| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সুস্পষ্টভাষী ও কিউট । পড়ুয়া জীবনে অধ্যায়নরত। নৈতিক জ্ঞান ও সরলতাই আমার শৃঙ্খল।
জীবনের এই প্রথম কাউকে পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেল। নিজেকে ধন্য মনে হলেও তা কম বলা হবে আর সেটা হচ্ছে আমার মেন্টর, প্রোপার ডিরেক্টর অব সাইক্লোজীস্ট, আমার জ্ঞানে বাহক আমার শ্রদ্ধের বন্ধু যাকে আমি আমার পক্ষ থেকে তার নাম দিয়েছি "উইজডম অব পয়েট''। এইতো বছর দু'য়েক আগে যার সাথে আমার কোন পরিচয় ছিল না, ছিল না কোন যোগাযোগ সেই ব্যাক্তিই আমার জীবনের সেরা বন্ধু হল। তিনি আমার থেকে বেশ বড় প্রায় ৫ থেকে ৭ বছরের বড়। তার দক্ষতা, জ্ঞান, নৈতিকতা আর ব্যক্তিত্ব কোন অংশে কম নেই । আর দেখলে মনে হবে সমস্ত রুপের ছোয়া লেগে আছে তার চোখে মুখে। তিনি কখনও মানুষকে এবং আল্লাহর সৃষ্টির মাখলুকাতকে আলাদা চোখে দেখেন না। তার কাছে সবাই সমান, তিনি আমাকে দিয়েছে নতুন এক প্রান সেটা হচ্ছে জ্ঞানের প্রান। আমি বড়ই নির্বোধ ছিলাম, বোকা আর অজ্ঞ, ছিলাম ভিতূ। যার ফলে ভাবছিলাম না জীবন মানে কি, ধৈর্যের ফল কতটা মধুর। আমার এই বন্ধুই আমাকে দেখিয়ে ছিল, বুঝিয়ে ছিল জীবনের কি মানে, তার দেওয়া প্রতিটি পরামর্শ আজ আমার অনুপ্রেরণার মুল উৎস্য। তিনি কখনই অন্যায়কে সমর্থন করেন নি, ছিল পরিপক্ক এক বিচারক। তার প্রতিটি কথা আমার জন্য শেখার এক অস্ত্র যা আমি আজও আমার মাঝে তার কথাগুলোকে লালন করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি সেই বন্ধকে অনেক অনেক ভালোবাসী এবং সম্মানের করি। দুঃখের কথা হল তিনি অসুস্থ্য, যদিও তিনি রোগের মত ভয়ানক জিনিসকে তার কঠিন মনোবল দিয়ে জয় করেন তারপরও তো রোগ। আমি চাই সবাই আমার এই প্রিয় বন্ধুর জন্য দোয়া করবেন যেন তিনি আমর মত করে আরও অনেক অজ্ঞ মানুষকে তার কৌশল দিয়ে সত্যিকারের ব্ন্ধুতে পরিনত করতে পারে। তিনি আমার ভবিষ্যত জীবনের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত হিসেরে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে আমার এই প্রান প্রিয় বন্ধু-টিটিএন। বন্ধু তুমিই সেরা.. ভালো থেকো বন্ধু।
বন্ধু তোকে আমি পাখির মাঝে খুঁজে পাই।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৬ ভোর ৬:১১
ডঃ এম এ আলী বলেছেন: লিখাটি অনেক ভাল লাগল । বানান ও সম্বোধন ( দ্বিতীয় ও তৃতীয় পুরুষ ) এর বিষয়ে আর একটু মনযোগী হলে ভাল হত ।
শুভেচ্ছা রইল ।