নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুঝে শুনে ধীরে...

এগিয়ে যাও ...

সািদক

আমরা দরিদ্র হতে পারি, তবে বোকা নই-বাঙালী

সািদক › বিস্তারিত পোস্টঃ

ওয়ান কয়েন এবং ওয়ানলাইফ এর ব্যাপারে মতামত চাই......

১০ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৪৪

One life Video Link

অনেক দিন পর সামুতে আসলাম.....
আমার আশপাশে নতুন এক মাল্টিলেভেল এবং ডিজিটাল কারেন্সি (One Coin) এর শোরগোল পাচ্ছি। মোটামুটি একটা ধারনা নিয়েছিলাম ক্রিপটোকারেন্সি (Bitcoin, Ripple etc.) নিয়ে। কিন্তু এর সাথে এম.এল.এম এর মিশেল নিয়ে নতুন এক পদ্ধতিতে মাঠে নেমেছে এই কোম্পানীটি।
বন্ধুরা, বাংলাদেশে এই ওয়ানকয়েন ও ওয়ান লাইফের আগমন সম্পর্কে কারো অভিজ্ঞতা থাকলে শেয়ার করবেন আশা করি।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৩৫

নতুন বলেছেন: মাল্টিলেভেল থাকলেই খারাপ...

আর যেই ব্যবসা অল্প সময়ে বড়লোক হবার স্বপ্ন দেখায় সেটাও ভুয়া...

২| ১১ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:১৫

আবদুল মমিন বলেছেন: ভাই আমিও এটাতে একটা মেম্বার শিপ পেয়েছি তবে পয়শা দিয়ে নয় পিনলেন্দের এক নাগরিক আমাকে তার হিসাব থেকে কিছু ডলার দিয়া একটা হিসাব খুলে দেয় , যাই হোক আমি এখান থেকে যা বুজলাম যে আপনি এ সাইটে সুধু টাকা ঢুকাতে পারবেন কোম্পানি সরাসরি আপনার থেকে গ্রহন করবে কিন্তু যখন আপনি বাহির করতে আবেদন করবেন তখন কোম্পানি আপনাকে সরাসরি কোন টাকা দিবেনা আপনার সেল করা ডলার যদি কেউ কিনে নেয় তবেই আপনি টাকা উঠাতে পারবেন , তা ছাড়া তাঁদের সাইট থেকে আপনি যদি কেনাকাটা করেন তা হলেই আপনার ডলার ইউজ হবে , তা হলে আবার বুজুন ?

১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:২০

সািদক বলেছেন: ধন্যবাদ, @আব্দুল মমিন। আমি এ নিয়ে আরো ঘাটাঘাটি করলাম....আসলেই এটা টাকা ইন করানোর ধান্দা বটে। তবে ক্যাশ করা যায়! যা অনেক কষ্টে (পারফেক্ট মানি)। এটা তাদের ক্রেতা তৈরী করতেই থাকে....আর লক্ষ আমাদের মতো গরীব দেশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.