নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধ্যাপক গুলাবী

সকল প্রশংসা মডারেটরদের

তামিম ইরফান

নাম: অধ্যাপক গোলাবী হনুমান পেশা: বান্দরামি শখ: গাছের ডাইল ধইরা ঝুলন খাওয়া আর চান্স পাইলে মানুষের চুল ধইরা টানাটানি করা প্রিয় খাদ্য: আইট্টা কলা ও উকুন

তামিম ইরফান › বিস্তারিত পোস্টঃ

প্রশংসা পোষ্ট......(সাময়ীক)

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৩২

যারা যারা আমার প্রশংসা/তারিফ করতে চান এই পোষ্ট করতে পারেন:)







শ্রেষ্ঠ প্রশংসাকারীকে এই মাসের ৩১ তারিখে স্টারের কাচ্চি খাওয়ানো হইবেক:)

মন্তব্য ১৩১ টি রেটিং +২৩/-১

মন্তব্য (১৩১) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৩৬

নাজমুল আহমেদ বলেছেন:

আমারে খাওয়াইলেও আমি খাইতে পারবনা তয় আপনের তারিফ করতে পারি :

১। আমার দেখা সবচেয়ে সেরা বান্দর হইলেন আপনে এবং সেই সাথে একজন ভিচিস্ট বউ পাগলা।

২। আপনের মত রসইয়া রসইয়া সামু ব্লগের খুব কম ব্লগারই লিখতে পারব (ইহা একখান অতিব সত্য কথা)

আরও মনে পরলে লেখমুনে ....:):)

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৩৭

তামিম ইরফান বলেছেন: ধন্যবাদ:D

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৪০

রুবেল শাহ বলেছেন:
কাবাব খাইতাম নো.............

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৫৬

তামিম ইরফান বলেছেন: কাবাব খাওয়ামু কই কইলাম!:-*

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৪২

সারওয়ার ইবনে কায়সার বলেছেন: ৩১ তারিখ খামুনা...................৩০ তারিখ খাওয়াইতে পারলে কন................আপনারে প্রশংসার জোয়ারে ভাসাইয়া দিমু............;);)

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৫৭

তামিম ইরফান বলেছেন: ৩১ তারিখের আগে আমি ফ্রি নাই:D

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৪৪

রুবেল শাহ বলেছেন:
ঐ বান্দর এই মাসে ৩১ তারিখ পাইলা কই................. ?

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৫৮

তামিম ইরফান বলেছেন: :D:D

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৪৭

একরামুল হক শামীম বলেছেন: আমি তোমারে এই মাসের ৩১ তারিখে রেডিসনে খাওয়াইতে চাই।

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৫৮

তামিম ইরফান বলেছেন: রেডিসনে খামু না:D:D

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৪৮

নাজমুল আহমেদ বলেছেন:

প্রশংসার লগে কিচু বদনাম ও যোগ করতে হইব দেখতাচি...;)

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৫৮

তামিম ইরফান বলেছেন: খেক খেক:D:D

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৫১

আশরাফ মাহমুদ বলেছেন: আহারে...ভাবীকে খুশি করার জন্য বান্দরামী ছেড়ে দিয়ে এসব করা লাগে নাকি! =p~ =p~ =p~


(কাচ্চি আমার ভাগে জুটবে না জেনে ক্ষ্যাপাই দিলাম। :#)

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:০১

তামিম ইরফান বলেছেন: তোমার ভাবী আমারে নিয়া এম্নিতেই খুশী:D:D

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৫১

কঁাকন বলেছেন: জনাব,
আপনার প্রসংসা করিবার মতন ভাষা আমার জানা নাই।
আপনার প্রসংসা টাইপ করতে শুরু করিলে টাইপ করিতে করিতে আমার কী বোর্ড নষ্ট হইয়া যাবে, সামুব্লগের স্টোরেজ শেষ হইয়া যাবে তবুও আপনার প্রসংসা করা শেষ হবে না।
আপনার মতন বান্দর কুল শিরোমনি ওরফে লুল্রাজের প্রসংসা করার প্রয়াস তাই ত্যাগ করিলাম তবে জনাব সবারি নিজের নিজের সংস্কৃতি রক্ষা করার চেষ্টা করা উচিৎ; মানুষ কাচ্চি খায় বলিয়া আপনার কাচ্চি পুরষ্কার দেবার ঘোষনা ঠিক হয়নাই, আইট্টা কলা, শবরীকলা,কবরী কলা,সাগর কলা, চম্পা কলা, বিচা কলা থাকতে কাচ্চি !!!!!!!!!!!!
কলার এহেন অপমান আপনার নিকট আশা করিনাই

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:০০

তামিম ইরফান বলেছেন: নৃত্যকলা,ছলাকলা এই ২টা বাদ গেছে/:)

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৫৪

সারওয়ার ইবনে কায়সার বলেছেন: সক্কলে ৩১ তারিখ খাইতে চায় দেখি!!!!!!!!!!!!

