নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিঘীর জলে স্বপ্ন ভ্রম

আকাশ ভরা গাঙচিল

নীরব 009

যদি কোনো দিন মনে হয় আমাকে ভালবাসা তোর খুব উচিত ছিল তবে সেদিন একদম কাঁদিস না। তুই কাঁদলে যে আমি ভাল থাকি না।

নীরব 009 › বিস্তারিত পোস্টঃ

অর্চি যে রাতে মারা গেল

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:৩৫

অর্চি যে রাতে মারা গেল





ইদানীং একটা ঝামেলায় পরেছি। শুন্য দৃষ্টিতে কোথাও তাকিয়ে থাকলে, দৃষ্টি স্থির হওয়া সেই জায়গায় কার যেন অবয়ব দেখতে পারি। এর মাঝে ছোট একটা বেড়ালের বাচ্চাকে বেশ কয়বার দেখেছি। যখন বুঝতে পারছি সেখানে একটা বেড়াল আছে, ঠিক তখনই বেড়ালটা অদৃশ্য হয়ে যায়। কখনো দেখেছি ছোট পলিথিন ব্যাগ উড়ছে। কিন্তু পরক্ষণেই দেখি সেখানে আসলে কিছু নেই। এই বিষয়টার সাথে প্রতিদিনের মৃত্যু ভয় বেড়েই চলেছে।



সেটা কি রকম?



নাকের উপর ঝুলিয়ে রাখা চশমা গলে যে লোকটি আমাকে প্রশ্নটি করলেন তিনি বিশিষ্ট সাইকিয়াট্রিস্ট। আমার কাউন্সেলিং করছেন। লোকটাকে আমার একদম পছন্দ না। এতো বিখ্যাত সাইকিয়াট্রিস্ট কিন্তু পেসেন্টের সাথে উনার কথোপকথন শুনলে মনে হয় না যে তিনি পেসেন্টের প্রতি মনোযোগ দিয়েছেন। আমি জানি কাউন্সিলিং এর সময় ডক্টর খুব নম্র ভাষায় কথা বলেন। রুগীকে জোরাজুরি করেন না। কিন্তু ড. মোহাম্মদ হাদি অন্য রকম মানুষ।



বেশ কিছু দিন ধরেই সমস্যাটা আমার। মাঝে মাঝেই মনে হয় আমি হয়তো এখন জীবিত নই। কেমন যেন বেমানান লাগে নিজেকে। কারও সাথে নিজেকে মেলাতে পারি না। নিজের দিকে বারবার চেয়ে দেখি সব ঠিক আছে কি না! কখনো মনে হয় আমি হয়তো উলঙ্গ হয়ে রাস্তায় হাঁটছি। বারবার পরনের কাপড়ে হাত দিয়ে ছুঁয়ে দেখি, প্যান্ট পরেছি তো? আর শার্ট কিংবা টি শার্ট? হ্যাঁ, সব ঠিক আছে কিন্তু তবুও খানিক পর মনে হয়, নাহ, আমার পরনে কিছুই নেই। রাস্তায় হাঁটার সময় মনে হয় আমার শরীরের ওপর দিয়ে গাড়ি চলে গেল কিন্তু আমার কিছুই হয়নি। রাস্তা পার হয়ে দাঁড়িয়ে দেখি, নিজেকে দেখি। মনে হয় এটা আমি নই। অন্য কেউ। এমন কেউ যে আমি ছিলাম কিন্তু এখন আমি নই। মৃত কোন মানুষ, যাকে কেউ দেখতে পারে না। ছুঁতে পারে না। যার জন্যে কেউ অপেক্ষা করে না, ভালবাসে না। মুখ ফুটে বলে না, কেমন আছি।



