নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যে ও সৃষ্টিশীল মনোভাব তৈরী করা এবং তা অন্যর উপর আরপ করা মানব জীবনের এক অন্যতম উৎস্য। কারো তাবেদারী না করে বাস্তবিক শিক্ষার গুরুত্ব ও সৃজনশীলতা ধারন করাই আমার মুখ্য বিষয়।

এইচ আর হাবিব

আমি একজন সুস্পষ্টভাষী ও কিউট । পড়ুয়া জীবনে অধ্যায়নরত। নৈতিক জ্ঞান ও সরলতাই আমার শৃঙ্খল।

এইচ আর হাবিব › বিস্তারিত পোস্টঃ

তুমিই পারবে......অতঃপর আমি

২৬ শে জুলাই, ২০১৬ রাত ১২:০৩

এই কিছুদিন আগের কথা যা আমাকে এখনো মনে করে দেয় এই প্রজন্মের কালোছায়ার হাতছানি। এটা একটা সত্যে যা সবার মন নাড়া দিবেই ,,
আমাদের সমাজের এই প্রজন্মের ছেলে মেয়েরা তাদের নিজের প্রতি কতটা নির্ভর তা আর বোধ গম্য কারও অজানা নেই। তারা নিজের উপর কতটা অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত তা আমার এক বাস্তবিক অভিজ্ঞতা আমাকে নাড়া দিয়েছে। সামান্য কারনেও তারা নিজেদের উপর মেন্টাল পেসার ক্রিয়েট করে যা মোটেও স্বাভাবিক নয়
ছেলেটি ক্লাস দশম শ্রেণির ছাত্র..
তার এক আত্মীয়র মেয়ের সঙ্্ঈ সর্ম্পক করে
হঠাৎ একদিন তার এই গোপনে সর্ম্পক টার কথা জানতে পাই
মেয়েটার সাথে তার দুই দিন দেখা এবং কথা না বলার কারণে ছেলেটি
রাতে বিষ খায় এবং প্রায় আধ মরা অবস্থায় নিয়ে যাওয়া হয়
ভাগ্রক্রমে ছেলেটি বেচে যায় তারপরও ছেলেটি একাধিক বার এরকম পাগলামি করে।
যাই হোক , এখন আমি নিজে থেকে ছেলেটিকে জিজ্ঞাসা করলাম তার নিজ অবস্থান সম্পর্কে
এবং সে কি
করতে চায় , ছেলেটির কথায় অসুস্থ্যে মেন্টালিটি মোটেও ভালোর দিকে যাচ্ছে না, বরং তার আরও জেদ আর পাগলামি বেড়েই যাচ্ছে
তখন আমি তাকে বোঝালাম বাস্তবিক কিছু ঘটনা আর নতুন কিছু প্রাকটিক্যাল বস্তুর উপর যা তার মাথার মগজ পর্যন্ত ধোলাই হয়ে গেল
অতঃপর আমি তাকে বোঝাতে পারলাম , এবং এটার মাধ্যমে সে আর ঐ অবস্থান থেকে চলে এসে স্বাভাবিক জীবন যাপন এর্ং নিজের প্রতি ভালোবাসা বেড়ে গেছে
তাই কোন ছেলে মেয়ে যদি এভাবে বিপদ গামী ও পথভ্রষ্ট হয়ে যায় আমরা ইতিবাচক মনোভাব নিয়ে তাদের পাশে দাড়াই তারা জেন নিজেকে একা না ভাবে এবং সঠিক পথে ফিরে আসে সেটা আমাদের সকলের দায়িত্ব।
আর যতই বড় সমস্যা হক না কেন তার সমাধার নিশ্চই আছে। নিজের উপর আস্থা রেখে চলুন দেখবেন আপনি এবং আপনার পাশের ছেলেটাও নিজের প্রতি আস্থা এবং ভালোবাসতে শিখবে,
দেখবে তুমিই পারবে..সবাই পারবে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৬ ভোর ৪:৫২

মহা সমন্বয় বলেছেন: দেখবে তুমিই পারবে..সবাই পারবে। অবশ্যই পারবে, পারতে যে হবেই। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.