![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোটের হাওয়া শুরু হলে
ভোটারদের পোয়াবারো,
চা পানে হবে না চাই
নগদ টাকা আরও,
টাকা পয়সা ছিটাতে বিলাতে
প্রার্থীরা হন ফতুর,
মালকড়ি কামাতে বেশি
ভোটাররা অতি চতুর।
যত খুশি টাকা ঢালো
ভোটে হবে জিততে;
ভোটারদের খুশি করো
হরণ করো চিত্ত।
মিথ্যা গুজব,ভোটের হিসাব
প্রায় ভোটার করে,
জ্ঞানী যারা মুখ খোলেনা
হেসে তারা মরে।
রাত জেগে মোড়ে মোড়ে
চা খাওয়ার ধুম,
দিনে রাতে ঘোরে প্রার্থীরা
কামাই করে ঘুম।
ভোটে জিতে প্রার্থী খায়
বিরিয়ানি অমলেট,
জনগণ হয়ে যায় সেখানে
প্রায় ডিলেট।
টাকা খেয়ে ভোট দিয়ে
কেন খোঁজ করো?
সেবার আশা বাদ দিয়ে
সবাই এখন মরো!
ভোট হচ্ছে আমানত
রক্ষা তাকে করলে;
ইহকালে শান্তি পাবে
স্বর্গ পাবে মরলে।
০৯/১১/১৭ খ্রীঃ
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪০
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আপনার মন্তব্য আমাকে অনেক প্রীত করল।
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৫৮
চাঁদগাজী বলেছেন:
ব্লগে স্বাগতম।
কমেন্টের উত্তর দেয়ার জন্য, পাঠকের কমেন্টের টেক্সট বক্সের উপরে, ডানপাশে যে গ্রীন এরো (কিছুটা বাঁকা) দেখছেন, উহাতে ক্লিক করলে, উত্তরের জন্য এডিট এরিয়া আসবে; তাতে লিখে, উহার নীচে মন্তব্য "মন্তব্য প্রকাশ করুণ" বাটনে ক্লিক করুন।
২৬ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আসলে আমরা ভোট দিতে শিখেনি।
ওস্তাদ চাঁদ গাজী আপনাকে অনেক ধন্যবাদ আমাকে কমেন্টের উত্তর দেয়ার সিস্টেমটা জানানোর জন্য। আপনার প্রত্যেকটি পোস্ট গুরুত্ব দিয়ে পড়ি এবং ভালো লাগে।
শুভেচ্ছা নিয়ে বাধিত করবেন।
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫০
প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। ধন্যবাদ।
২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৭
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য।
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫১
অর্ধ চন্দ্র বলেছেন: স্বগতম, শুভেচ্ছা শুভকামনা রইল সামুতে।
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৬
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ছড়া কবিতা পড়ে আপনার শুভাশিস মন্তব্য আমাকে বেশ প্রেরণা যোগাবে। ভালো থাকবেন সবসময়।
৬| ২৯ শে জুন, ২০১৮ সকাল ১০:৫১
খায়রুল আহসান বলেছেন: ব্লগে আপনাকে বিলম্বিত সুস্বাগতম জানাতে এখানে এলাম! এখানে আপনার বিচরণ দীর্ঘস্থায়ী হোক, আনন্দময় ও স্বচ্ছন্দ হোক! হ্যাপী ব্লগিং!
এখানে প্রকাশিত আপনার প্রথম পোস্টটা পড়ে গেলাম। কবিতা ছন্দে অর্থাৎ অন্ত্যমিলে অথবা ছন্দমুক্ত গদ্যে- দু'ভাবেই লিখা যায়। তবে ছন্দে লিখলে শুধু দুই একটা স্তবকে নয়, কবিতার সারা শরীর জুড়ে যেন একই ছন্দ বজায় থাকে, সেদিকে নজর রাখা প্রয়োজন।
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৮
চাঁদগাজী বলেছেন:
২০০/৫০০ টাকা পেয়ে, ভোট দিয়ে, ১৭ কোটীকে ক্রীতদাস বানাচ্ছে ইডিয়টেরা