![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার একটি শাখা।
আজ ২৮ মার্চ সোমবার ১৯৮০ সালের ১৬ই ডিসেম্বর প্রতিষ্ঠিত গৌরীপুর পাতাবাহার কচি-কাঁচার মেলার বার্ষিক সাধারণ সভা ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। মেলার কার্যালয় দাউদকান্দির গৌরীপুরে অবস্থিত মুনমুন প্রিন্টার্সে উক্ত সভা থেকে মেলার নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
সভার সভাপতি গৌরীপুর পাতাবাহার কচি-কাঁচার মেলার প্রবীণ সদস্য (উপদেষ্টা) পরিষদের সভাপতি (পরিচালক) মো: হাবিবুর রহমান হাবিব কে পুনরায় সভাপতি (পরিচালক), তরুণ সহযোগী পরিষদের সদস্য শাহীন আহম্মেদ চৌধুরীকে তরুণ (সহযোগী) পরিষদের সাধারণ সম্পাদক (সংগঠক) এবং শিশু (কর্মী) পরিষদের সাবেক যুগ্ম আহবায়ক নাহিদ হাসান শিহাবকে শিশু (কর্মী) পরিষদের আহবায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট এ নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়।
কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন প্রবীণ সদস্য (উপদেষ্টা) পরিষদের সহ সভাপতি (যুগ্ম পরিচালক) বাসুদেব ঘোষ, সহ সভাপতি (যুগ্ম পরিচালক) শাহনেওয়াজ হক, সদস্য ওমর ফারুক মিয়াজী, সদস্য নুরুন্নাহার বেগম, তরুণ (সহযোগী) পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক (যুগ্ম সংগঠক) এস. এম. হৃদয় রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক (যুগ্ম সংগঠক) সাজেদুল ইসলাম শাওন, সদস্য আবুল বাশার, সদস্য সোমানা তানাজিন মুনা, শিশু (কর্মী) পরিষদের যুগ্ম আহবায়ক জুবায়ের আহম্মেদ, যুগ্ম আহবায়ক ফারহান আহম্মেদ মিয়াজী, সদস্য মির্জা সাদমান হোসেন সোহান এবং সদস্য ইয়ামিন ইসলাম মাহিন।
©somewhere in net ltd.