আমি কিন্তু ৩০ তারিখ..............রাজি হইলে আওয়াজ দেন

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৫৯

তামিম ইরফান বলেছেন: আমি রাজি না:D:D

১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৫৮

নষ্ট গিটার বলেছেন: ৩১ আছে এই মাসে ~_^

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৫৯

তামিম ইরফান বলেছেন: খেক খেক:D:D

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:০১

নুশেরা বলেছেন: সকল প্রশংসা আল্লাপাকের। রোজারমজানের দিনে বেদ্বাত পুস্ট রিপুটিত হইলো।

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:১১

তামিম ইরফান বলেছেন: আল্লাপাকের এই অধম বান্দারেও এট্টু প্রশংসা কইরা যান:D

১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:০৪

কঁাকন বলেছেন: হ ভুল হইয়া গেসে
আপ্নাকে দেখে আনন্দের অতিশয্যে বাদগেসে

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:১৩

তামিম ইরফান বলেছেন: এমন ভুল কর্লে তো হবে না।ভবিষ্যতে আরও সাবধানতা আশা করি আপনার কাছ থেকে।

১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:০৪

নষ্ট গিটার বলেছেন: Original Post :

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৫৯
লেখক বলেছেন: খেক খেক

-------------------------------




মামি খুশ তো দুনিয়া খুশ ;)

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:১০

তামিম ইরফান বলেছেন: :P:P:P

১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:১০

একরামুল হক শামীম বলেছেন: অধ্যাপক গুলাবী বলেছেন : চাক ভুম ভুম নৃত্য করি চাঁদনীপশর রাতে.....

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:১৬

তামিম ইরফান বলেছেন: চাক ভুম ভুম নৃত্য করি চাঁদনীপশর রাতে
খেকু শামীম কাৎরায় কোমড়ের বাতে.....:P

১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:১৬

কঁাকন বলেছেন: অধ্যাপক গুলাবী বান্দর বলেছেন:

"দাদাভাই চাল ভাঁজা খাই
নওলা মাছের মূড়ো
হাজার টাকার বৌ এনেছি
খাঁদা নাকের চুঁড়ো
খাঁদা হোক বোচা হোক
সব সইতে পারি
ঐ ঝামটাকাটা মুখ নাড়াটা
ঐ জ্বালাতেই মরি "

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:১৬

তামিম ইরফান বলেছেন: এইগুলান কি হইতেছেX((

১৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:২২

কঁাকন বলেছেন: ভয় পাইছেন ?
:P:P:P =p~ =p~ =p~ :B:B:B :D:D:D

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:২৬

তামিম ইরফান বলেছেন: X((

১৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩১

ফারহান দাউদ বলেছেন: আধুনিক যুগের প্রথম বান্দরোত্তীর্ণ মানবসন্তানের কল্যাণ হোক।

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩৫

তামিম ইরফান বলেছেন: :)

১৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩৫

নিহন বলেছেন: পাঠান .............

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩৮

তামিম ইরফান বলেছেন: আমি পাঠান না, চৌধুরী বংশের পোলা...।

১৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩৮

কঁাকন বলেছেন: শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না তেমন রাগ দিয়েও ভয় ঢাকা যায় না

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৪১

তামিম ইরফান বলেছেন: আপনে ভয় পায়তেছেন কেন???!!!:-*

২০| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩৯

কঁাকন বলেছেন: @ ফারহান দাউদ

প্রসংসা পোস্টে আশির্বাদ উপদেশ মার্কা বানী দেন কেন :|

২১| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৪৩

আরিফ থেকে আনা বলেছেন: একত্তিশ তারিখ কি বার? আমার ক্যালেন্ডারে পাচ্ছি না।

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৪৫

তামিম ইরফান বলেছেন: আপনারে মনে সহজ সরল পাইয়া কেউ নকল ক্যালেন্ডার ধরায় দিছে/:)

২২| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৪৭

নিহন বলেছেন: আমার এক চার কইতো চৌধুরীদের চৌদ্দআড়ি ।
আপনি কুনডা ??