এ পর্যন্তই হয়তো ঠিক ছিল। সবাই ভেবে নেবে, ওহ, এইটা তো ছ্যাকা খাওয়া কেস। কিন্তু আসলে ছ্যাকা না, বিষয়টা খুব জটিল। আপনি যখন দেখবেন একটা জীবিত মানুষ, অন্য সবার মতোই কিন্তু তার জীবন ধারণ, চিন্তা ভাবনা, একদম অন্য রকম। কারও সাথে মিলবে না। আর সবাই যেভাবে কথা বলে স্বস্তি পায়, আমি সেটা পাই না। সব কিছুতেই কেন যেন আমার খুবই বিরক্তি। কেউ একটা কথা বলছে তো অন্য কেউ পাল্টা যুক্তি দিয়ে নিজেকে জাহির করতে চাইছে। আসলে এইসব দেখতে আর শুনতে মোটেই ভাল লাগে না আমার। হ্যাঁ, ঠিক আছে তুমি যখন বলছ তখন কেন মানতে পারছ না? না মানতে পেরেও তুমি হাসিমুখে আবার তর্ক করে যাচ্ছ। এইসব বিষয় যখন খুব পীড়া দেয় আমাকে তখন আমি নিজেকে নিজের ভেতর খুঁজে পাই না। তখন নিজেকে মৃত মনে হয়।



এটা আমার কোন অসুখ কি না জানি না। আমার সাইকিয়াট্রিস্ট ভদ্রলোক আমার কথা শুনে কাগজে খসখস করে কি সব লেখেন। তারপর সুন্দর করে একটা হাসি দিয়ে চলে যান। আমার তো করার কিছু নেই। বাবাই আমার সব আবার আমিই বাবার একমাত্র সাথী। এই সাজানো গোছানো সুন্দর একটা হাসপাতালে আছি ১২ দিন। বাবা প্রতিদিন এসে দেখে যান আমাকে। বাকি সময় নেন আমার সাইকিয়াট্রিস্ট। দিনের অধিকাংশ সময় নেটে কাটাই। করার মতো কিছুই করি না। ফেসবুকে বসে থাকি। সবার স্ট্যাটাস পড়ি আর বারবার মৃত থেকে মৃত হতে থাকি। তবে ইদানীং ফেসবুকে একটা মানুষের কথা খুব ভাল লাগছে। তিনিও গতানুগতিকতার বাইরে নন কিন্তু কিছু একটা আমাকে তার প্রতি টানছে। আমি যখন সে লোকটির লেখার প্রতি একটু করে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, তার লেখার মাঝে নিজের মৃত হয়ে বেঁচে থাকাটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি ঠিক তার কিছুদিনের মধ্যেই শুনলাম তিনি না কি হার্ট এটাকে মারা গেছেন। তখন পর্যন্ত উনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট এক্সেপ্ট করেননি। সত্যি বলতে আমি কাঁদিনি। কাঁদার কথা বললাম এ কারণে যে যখন তার মারা যাবার সংবাদ জেনেছি তখন প্রিয়জন হারানোর মতো কষ্ট অনুভব করেছি কিন্তু কাঁদতে পারিনি। দু’দিন সবাই স্ট্যাটাস দিয়ে শোক প্রকাশ করল। কাঁদল, বলল এমন মানুষ পৃথিবীতে খুব কম আসে। উনার মৃত্যুতে আমাদের মতো অন লাইন এক্টিভিস্টদের অনেক ক্ষতি হয়ে গেল। এ ক্ষতি পূরণ হবার নয়, ইত্যাদি সব ইত্যকার কথা পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেছি আমি। এরপর যথানিয়মে আমিও উনার কথা ভুলে গেছি।



