![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বাস , খুব বড় এবং অপরিহার্য বিষয় মানুষের সুখী এবং সুন্দর ভাবে বেচে থাকার জন্য । অনেকের যুক্তিতেই হয়তো বিশ্বাস অন্ধ , হয়তো অনেক ক্ষেত্রেই তাই । তবে , অন্ধবিশ্বাস খুব বেশি সময় টিকে থাকতে পারে না । অন্ধ বিশ্বাস একসময় আলোর মুখ দেখেই এবং দুরীভূত হয় । বিশ্বাস অন্ধ নয় সে যুক্তি দেখেই টিকে থাকে , যুক্তি দিয়েই স্থান করে নেয় । কিছু বিশ্বাসে যুক্তির চেয়ে আবেগই বেশি কাজ করে তবে সেই বিশ্বাসও যুক্তির উর্ধ্বে নয় । বিশ্বাস আর যুক্তি একই সুত্রে গাঁথা । যেখানে বিশ্বাস আছে সেখানে যুক্তি আছে । যুক্তি যেমন কুযুক্তি আর সুযুক্তির বেড়জালে আবদ্ধ তেমনি বিশ্বাসও যৌক্তিক আর অন্ধ বিশ্বাসে আবদ্ধ । কিছু বিষয়ে মানুষ আগে বিশ্বাস করে এবং পরে যুক্তি খোঁজে আর কিছু বিষয়ে মানুষ আগে যুক্তি দেখে তারপার বিশ্বাস করে । মানুষ ভেদে আগে যুক্তি নাকি বিশ্বাস যেমন নির্ভর করে তেমনি বিষয়ের উপরও নির্ভর করে । তবে বিশ্বাসে যুক্তি থাকবেই নয়তো সেই বিশ্বাস একসময় কালের গহবরে হারিয়ে যাবে । তবে পৃথিবীর সব বিষয়ে যেমন যুক্তি খাটে না তেমনি কিছু বিশ্বাসে যুক্তির প্রয়োগ ঘটানো যায় না । তবে যেখানে যুক্তির প্রয়োগ ঘটানো যায় না সেখানে বিবেকের অনেক বড় ভূমিকা থাকে । কিছু জায়গায় বিশ্বাসের চেয়ে যুক্তি বড় আর কিছু জায়গায় যুক্তির চেয়ে বিশ্বাস বড় ।
©somewhere in net ltd.