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৫০

তামিম ইরফান বলেছেন: আপনেই কন আমি কুনডা:)

২৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৪৭

একরামুল হক শামীম বলেছেন:
চাক ভুম ভুম নৃত্য করি চাঁদনীপশর রাতে
অধ্যাপক গুলাবী কাৎরায় কোমড়ের বাতে.....:#)

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৫১

তামিম ইরফান বলেছেন:
চাক ভুম ভুম নৃত্য করি চাঁদনীপশর রাতে
তাইনা দেখে খেকু শামীম হাসে ফোকলা দাঁতে:#)

২৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৪৯

কঁাকন বলেছেন: @ আটুআ
আরিফ ভাইর থিকা গুলাবী মার্কার আসল ক্যালেন্ডার নিয়া আসেন

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৫৩

তামিম ইরফান বলেছেন: :P

২৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:৫৬

বাবুনি সুপ্তি বলেছেন: আমি আগে আপনার সব পোষ্ট পরে নেই তার পর বলব । :)

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫২

তামিম ইরফান বলেছেন: ওকে:)

২৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:০৬

হাসান মাহবুব বলেছেন: আপনার প্রসঙ্গে বলতে গেলে প্রথমেই যা না বললেই নয় তা হল, আপনি একজন.......ওয়েট....সেপ্টেম্বার এর ৩১ তারিখ! এই বচর কি লিপিয়ার নাকি? লিপিয়ারে কুন মাসে দিন বাড়ে এইডা নিয়াও তো কনফুতে পৈরা গেলাম :-/

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৩

তামিম ইরফান বলেছেন: আপনের কাচ্চি বাদ/:)

২৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:১১

বাউল! বলেছেন: আপ্নে জনপ্রিয় ব্লগার।

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৪

তামিম ইরফান বলেছেন: এইটা কি প্রশংসা!!/:)

২৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:২০

দূরন্ত বলেছেন: ঐদিন এক্টু বিজি আছি। তারিখটা চেঞ্জ কর্লে আমি আছি ;)

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৫

তামিম ইরফান বলেছেন: আমি শুধু ঐদিনই ফ্রি আছি:#)

২৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:২৮

ত্রিশোনকু বলেছেন: কালই রাঁধছি। মজা হলে ঈদের আইটেমে।

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৫

তামিম ইরফান বলেছেন: /:)

৩০| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:০৫

অপ্‌সরা বলেছেন: শ্রেষ্ঠ বান্দরামী লেখক!!:P

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৬

তামিম ইরফান বলেছেন: /:)

৩১| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:২৮

আমি আমার বলেছেন: পজিটিভ বান্দরামী. মনে হয় মামির সাভিস ভাল যাইতছে .

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৭

তামিম ইরফান বলেছেন: মামি-৩ সিনেমাটা তেমন ভালো লাগে নাই/:)

৩২| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:১৫

শারমীন সুমি বলেছেন: আল্লার দুনিয়ায় যে কত রকম বান্দর আছে...
হুদাই বান্দরামী।

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৭

তামিম ইরফান বলেছেন: বান্দরামী তো হুদাই করে।

৩৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:২১

রোবোট বলেছেন: লেখক তার ননব্লগার বৌ কর্তৃক সারটিফায়েড লুল।

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৮

তামিম ইরফান বলেছেন: জ্বী জনাব!

৩৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৫

বিষাক্ত মানুষ বলেছেন: হা হা হা হা হা ... সাবাশ

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৯

তামিম ইরফান বলেছেন: :)

৩৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০২

দূর্ভাষী বলেছেন: গোলাবী আমি তোমারে এইমাসের এক ত্রিশ তারিখে মঙ্গল গ্রহে বেড়াইতে নিয়া যাবরে ভাই, রাজী থাকলে কও।

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৭

তামিম ইরফান বলেছেন: বেড়াইতে গেলে যে টাকাটা খরচ করবেন আমার জন্য সেটা বরং আমারে দিয়া দেন.....ঈদের জন্য একটা পাৎলুন কিনমু:)

৩৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৯

কাঠগোলাপ বলেছেন: অনেক প্রশংসা করার ইচ্ছা ছিল...কিন্তু প্রকাশ করবার ভাষা খুঁজে পাইলাম না :P

