![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।
আমার প্রোগ্রামার হওয়ার গল্প বলি। লাস্ট সেমিষ্টার। প্রতিদিন ভার্সিটিতে যাই। ক্লাশ থাকলে ক্লাশ করি। না থাকলে টং দোকানে বসে চা খাই, সিগেরেট ফুকি। বই-খাতার সাথে কোন সম্পর্ক নেই। পরীক্ষার আগে আগে দেখা যাবে। কিছুদিন ধরেই মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পাস করে করবটা কি? ক্লাশের এক বন্ধু গ্রামীন ফোনে কি যেন এক জব পেয়েছে। সে এখন ডুমুরের ফুল। আমরা সবাই আশায় আশায় থাকি। বন্ধুটি এসে আমাদেরকে যদি একটু নসিয়ত করে যেত। একদিন তার দেখা মিলল ঠিকই। কিন্তু তার ভাব চক্করে আমরা যে যেখানে ছিলাম সে সেখানেই দাড়িয়ে রইলাম। ওই শুধু এদিক ওদিক একটু দৌড়া দৌড়ি করে আবার হাওয়া হয়ে গেল। সেদিনের জন্য আমাদের হাটা চলাচল আবার স্বাভাবিক হয়ে এল।
ভার্সিটিতে এক সেমিষ্টার ড্রপ দিয়েছিলাম। পুরনো বন্ধুদের সাথে দেখা সাক্ষাত হয় মাঝে মাঝে। কয়েক জনের ব্যাংকে জব কনফার্ম। এখন শুধু পাস করা বাকি। খবরগুলো শুনি আর উদাস হয়ে যাই।
উপরের সেমিষ্টারের বড় ভাইদের অবস্থা খুব একটা খারাপ নয়। একজন ভার্সিটির টিচার হয়ে গেলেন। একজন একটি গ্রুপ অব কোম্পানির আইটি ম্যানেজার হয়েছেন। কয়েকজন সফ্টও্য়্যার ফার্মে চাকুরি করছেন। বাকিরা ভালোই আছেন। এসব দেখে আশায় আবার বুক বাঁধি।
হঠাৎ এক সন্ধ্যায় দুবন্ধু আমি আর হাসান চায়ের দোকানে সিগেরেট ফুকতে ফুকতে চিন্তা করলাম প্রোগ্রামিং শিখব। শুনছি সরকার সফ্টওয়্যার ফার্ম গুলোকে সুদ ছাড়াই ঋন দিচ্ছে। মনে হচ্ছে এখানে চাকুরি বাকুরি ভালোই পাওয়া যাবে। আর বিল গেটস্, স্টিভ জবস্ -এদের কথা কে না জানে। ভালো মতন প্রোগ্রামিং শিখলে চাকুরি মনে হয় একটা জুটানো অসম্ভব হবেনা? আর ভার্সিটির কয়েকজন প্রোগ্রামার বড় ভাইদের তো দেখছি। ওনাদেরকে সবাই সমিহ করে চলে দেখেছি।
তো যেই ভাবনা সেই কাজ। দৌড় ঝাপ মেরে সিস্টেকের কাটাবন শাখায় খোজ করলাম। কয়েকজন বড় ভাইয়ের সাথে কথা বললাম। ভিবি৬ ল্যাংগুয়েজ শিখব ঠিক করলাম। এখানে একটু বলে রাখি। ভিবি৬ নাকি ডটনেট নাকি জাভা শিখব এই সিদ্ধান্তটা আমরা কারওর কাছ থেকে নেইনি। বড় ভাইদের কাছ থেকেও সঠিক কোন নির্দেশনা পাইনি। তখন যদি কেউ বলত, আরে বোকা ডটনেটের যুগে ভিবি৬ শিখবা কেন্? তাহলেই হয়তো আজকের দিনটা অন্যরকম হত। এই ভিবি৬ থেকে বের হতে আমার ৪ বছর সময় লেগেছিল।
যাই হোক, আমরা ৭ জন বন্ধু ভিবি৬ প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখলাম। তার মধ্যে আজকে আমরা ৪ জন এই প্রোগ্রামিং করেই রুটি রোজগার করছি। বাকি ৩ জনের ২ জনই ট্র্যাকের বাইরে। আর একজন নেটওয়ার্কিং লাইনে আছে।
মাঝে মাঝে আমরা বন্ধুরা আলোচনা করি - হঠাৎ আড্ডা দিতে দিতে প্রোগ্রামিং শিখতে চাওয়ার চিন্তাটা আমাদের জীবনে একটি টর্নিং পয়েন্ট ছিল। এই মুহুর্তের ভালো কোন চিন্তাই যে ৫ বছর পরের একটি ফসল তা সচেতন ভাবে কজনেই বা ভাবি.....
