নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশের জন্য কিছু করো

হাবিবুললাহ

শাঢারোন েকজোন বাংালি

হাবিবুললাহ › বিস্তারিত পোস্টঃ

লিপস্টিকে আইকিউর ক্ষতি!

০৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৬

নারীর সৌন্দর্যচর্চার অন্যতম অনুষঙ্গ লিপস্টিক। ঠোঁটকে নানা রঙে আকর্ষণীয় করে সাজিয়ে তুলতে লিপস্টিকের জুড়ি নেই। কিন্তু এই লিপস্টিক সৌন্দর্য বৃদ্ধির অনুষঙ্গ হিসেবে যতটা গুরুত্বপূর্ণ, ক্ষেত্র বিশেষে ততটা ক্ষতিকর। সম্প্রতি বোস্টনের একটি গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা দাবি করেছেন, আইকিউ বা বুদ্ধিমত্তার জন্য লিপস্টিক ক্ষতিকর। ২২টি ব্র্যান্ডের লিপস্টিকের ওপর গবেষণা করে গবেষকরা জানিয়েছেন, এসব লিপস্টিকের প্রায় ৫৫ শতাংশে যথেষ্ট পরিমাণ বিষাক্ত উপাদান
পাওয়া গেছে। বিজ্ঞানী দলের প্রধান সিন প্যালফ্রে জানান, লিপস্টিকের এসব বিষাক্ত উপাদান শারীরিক ক্ষতির পাশাপাশি মানসিক ক্ষতিও করে। লিপস্টিকের সিসা জাতীয় উপাদান আইকিউর ওপর আঘাত হানতে পারে। আচার-ব্যবহারের ওপর প্রভাব ফেলার পাশাপাশি শেখার ক্ষমতাও কমিয়ে দেয় এই সিসা।
প্যালফ্রে জনসাধারণকে সতর্ক করার উদ্দেশ্যে বলেন, সাধারণত গণস্বাস্থ্য নিয়েই সবাই অধিক উদ্বিগ্ন থাকে। কিন্তু কখনোই সৌন্দর্যবর্ধক সামগ্রীর উপাদান খতিয়ে দেখা হয় না। সম্প্রতি যুক্তরাষ্ট্রের খাদ্য ও প্রসাধনী বিষয়ক বিভাগ লিপস্টিকের উপাদান ও এর নিরাপত্তা প্রসঙ্গে কঠোর আইন প্রণয়ন করেছে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:২৬

জাফরুল মবীন বলেছেন: চমৎকার একটি পোস্ট!

ধন্যবাদ আপনাকে বিষয়টি শেয়ার করার জন্য।

২| ০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৯

অপূর্ণ রায়হান বলেছেন: জানার বাকি কতকিছু ! :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.