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:১৩

তামিম ইরফান বলেছেন: এইটা কোন কথা হইলো/:)

৩৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৩৭

সত্যাশ্রয়ী বলেছেন: আফনেরে বালা পাই আর ষ্তার এর কাচ্ছি বালা লাগে... :)

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৪৬

তামিম ইরফান বলেছেন: :):):)

৩৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০১

ঝড়ানিলপাতা বলেছেন: কাচ্চি ভালা লাগে না, অন্য কিছু খাওয়াবেন বললে আর তারিখ টা বদলালে প্রসংশা করতে পারি।

আমার আবার ৩১ তারিখে আরেক জায়গার ইফতারের দাওয়াত আছে :)

তয় আইট্টা আমার খুউব ফ্রিয়। ছুড বেলায় খাইছিলাম।

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫৫

তামিম ইরফান বলেছেন: ৩২ তারিখ আসেন তাইলে:)

৩৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২০

পুরাতন বলেছেন: আপ্নে খুব খ্রাপ :#):#)

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫৬

তামিম ইরফান বলেছেন: :-*

৪০| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৮

েজবীন বলেছেন: ...নামের ইজ্জত রেখে খাওন দেয়ার ডেট ঠিক করছো !!! :D :D

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫৯

তামিম ইরফান বলেছেন: :D:D:D

৪১| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪১

ভাঙ্গা পেন্সিল বলেছেন: এইটা একটা তৈলময় পোস্ট। ভাবীসাবের জন্য গুলাবী বান্দর কর্তৃক সংগৃহীত। উপযুক্ত পরিমাণে তৈল জমা হইলে তাতে বেগুনী পিয়াজু ভাজিয়া ব্লগবাসীকে খাওয়ানো হইবে বইলা আশা করিতেছি।

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫৪

তামিম ইরফান বলেছেন: /:)

৪২| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২৭

অরণ্যচারী বলেছেন: তেল মার্তে ফাড়ি ণা।

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫৪

তামিম ইরফান বলেছেন: :)

৪৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১৬

তাজুল ইসলাম মুন্না বলেছেন: আপ্নার প্রশংসা করুম না। আমি প্রশংসা করুম আমগো ভাবির। তাইলেই আমার স্টারের কাচ্চি কনফার্ম।।।।। ;)

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫৩

তামিম ইরফান বলেছেন: হে হে;)

৪৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৭

পারভেজ বলেছেন: লেখালেখি কই?

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫২

তামিম ইরফান বলেছেন: লেখবো:)

৪৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:০০

আশাবাদী মানুষ বলেছেন: বোরিং দুর করার আইডিয়ার প্রশংসা।

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫১

তামিম ইরফান বলেছেন: ধন্যবাদ।

৪৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৬

বড় বিলাই বলেছেন: আপনে একটা বদনা বুকে কইরা ঘুমাইতে যাওয়া লুল বান্দর।

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫০

তামিম ইরফান বলেছেন: এইটা কেমন প্রশংসা হইলো:-*

৪৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০৩

রাগ ইমন বলেছেন: স্টারের থেকে আমার বিরানী বেশি ভালো । নিজের প্রশংসা করলাম ।

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪৯

তামিম ইরফান বলেছেন: করেন/:)

৪৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২১

হাজ্জাজ-বিন-ইউসুফ বলেছেন: এই পোলাডারে ধইরা ক্যাটরিনা কাইফ র লগে বিয়ে করাইয়া দেওয়া উচিত, দুজনরে মানাবে ভালো, ঠিক যেন একই বৃত্তে দুটো ফুল ( প্রশংসা করলাম, কাচ্চি কই)

তয় ভাবী মিগ-২৯ নিয়া দৌড়ানি দিলে কিন্তু আমার দোষ নাই।

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪৯

তামিম ইরফান বলেছেন: এইটা কি কইলেন:D:D:D সামনে থাকলে আপনেরে বুকে জড়ায় ধরতাম ভাইডু:D:D:D

৪৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০০

রাতমজুর বলেছেন:
কঁাকন বলেছেন: অধ্যাপক গুলাবী বান্দর বলেছেন:

"দাদাভাই চাল ভাঁজা খাই
নওলা মাছের মূড়ো
হাজার টাকার বৌ এনেছি
খাঁদা নাকের চুঁড়ো
খাঁদা হোক বোচা হোক
সব সইতে পারি
ঐ ঝামটাকাটা মুখ নাড়াটা
ঐ জ্বালাতেই মরি "


:D:D:D

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০১

তামিম ইরফান বলেছেন: X((X((

৫০| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৭

অনন্ত দিগন্ত বলেছেন: কেমুন জানি পোড়া পোড়া লাগে দেখতে /:)

১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪৩

তামিম ইরফান বলেছেন: কারে পোড়া পোড়া লাগে!?:-*

৫১| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২০

রায়হান(তন্ময়) বলেছেন: বিরানী খামু না। তয় আম্নের লেহা ব্যাফক বালো পাই। :)

১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪২

তামিম ইরফান বলেছেন: ধন্যবাদ রায়হান:D

৫২| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৩৫

মমমম১২ বলেছেন: বাণ্দরেও প্রশংসা চায় X(

হাতের কাছে কোন লাউও নাই যে তাইম্যা বলে দৌড়ানি দিব!

১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪১

তামিম ইরফান বলেছেন: এইটা কিতা কন:-*আঁইয়ার মঁতো বালা ফোলা এই দুন্যিয়ত আঁর আছে নি!!:-*

৫৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:১৪

ভেবে ভেবে বলি বলেছেন: আপনার প্রশংসা তো ভাইয়া যত করবো তত কম পড়ে যাবে। :)

(অ.ট.- হামা ভাইয়ের পোস্টে আমাকে বার্থডে উইশ করার জন্য অনেক ধন্যবাদ তামিম ভাই। ভালো থাকুন।) :)

১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৪০

তামিম ইরফান বলেছেন: হা হা হা:):):)..........

অনেক শুভকামনা রইলো আপনার জন্য:):):)........প্রিয়জনদের নিয়ে ভালো থাকুন সবসবময়:)

৫৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৩৯

চিটি (হামিদা রহমান) বলেছেন: কতদিন কাচ্চি বিরিয়ানি খাইনা :(

১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৩৭

তামিম ইরফান বলেছেন: বানায় ফেলেন বাসায়:).......আমার ভাগটা মেইল করে পাঠিয়ে দিয়েন:P

৫৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৪৩

বাবুনি সুপ্তি বলেছেন: সবাই যখন আপনাকে বান্দর উপাধি দিতে ছিল আমি কিছুতেই বিশ্বাস করেতে পারিনাই তাই আরও কিছু লেখা পরতে চাইলাম। তখন বুঝিনাই কেন আপনি হাসি দিছেন। খুব বেশি দূর পড়তে হয়নাই। আপনার বান্দরবেলার ১টা পর্ব পইরাই আমি বুঝে গেলাম কেন আপনাকে সবাই বান্দর বলেছে। তারপর সব গুলা পরেই সিউর হইলাম যে আমি যা বুঝছি সেইটা আসলেই সত্যি।
আমি আর কি বলব!! অনেক হাসলাম পড়ে। আসলেই আপনি অনেক বান্দর ছিলেন। আমি এমন বান্দর কখন দেখি নাই আর।

১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৩৮

তামিম ইরফান বলেছেন: হা হাহা হা:):):)

৫৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০৫

এম আই টু বলেছেন: আপ্নে বিস্কুট ভালা পান্নি? তাইলে জল্দি কইরা সিলেট শাহজালালের মাজারের কাচেই বান্দর টিলায় চইলা যান। ঐটা ইস্পিশালি আপ্নেগো লাইগা। আপ্নে এক্টা জটিল বান্দর। :)

মিলা আপায় কি আপ্নেরে ভাইবাই ঐ ডিস্কু বান্দর গানটা গাইচে নাকি? :)
কাচ্চি খামু যেদিন খুশি, আপ্নে শুধু বিল্টা দিয়া দিয়েন আমারে ক্যাশ :)

১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৪১

তামিম ইরফান বলেছেন: মুছলাম:)

