![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচিত এক জন প্রবাসী। তিনি এক দিন তার কপিলের বাড়ির জন্য একটা পানির ফিল্টার কিনতে দোকানে যাচ্ছেন। আমাকে সাথে যেতে বললেন তো গেলাম। ফিল্টার কেনার পর যা মূল্য এসেছে তার রিসিড লিখার সময় দোকানদার তার কাছে জিজ্ঞেস করলেন ‘ বাড়াইয়া লিখতে হবে’?
তিনি বললেন হ্যাঁ বিশ রিয়াল বেশি লিখে দেন।
আমি দোকানদারকে বললাম এক মিনিট অপেক্ষা করুন আমরা একটু কথা বলি তার পরে লিখবেন। তিনি বললেন ঠিক আছে। তার পর আমি সেই পরিচিত জনকে এক পাশে নিয়ে বুঝালাম, ভাই আপনি বিশ রিয়াল বেশি লিখতে কেন বললেন? এই বিশ রিয়াল আপনার জন্য বৈধ হবে না। আপনি কি ভেবে দেখেছেন যে বিশ রিয়াল দিয়ে আপনি বিশ কোটি টাকার চেয়েও বেশি মূল্যবান সম্পদ-আপনার আমানতদারী বিক্রি করে দিচ্ছেন?
তিনি আমার কথায় কান দিলেন না। বললেন টুক টাক কিছু ইনকাম না করলে নাকি চলে না।
এই হল আমাদের অবস্থা । যারা অন্যের দোষ গেয়েই দিন পার করছেন তারা নিজেদের আমলটাও একবার দেখুন। আমি অন্যায়ের প্রতিবাদ করতে নিষেধ করছি না। তবে আগে জিনের আমল শুদ্ধ করতে বলছি।
কেও যদি অন্যায় করার সুযোগ না পাওয়ার কারণে অন্যায় না করে তার চেয়ে ঐ ব্যাক্তি হাজার গুন উত্তম যে অন্যায় করার সুযোগ পেয়েও অন্যায় থেকে বিরত থাকে।
আমরা যে যেখানে আছি সেখানেই যদি নিজের আমল শুদ্ধ করি তাহলে আশা করা যায় গোটা দেশ শুদ্ধ হয়ে যাবে।
০৩ রা এপ্রিল, ২০১২ সকাল ৮:২৩
হাবিবুল্লাহ বলেছেন: সুন্দর বলেছেন। অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১২ সকাল ৮:৩৩
খালেদ সময় বলেছেন: ছোট ছোট অপরাধগুলো ছোট ভেবেই করে ফেলছি আমরা। কিন্তু একবারও ভাবি না আমি কি বিসর্জন দিচ্ছি। আমানতদারীতা, সততা, বিশ্বাস, মূল্যবোধ।