ড. হাদি বাবাকে জানিয়েছেন আমি এখন বাড়ি যেতে পারব। আমার কাউন্সেলিং শেষ হয়েছে। তিনি আশা করছেন আমি সম্পূর্ণ সুস্থ্য হয়ে গেছি। আসলে আমি জানি আমি কেমন আছি। আমার পাশে যখন কেউ থাকে না তখন আমি আবার মৃত মানুষ হয়ে যাই। ঘরময় ঘুরে বেড়াই। ডক্টরদের বিশ্রামের রুমে রুমে গিয়ে ঘুরে আসি। কেউ টের পায় না। তবে একদিন এক ইয়াং অস্ট্রেলিয়ান ডক্টর আমার উপস্থিতি টের পেয়ে গিয়েছিলেন কি করে যেন! হুজ দেয়ার, হুজ দেয়ার বলে যখন চেঁচিয়ে উঠেছেন তখন আমি দৌড়ে আমার রুমে ফিরে এসেছি। এরপর মাঝে মাঝেই আমি সেই ছোকরা ডক্টরের রুমে গিয়ে উঁকি দেই। তাকে আমার খুব ভাল লাগে। প্রচণ্ড গরমে এসির বাতাসেও ছেলেটি ঘেমে থাকে। তার গাল দুটো লাল টসটসে টমেটোর মতো হয়ে থাকে। আমি তাকে দেখি, সে তার গার্ল ফ্রেন্ডের সাথে ভিডিও চ্যাট করে। মেয়েটি অতো সুন্দর না দেখতে কিন্তু ওদের খুব ভাব। প্রতিদিন একবার চ্যাট না হলে ওদের ভাল লাগে না। আমি শুধু দেখি, রুমে এসে চ্যাট অন লাইন হই। কাউকেই খুঁজে পাই না কথা বলার মতো। এরপর আবার অফ লাইন হয়ে যাই। কাল বাবা আমাকে বাড়িতে নিতে আসবেন। আজকে একটা মেইল এসেছে ইউনিকো নামের এক বিদেশি সংস্থা থেকে, আমি যেন তাদের অফিসে এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট অফিসার হিসেবে জয়েন করি। আমার খুব ইচ্ছে হয় সকাল থেকে বিকেল পর্যন্ত অফিস করতে। একটা পারফেক্ট অফিসিয়াল ভাব ফুটিয়ে তুলতে ইচ্ছে করে নিজের মাঝে। খুব বুঝে শুনে কথা বলতে ইচ্ছে করে। সবাইকে দেখাতে ইচ্ছে করে আমি খুব ব্যস্ত আছি। এইসব ভাবনা মাথায় এসেই আবার ক্লান্তি ভর করে মনে। আজকে সে রকম কিছু হচ্ছে না। বেশ ভাল লাগছে আমার। ফেসবুকে একটা নোটিফিকেসনের শব্দে এলিয়ে থাকা শরীরটা টেনে তুলে চোখ রাখলাম নোটিফিকেসন বারে। একটা চরম আতংকে চোখ বড় বড় হয়ে গেছে আমার। আমি কাঁপছি। কুলকুল করে ঘেমে যাওয়ার বিষয়টা খুব ভাল করে টের পাচ্ছি। অনেক দিন আগে ঝুলে থাকা ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট হয়েছে। দুই দুয়ারি এখন আমার ফ্রেন্ড কিন্তু আমি খুব ভাল করে মনে করতে পারছি গত প্রায় ১০/১২ দিন আগে দুই দুয়ারি নামের ফেসবুকার হার্ট এটাকে মারা গেছেন এবং আমার এও খুব ভাল করে মনে আছে সেদিন খুব কষ্ট পেলেও আমি কাঁদতে পারিনি। তাহলে কে একসেপ্ট করল আমার রিকোয়েস্ট?



হঠাৎ মনে হল কেউ বুঝি উনার আইডির পাস জানত। অথবা হতে পারে উনার ওয়াইফ এই আইডি চালাচ্ছেন এখন। কিন্তু এটা কি যুক্তিযুক্ত? মৃত মানুষের আইডি চালানোর অধিকার কারও নেই, এমনকি তার ওয়াইফ কিংবা ছেলে মেয়ের। রাগ হচ্ছে খুব। ভয় কেটে গেছে কিন্তু রাগের চোটে উনাকে ম্যাসেজ করলাম। কে আপনি? সাথে সাথেই রিপ্লে এলো, অর্চি, আমি দুই দুয়ারি। গত ১৮ এপ্রিল যার মৃত্যু সংবাদে তুমি কাঁদতে গিয়েও কাঁদতে পারনি।



যে মানুষের সাথে আমার কখনো কথা হয়নি সে কি করে জানবে আমি কার শোকে মুহ্যমান ছিলাম! আর এই মানুষ জানবেই বা কি করে, সে তো মৃত। তাহলে কি আমি বেঁচে আছি, না কি এবার সত্যি সত্যি আমিই মারা গেছি?



