![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অদৃশ্য
হারিয়ে গেছি চেনা শহরে, চেনা মানুষের মাঝে !
কে আমায় খুঁজবে !
বিন্দু আমি মহাবিশ্বের মাঝে !
কে আমায় দেখবে !
আমি অদৃশ্য , আমি অদৃশ্য তার ভালোবাসার শহরে !
শুন্য আমি হাজার হাজার সংখ্যার ভিরে !
কে আমায় মনে রাখবে !
অপূর্ণ আমি পূর্ণ পৃথিবীতে !
কে আমায় ভালোবাসবে !
আমি অদৃশ্য , আমি অদৃশ্য তার ভালোবাসার শহরে !
অজীর্ণ আমি রুচির শহরে !
কে আমায় সাধবে !
অবুঝ আমি ম্যাচুরিটির হিমালয়ে !
কে আমায় বুঝবে !
আমি অদৃশ্য , আমি অদৃশ্য তার ভালোবাসার শহরে !
©somewhere in net ltd.