নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মত ...

গোলাম রাব্বি রকি

আমার মত ...

গোলাম রাব্বি রকি › বিস্তারিত পোস্টঃ

ঘুমন্ত আগ্নেয়গিরি

২২ শে মে, ২০১৯ রাত ২:৩২

সেই ছেলেটা , ক্লাসের সবচেয়ে ভগ্ন স্বাস্থ্যের যে টুনি নামেই সর্বাধিক পরিচিত ছিল । যার মুখে হাসি সবসময় লেগেই থাকতো , কোন কিছুতেই রাগ করতো না। কোথায় সে আজ ?? জানি বেচেঁই আছে ! এখনও কি তার স্বাস্থ্য তেমনই আছে ?? তার কি এখনও মুখে হাসি লেগেই থাকে ?

ক্লাসের সবচেয়ে মেধাবী সেই মেয়েটা, যার সাথে প্রথম স্থান অধিকার করার প্রতিযোগতা চলত বাকি সবার। যে পড়া করে আসতো প্রতিদিন ক্লান্তিহীনভাবে । যাকে দেখে ভাবতাম কিভাবে পড়ে সে যে কোনভাবেই আমরা তাকে টপকাতে পারিনা? কোথায় সে আজ ? সে পড়া শেষ করতে পেরেছিল ?? কেমন আছে এখন?

ক্লাসের সবচেয়ে পাজি ছেলেটা যার কাজই ছিল সবাইকে খোচানো । ক্লাসের প্রায় সব ছেলেকেই পেছনে লেজ বেধে যে ঘোরাতে পুরো স্কুল । কোথায় সে ? কেমন আছে ? এখনো সেকি পাজিই আছে ?

সেই মেয়েটা, যার গালে টোকা দিলে হয়তো রক্ত বের এমন মুখখানি ছিল যার। যার মুখে সবসময় প্রশান্তির ছায়া লেগেই থাকতো। কোথায় সে ? সেকি এখনো তেমনই আছে ? নাকি পিস্ট হয়েছে সংসার যাতাকলে ?

যার কথাতে লজ্জায় মুখ লুকাতো মেয়েরা সেই দুষ্টু ছেলেটা, যার কাছে দীক্ষা নিতাম সবাই। যার কথায় কথায় দুষ্টুমিতে মাতিয়ে রাখতো পুরো ক্লাসকে কোথায় সে ? কেমন আছে ? সে কি শান্ত হয়েছে ?

ক্লাসে যার মুখ দিয়ে কোন কোথাই বেরুতো না, সেই মেয়েটা যার মুখে মায়া লেগেই থাকতো । যার মুখে তাকালেই শান্ত কাকে বলে বোঝা যেত, হ্যাঁ সেই কেমন আছে ? তার মুখে এখন কি কথার ফুলঝুড়ি ছোটে? নাকি এখনও সে শান্তই ?

ক্লাসের সবচেয়ে ধার্মিক ছেলেটা, যে বড় ভাই নামেই পরিচিত ছিল। যে বইয়ের প্রতি পাতা উল্টাতেই বিসমিল্লাহ বলত । কোথায় সে, কেমন আছে?

সেই মেয়েটা যার সাথে প্রেম করার ইচ্ছা পোষণ করতো সবাই। যার মুখের সেই রুপখানি যা দুর্বল করতো সবাইকে । কোথায় সে? এখনও সেকি তেমনই আছে নাকি সব হারিয়েছে ?

সেই ছেলেটা যাকে ঠকাতো সবাই, যার বোকামিতে হাসতো সবাই । কোথায় সে ? কেমন আছে ? সেকি চালাক হয়েছে?

তালগাছের মত লম্বা সেই ছেলেটা, যার পাশে দাড়ালে নিজেকে ছোট বাচ্চা মনে । যার ডাকনামই ছিল লম্বু । কোথায় সে ? কেমন আছে ?

সেই মেয়েটা যার মুখে সবসময় কথার খই ফুটতো আর হাসির বন্যা বইতো । যার বাচালতার জন্য সবার কাছে বুনু নামে পরিচিত ছিল , কোথায় সে ? কেমন আছে ?

সেই ছেলেটা, যার বাবা বিভিন্ন সবজির চাষ করতো । যার গুণে ছেলেটার নামই হয়েছিল টমেটো ! কোথায় সে কেমন আছে ?
ত্রিকেটে সবচেয়ে গতিতে বল করতো, যার বাবার নাম সামছু ছিল বলে তার নামই হয়েছিল কোপা সামছু । কোথায় সে ? কি করে এখন সে ?

