নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা কিছু ভাল,তা সব কিছু কপি করবো।

খুব খেয়াল করে,পুরান পাপী আমি।

গুরুমিয়াঁ

ভালোবাসো ওকে....যখন সে ঈর্ষা করে তোমার নারীসঙ্গ। কারন জগতের আর সব পুরুষ রেখে সে তোমাকেই পছন্দ করেছে. আড্ডা দিতে চাইলে চলে এসো ফেবু তে। https://www.facebook.com/guru.miya

গুরুমিয়াঁ › বিস্তারিত পোস্টঃ

মাননীয় প্রধানমন্ত্রী এবং আল্লামা শাহ্‌ আহম্মদ শফি সাহেবর কাছে ২ টি প্রশ্ন।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৯

মাননীয় প্রধানমন্ত্রী এবং আল্লামা শাহ্‌ আহম্মদ শফি সাহেবর কাছে ২ টি প্রশ্ন।



মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন হলো?



(১) আপনি কি আস্তিকদের পক্ষে নাকি নাস্তিক দের পক্ষে?

(২) সব ধর্মের সম্মান রক্ষা করার দায়িত্ব রাষ্টের সুতারাং আপনার করণীয় কি?



এই ব্যাপারে আপনার সু'স্পষ্ট মনোভাব ব্যক্ত করেবেন।

মাননীয় প্রধানমন্ত্রীর উত্তর যদি আস্তিক হয়,তাহলে শুধু নাস্তিক ব্লগার নয় সকল নাস্তিক (যারা অন্য ধর্মের অনুভূতিকে আঘাত করে,গালাগালি বা কটাক্ষ করে)তাদের সবাই কে শাস্তির আওতায় আনতে হবে এবং

রাষ্টের করণীয় সম্পর্কে সোজা সাপ্টা বক্তব্য দিবেন।



ইরানে আয়াতুল্লাহ খামেনীর যেমন জনপ্রিয়তা,বাংলাদেশে আহম্মদ শফি সাহেবর তেমন জনপ্রিয়তা। ভাল কথা আল্লাহ্‌ পাক উনার সুস্থতা দান করুন।

আজকের দেশের এই সংকট মুহুর্তে উনারও কিছু করার আছে। যাক সে কথা আমার প্রশ্ন গুলো হলো।



(১) জামায়েত শিবির তথা ৭১'র স্বাধীনতা বিরোধীদের রাজনীতি বন্ধ হোক এটা চান কি?

(২) চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিছার চান কি না?

এই ব্যাপারে উনার সু'স্পষ্ট মনোভাব জানতে চাই।



আল্লামা শফি সাহেবর উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আইন করে জামায়াত শিবির নিষিদ্ধ এবং ইসলাম ধর্মের তথা সব ধর্মের অবমাননা কারীদের ফাঁসির বিঁধান রেখে আইন পাশ করা হউক।



সব শেষে একটা কথা ধর্ম যার যার রাষ্ট সবার। আমি বাঙ্গালী মুসলিম হিসেবে গর্ববোধ করি।

আল্লাহ্‌ আমাদের সহায় হোন।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪০

পরিবেশ বন্ধু বলেছেন: দালাল সাম্রাজ্যবাদি ফ্যাসিস্ট
অবৈধ মারপ্যাছে
গৃহযুদ্ধ লাগিয়ে এঁরাই বানায় আফগান , ইরাক
আর মাতাব্বরি ফলায়ে ধংশ করে যে কোন জাতিকে ।
রাস্টীয় সম্পদ লুটে করে স্বাধীনতা হরন
হে ঘুম প্রিয় বাঙালী জেগে উটার এখনি সময়
আর সুযোগ না দিয়ে এক হওয়া চাই
ভেঙ্গে বাধা ভয়

২| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫২

গোয়েন্দাপ্রধান বলেছেন: allama safi saheb ra bar bar blesen prokitto judporadir fasi chan ebo jagrn mnch er sthe hefajat er kno birodh nei tbe islam obomanona kari nastik blogger sasti dabi kresn.kin2 sahbagi ra ojothai hefajat k sotru banie prom krere tara islam obomanona karidr mdod disse