এরপর আবারও ম্যাসেজ এলো। মালিহার সাথে তুমি যা করেছ তা কি খুব ভাল করেছ? সে তো বেঁচে নেই। তোমার কারণেই ধমনী কেটে সুইসাইড করেছে। তুমি নিজেকে মৃত ভেবে সব কিছু এড়িয়ে চলতে চাও। যারা সব দেখেও না দেখার ভান করে, গা বাঁচিয়ে নিজেকে লুকিয়ে রাখে তারা জীবিত থেকেই বা কি করবে! তবে তোমার মতো নিঃস্পৃহ মৃত আমি কখনো দেখিনি। তুমি মৃতদের চেয়েও মৃত। তা তোমার ২য় মৃত্যুর কারণ কি?



আমি জীবিত মানুষ। আপনি দয়া করা আমাকে মৃত বলবেন না। আর আপনি কে? আপনি তো মৃত। আপনি কি করে আমার সাথে ভার্চুয়াল ওয়েতে কথা বলছেন?



তুমি চাইলে আমি তোমার সামনে এসে কথা বলতে পারি কিন্তু আমি নিজে তা চাইছি না। মৃতরা কখনো তোমার মতো জীবিত মৃতের সাথে থাকতে পছন্দ করে না। তোমাকে পছন্দ করার মতো আছেই বা কি! তুমি না পার সুন্দর করে কথা বলতে, না পার সুন্দর সুস্থ্য চিন্তা করতে।



প্লিজ আপনি আমাকে আর ম্যাসেজ করবেন না। আমি আপনাকে চিনি না। আমি আপনাকে ব্লক করব।



ব্লক করে কি করবে তুমি? রাগ হচ্ছে? অভিমান হচ্ছে আমার ওপর? তুমি কেন যাও ঐ অস্ট্রেলিয়ান ছেলেটার রুমে? তুমি পাপ কাজ করছ। মালিহার অনুপস্থিতিতে কেন তুমি ছেলেটির ঘরে যাও? কেন, খুব কি উত্তেজনা অনুভব কর? পাপের শাস্তি তুমি পেয়েছ। কোন মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না তুমি। মালিহা তোমার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে গেছে। তোমার বেঁচে থাকার কোন প্রয়োজন নেই। আমি তোমাকে মরে যেতে সাহায্য করতে পারি। আসো, আমার হাত ধর।



তখন রাত কতো হবে মনে নেই। চারপাশে শুনশান নীরবতা কিন্তু আমার রুমে একটা চাপা আওয়াজ। শো শো একটা শব্দ, অনেকটা ঝিঁঝিঁ পোকার আওয়াজ। দুই দুয়ারির ম্যাসেজ পেয়ে আমি খুব উৎকণ্ঠিত। আমি মরে যেতে চাই না কিন্তু তবুও তার হাতে হাত রাখার জন্যে অপেক্ষা করছি। জীবিত থেকেও কি করে মৃতদের মতো থাকতে হয় আমি তা জানি। কিন্তু এবার আমি প্রকৃতই মরে যেতে চাই। দুই দুয়ারি কে, তা এখন জানার প্রয়োজন বোধ করছি না। হয়তো সে আমারই জীবিত অথবা মৃত অবয়ব। আমি ঠিক জানি না। আমি তার হাতের জন্যে অপেক্ষা করছি। শীতল দুই হাত। আমার গলায় জড়িয়ে রাখবে সে হাত। আমি মারা যাবা আজীবনের শুষ্ক গলায় বরফ শীতল স্পর্শে।