কোথায় সবাই তারা যারা ক্লাসের পূর্ণতা দিয়েছিল নিজেদের উপস্থিতিতে, অমুল্য করেছে আমার স্মৃতিকে ?? তারা কেমন আছে ??

মাঝে মাঝেই তাদের জন্য বুকটা ডুকরে ওঠে, সবাই যেন স্মৃতির এক একটা ঘুমন্ত আগ্নেয়গিরি ….

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৯ রাত ২:৩৯

চাঁদগাজী বলেছেন:


ঘুমন্ত আগ্নয়গিরিটা দেশের কোন এলাকায়? আপনি যদি অবস্হান জানায়ে দেন, আমি পরিবার নিয়ে সেই এলাকা থেকে সরে যাবার চেষ্টা করবো!

২২ শে মে, ২০১৯ রাত ২:৪২

গোলাম রাব্বি রকি বলেছেন: আপনার সে ভয় নেই , আপনি সেখান থেকে অনেক দু্রেই আছেন । লেখার মান খুব খারাপ হলে সরাসরি বলার জন্য আপনাকে অনুরোধ করছি যেন আমার বাজে লেখা দ্বারা প্রথম পেজ আর সামু দুটোই ভরে না যায় । ধন্যবাদ ..

২| ২২ শে মে, ২০১৯ রাত ২:৫১

মুক্তা নীল বলেছেন:
স্মৃতিচারণ বরাবরই মধুর হয় । হাসি আনন্দ সুখ দুঃখের স্মৃতি গুলো নিয়েই আমাদের জীবন। স্মৃতিচারণ ভালোই লিখেছেন।

২২ শে মে, ২০১৯ রাত ৩:০৭

গোলাম রাব্বি রকি বলেছেন: অনুপ্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ ।

৩| ২২ শে মে, ২০১৯ রাত ২:৫৭

শরীফ বিন ঈসমাইল বলেছেন: ছেলেবেলার বন্ধুরা মেয়েদের ভালোবাসার মতই হঠাৎ করে কোথায় যেন হারিয়ে যায়; ভাবতে অবাক লাগে একেক সময়, মনে হয় যে, বুঝি একরকম ভালোই। তাদের নির্মেদ দেহ আর নির্মেঘ মন নিয়ে কৈশোরের নিবিড় মাধুর্যে মিশিয়ে নিটোল মুক্তোর মতই চিরদিনের স্মৃতির মধ্যে অক্ষয় থেকে যায় তারা - পরে যে কখনও আর ফিরে দেখা দেয় না তাতে জীবনের মতই সুমধুর থাকে, পমাঝে মাঝে অবক্ষয়ে টাল খায় না, ক্ষয় পায় না।

২২ শে মে, ২০১৯ রাত ৩:০৮

গোলাম রাব্বি রকি বলেছেন: জীবন এমনই । বয়স বাড়তে থাকে, অভিজ্ঞতা বাড়তে থাকে আর সবকিছু হারাতে থাকে ...

৪| ২২ শে মে, ২০১৯ রাত ৩:৫৯

ভুয়া মফিজ বলেছেন: জীবনের কোন না কোন পর্যায়ে আমরা খুব বেশী স্মৃুতি-কাতর হয়ে যাই। হারানো দিনগুলো ফিরে আসে না আর কোনদিনই। শুধুই বয়ে নিয়ে আসে দীর্ঘশ্বাস! :(

২২ শে মে, ২০১৯ ভোর ৪:১৯

গোলাম রাব্বি রকি বলেছেন: আপাতত আমি স্মৃতি-কাতরতায় ভুগছি

৫| ২২ শে মে, ২০১৯ ভোর ৫:৩৪

মেঘ প্রিয় বালক বলেছেন: ভালো লেগেছে আপনার পিছনের স্মৃতিচারণ।

২২ শে মে, ২০১৯ বিকাল ৫:৩৬

গোলাম রাব্বি রকি বলেছেন: আপনার অনুভূতি শুনে আমারও ভালো লাগলো।

৬| ২২ শে মে, ২০১৯ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: সব কিছু বদলে যায়।

