নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণভাবে বেঁচে থাকতে চাই!!

কথার_খই

সাধারণ

কথার_খই › বিস্তারিত পোস্টঃ

এবার বাঙালি মুসলমানদের পবিত্র কোরআন ছিন্নভিন্ন করে ছুঁড়ে ফেলার ধৃষ্ঠতা দেখিয়েছে পার্বত্য বুদ্ধিষ্ট বার্মিজ সেটেলার উপজাতিরা!!!

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৭


এবার বাঙালি মুসলমানদের পবিত্র কোরআন ছিন্নভিন্ন করে ছুঁড়ে ফেলার ধৃষ্ঠতা দেখিয়েছে পার্বত্য বুদ্ধিষ্ট বার্মিজ সেটেলার উপজাতিরা!!!

এ যেনো রোহিঙ্গা মুসলমানদের উপর নৃসংশতাকারী বার্মিজ বুদ্ধিষ্ট জঙ্গিদেরই প্রতিচ্ছবি!!
এদের ধৃষ্ঠতার টুটি চেপে ধরতে হবে এখনই। নইলে পার্বত্য এলাকা আরেকটি রাখাইন হতে সময় লাগবে না।

সরকারের উচিৎ বাংলাদেশকে অস্বীকারকারী এই খাপ্পা বুদ্ধিষ্ট টেরোরিষ্টদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করা। সরকার যদি এইসব ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে ইসলাম প্রিয় তৌহীদী জনতার এগিয়ে আসা সময়ের দাবি...
এই বিষয়ে খবরের লিংক এখানে....!!! জানা যায়, সোমবার মধ্য রাতে মানিকছড়ি ও রামগড় উপজেলার সীমান্তবর্তী হাতিমুড়ার অদূরে ভিজাবাউন্তি নামক এলাকায় সশস্ত্র উপজাতীয় সন্ত্রাসীরা দল-বল নিয়ে হামলা চালিয়ে বাঙালীদের বাড়ি ঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে। এসময় পাহাড়ী সন্ত্রাসীরা বাঙালীদের ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ ছিঁড়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে দেয়। এ ঘটনায় বিক্ষুব্ধ বাঙালীরা সকাল থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে অবরোধ করে বিক্ষোভ করেছে। আরো বড় ধরনের হামলার আশঙ্কায় স্থানীয় বাঙালীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আরো তথ্য এখানে.....

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩৯

বকা চালাক বলেছেন: আমি বিভিন্ন সোশাল মিডি্য়া্য় দেখেছি তারা বাংলাদেশীদের(মুসলমান) কোনোভাবেই সহ্য করতে পারে না। কতটা বিদ্বেষী মনোভাব তারা পোষন করে তা তাদের ফেছবুক পেইজ গুলোতে গেলে দেখতে পারবেন। যদি কোনোভাবে তারা স্বাধীন হয় অথবা সুযোগ পায় তাহলে একটা বাংগালিকেও ওরা জীবিত রাখবে না। তারা ইসলামকে নি্য়েও যথেষ্ঠ কটুক্তি করে। তারা মায়ানমার এর রাখাইনদের থেকে কোনো অংশে কম না । বছর তিনেক আগে ফ্রান্স এর এক এনজিও বাংলাদেশে তাদের কাজ শুরু করে, সেই এনজিওতে দেখলাম সব বুদ্ধ ধর্মাবলম্বীদের চাকুরি দেওয়া হয়েছে। একটা বাংলাদেশীও ছিলো না। অথচ বাংলাদেশের নিয়ম অনুযা্য়ী চাকুরী দেওয়ার ব্যাপারে কোনো নিদিষ্ট ধর্ম, বর্নের ভিওিতে চাকুরী দেওয়ার নিয়ম নাই।

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৯

কথার_খই বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১:২১

নিয়েল হিমু বলেছেন: কবেকার ঘটনা এটা ? খবরের লিংক দেন তো ।

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১:৫৯

কথার_খই বলেছেন: লিংক দেয়া আছে.... পোস্টে...

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ২:০২

কথার_খই বলেছেন: এটাই লিংক....

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ২:০৪

কথার_খই বলেছেন: Click This Link

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ২:০৫

কথার_খই বলেছেন:

৩| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ২:০৬

নতুন বলেছেন: এটাকি ফেসবুক গুজব?

এর কি সত্যতা জাচাই করেছেন?

ফেসবুকে লাইক আর সেয়ার পাবার জন্য এই রকমের খরব তৌরি করে।

http://parbattanews.com/ এর খবরে উপরের একটা ছবি আছে কিন্তু কোরআন ছিন্নভিন্ন করে ছুঁড়ে ফেলার ধৃষ্ঠতা দেখিয়েছে এইটা নাই।

এ প্রসঙ্গে মো. দিদারুল আলম, সহকারী কমিশনার (ভূমি) জানান, খামার বাড়ি পুড়িয়ে দেওয়া স্থানটি পরিদর্শন করা হয়েছে। সেখানে আদৌ কোন মাদ্রাসা ছিল কিনা তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন।

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৩:০৫

কথার_খই বলেছেন: উপরের স্কৃনসর্ট দেখুন!


এটা খবরের অংশ......300X70px
অগ্নিগর্ভ মানিকছড়ি : নেপথ্যে বাঙালীদের ভূমি বে-দখল
প্রকাশ সময় August 12, 2015, 1:15 AM
manik1
মুজিবুর রহমান ভুইয়া, মানিকছড়ির ভিজাবাউন্তি থেকে ফিরে :
মানিকছড়ি ও রামগড় উপজেলার সীমান্তবর্তী বাঙালী লোকালয় হাতিমুড়ার অদূরে ভিজাবাউন্তি নামক এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ‘র মদদে উপজাতিয় সন্ত্রাসী কর্তৃক বাঙালীদের বসতঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর অগ্নিগর্ভ হয়ে উঠছে মানিকছড়ি। এসময় পাহাড়ী সন্ত্রাসীরা বাঙালীদের ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ ছিঁড়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে দেয়। এ ঘটনায় বিক্ষুব্ধ বাঙালীরা সকাল থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে অবরোধ করে বিক্ষোভ করেছে। আরো বড় ধরনের হামলার আশঙ্কায় স্থানীয় বাঙালীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

৪| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ২:৩২

প্রামানিক বলেছেন: ভয়াবহ ঘটনা

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৩:০৭

কথার_খই বলেছেন: আশা করি এ বিষয়ে কর্তৃপক্ষ খুব তারাতারি ব্যবস্থা গ্রহণ করবেন, সমস্যা সমাধান হোক এটাই প্রত্যাশা।

৫| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ২:৩৬

ভয়ংকর বিশু বলেছেন: এখন বুঝ পাহাড়ীদের উপর অন্যায় অত্যাচার করলে কি হয়!!!! নিরীহ পাহাড়ীদের সহ্যের একটা সীমা আছে। জিয়ার আমল থেকে শুরু হ্ইসে পাহাড়ীদের উপর অত্যাচার।

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩৬

কথার_খই বলেছেন: লেখাটি পড়ে মন্তব্য করা উচিত ছিলো।

৬| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫০

আর জে নিশা বলেছেন: ভয়াবহ ঘটনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.