নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কালের ইতিকথা

অনলাইন সিকিউরিটি কনসালট্যান্ট ও সফটওয়ার অ্যানালিস্ট । অপেক্ষায় আছি কখন সময় থমকে যায়....

গৌতম রায় তাপু

গৌতম রায় তাপু › বিস্তারিত পোস্টঃ

সুরিয়্যালিজম

১৭ ই জুন, ২০১৩ রাত ১০:৫৬

তোমার মুখে এখন স্পষ্ট বিরক্তি ,

জ্যামিতিক রূঢ় বাস্তবতার কঠিন কঠোর আদল ।

শপিং মলের বানিজ্যিক বিকিকিনির হিসেবী ছায়াচিত্র বিরাজিত

তোমার মুখমন্ডলে , অন্ধকার ক্রম ঘনায়মান ।

প্রেমের নান্দনিকতা আর খুঁজে পাইনা এখানে এলে তোমার মাঝে ।

তুমি খোঁজো অর্থনৈতিক নিরাপত্তা মাসকাবারী বাজারের মধ্যে ।

তুমি স্বপ্ন দেখ পরিমিত সুখী জীবনের ।

স্বপ্ন শেষে আশাভঙ্গে তোমার মুখটা জটিল অঙ্ক হয়ে যায়

আর আমি মিথ্যে চেষ্টা করি বাগানে ফুল ফোটানোর ।



এই তুমিই উচ্ছল ছিলে - সহজ ছিলে ইউনিভার্সিটির সবুজ বনানীর মাঝে, নস্টালজিক হয়ে শোনাচ্ছিলে তোমার জীবনবৃত্তান্ত । কত নিষ্পাপ ছিল সেই মুহূর্তগুলো !

তখন তোমার মুখে আলো দেখেছিলাম আমি ।

তখন তুমি ছিলে কবিতা ।

আর এখন হয়েছ গদ্য ।

নিয়নের আলোয় তুমি বদলে গিয়েছ !





মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৩ রাত ১১:০৭

মায়াবী ছায়া বলেছেন: তখন তোমার মুখে আলো দেখেছিলাম আমি ।
তখন তুমি ছিলে কবিতা ।
আর এখন হয়েছ গদ্য ।
নিয়নের আলোয় তুমি বদলে গিয়েছ !

>ভালো লাগলো ।ভালো থাকুন ।।

১৭ ই জুন, ২০১৩ রাত ১১:২৫

গৌতম রায় তাপু বলেছেন: ধন্যবাদ মায়াবী ছায়া । আপনিও ভালো থাকুন ,, সুস্থ থাকুন - প্রত্যাশা করি ।

২| ১৭ ই জুন, ২০১৩ রাত ১১:১৪

সোহাগ সকাল বলেছেন: লেখার সাথে প্রচ্ছদটাও চমৎকার!

১৭ ই জুন, ২০১৩ রাত ১১:৩০

গৌতম রায় তাপু বলেছেন: ভালো লাগলো আপনার ভালো লেগেছে বলে । ইন্সটলেশান ভালো কিন্তু কন্টেন্ট খারাপ - এটাই প্রতীয়মান হয় আপনার কথায় । পরবর্তীতে কন্টেন্ট নিয়ে আরো ভাবব - কথা দিলাম ।

৩| ১৭ ই জুন, ২০১৩ রাত ১১:১৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম

১৭ ই জুন, ২০১৩ রাত ১১:৩১

গৌতম রায় তাপু বলেছেন: বেশ ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.