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৩

গুরুমিয়াঁ বলেছেন: আমি সিউর জামাতিরাই শফি সাহেবকে ড়ুবাবে।

৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৬

আমার বউ এর হাজবেন্ড বলেছেন: ভাল লিখেছেন। তবে এর উত্তর আশা করি কন দিনও পাবেন না। কারন উত্তর পেয়ে গেলে তো রাজনিতি হল না। রাজনিতি মানেই অস্বচ্ছের খেলা।
তারপরও আপনার লিখাটা পড়ে ভাল লাগল। 8-| 8-|

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৮

গুরুমিয়াঁ বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৭

এম আর সুমন বলেছেন: আল্লামা শফি মুক্তিযুদ্ধের আগে থেকেই জামায়াত বিরোধী। আওয়ামী লীগ এই বছরের আগে কখোনো জামাত নিষিদ্ধের তেমন চেষ্টা করেনি। ৯৩ সালে একবার সেই চেষ্টা দুই দলই করেছিল। তবে শেষমেষ হয়ে ওঠেনি। পরে তো জামাত আওয়ামী লীগের সাথে একত্রে আন্দোলনে গেল। আওয়ামী লীগ তাদের সঙ্গি হারাতে চাইলো না। ফলে জামাত আরো শুদ্ধ হয়ে উঠলো।
এবার আবার আদর্শিক কারনে না, রাজনৈতিক কারনে আওয়ামী লীগ জামাতকে চাপে রেখেছে। কিন্তু মন থেকে জামাতকে নিষিদ্ধ করতে চায় কিনা সেটা নিয়ে জনমনে সন্দেহ স্পষ্ট। কারন জামাতকে নিষিদ্ধ করালে এক কথায় বিএনপিরই লাভ। তাদের ভোট তো আর নিষিদ্ধ হবে না।
দেখবেন বিএনপি নেত্রী জামাত নিষিদ্ধের বিষয়ে কোনো বাধা দিচ্ছেন না। তার পরেও আওয়ামী লীগ এটা করছে না। অথচ বিএনপি তত্বাবধায়ক বাতিলের বিষয়ে বাধা দিলেন , তারপরেও তারা তাদের টু থার্ড ক্ষমতা দেখালো। এখন আপনি বলেন, শফি হুজুরে এই রাজনৈতিক মারপ্যাচে কেন আসবেন?
জামাত নিষিদ্ধ করা লাগুক করেন। যুদ্ধাপরাধীদের বিচার তো চলছেই। সুতরাং এ বিষয়ে নীরব থাকর মানেই তো সমর্থন। তাই না?
জোর করে হেফাজতকে যদি জামাত সমর্থক বানান, তাহলে বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি বাধা উপেক্ষা করে যে এত বিশালের থেকেও বিশাল একটি জন সমাগম হলো তা জামাতের পক্ষে বলে ধরে নিতে হয়। সেক্ষেত্রে তো জামাত না বরং আওয়ামী লীগকেই নিষিদ্ধ করা উচিত।
তাই হেফাজত যা বলছে তাতে বিশ্বাস করে স্পষ্ট হন যে, তাদের দাবি যুদ্ধাপরাধ নিয়ে না। তারা তাদের দাবি স্পষ্ট বলেছে। আশা করি বুঝেছেন।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৪

গুরুমিয়াঁ বলেছেন: তাহলে তো ভালই হলো, জামাত কে নিষিদ্ব করতে এবং নাস্তিকদের শাস্তি দিতে বাধা নেই।

৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০০

রিমন রনবীর বলেছেন: জ্বী আপনি ভাল লিখেছেন। তবে যে প্রশ্নগুলো আপনি রেখেছেন তার উত্তর এতক্ষনে আপনার জেনে যাবার কথা।