সিলেটে ঘুরতে যাই না কতদিন.......মনে পইড়া গেলো:(

মিলারে ভালু লাগে:P:P

৫৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪১

আইরিন সুলতানা বলেছেন: প্রসংশা প্রসংশা প্রসংশা।

০৭ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০৪

তামিম ইরফান বলেছেন: :-*

৫৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৫

মুনশিয়ানা বলেছেন: আইরিনএর বানান ভুল, এই লন সঠিক বানানে প্রশংসা প্রশংসা প্রশংসা।

লগে একটা ফাউঃ প্রশংসা।

০৭ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০৫

তামিম ইরফান বলেছেন: :-*

৫৯| ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:২৮

আইরিন সুলতানা বলেছেন: ওই প্রশংসাটাও তো ভুলে করেছিলাম এই জন্য :P @ মুনশিয়ানা

০৭ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০৫

তামিম ইরফান বলেছেন: :):):)

৬০| ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৩

নিবিড় অভ্র বলেছেন: সেপ্টেম্বর মাসের ৩১ তারিখ????????? :-*
রমজান বা সেপ্টেম্বরে ৩১ তারিখ নাই তো কী হইছে...... ভাদ্র- আশ্বিন মাসে তো আছে :P :P





To............. kobe khawitesen????

০৭ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০৬

তামিম ইরফান বলেছেন: কবে খাইতে চাও?:)

৬১| ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:৫৯

নিবিড় অভ্র বলেছেন: ভাবীরে ঈদ মুবারক!!!! :P :P :P


















































ApnereO Dilam....... /:)

০৭ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০৭

তামিম ইরফান বলেছেন: :)আছো কেমন?:)তোমারে ব্লগে খুইজা পাওয়া যায় না:)

৬২| ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩০

বোহেমিয়ান কথকতা বলেছেন: আমি নিজেই তো ঐ দিন হোস্ট! ( ৩১ শে সেপ্টেম্বর! :D :D)
তাই আর আপনের কাচ্চির আশা করতেছি না! ;)

একটা দুষ এর কথা কইতে পারি । আপনের লেখায় কোন সমস্যা আছে! একটা পুষ্ট পইড়া রেস্ট নিতে হয়। দন্তবিকাশ জনিত পরিশ্রমের কারণে । তার পর আবার অন্য পুষ্ট না পইড়াও থাকা না যায় না :( আবার পুষ্টের মজা গুলা ডিস্কাস ও করতে মুঞ্চায়! ভাইরাস ইফেক্ট ও আছে! :((
আগে এই গুলার আশু সমাধান করেন । তার পর ভাইবা দেখুম নে করণ যাইব কিনা ।

প্রশংসার মধ্যে এইটা বলতে পারি আমার লিঙ্ক টা আপনার লিঙ্কস এ দেইখা "যার পর নাই" আনন্দিত। আপনি কাঁচ ভালাই চিনবার পারেন!! আমি আসলেই অনেক অনেক খুশি হইছি! :D থ্যাঙ্কু তামিম ভাই :D

০৭ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০৭

তামিম ইরফান বলেছেন: আপনে ভালো লেখেন:)

৬৩| ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৪

জেরী বলেছেন: :)

০৭ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০৮

তামিম ইরফান বলেছেন: :)

৬৪| ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ২:৫৭

...অসমাপ্ত বলেছেন: :) ...সেপ্টেম্বরের ৩১!! আচ্ছা... ওইদিন সকালে প্রশংসা করুমনে।

০৭ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০৯

তামিম ইরফান বলেছেন: :)

৬৫| ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৩২

বোহেমিয়ান কথকতা বলেছেন: আপনি কইরা বলা যাবে না :(
তুমি কইরা বলতে হবে :D :D

০৮ ই অক্টোবর, ২০০৯ ভোর ৬:০৭

তামিম ইরফান বলেছেন: অবশ্যই আংকেল:D.....আপনি আমাকে তুমি করেই বলবেন.......বয়সে আমি আপনার অনেক ছোট হবো:D

৬৬| ০৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৭

বোহেমিয়ান কথকতা বলেছেন: তাই নিহি?!!!! :D :)
অনেক মানে কত ছোট ?!!!
৪/৫ বছর ব্যাপার না!!! :D

আংকেল রে যে তুমি কইরা ক ওন যাইব না তা তো জানতাম না!!! ;)

০৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৯

তামিম ইরফান বলেছেন:
অনেক মানে কত ছোট ?!!!

৪/৫ বছর ব্যাপার না!!! :D


৪/৫ ডান দিকে একটা করে শুন্য দিতে ভুলে গেছেন আংকেল :D ব্যাপার না বয়স বেশী হলে মাঝে মাঝে এমনই হয়:D

এত বড় বয়সী একটা মানুষ কে তুমি করে বললে বেয়াদপ বলবে সবাই:P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.