২২ শে মে, ২০১৯ বিকাল ৫:৩৭

গোলাম রাব্বি রকি বলেছেন: বদলে যায় বলেই মধুর মনে হয়

৭| ২২ শে মে, ২০১৯ বিকাল ৩:০৬

রায়হান চৌঃ বলেছেন: * ভগ্ন স্বাস্থের টুনি নামের ছেলেটা........... ৬ সদস্যের অন্ন যোগাড়ে হিমসিম খেতে গিয়ে চিকিৎসা আর করা হয় নি, সুতরাং বুঝতে পারছেন সেই ভগ্ন স্বাস্থের টুনি নামের ছেলেটা কোথায় আছে :(
* সবচেয়ে মাধাবী মেয়েটা.... ? ক্রেডিট ট্রান্সপার এর সাথেসাথে নিজেকে ও ট্রান্সপার করে নিয়েছে বহুদিন হয়ে গেন :)
* সবচেয়ে পাজি ছেলেটা....পাড়াশোনা শেষ করতে না পেরে কোন এক রাজনৈতিক দলের ভাড়াটিয়া গুন্ডার ভুমিকায় আছে, এখন ভালো আছে , তবে কতক্ষন ভালো সে নিজেও জানে না
* সেই মেয়েটা ? যার গালে টোকা দিলে রক্তাক্ত ? সে তো বহুদিন আগে গণধর্ষনের শিকার তার পর হত্যা।
* যার কথাতে লজ্জায় মুখ লুকাতো সে এখন বড় রাজনৈতিক নেতা, তার গাড়িতে দেশর পতাকা উড়ে, আগে পিছে সরকারি প্রোটোকল :)
* সবচেয়ে ধার্মিক ছেলে টা ? আরে... সো তো গত বছর বাঁশ তলায় পুলিশের ক্রসপায়ারে মারা গেছে, সে নাকে একটা জঙ্গী গোষ্টির প্রধান ছিল:)
* সেই মেয়েটা যার সাথে প্রেমের ইচ্ছা..... কার কথা বলছেন ? মিস সানাই মাহাবুব না তো ?
* সেই লম্বু ভালো আছে..... বাজারে মুদি মালের দোকান আছে।
* বুনু মেয়েটা ? একটা রেডিও চ্যনেলের রডিও জকি, কষ্ট গুলো আড়াল করে সে ও ভালো আছে, এখনো হাসে :)
* সবজি চাষির ছেলেটা ? চাষ করতে গিয়ে দাদন / ঋণের ফাঁদে পড়ে গত বছের বউ বাচ্ছা নিয়ে গলায় দড়ি দিয়েছে :(
*কোপা সামছু এখনো সমান তালো কোপাইতে আছে, তাই তো পালাপাইন সুর করে করে বলছে কোপা সামছু কোপা :)
* আর বাঁকি গুলো ? ইয়াবা....... ইয়াবা....... করে যাপিত দিন গুনছে


........................................... ভালো থাকবেন ভাই

২২ শে মে, ২০১৯ বিকাল ৫:৩৮

গোলাম রাব্বি রকি বলেছেন: সকলের গায়েবি খবর জানানোর জন্য অশেষ ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন।

৮| ২২ শে মে, ২০১৯ বিকাল ৩:৪৮

আপেক্ষিক মানুষ বলেছেন: অসাধারণ স্মৃতিচারণ! ভাবিয়ে তোলে, মন খারাপ করে দেয়। সুন্দর কেন সুন্দর থাকে না? অতীত কতইনা সুন্দর...

২২ শে মে, ২০১৯ বিকাল ৫:৩৯

গোলাম রাব্বি রকি বলেছেন: ধন্যবাদ

৯| ২২ শে মে, ২০১৯ বিকাল ৪:৪২

নীল আকাশ বলেছেন: স্মৃতি নিয়ে লেখাটা বেশ ভালো লাগলো। উপরের সব লাইনগুলিই কারো না কারো সাথে মিলে যাবেই।
স্মৃতি নিয়ে আমার একটা কবিতা আছে প্রায় একই থীম নিয়ে। পড়ে আসার আমন্ত্রন দিয়ে গেলাম।
শুভ কামনা রইল।

২২ শে মে, ২০১৯ বিকাল ৫:৪০

গোলাম রাব্বি রকি বলেছেন: আমন্ত্রণের জন্য ধন্যবাদ। আপনার জন্যও শুভকামনা...

১০| ২২ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর স্মৃতিচারন।

২৩ শে মে, ২০১৯ রাত ১:৫২

গোলাম রাব্বি রকি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

১১| ২৩ শে মে, ২০১৯ বিকাল ৩:০৮

রায়হান চৌঃ বলেছেন: আসলেই......... বাপের খইয়া তাইরে নাইরে করে বেড়াই তো.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.