পরদিন ভোর



অর্চির বাবার অর্চিকে নিয়ে যাবার জন্যে হাসপাতালে আসার কথা সকালে কিন্তু ভোরেই তার কাছে ফোন করা হয়েছিল অর্চির মৃত্যু সংবাদ জানানোর জন্যে। মিস্টার আরেফিন নির্বাক বসে আছেন ছেলের লাশ নিয়ে। আর অর্চি আগের মতোই ঘুরে বেড়াচ্ছে ঘরময়। পার্থক্য শুধু এবার তাকে কেউ দেখছে না।

মন্তব্য ৭৬ টি রেটিং +২১/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:৪৯

হৃদয়ের ক্যানভাস বলেছেন: পুত্তুম পিলাচ +
ভিন্নরকম স্বাদ পেলাম

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:৫০

নীরব 009 বলেছেন: তুমি কইত্তে আইলা? ? ?


পড়ার জন্যে থেঙ্কু। :)

২| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:৫২

প্রোফেসর শঙ্কু বলেছেন: ডিজিটালি অদ্ভুত গল্প!

প্লাস

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:৫৮

নীরব 009 বলেছেন: ধন্যবাদ :)

৩| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:৫৩

শাহেদ খান বলেছেন: সাইকোলজিক্যাল থ্রিলারের আমেজ পাচ্ছিলাম শুরু থেকে। শেষে এসেও ভাল লাগল।

অনেক অনেকদিন পর, নীরব ! কী খবর, কবি? 8-|

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:০২

নীরব 009 বলেছেন: এলোমেলো কিছু লিখতে ইচ্ছে হল। লিখে ফেললাম।


সত্যি অনেকদিন পর। ব্লগে একদমই আসা হয় না। তবে ফেসবুকে থাকি কিন্তু আপনাকে ফেসবুকে পাই না। আপনাকে মিস করি শাহেদ ভাই। :(

৪| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:০০

কালোপরী বলেছেন: +++++++++++

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:০৪

নীরব 009 বলেছেন: ধন্যবাদ :)

৫| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:০০

হৃদয় জিনিয়াস বলেছেন: হাজিরা দিয়া গেলাম...

পইড়া আসতাছি...

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:০৪

নীরব 009 বলেছেন: ওকে জিনিয়াস :)

৬| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:০৮

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ !!
ভাল্লাগসে গল্পটা ||

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:১১

নীরব 009 বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :)

৭| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:১০

শাহেদ খান বলেছেন: নীরব, আমি কয়েকমাসের জন্য চায়না'তে আছি। আর এখানে ফেসবুক নিষিদ্ধ। তাই ফেসবুকে মেসেজ দিয়ে জবাব না পেলে আমি অনেকটা 'নিরুপায়' দুঃখিত !

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:১৪

নীরব 009 বলেছেন: চায়নাতে??? ওহ, তাই তো বলি!

ফিরবেন কবে? আর যেখানেই থাকুন ভাল থাকুন। আর হ্যাঁ, চায়না থেকে সুন্দর কিছু অভিজ্ঞতা নিয়ে ফিরে আসুন। :)

৮| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: নতুন স্বাদের গল্প পেলাম ! প্লাস লন !

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:১৬

নীরব 009 বলেছেন: অনেক ধন্যবাদ অভি আপনাকে :)

৯| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:১৯

হৃদয়ের ক্যানভাস বলেছেন: এইখানেও থাকি :P

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:২১

নীরব 009 বলেছেন: ঝান্তাম না যে!!! ভালু ভালু

১০| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:২৬

হৃদয়ের ক্যানভাস বলেছেন: তুমি খাও আলু আলু :P

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৩১

নীরব 009 বলেছেন: কিছুই খাই নাই। আজকে বুয়া আসে নাই। সময় কাটে না তাই ব্লগে পোস্ট দিলাম :)

১১| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:২৬

মামুন রশিদ বলেছেন: ফেসবুক আমাদের জীবনে ভালোভাবেই গেঁথে গেছে । সাইকো থ্রিলার ভালো লেগেছে, ফেবু সাইকো থ্রিলার ।

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৩৮

নীরব 009 বলেছেন: সাইকো থ্রিলার কি না জানি না। এলোমেলো ভাবনাগুলো এক জায়গায় নিয়ে এলাম। এই আর কি!!

