| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মরন হলে কেদোঁনা
কেউ এটাই আমার অনুরোধ,![]()
আমার মরনকে আল্লাহ ছাড়া
কেউ পারবে না করতে প্রতিরোধ।
আমি যদি ঋণী থাকি কারো
আমায় করে দিও মাফ,
আমার সাথে রবে যত করি-
নেক আমল-যত করি পাপ।
আমি দিন রাত্রি
সব সময় থাকি প্রস্তুত,
কবে আসবে পেরেশতা
আযারইল (আ) মৃত্যুর দূত।
সে নিয়ে যাবে পুরোপুরি
আমাকে তার কবজ্বায় ,
এই পৃথিবী আমাকে-
জানাবে চিরতরে বিাদায়।
যানাজা পড়ে দিয়ে আসবে
''একা'' আমাকে ঐ কবরে ,
কবর থেকে উটাবে-
আমায় রোজ হাশরে ।
হাশরের ময়দান কেমন হবে
কোরআন হাদীসে পায় বর্ণনা ,
লাইলাহাইল্লাহ্ . . . . . . কলিমা হোক
আমার বাকী জীবনের গহনা ।।
:::::::::::::::::::::::::::::::;:::::::::::
সবাইকে এক দিন মরতে হবে ,মরনের অপক্ষায় রইলাম ।
©somewhere in net ltd.