নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কালের ইতিকথা

অনলাইন সিকিউরিটি কনসালট্যান্ট ও সফটওয়ার অ্যানালিস্ট । অপেক্ষায় আছি কখন সময় থমকে যায়....

গৌতম রায় তাপু

গৌতম রায় তাপু › বিস্তারিত পোস্টঃ

দিন বদলের স্বপ্ন

১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৯

আবার ভোটরঙ্গ ! আবার প্রতিশ্রুতির বন্যায় ভাসছে পথঘাট - প্রান্তর - তেপান্তর !! অভুক্ত বুভূক্ষূ মানুষগুলিকে আবার স্বপ্নের মায়ান্জন বুলিয়ে কষ্ট ভুলিয়ে দেবার নানা পাঁয়তাড়া । স্বপ্নের ফেরীওয়ালারা নিজ নিজ স্ট্র্যাটেজী নিয়ে হাজির ভোটভিক্ষায় । কত অঙ্ক, কলাকৌশল - অবাক নয়নে পরিতৃপ্তির সাথে চাহিয়া দেখি !



প্রার্থী হবার জন্য কোনো পড়াশোনা সম্পর্কিত বেসিক কোয়ালিফিকেশন দরকার পড়ে না । রামা - শ্যামা - যদু-মধু- কুলি-দুধওয়ালা - মাতাল - ধর্ষক-খুনি- রাজা- উজির - প্রজা - সবাই দিবে আর নিবের মহান উন্নয়নে ব্রতী হতে পারে ! দরকার শুধু উন্নয়ন আর সেবা করার দূর্দমনীয় ইচ্ছা ! হতেই পারি আমি খুন- ধর্ষনে অভিযুক্ত কিংবা দূর্বিত্ত- তাই বলে কি আমার মানবসেবার মোছ্ছবে প্রার্থী হবার সাংবিধানিক অধিকার নেই ? আমার বুঝি ক্যালি নাই ?



আজব গনতন্ত্র রে বাপ্ !ডাক্তার-মোক্তার-উকিল-মাষ্টার মায় পিওন হবার গেলেও একটা পাশ লাগে - কারন ? এইগুলান নাকি প্রোফেশনাল জব্ । বি এড - বেসিক ট্রেনিং ছাড়া মাস্টারী চাকরী হইব না- ইন্টার্নশিপ ছাড়া পুরাপুরি ডাক্তার হয়ওন যাইবো না- নার্সিং ট্রেনিং ছাড়া নার্স ? নৈব নৈব চ । কিন্তু মন্ত্রী - এম এল এ - এম পি - হওনের লাইগ্যা পাশের কোন দরকার হে ? দেশ কি মানুষ যে তার সেবা করতে পাশ লাগবো ? পাট্টির দেওয়া গেটপাশ আছে না পকেটে ? চালিয়ে যাও বাওয়া !



ইলেকশান কমিশনের উচিৎ প্রতিটি প্রার্থীর ডাটাবেস- ইনফো-অতীতের ট্র্যাকরেকর্ড-যোগ্যতা-অপরাধের বিবরন ( যদি থাকে ) ইত্যাদি " know your candidate " ba KYC প্রতিটি ভোটারকে সরবরাহ করা । সম্পত্তির পরিমান - এক্সপেক্টেড আয়কর - প্রতিশ্রুতির পরিমান - কর্মকূশলতা - কথা ও কর্মের পার্থক্য ইত্যাদি উল্লেখ থাকা প্রয়োজন !