পড়ার জন্যে ধন্যবাদ :)

১২| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:২৭

~মাইনাচ~ বলেছেন: মাইনাচ B-)

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৪০

নীরব 009 বলেছেন: :)

১৩| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৩৯

শশী হিমু বলেছেন: ব্লগে ব্যাক করো দাদা!

প্লিজ!

আমি চেষ্টা করতেসি !

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৪৪

নীরব 009 বলেছেন: হ্যাঁ, আমি দেখলাম তোর স্ট্যাটাস। থাকতে তো ইচ্ছে করেই কিন্তু কেন যেন আর আগের মতো মজা পাই না। তবে একদম ছেড়ে দেই নাই। এইটাই নিজের কাছে সান্ত্বনা। :)

১৪| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৪৮

মহামহোপাধ্যায় বলেছেন: অপেক্ষা করতে পারলাম না। চলে আসলাম। আশা করি এই ধাক্কায় সেঞ্চুরি পোস্ট পেয়ে যাব। ওয়েলকাম ব্যাক।


গল্প চমৎকার হয়েছে, নীরব দা'র গল্প যেমন হয়ে থাকে :)

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৫৬

নীরব 009 বলেছেন: হ্যাঁ, লিখি তো অনেক কিন্তু পোস্ট করি না। ফেসবুকেই টুকটাক শেয়ার করি। দেখি, আজকের মতো ফ্রি থাকলে সেঞ্চুরি করেই ফেলব। অনেক দিন পর আজ সারাদিন নেটে ছিলাম। এখনো আছি। :)

থেঙ্কু B-)

১৫| ০৫ ই জুন, ২০১৩ রাত ১২:০০

সায়েম মুন বলেছেন: সুন্দর। বেশ লাগলো। শেষ পর্যন্ত টানটান ভাব আছে।

০৫ ই জুন, ২০১৩ রাত ১২:৫১

নীরব 009 বলেছেন: অনেক ধুন্যবাদ মুন ভাই। :)

ভাল আছেন নিশ্চই? ভাল থাকুন :)

১৬| ০৫ ই জুন, ২০১৩ রাত ১:০০

সায়েম মুন বলেছেন: ভাল আছি নীরব। আশা রাখি দিনকাল ভাল যাচ্ছে। :)

০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৮

নীরব 009 বলেছেন: হ্যাঁ, চলে যাচ্ছে আর কি!!! :)

১৭| ০৫ ই জুন, ২০১৩ রাত ২:৫৮

মারুফ মুকতাদীর বলেছেন: আমি আপনার কবিতার ফ্যান, কমেন্ট করা হয়নি আগে তবে চুরি করে পড়ে গেছি। গল্পও ভালো লাগলো, অন্যরকম। আর এখন ব্লগে আসেন না কিন্তু আমি আপনাকে ফেবুতে সার্চ দিয়ে খুঁজে পাই নাই। :(

০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৯

নীরব 009 বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ব্লগে আসব বলে ঠিক করেছি। দেখা হবে, কথা হবে। ভাল থাকবেন :)

১৮| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৭

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: আহ ! ভার্চুয়াল রিলেশন !

/:)

গল্পের বর্ণনা ঝরঝরে , সুন্দর ।

০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:০০

নীরব 009 বলেছেন: পড়ার জন্যে অনেক ধন্যবাদ প্লিওসিন :)

১৯| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৫

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লেগেছে জীবিত থেকেও এই থাকা না থাকার ব্যাপারটা !
শুভ কামনা রইলো ।

০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:০১

নীরব 009 বলেছেন: হ্যাঁ, আমারও বেশ লাগে।

ধন্যবাদ আপনাকে :)

২০| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৯

রেজোওয়ানা বলেছেন: অনেকদিন পরে ব্লগে লিখলে.....

