| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সুস্পষ্টভাষী ও কিউট । পড়ুয়া জীবনে অধ্যায়নরত। নৈতিক জ্ঞান ও সরলতাই আমার শৃঙ্খল।
কেন যে তোকে ভালোবেসেছিলাম ?
হঠাৎ মনে পড়ে সেদিনের কথা, তুই অনেক দুষ্টমি করছিলি। আর আমি অবাক চোঁখে তোর দিকে তাকিয়ে ছিলাম। কেন জানিস, আমি তোর গালের ছোট মোলটি আমাকে অনেক অকর্ষন করে। তখন থেকেই তোকে যে কখন ভালো লেগেছে আমি নিজেই বুঝিনি। ঠিক তাই , মনের গভিরে বাসা বাধলি , এলি আর চলে গেলি। আমার হৃদয় জুড়ে তুই শুধু , তুমিবিহীন অনেক শুন্য লাগে এই পৃথিবী। কেন যে তোকে ভালোবেসেছিলাম।
২|
২৮ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
খায়রুল আহসান বলেছেন: অতি সংক্ষিপ্ত পোস্ট। আরেকটু বড় হলে ভাল হতো।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৬ রাত ৩:১৪
বিলুনী বলেছেন: ক্ষত বেশী হওয়ার আগে ভুলে গিয়ে নতুন আরেকটি মোল দেখুন ভাল লাগবে । তবে ভাল লাগার আগে একবার তার মনের ভিতরটার দিকে তাকিয়ে দেখে নিবেন ভাল লাগার মত কিনা । না হলে আবারো ঠকবেন ।