে। গোটা বাংলাদেশকে চট্টগ্রাম থেকে বিচ্ছিন্ন করে দিবে। আর ১০/১৫ দিন যদি চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয় গোটা দেশে দুর্ভিক্ষ দেখা দিবে।

৯| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ৮:৫১

কামাল১৮ বলেছেন: আরো কিছু পুলিশ মরলে,আরো কিছু স্থাপনে পুড়লে তার পর পুলিশের গুলি করা যায়েজ হতো।পুলিশকে অস্ত্রদেয়া হয়েছে জান মাল রক্ষা করতে।
আজমপুরে যুবলীগ নেতার লাশ নিয়ে যা করেছে এটা কোন মানুষ করতে পারে না।হেলিকপ্টার দিয়ে উদ্ধার না করলে আরো অনেক লাশ পড়তো।ছয়তালার ছাদ থেকে জীবিত মানুষকে ফেলে দেয়া ছবি দেখেন নাই।
আন্দোলন যখন নিয়ত্রনের বাইরে চলে যায় তখন তাকে থামাতে হয়।এবার বলুন সেটা কিভাবে সম্ভব।
আপনি শিবিরে যোগদান করে আন্দোলন করুন তাতে সমস্যা নাই কিন্তু অন্যকে বলবেন না এমন আন্দোলনে যোগদান করতে।

০২ রা আগস্ট, ২০২৪ রাত ৯:২৬

মোহাম্মদ গোফরান বলেছেন: যতগুলো প্রাণ গেসে এগুলো জন্য একমাত্র দায়ী হাসিনা। একটি দেশের প্রধানমন্ত্রী যখন বক্তব্য দিবেন তখন উনাকে মনে রাখতে পুরা পৃথিবী উনার বক্তব্য শুনছে। উনি কেন বললেন "সরকারী নিয়োগে মুক্তিযোদ্ধা দের নাতিপুতিরা থাকবেনা তো কে থাকবে রাজাকারের নাতিপুতিরা থাকবে? আচ্ছা বললেন বললেন - এর পরের দিন ছাত্রলীগকে হামলার ও পুলিশকে গুলি চালানোর নির্দেশ দেয়া হল কেন? মাত্র ৮ ঘন্টায় যে সমস্যার সমাধান করা যেত তা নিয়ে এত রক্তারক্তি কেন? আপনারা মুক্তিযোদ্ধা। আমাদের তরুণদের আদর্শ। আমরা আপনাদের কাছ থেকে ন্যায় ও ন্যায্য অধিকারের পক্ষে লড়াই করা শিখছি।


আপনারা কাইন্ডলি ছাত্রদের আন্দোলনকে সাপোর্ট দেন।

১০| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১২:২৬

কামাল১৮ বলেছেন: আন্দোলনে সাপোর্ট দেয়ার জন্য আন্দোলনের যৌক্তিকত থাকতে হবে।কোটাই নাই তার জন্য আন্দোলন কেনো।২০১৮ সাল থেকে কোটা নাই।মাজখানে হাইকোটের রায়ে সরকারের পরিপত্র বাতিল হয়।সরকার সাথে সাথে রুট পিটিশন করে সেই রায় স্থগিত করে।এখানে আন্দোলন করার কি প্রয়োজন।উচ্চআদালতের রায় পর্য্ন্ত অপেক্ষা করলেই কোন সমস্যা হতো না।
আসলে জামাত শিবিরের আন্দোলনের প্রয়োজন ছিলো।তাদের লাশের প্রয়োজন ছিলো তারা সেটা করেছে।আপনার গুরুকে বলুন আন্দোলন সমর্থন করতে পরে আমাকে বলবেন।আমি নাড়ি নখত্র সব জানি।দুরথেকে ভালো দেখা যায়।

০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১:২৭

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি বিস্তারিত না জেনে কথা বলছেন। এখনের আন্দোলন গণহত্যার বিচার চেয়ে আন্দোলন।

১১| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১২:৪৯

ডার্ক ম্যান বলেছেন: এটা ছাত্রদের আন্দোলন নাই আর। বাঙালি হুজুগে জাতি। এরা অতি আবেগ প্রবন।
১৫ আগস্টের পর অনেকে ভোল পাল্টিয়ে ফেলেছিলো। এখন দেখি আগে থেকেই পাল্টানো শুরু হয়েছে।
দুঃসময়ে যদি দলকে সাপোর্ট না করে অনেকে সুসময়ের মাছি হয়ে যায়৷

০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১:২৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ডার্ক ম্যান আপনি রো আমারে সরাসরি বা ব্যক্তি আমাকে দেখেছেন কিছুটা হলেও বুঝেছেন চিনেছেন? আপনার কি কারণে মনে হল আমি ভোল পাল্টাচ্ছি? যারা সন্ত্রাস মাস্তানি চাঁদাবাজি জুলুম করতে চাইছে তাদের শায়েস্তা করতে কিছু সাপোর্ট আমি দল থেকে নিছি। এগুলো ছাড়া দলীয় কোন সাপোর্ট কি আমি নিয়েছি কোনদিন? ২০০৭ এর আগে কি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল? তখন শিবিরের ক্যাম্পাসে আমি প্রকাশ্যে ছাত্রলীগ করছি। আমি এখন কি সুবিধার জন্য ভোল পাল্টাবো?

সরকার কি ঠিক কাজ করছে? এতোগুলা মানুষ কি কারণে হত্যা করছে? শিক্ষাঙ্গন, ব্যাবসা, রাজপথ কিংবা মিডিয়া পাড়া সবখানে আজকের কথিত ছাত্রলীগ যা করছে তা কি মেনে নেয়ার মত? মসজিদ গুলো পর্যন্ত ওরা দখল করে বেদাত ঢুকাইছে।

দলের চেয়ে আমার কাছে দেশ ও দেশের মানুষের ভালো থাকা ইম্পর্ট্যান্ট।

১২| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: তরুণরা অসহযোগের দিকে যাচ্ছে।

০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১:২৬

মোহাম্মদ গোফরান বলেছেন: কালকের মধ্যে দাবী না মানলে রোববার থেকে ভয়াবহ কিছু হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.