গল্পটা পড়তে ভাল লাগছিল।

০৫ ই জুন, ২০১৩ রাত ৯:৪৯

নীরব 009 বলেছেন: হ্যাঁ, অনেক দিন পর।

ধন্যবাদ আপু :)

২১| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ২:২৪

হাসান মাহবুব বলেছেন: দুই রকম মৃত্যুর দর্শনটা ভালো লেগেছে। সুন্দর গল্প।

০৫ ই জুন, ২০১৩ রাত ৯:৫১

নীরব 009 বলেছেন: আপনার 'মৃত্যুমাত্রিক'এর রেশ এখনো কাটেনি।


হামা ভাই এর মন্তব্য অনেক বেশি উৎসাহ দেয়। ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন। :)

২২| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:১২

সালমাহ্যাপী বলেছেন: আরিব্বাহ।

বেশ লাগলো গল্পটা।

ভালো লাগা :)

০৫ ই জুন, ২০১৩ রাত ৯:৫২

নীরব 009 বলেছেন: অনেক ধন্যবাদ :)

২৩| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৮

অপূর্ণ রায়হান বলেছেন: ১৭ তম ভালোলাগা :)

সুন্দর লিখেছেন +++

ভালো থাকবেন সবসময় :)

০৫ ই জুন, ২০১৩ রাত ১১:০৫

নীরব 009 বলেছেন: অনেক ধন্যবাদ। আপনিও ভাল থাকবেন। :)
শুভেচ্ছা

২৪| ০৫ ই জুন, ২০১৩ রাত ৯:২১

বৃষ্টিধারা বলেছেন: বেশ ভাল্লাগলো ।

কেমনাছেন ? এত ইরেগুলার কেন ?

০৫ ই জুন, ২০১৩ রাত ১১:০৮

নীরব 009 বলেছেন: ধন্যবাদ। :)


ভাল আছি। ইরেগুলার কেন তার সঠিক কোন উত্তর নেই আসলে। আপনিও তো কোন লেখা পোস্ট করেন না? মানে যতোদূর দেখেছি, মৌলিক লেখার কথা বলছি! তা আপনি কি এখনো হাতের কাছে যা পান, তাই খান? রেস্টুরেন্টের বিলটা কিন্তু এখনো দেন নাই আপনি। ;)

পিচ্চি সহ আপনি কেমন আছেন?

২৫| ০৫ ই জুন, ২০১৩ রাত ৯:৩৭

শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক দিন পর নীরব'দার গল্প পড়লাম :) ভালো লাগল

০৫ ই জুন, ২০১৩ রাত ১১:০৮

নীরব 009 বলেছেন: অনেক ধন্যবাদ শুকনোপাতা=ঝড়াপাতা ;)

২৬| ০৭ ই জুন, ২০১৩ রাত ১:০৯

ফরহাদ আহমদ নিলয় বলেছেন: নিরব দা কি থ্রিলার ও লিখ নাকি ?
জানতাম না ত !!!!!!!!
সুপার !

১৫ ই জুন, ২০১৩ রাত ১০:৩৬

নীরব 009 বলেছেন: থ্রিলারের মতো হইছে না কি?

থেঙ্কু থেঙ্কু ^_^

২৭| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৬

ইমরান নিলয় বলেছেন: ভালো লাগা রেখে গেলুম।

১৫ ই জুন, ২০১৩ রাত ১০:৩৭

নীরব 009 বলেছেন: অনেক ধন্যবাদ :)

২৮| ০৯ ই জুন, ২০১৩ ভোর ৬:৪৭

আহনাফ শাহরিয়ার বলেছেন: এই নিরব ভাই গল্প ভাল্লাগসে । :D ;) :-P

১৫ ই জুন, ২০১৩ রাত ১০:৩৯

নীরব 009 বলেছেন: কতো বিচিত্র সব ইমো :(

২৯| ১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৯

ত্রিনিত্রি বলেছেন: এসেই অন্য রকম একটা লেখা। অসম্ভব ভালো লাগলো কবি। সত্যি বলতে কি পোস্টে কবিতা না দেখে গল্প দেখে খুবই আনন্দিত হয়েছি।

তোমার আরো একটি গল্প (যেটি বইএ প্রকাশ পেয়েছে) আমার ভীষন প্রিয়। এটিও খুবই ভালো লাগলো।

তবে অর্চি নামটা কনফিউজ করে দিয়েছে, এ কি ছেলে না মেয়ে ধরতে কিছুটা সময় লেগেছে!!

