নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ব্লগার হতে চাই

মানুষ হায় মানুষ

গুল্টু

আমি শুধু

গুল্টু › বিস্তারিত পোস্টঃ

াসপোর্ট এর পেশা পরিবর্তন প্রসঙ্গে সাহায্য চাই ।

১৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

আমার মেশিন রিডেবল পাসপোর্ট এর পেশা ছাত্র এর পরিবর্তে চাকুরী দিতে চাই, কি কি লাগবে এবং ফি কত জানতে চাই। অভিজ্ঞরা সাহায্য করলে উপকৃত হব।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

ভোরের সূর্য বলেছেন: এমআরপি তে পেশা বদলের কোন অপশন নাই এবং লক্ষ্য করে দেখবেন আপনার পাসপোর্টের কোথাও আপনার পেশা বিষয়ে কিছু বলা নাই। যখন এনালগ পদ্ধতির হাতে লেখা পাসপোর্ট ছিল তখন পেশা উল্লেখ থাকতো পাসপোর্টের মধ্যে এমনকি আইডেন্টিফিকেশন মার্কও উল্লেখ থাকতো কিন্তু এখন এমআরপি তে এসব কিছু নাই যদিও পাসপোর্টে আবেদন করা সময় অনেক তথ্যই দিতে হয় কিন্তু পাসপোর্টে যেগুলো উল্লেখ থাকে সেগুলোই ইম্পরট্যান্ট।

আপনি যে পেশারই লোক হোন না কেন যখন কোন হাইকমিশন কিংবা এ্যাম্বাসিতে এপ্লাই করবেন তখন যেই পেশা উল্লেখ করবেন সেই পেশার সাপোর্টে কাগজ দিতে হবে।

তাই এমআরপিতে পেশা বদল করতে হবেনা। এমআরপি তে শুধু যেসব তথ্য উল্লেখ আছে সেগুলোই শুধু শুদ্ধ কিংবা বদল করতে পারবেন।

১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৯

গুল্টু বলেছেন: Thank you

১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২২

গুল্টু বলেছেন: ধন্যবাদ।

২| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৯

নতুন বলেছেন: আমি ৮ বছর ধরে ছাত্র ই ব্যবহার করেছি... কোন সমস্যা হয়নাই...

কিন্তু বাইরে মাইগ্রেসনে মনে হয় পেশা ঠিক হওয়া উচিত...

তবে সাধারন ভাবে এইটা না পাল্টালেও চলে... সমস্যা হয় না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.