নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপছন্দঃ গদ্যসম মুক্তছন্দ কবিতা।

গুপী গায়েন

সোনার ফসল ফলায় যে তার, দুই বেলা জোটে না আহার। হীরের খনির মজুর হয়েও কানা-কড়ি নাই, ও ভাই রে... [email protected] http://aboutmusicss.blogspot.com/

গুপী গায়েন › বিস্তারিত পোস্টঃ

ব্লগার রাজামশাই

১৫ ই জুন, ২০১৫ বিকাল ৫:৩২

কয়েকদিন আগে ফেসবুকে ব্লগার নিমচাঁদ দার একটা পোস্ট পড়ে বুকের ভিতরটা কেমন করে উঠল!! আমাদের অনেক কাছের ব্লগার রাজামশাই ( Click This Link ) আমাদের ছেড়ে চিরতরে বিদায় নিয়েছেন। সামু ব্লগে উনার মতো খুব কম ব্লগারই দেখেছি। অসাধারণ সেন্স অব হিউমার, গাছ, ফুল বিষয়ে অসাধারণ জ্ঞান। নিজে রাজা, আর ব্লগের বাকি সব তাঁর প্রজা। এই জ্ঞানে ব্লগের সবাইকে তুই সম্বোধন করতেন। কারো ওপর রেগে গেলে বলতেন ‘খামোশ”!! আর কারো ওপর খুশী হলে এক থলে মোহর উপহার দিতেন, “ এই নে স্বর্ণমুদ্রা”। অনেক স্মৃতি আছে উনার সাথে। বেশীরভাগই সুখস্মৃতি। কারণ উনি ব্লগে কারো সাথে আজাইড়া বাধাতেন বলে মনে পড়েনা। যদিও নতুন অনেকে তাঁর এই তুই বলা নিয়ে মাইন্ড করতেন, তবে পরে ঠিকই বুঝতেন, এটা তাঁর স্টাইল ছিল।

খুব বেশী বয়স হয়নি তাঁর। বড়জোর ৪২/৪৩ হবে। খুব কষ্ট পেয়েছি উনার অকাল মৃত্যুর সংবাদ পেয়ে। শুনলাম মাত্র ৫ দিন জ্বরে ভুগে মারা গেছেন তিনি।

উনার অকাল প্রয়ানে সকলে শোকাহত। আল্লাহ উনাকে জান্নাত নসিব করুন আর তাঁর পরিবারকে এই শোক কাটিয়ে উঠার তৌফিক দান করুন।
আমীন।

বিঃদ্রঃ উনাকে নিয়ে ব্লগে সেরকম কোন পোস্ট খেয়াল করলামনা ঠিক। এডমিনদের প্রতি আমার অনুরোধ থাকবে, উনাকে নিয়ে একটা বিষদ পোস্ট লিখে পিন করে রাখা হোক। এটা উনার প্রাপ্য বলে মনে করি।

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৫ বিকাল ৫:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহারে ! আহারে !! আল্লাহ উনাকে জান্নাত বাসি করুন ।

২| ১৫ ই জুন, ২০১৫ বিকাল ৫:৫৪

নতুন বলেছেন: খুবই ভাল মানুষ ছিলেন তিনি...

৩| ১৫ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:২১

হাসান মাহবুব বলেছেন: খবরটা শুনে খুব শকড হলাম। তার আত্মার শান্তি কামনা করছি।

৪| ১৫ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

জুন বলেছেন: তার আত্মার শান্তি কামনা করছি

৫| ১৫ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:১০

বিষক্ষয় বলেছেন: তার আত্মার শান্তি কামনা করছি

৬| ১৫ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

ঘাসফুল বলেছেন: শকড!!!

আল্লাহ ওনাকে বেহেস্ত নসীব করুন।

৭| ১৬ ই জুন, ২০১৫ রাত ৩:২০

প্রবাসী পাঠক বলেছেন: আল্লাহ উনাকে বেহেস্ত নসীব করুন।

৮| ১৬ ই জুন, ২০১৫ রাত ৩:৪৯

মায়াবী রূপকথা বলেছেন: Sad news. May allah forgive his sins and place him in jannah

৯| ১৬ ই জুন, ২০১৫ ভোর ৫:২০

দিশেহারা আমি বলেছেন: আল্লাহ ওনাকে বেহেস্ত নসীব করুন।

১০| ১৬ ই জুন, ২০১৫ সকাল ১০:২৪

এ কে এম রেজাউল করিম বলেছেন:
আল্লাহ ওনাকে বেহেস্ত নসীব করুন।

১১| ১৬ ই জুন, ২০১৫ সকাল ১১:০০

নাঈম বলেছেন: ইন্নালিল্লাহ্‌।

১২| ১৬ ই জুন, ২০১৫ বিকাল ৫:০৬

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন:
এখন আপনার পোস্ট থেকে জানলাম। খারাপ লাগছে, বুকের ভিতরটা সত্যিই কেমন করে উঠল। আমি আনেক সময় রাজামশয়ের পোষ্টের আপেক্ষাই থেকেছি। উদ্ভিদ বিজ্ঞানের ছাত্র হওয়াই আমার আগ্রহ একটু বেশীই ছিল। ব্লগের পুরনোরা জানে রাজামশই কি পরিমান জনপ্রিয় ছিলেন, আর মডুদের তো আরও ভালো জানার কথা। তারপরও বিঃদ্রঃ লিখতে হিচ্ছে কেন ? এটা দুঃখজনক।

১৬ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

গুপী গায়েন বলেছেন: আমি নিজেও ব্লগে ঢুকে কোন পোস্ট না দেখে হতাশ হয়েই এটা লিখেছিলাম। :(

১৩| ১৭ ই জুন, ২০১৫ সকাল ১১:০৫

মিলটন বলেছেন: আপনার মুখেই ব্যাপারটা সেদিন প্রথম শুনেছিলাম। কতটা কষ্ট লেগেছিল বলে বোঝাতে পারবো না। কারণ আমরা যারা পুরানো মানুষ আছি এই ব্লগের সাথে “রাজামশাই” ছিলেন তাদের মধ্যে একজন। এখনকার ব্লগাররা অনেকেই তাকে চিনবে না।

ভদ্রলোকের সাথে আমার অনলাইনে অনেক অনেক স্মৃতি আছে। সত্যি ভুলতে পারছি না। এছাড়াও উনি আমার অফিসে এসেছেন। উনি সৌদি আবর থাকতেন। একটা কোম্পানীতে চাকুরী করতেন। একদিন দেখি আমার জন্য একটা উপহার নিয়ে অফিসে হাজির। অল্প কয়েকদিনের জন্য দেশে এসেও আমার সাথে সাক্ষাত করে গেছেন। আসলেই খুবই ভালো মনের একজন মানুষ ছিলেন। সত্যিই খুব কষ্ট হচ্ছে।

মাঝে মাঝে উনার পরিবারের ছবি দেখাতেন। উনার কর্মস্থলের ছবি দেখাতেন। খুব প্রাঞ্জল একজন মানুষ ছিলেন।

আমি দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেস্তবাসী করেন। আমরা সবাই তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

১৪| ২৬ শে জুন, ২০১৫ বিকাল ৫:০২

মেহবুবা বলেছেন: মনটা বড় খারাপ হয়েছে এটা জেনে,অপ্রত্যাশিত।নির্মম সত্য। নিমচাদের লিন্ক পারলে দেবেন,দেখব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.