![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোভিয়েত দেশ, সোভিয়েত নারী - এই ম্যাগাজিনগুলো অনেক আগে পাওয়া যেত....ছোটোবেলায় সঙ্গী ছিল বইগুলি । তৈলাক্ত মসৃন ঝকঝকে ছাপা, মন কেমন করা রঙের গন্ধ, সোভিয়েতের অজানা খবর - ছবি- বর্ননা, খামারের ছবি, বৃহদাকার ট্রাক্টরের ফটো, কমিউন, উন্নত চাষের খবর, ইউক্রেনের সবুজ প্রান্তর, দৈত্যাকার শিল্পসংক্রান্ত মেশিন, নারীপ্রগতির সংবাদ - খুব মিস করি...খুউউউউব ।বছরশেষে নতুন বইএ মলাট দিতাম " সোভিয়েত দেশ, সোভিয়েত নারী " - বই এর পাতা ছিঁড়ে - অবুঝের পাপ ।।
পাপস্খালন করতে চাই - ম্যাগাজিনগুলি সংগ্রহে রেখে , অন্তত এককপি করে । উত্তরপুরুষের কাছে নয়ত উত্তরাধিকারের প্রশ্নে আমার দৈন্যতা প্রকাশ পাবে । কোথায় পাব - কেউ আলোকপাত করবেন প্লিজ ? কলকাতা - ঢাকা - দুপারের বইপিপাসু সজ্জনদেরই বলছি । সনির্বন্ধ অনুরোধ । একটা সংস্কৃতিকে বাঁচিয়ে রখতে চাইছি !
উপযুক্ত সাম্মানিক বিনিময় মূল্য প্রদান করব , কিন্তু পাওয়াটা জরুরী ।
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩১
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: হ্যাঁ, স্মৃতি হানা দিলো সেই দিনগুলোতে।
কি চমৎকার উন্নত মানের ছাপা ছিলো সেগুলো। লেখার কন্টেন্টও ব্যতিক্রমি। মানে সমাজ, দুনিয়াকে অন্যচোখে দেখিয়েছিল।
আপনি কি ঐ পারের ?? মানে কলকাতার ??
আমাদের এখানে পুরানা পল্টন কমিউনিষ্ট পার্টির অফিসের সামনে চকিতে পাওয়া যায় একটা দুটা । আমিও এরকম কিনেছি র্পূণবার, মালা্কাইটের ঝাপিঁ, রুশ গল্প সংকলন ইত্যাদি।