প্রতিটি প্রার্থীকে প্রতিশ্রুতি ছাপানো লিফলেটে স্বাক্ষর ও দলীয় প্রতীক সহ সকল ভোটারকে সরবরাহ করতে হবে যাতে ভোটার ঐ প্রার্থীকে প্রশ্ন করতে পারেন প্রতিটি প্রতিশ্রুতি পালন ও ব্যার্থতা সম্পর্কে । যারা দলীয় জোট গড়ে সরকার গঠনের কথা বলছেন - বাম-ডান- অতি বাম - সংরক্ষনের ধ্বজাধারী দল- সাম্প্রদায়িক দল- সামাজিক ভেদাভেদসৃষ্টিকারী জাতিভিত্তিক দল - সকলকেই বলা যেতে পারে - দাবী করেছিলেন - সরকার গড়বেন - স্থায়ী সরকার দিবেন - তার কি হল ? সরকার পড়লে সব দোষ অন্যদলের - " আমরা বাবা জনগনের যাবতীয় উন্নয়নের ঠিকা নিয়ে বসে থাকার লাইসেন্স নেওয়ায় সমর্থন তুলে নিলাম " - বললে চলবে না । সরকারে অংশগ্রহনকারী প্রতিটি দলকে সরকার ভাঙ্গার দায়ভার নিতে হবে । " দুদিন আগে ওরা ভাল ছিল তাই সাথে ছিলাম - আজ ও চোর - আমি সাধু - তাই বেরিয়ে আসলাম " - বললে চলবে না - প্রত্যেকদলকেই দায়ভার নিতে হবে । গতবারের প্রতিশ্রুতির লিফলেট নিয়ে প্রার্থীকে প্রচারে বেরোনো বাধ্যতামুলক করা হোক । প্রত্যেক দলেরই কিছু খুব করিৎকর্মা - খুনি-ধর্ষক থাকে যারা নাকি " দলীয় সম্পদ " - এই আগাছাগুলিকে নাশ করা অতীব প্রয়োজন ।



" আমদের দেশে সেই প্রার্থী হবে কবে-

যে কথায় বড় না হয়ে কাজে বড় হবে ? "



সংসদ-বিধানসভা-বিধানপরিষদ এ নির্বাচিত জনপ্রতিনিধিদের হাজিরার ও কাজের খতিয়ান প্রতিবছর ও নির্বাচনের প্রাক্কালে প্রকাশ করতে হবে । জাতির জানার অধিকার আছে যে করিৎকর্মাটাকে পাঠালাম তার রিপোর্টকার্ড কি হল ? তিনি কি হাততোলা পার্টি ? নাকি ঘুমিয়ে কাটালেন ?



পরিশেষে - জেলার এক প্রার্থী তার পরিচিতি সম্পর্কিত পুস্তিকা প্রকাশ করেছেন । তার ব্যক্তিগত যোগ্যতা নিয়ে সন্দেহ নেই । শিক্ষাগত যোগ্যতার নিরীখে তিনি প্রনম্য । কিন্তু পুস্তিকায় তাঁর কোনোও প্রতিশ্রুতি ই স্থান পায়নি । তবে কি তিনি ভাওতা দিচ্ছেন ? নাকি তাঁর পক্ষে কোনো প্রতিশ্রুতি রক্ষা সম্ভব না ? তার দল যতগুলি স্ক্যাম করলো সেগুলি কেন পুস্তিকায় স্থান পায়নি ? দেশের সরবোচ্চ রাজনীতিকের অফিস থেকে ফাইল হারানোর জন্য কে দায়ী হবে ? সিংহের ঠাকুর্দা ? মুদির হাতের রক্তের দাগের হিসাব কে করবে ? বাংলার অর্থনৈতিক কেলেঙ্কারীর দায়ভার বহন কারী বর্তমান দলের মূল্যায়ন কে করবে ? জনদরদী তকমাআঁটা কৃষকখুনী দলেরই বা কৈফিয়ৎ চাইবে কে ?



যা শালা - ভুলেই গিয়েছিলাম - আমরা তো ডেমোক্রেটিক ফাউন্ডেশন ! এই প্রশ্নগুলির উত্তরে সব দলের এক রা ! আমি খুন ও হয়ে যেতে পারি ! !!



চোপ ! গনতন্ত্র চলছে !!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.