দেখুন জাতির পিতার ছবিতে জুতা নিক্ষেপ করছে হেফাজতি ছাগুরা।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৭

গুরুমিয়াঁ বলেছেন: এটা মানা যায়না। X(( X(( X((

৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৪

ইউরো-বাংলা বলেছেন: হাছিনা ফাইস্যা গেছে মাইনকার চিপায়।

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৫

গুরুমিয়াঁ বলেছেন: মনে হয়না।

৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৩

হাসানুর বলেছেন: ওরা হেফাজত নামধারি জামাতের কর্মী । অথচ তারা বলেছিল তাদের কর্মসূচী অরাজনৈতিক !

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৭

গুরুমিয়াঁ বলেছেন: তাইতো মনে হচ্ছে,
আল্লাহ মাফ করুক,এটা যেন না হয়।

৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৪

মুহাই বলেছেন: ১৭ দফার কোথাও কি তারা রাজাকারের ফাঁসি চেয়েছে?

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৭

গুরুমিয়াঁ বলেছেন: চিন্তার বিষয়!!!

৯| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪১

মুহসিন বলেছেন: ওরা দালাল মানবতার, ওরা দালাল ধর্মের,
ওরা দালাল মানুষের শান্তির।

তাই কি ওদের পরাজয় হোক?

এযুদ্ধে যারা দামামা বাজায়
যারা ধ্বংসের হোলিখেলা খেলে
তবে তাদেরই কি জয় হোক?

হে বাংলার মানুষ
ঘুমে থাকো, তোমাদের স্বাধীনতা আজ
জিম্মি লুটেরাদের হাতে,

হে দেশবাসী শাহবাগের মিছিলে
মিছিলে শ্লোগান দিলেই কি মুক্তি
মিলিবে মেলাবে তাতে?

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৮

গুরুমিয়াঁ বলেছেন: কি করলে মুক্তি মিলবে?

১০| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০১

নিয়েল ( হিমু ) বলেছেন: হেফাজতীরা বলতেছে বলে মৌদুদি বাদীরা বাতিল ইত্যাদি ইত্যাদি । কিন্তু তাদের ১৩দফায় নিরিহ কাদিয়ানীদের নিষেধ করতে বলছে । অথছ মুখে বলেন মৌদুদি বাদীরা বাতিল তাইলে মৌদুদি পন্থীদের নিষিদ্ধের দাবি করলেন না কেন ?
কয়েকবার মাইকে এই টপিকটা তুইলা নেতারা থেবা কেবা খায়া যাইতেছে কেন ?
গত কাল থেকে একটা খবর শুনতেছি মাথা পিছু ৩০০০ করে টাকা দেয়া হচ্ছে । এই টাকার জন্য কি ১৩ দফা ১৪তে যায় নি ? /:) /:) ;) ;)

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩০

গুরুমিয়াঁ বলেছেন: ৩০০০/= সিউর?

১১| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৯

মুহসিন বলেছেন: মাত্র ৩০০০ টাকা!

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৮

গুরুমিয়াঁ বলেছেন: ৯০০০ হইলে ভাল হইতো?? লুল

১২| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৭

ঘুড্ডির পাইলট বলেছেন: ওখানে নারী সাংবাদিকের গায়ে হাত দেয়া হইছে !


ইসলামের কোথায় এটা আছে ? নাস্তিকদের বিরুদ্দে আমরা অনেক ব্লগার নিয়মিত ফাইট দেই , সকল ব্লগার নাস্তিক মানে আমিও নাস্তিক ! আমাকে নাস্তিক বলার রাইট তাকে কে দিছে ?

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩১

গুরুমিয়াঁ বলেছেন: জবাব চাই।

১৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৬

ওছামা বলেছেন: আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করোনা, আমাদের ধর্মবিশ্বাস বেচে দিওনা। আমাদের শ্বাস নিতে দাও।আমরা সাধারন মানুষ আজ ক্লান্ত, বিধ্বস্ত, বিভ্রান্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.