যে কথা বলিনি কাউকে - সিরিজ লিন্ক।
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৭
গ্রীনলাভার বলেছেন: ধন্যবাদ।
২| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫০
মো কবির বলেছেন: খুব সুন্দর লেখা।
আমিও আপনার মতো কম্পুতে শেষ সেমিস্টারে পড়তেছি।
কোন ল্যাঙ্গুয়েজই ভাল পারি না, HTML, Php,CSS,C++,Java এবং MySql এ গুলো কিছুটা পারি, আর সিটা একটু ভাল পারি।
রেজাল্ট মোটামুটি ভাল এবং একটা জার্নাল পেপার আছে।
একটু পরামর্শ দিন,আমি কোন দিকে জব নিতে পারি, মানে আমি বুঝতে পারতেছিনা আমি কোন দিকে যাব। ইতিমধ্যে অনেকেই ব্যাংকে এখানে সেখানে সিভি দেওয়া শুরু করে দিয়েছে কিন্তু আমি এখনো বুঝতে পারতেছিনা আমার কোন দিকে যাওয়া ভাল হবে।
আশা করি একটু পরামর্শ পাব আপনার কাছে।
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০২
গ্রীনলাভার বলেছেন: আমার মতে প্রোগ্রামিং লাইফ একটি এ্যাডভেন্চারাস লাইফ। কাজের চাপে মাঝে মাঝে আপনার মনে হবে এখুনি মারা যাবেন। কিছুক্ষন পর আবার বেঁচে উঠবেন। এরপর আবার মারা যাবেন....
বাংলাদেশে সি-শার্প ডটনেটের মার্কেট ভাল। জাভাও শিখতে পারেন। ওয়েব এপ্লিকেশন ডেভেলপম্যান্ট শিখবেন অবশ্যই (এইচ টি এম এল, সি এস এস, জে কোয়েরি)। ডেস্কটপ ডেভেলপম্যান্ট সহজ।
আপনার জার্নাল পেপার আছে বললেন
সার্টিফিকেট বের হলেই ইউরোপিয়ান যেকোন দেশে মাষ্টার্সে এপ্লাই করুন। জার্মানে আসতে পারেন।
৩| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৬
টানিম বলেছেন: হুম
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৪
গ্রীনলাভার বলেছেন: ইয়াপ
৪| ১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
অশান্ত পৃথিবী বলেছেন: আমিও কম্পু নিয়া পড়ছি । HTML,CSS,C,C++,MySQL পারি।
java,php শেখার চেষ্টায় আছি । অনলাইনে ইন্টারনেট মার্কেটিং এর কাজ করছি ।
রেজাল্ট এখন পর্যন্ত ভালো আছে।
মূল্যবান দিকনির্দেশনা আশা করছি।
কিছু প্রশ্ন ছিলো । আমার মেইল [email protected]
১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
গ্রীনলাভার বলেছেন: প্রশ্ন করে ফেলুন।
৫| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৬
মো কবির বলেছেন: সুন্দর উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।
আমিও ভাই বিদেশ যেতে চাই, কিন্তু ভাই IELTS,GRE এই সব মুই ভয় পাই যে ভাই, ঐ গুলান ছাড়া কোন হানে ভাই যেতে পারব ভাই তাহাই কন। দেখি টেরাই করে।
১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৩
গ্রীনলাভার বলেছেন: ইউরোপের খুব কম সংখ্যক ইউনিতে IELTS,GRE - এসব লাগে না। শুধু আপনার ইউনির দেয়া ইংলিশ প্রোফিসিয়েন্সি সার্টিফিকেটে কাজ হবে। সেক্ষেত্রে আপনার রেজাল্ট আর রিসার্স পেপার পছন্দ হওয়ার ব্যাপার চলে আসবে। জার্মানির বিভিন্ন স্ট্যাট ইউনি গুলোতে ঢু মরে দেখুন। আর IELTS কে এত ভয় পাবার কিছু নেই মনে হয়।
৬| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:২১
অশান্ত পৃথিবী বলেছেন: বাস্তব ক্ষেত্রে প্রোগ্রামিং এর কি কি কাজ করা হয় ? এর জন্য এক একটা ল্যাংগুয়েজের কোন বিষয় গুলো জানতে হয় ?
যেমন মনে করেন, আমি সি তে প্রোগ্রাম লিখতে পারি,কোডিং বুঝি । এটা হলেই হবে, না নির্দিষ্ট কোনো বিষয়ের প্রবলেম সলভ করার যোগ্যতা থাকতে হবে ?
আশা করি আমার প্রশ্নটি বুঝাতে পেরেছি ?
বেসিক্যালি আমাদের দেশে কোন কোন কাজ গুলা করা হয় এবং সেই কাজ করার জন্য কোন কোন ল্যাংগুয়েজের কি কি অংশ জানা দরকার ?
