নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণভাবে বেঁচে থাকতে চাই!!

কথার_খই

সাধারণ

কথার_খই › বিস্তারিত পোস্টঃ

হতভাগা প্রবাসীর 8-| X( চিঠি...... তার প্রিয়তমা স্ত্রীর কাছে   :-& :-&

২৭ শে জুলাই, ২০১৪ রাত ৯:৩৫

প্রাণ প্রিয় স্ত্রী....

আস্সালামু আলাইকুম...

লিখার শুরুতে অন্তরের অন্তস্থল থেকে অপুরান্ত ভালবাসা ও আদর নিও, আশা করি আল্লাহর অশিম রহমতে শারিরিক সুস্থতা ও বাবা মা ভাই বোন সবইকে নিয়ে ভাল আছ!



এদিকে আমিও আল্লাহর অশিম রহমত ও তোমাদের সবার দোয়ায় ভাল আছি।



পর সমাচার........

তোমাকে দেশে রেখে প্রবাসে চলে এসেছি প্রায় ৪ মাস ১৪ দিন হয়ে গেছে!!!



তোমাকে ছাড়া এ চার মাসের সময় গুলো কি ভাবে কাটিয়েছি তা বলতে গেলে কয়েকটি খাতা ভরে যাবে তার পরও হয়তো বলে শেষ করা যাবেনা!! 



আজকের এই চিঠি লেখার প্রধান উদ্দেশ্য ৪ মাস ১৪ এর মাথায় আজ প্রবিত্র ঈদ উল ফিতর!! (চাঁদ দেখা সাপেক্ষে) হয়তো ঈদের দিনটিতে তোমার স্বামী হিসেবে আমাকে খুব বেশী মিস্ করবে!! 



কত ইচ্ছা ছিলো তোমাকে সাথে নিয়ে ঈদ করবো!! কিন্তু প্রবাসের কর্মময় জীবনে কত ইচ্ছাইতো মাঠি হয়ে যায়, তোমার সাথে ঈদ করার ইচ্ছাও সেরকম মাঠি হয়ে গেল!!



যদি থাকতাম দেশে যদি তোমাকে নিয়ে ঈদ করতে পারতাম কতইনা ভাল হতো! কিনে দিতে পারতাম নতুন কাপড়, নতুন আরোও কত কিছু ...



নতুন কাপড় নিয়েছ, কিন্তু আমিতো নিজ হাতে কিনে দিতে পারিনি! 



প্রিয় স্ত্রী....



আশা করি তুমি বুঝবে আমার এই এই অপারগতা, আমার ইচ্ছার কোন কমতি ছিলোনা!



আমার প্রবাস জীবনের ঈদ কেমন হবে তার বর্ননা এখানে ক্লিক করলেই পেয়ে যাবেন.... 



Click This Link

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩০

টুম্পা মনি বলেছেন: :( :( :( :( :( :(( :(( :(( :(( :(( :((

২৭ শে জুলাই, ২০১৪ রাত ১১:০৬

কথার_খই বলেছেন: কি বুঝতে চেয়েছিলেন বুঝিনি, বুঝিয়ে বললে ভাল হতো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.