![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফাগুন মাসের সতেজ হাওয়া
লাগল সারা গায়,
শিমুল ফুলের রঙিন আভা
ছড়িয়ে পড়ছে তাই।
আমের মুকুল জানান দিচ্ছে
ছড়িয়ে তার সুবাস,
অটবি তার জড়তা কাটিয়ে
দেখায় সবুজের আভাস।
প্রেমিক যুগলের পুলক জাগে
ফাগুনী রং মেখে,
প্রকৃতি রং ছড়িয়ে দেয়
ওদের আবেগ দেখে।
আবির রঙে মন ছুয়ে যায়
কি অপরুপ লাগে!
শীত নিদ্রা ভেঙ্গে প্রকৃতি
ওঠে তারুণ্য জেগে।
ভালোবাসার রঙে রঙিন হোক
পবিত্র এই ধরা,
স্বর্গীয় বন্ধন দৃঢ় হোক
কেটে যাক জরা।
১লা ফাল্গুন ১৪২৪ বঙ্গাব্দ
কবিতাটি ফেসবুকে আমার আই ডিতে আগে প্রকাশিত
ছবি, গুগুল থেকে নেয়া।
©somewhere in net ltd.