![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা সমাজের অবস্থা তখন খুব একটা ভালো হয় না যখন সবকিছুই শুধু অর্থনৈতিক সক্ষমতায় বিচার করা হয় । শুধু অর্থনৈতিক সক্ষমতা মানুষকে অর্থনৈতিক ভাবে সাবলম্বী করে সম্মান বা নৈতিকভাবে সাবলম্বী করে না । বর্তমান বিশ্বের অন্যতম দাবি নারীদের সমান অধিকার আর তাদের অর্থনৈতিকভাবে সাবলম্বী করে তোলা । আর এটার রুপ এখন এমন যে , যেভাবেই হোক নারীরা অর্থনৈতিক ভাবে সাবলম্বী হলেই মনে হয় তাদের মুক্তি ! হ্যাঁ অর্থ হয়তো সামান্য কিছু নারীর জন্য মুক্তির বার্তা নিয়ে আসে কিন্ত অধিকাংশের জন্যই তা নয় । নারীদের সমাজে সম্মানের জন্য প্রয়োজন ধর্মীর আর নৈতিক শিক্ষার । কিন্তু বর্তমান সমাজ আর পৃথিবীর প্রেক্ষাপটে বিষয়টা খুবই জটিল হয়ে উঠেছে । ধর্ম ঠিকই আছে , ধর্মের অনুসারীও আছেন কিন্তু ধার্মিক লোকের বড়ই অভাব । সেই সাথে ধর্মে অবিশ্বাসীদের দাপট সমাজে, পৃথিবীতে বৃদ্ধি পাচ্ছে মিডিয়া আর ক্ষমতার দাপটে । পরোক্ষভাবে আমরা যারা ধর্মের অনুসারী কিন্তু ধার্মিক নই তারা ধর্মে অবিশ্বাসীর চেয়েও বড় অবদান রাখছি তাদের কাজে ! নারীদরে উন্মুক্ত করেছি , করতে সাহায্য করছি আবার সম্মান বিলীন করার পর নারী অধিকারের পক্ষে গলা ফাটাচ্ছি ! আমার মতে নারীর সম্মানের জন্য, তার অধিকারের জন্য প্রয়োজন ইসলামের বিধান । তবে যাদের ইসলামী বিধানে আপত্তি তাদেরও অনুরোধ করব ইসলামী শাসন প্রয়োগ করে ব্যবহারিকভাবে না দেখে পশ্চিমা বিশ্বের উন্মুক্ত পদ্ধতির সাথে তুলনা না দিতে । পশ্চিমা বিশ্বের নারীরা কি খুব সম্মানে আছে এটাও বিচারের দাবি রাখে। যতদিন আমরা সমস্যার মুলে প্রবেশ না করব ততদিন নারীর মুক্তি নেই ...
১২ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০৪
গোলাম রাব্বি রকি বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪১
তারেক_মাহমুদ বলেছেন: ধর্মীয় বিধান অনেক সমস্যার সমাধান দেয়, ভাল লাগলো লেখাটি।