![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার মধ্যে আমি আছি,
আবার তোমার মধ্যে পথ অন্বেষন করে,
হেঁটে যাচ্ছি বহু দুরে, তোমাকে অন্বেষনেই হাঁটা -
এ হাঁটা অন্তহীন, কবে ফুরোবে - জানি না
জানে পথের বিধাতা ।
তোমাকে তো ভাবি ভরা বন্যা প্লাবনে, ঝড়ে ও ঝন্ঝায়,
তবুও মনে হয় - তুমি কাছে থেকেও বহু দুরে
আজন্মকাল বৃত্তের বাইরে,
আমি যেন কানামাছি খেলে যাচ্ছি-
শুধুই - --
তোমাকে ছোঁব বলে ।
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৭
তুষার কাব্য বলেছেন: আমরা সবাই যেন কানামাছিই খেলে যাচ্ছি। দারুন কথামালা ।
শুভেচ্ছা জানবেন ।
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩২
মাহবুবুল আজাদ বলেছেন: খুবই খুবই সুন্দর