![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমাজ এখন বদলে গেছে
যাচ্ছেনা আর বাচা,
চিন্তা চেতনায় অধিকাংশই
একেবারেই কাঁচা।
যে যার মত বলছে কথা
আগা মাথা নেই,
সমালোচনা করলে পরে
হারিয়ে ফেলে খেই।
জ্ঞানীদের সম্মান নেই যেখানে
সেখানে জ্ঞানী জম্মায় না,
এই সমাজ তাড়াতে তাদের
ধরে নানা রকম বায়না।
সুকুমার তর্ক বিতর্ক আর
হলে আলোচনা,
বোধ বুদ্ধি বেড়ে যাবে
বাড়বে বিবেচনা।
মানবিক সমাজ গড়তে এখন
জ্ঞানীদের প্রয়োজন,
সুশীল জনের এগিয়ে আসতে
লাগবে কি আয়োজন?
সামাজিক উন্নয়ন করে যদি
কেউ কাজের মুল্যায়ন পায়,
তার গতি ভালো কাজে
শতভাগ বেড়ে যায়।
সৎ কাজে সমালোচনায়
পিচু হটতে নাই,
হাতে হাত ধরে দেশটাকে গড়ি
ভেদাভেদ ভুলে যায়।
১৯/০৩/২০১৮খ্রীঃ
ছবিঃ গুগুল থেকে ক্রয় করা।
২০ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৪
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: মন্ডল ভাই, ছড়া কবিতা পড়ার জন্য কৃতজ্ঞ রইলাম
২| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: শিক্ষামূলক নীতিছড়া।
ভাল লেগেছে। অনেকেরই ভাললাগার কথা।
শুভেচ্ছা রইল।
২০ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৬
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আপনার প্রেরণা এগিয়ে যেতে আমার সহায়ক হবে। শুভেচ্ছা জানবেন।
৩| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪০
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, এই ধরণের ধারনাগুলো গদয়ে প্রকাশ সহজ।
২০ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫০
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আপনার উপদেশ মুলক মন্তব্য বেশ ভালো লাগলো। প্রীত হলাম।
৪| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: প্রথম পেজে আসেন আড্ডা দেই
২১ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৬
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: প্রথম পেজে কবে যে চান্স পাবো তা একমাত্র সামু অথরিটি আর আল্লাহ তায়ালাই ভালো জানেন। যদি সামু কর্তৃপক্ষ কোনদিন প্রথম পেজে জায়গা দেয় তাহলে ভরপুর আড্ডা দেয়া যাবে।
কবিতাটি পড়ার জন্য শুভেচ্ছা রইলো।
৫| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১১:১১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার প্রোফাইল দেখলাম।
পোস্ট কম হয়ে যাচ্ছে। নিয়মিত লিখুন, টাইপিং করুন, ব্লগে থাকুন। আপনার লেখার মান উন্নত। দ্রুত সেফ হবেন।
২২ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৫
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আমি মুলত ফেসছড়াকার ওখানে অনেক ছড়া কবিতা আছে। পরামর্শ দিলেম এবং কষ্ট করে পড়েছেন এর জন্য হৃদয় নিংড়ানো শুভেচ্ছা জানবেন।
৬| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৫
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: মারহাবা জানালাম
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সুন্দর হয়েছে।
আপনিতো সুকুমার রায়ের মত ছড়া লিখেন? লিখতে থাকুন।