১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৭
গ্রীনলাভার বলেছেন: পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি কাজ হয় বিজনেস অটোমেশনের। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বিজনেস অটোমেশন অর্থ হলো ডাটাবেজ রিলেটেড সফ্টও্য়্যার ডেভেলপমেন্ট। এরজন্য DOTNET এবং JAVA বহুল প্রচলিত OOP ল্যাংগুয়েজ। এদেরকে Frontend language ও বলা হয়। আর Backend Database হিসেবে MS MQL Server এবং Oracle বহুল প্রচলিত। আর আমি মুলত ডাটাবেজ ডেভেলপার। তাই অন্য কোন শাখা নিয়ে সঠিক কোন তথ্য দিতে পারছিনা ভাই।
ধন্যবাদ।
৭| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৮
মাইক্রনিায়া বলেছেন: আচ্ছা এত সিএসই গ্রাজুয়েট বের হচ্ছে, সামনের দিনগুলোতে কি সিএসই দের দাম কমে যাবে? নাকি যারা বের হচ্ছে তারা কাজ জানে না?
২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৯
গ্রীনলাভার বলেছেন: কাজ করতে পারা লোকের দাম কমে না কখনো। সে সিএসই ব্যাকগ্রাউন্ডের হোক আর অন্য কোন ডিসিপ্লিনেরই হোক। আমি বাংলায় অনার্স করা একজন খুব ভাল প্রোগ্রামারও দেখেছি।
৮| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৬
মাইক্রনিায়া বলেছেন: একজন ভালো প্রোগ্রামারের বেতন দেশে কত? ওই লোক কত পায়? আর কি পরিমান কাজ করতে হয়?
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৩
গ্রীনলাভার বলেছেন: ভাই, দেশে কোন সেলারি স্ট্যন্ডার্ড নেই। যে যা দেয় - এরকম অবস্থা। তবে ভাল লোকাল কোম্পানি হলে ত্বাত্তিকভাবে সফট্ও্য়্যার ইন্জিনিয়ারিং এবং সি# বা জাভা জানা ভাল একজন ফ্রেসারের বেতন ২০কে+ থেকে শুরু হতে পারে। আর আউটসোর্স ফার্ম গুলোয় ৪০/৫০কে+ হতে পারে। বুঝতেই পারছেন, আপনার এক্সপেরিয়েন্স, নতুন টেকনোলোজি সম্পর্কে আপনার জ্ঞান, প্রোজেক্ট ম্যানেজম্যন্ট সম্পর্কে আপনার ধারনা - এরকম আরও কিছু প্যারামিটারের উপর সেলারি নির্ভর করছে।
ঐ বড়ভাই এখন এসিআই কোম্পানিতে আছেন। ভালই আছেন।
ভাই, সরকারি কোন অফিসে যদি জব পান তাহলে কোন কাজই নেই। আর যদি প্রাইভেট ফার্মে ঢুকেন তাহলে প্রোজেক্ট ডেডলাইন যত আগাবে তত প্রেসার বাড়তে থাকবে। শুধুমাত্র রাতে ঘুমানোর জন্য বাসায় যাবেন বা রাতে অফিসেও থাকতে হতে পারে। তাহলে বোঝেন চাপ কেমন। বিয়েথা না করলে বেচে গেলেন। আর করলে......
৯| ০৭ ই মে, ২০১৩ রাত ৮:০১
কালোপরী বলেছেন:
০৭ ই মে, ২০১৩ রাত ৮:৪৮
গ্রীনলাভার বলেছেন: খাড়ান। আপনের লেখায় আমিও একটা হাসির ইমো দিয়া আসি।
০৭ ই মে, ২০১৩ রাত ৮:৫৬
গ্রীনলাভার বলেছেন: বুঝলাম না কিছুই..... আপনে লেখেন না?
১০| ০৭ ই মে, ২০১৩ রাত ৯:০৫
কালোপরী বলেছেন: ড্রাফটেড
০৭ ই মে, ২০১৩ রাত ৯:০৯
গ্রীনলাভার বলেছেন: কেন? রাগ করছেন?
১১| ০৭ ই মে, ২০১৩ রাত ৯:১০
কালোপরী বলেছেন: নাহ, অন্যদের লেখা পড়বার জন্য নিজেকে ছুটি দিয়েছি
০৭ ই মে, ২০১৩ রাত ৯:১৪
গ্রীনলাভার বলেছেন: ওফ.... এইটারে ছুটি দেয়া বলে? ছুটি কেমন কাটতেছে - এই মর্মে একটা লিখা আশা করতেছি.......
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন: পড়লাম আপনার স্টোরি বাকি পর্বগুলোতেও সাথে আছি।