পিলাচ।

১৭ ই জুন, ২০১৩ রাত ১০:১৭

নীরব 009 বলেছেন: আমার কবিতা!!! :(

যাক, তবুও গল্পটা ভাল লেগেছে! :)


হে হে, এইখানেই তো মজা। যে গল্পটা পড়বে সে যেন মন দিয়ে পড়ে এই জন্যে এই কনফিউশন রেখে দিয়েছি B-))

অনেক দিন পর, ঠিক জানি না কতোদিন; আপনাকে ব্লগে দেখে খুব ভাল লাগল :)

ধইন্না পাতা আপু

৩০| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৩

রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: অনেক দিন পর আপনার লেখা পড়লাম।
কেমন আছেন?

১৭ ই জুন, ২০১৩ রাত ১০:১৮

নীরব 009 বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

বেশ আছি। আপনি ভাল আছেন তো?

৩১| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৩

ঘাসফুল বলেছেন: গল্পে ২০ তম প্লাস...

১৭ ই জুন, ২০১৩ রাত ১০:১৮

নীরব 009 বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :)

৩২| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১:০৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++++++

সত্যি অসাধারণ লিখেছেন।

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:২৫

নীরব 009 বলেছেন: পড়ার জন্যে অসংখ্য ধন্যবাদ :)

৩৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৯

বাউন্ডুলে শিকু বলেছেন: হুম, পড়লাম । ভালো লাগলো । কিন্তু কথা হল আমার এই কমেন্টের উত্তর কবে দিবেন ? বুঝতে পারছেন তো ?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৯

নীরব 009 বলেছেন: বুঝছি...

ভাল লাগার জন্যে থেঙ্কিউ :)

৩৪| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩০

শায়মা বলেছেন: ঈদ মুবারাক ভাইয়া। কেমন আছো???

কতদিন পর দেখলাম!!:)

১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৯

নীরব 009 বলেছেন: আগাম ঈদ মোবারক জানিয়ে গেলাম আপু। জানি আপনি ভাল আছেন, তাই আর জানতে চাইলাম না :)


আমি কিন্তু আপনাদের মাঝে মাঝে দেখি। তাই দূরত্বটা আমার দিক দিয়ে কম। :)

৩৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭

মহামহোপাধ্যায় বলেছেন: দাদা শুভ জন্মদিন। আজ সামুর চেহারা দেখেছিস?? এটা দেখেই মনটা ভালো হয়ে গেলো। ভালো থাকিস।

বিজয়ের এই মাসে তোর শততম পোস্ট দিবি এই আশা রাখি। জন্মদিনের অনেক অনেক শুভকামনা।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

নীরব 009 বলেছেন: সামুর চেহারা বলতে কি আমার ব্লগের চেহারা? বেলুন ঝুলাইসে? ;)

থাঙ্কু থাংকু।

৩৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১১

মহামহোপাধ্যায় বলেছেন: দাদা শুভ জন্মদিন। আজ সামুর চেহারা দেখেছিস?? এটা দেখেই মনটা ভালো হয়ে গেলো। ভালো থাকিস।

বিজয়ের এই মাসে তোর শততম পোস্ট দিবি এই আশা রাখি। জন্মদিনের অনেক অনেক শুভকামনা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৮

নীরব 009 বলেছেন: এক কমেন্ট কয়বার করস? X(

৩৭| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৮

কথক পলাশ বলেছেন: আর লেখা কই তোমার?
ধইরা পিটামু।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৮

নীরব 009 বলেছেন: B-)

লিখব। আবার লিখব :)

৩৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৫

শ্রাবণ জল বলেছেন: লেখালিখি বন্ধ নাকি?

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৯

নীরব 009 বলেছেন: আপাতত বন্ধ। কত্তদিন কিছু লিখি না :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.