![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসো ওকে....যখন সে ঈর্ষা করে তোমার নারীসঙ্গ। কারন জগতের আর সব পুরুষ রেখে সে তোমাকেই পছন্দ করেছে. আড্ডা দিতে চাইলে চলে এসো ফেবু তে। https://www.facebook.com/guru.miya
মুই কইতেআচি না বালো পাওয়াই লাগবে, মুই চাই
মোর লৈজ্ঞা কেঐ বার চাউক,
খালি গরের মৈদ্দে গোনে দুহার খুইল্লা দ্যাওয়ার লৈজ্ঞা।
বাইরে গোনে দুহার খোলতে খোলতে মুই
অ্যাহোন কেলান্ত। মুই
কইতেআচি না বালো পাওয়াই লাগবে, মুই চাই
কেঐ মোরে খাইতে দিউক। মুই আত- পাহা লৈয়া
কেঐরে মোর
পাশে বৈয়া থাকতে কইতেআচি না, মুই জানি,
এই কারেন্টের যুগ
মাতারিগো মুক্তি দেচে স্বামীরে তালাফি হরার
দায় গুইনদা। মুই চাই কেউ একজন মোরে জিগাউক :
মোর পানি লাগবে নিহি, নুন লাগবে নিহি,
পাড-হাক বাজার লগে আরো একখান
হুগনা মরিচ লাগবে নিহি।
কাণ্ডি বাসুন গেঞ্জি-নুমৈল মুই অ্যাল্লাই
দুইত্তারি। মুই কইতেআচি না বালো পাওয়াই লাগবে, মুই চাই
কেঐ একজন মৈদ্দে গোনে মোর গরের দুহার
খুইল্লা দিউক। কেও মোরে কিচু খাইতে কউক।
হোয়াহুয়ির মানু না ঔক, কেও হুদা মোরে
জিগাউক : 'তোমার চৌক এত রাঙ্গা ক্যা?'
আপনার নিজ আঞ্চলিক ভাষায় কেমন হবে ২/৪ লাইন লিখে জানান।
(কালেকশান টা কেমন হল জানাবেন)
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৯
গুরুমিয়াঁ বলেছেন: ভালা লাইগ্লো।
২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৭
হাঁসি মুখ বলেছেন: ভালো লাগল না । কথা র মানে বের করার জন্য বরিশালের ভাষার ডিকশনারি আপলোড দেন।
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১২
গুরুমিয়াঁ বলেছেন: মুই কইতেআচি না মোর বারি বরিশাল।
৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫০
বিপদেআছি বলেছেন: নির্মলেন্দু গুণ একজন প্রতিভাধর কবি , আমার প্রিয় কবি।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৯
গুরুমিয়াঁ বলেছেন: ঠিক বলেছেন।
৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২
তামজিদা সুলতানা বলেছেন:
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩১
গুরুমিয়াঁ বলেছেন: আপু আম্নের জিব্বা এইরাম লম্বা ক্যা।
৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬
ডিজিটাল বাউন্ডুলে বলেছেন: আমাদের নোয়াখালীর ভাষায়ঃ
আমি বলছি না ভালোবাসতেই হবে,
আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভিতর থেকে দরোজা খুলে দেবার জন্য।
বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত।
:p
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫
গুরুমিয়াঁ বলেছেন: ওরে বেড়া মিছা কও ক্যা???
আই কইয়েন্না ভালবাসতেই ওইবো,
আই চাই কনো ইজ্ঞা আঃর লাই কইত্তো।
৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৮
ঘুড্ডির পাইলট বলেছেন:
ওরে বেডা এয়া দেহি এক্কারে মাইক্কালাইছো ! মুই দেহি হাসতে হাসতে শ্যাষ ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭
গুরুমিয়াঁ বলেছেন: আম্নের হাসাইতে পারছি, এটাই বড় কথা।
৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২০
মনিরা সুলতানা বলেছেন: এর শিরনাম হওয়া উচিত
হাসাইতে হাসাইতে মাইরা পালা মু
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯
গুরুমিয়াঁ বলেছেন: অকে
হাসাইতে হাসাইতে মাইরা পালা মু
৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
একজন অপদার্থ বলেছেন: কইতান্ন আর লইজ্জা লাগের
০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:২৬
গুরুমিয়াঁ বলেছেন:
১০| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৬
নিয়েল ( হিমু ) বলেছেন: হাসতে হাসতে লুংগির খবর রাখি নাই কৈ যে গেল
১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
গুরুমিয়াঁ বলেছেন: দেইখো আবার !!!!!!!!!!!!!!
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৩
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল কথা লিখা অইল
হেই লাগি ধন্যবাদ