নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

যাহা দিলাম তাহা উযার করিয়া দিলাম.......

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩

গত কয়েকদিনের আন্দোলনে যদি কিছু নাহি পাই, তবে দুঃখ নাই। এই প্রিয় মাতৃভূমির তরে কিছু সময়তো ব্যয় করিতে পারলুম....

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬

হাসান কালবৈশাখী বলেছেন: কিছুই পাইনি বললে ভুল হবে।

গণজাগরণ মঞ্চ থেকে যা পেলাম ..

১। বাঙ্গালির প্রানপ্রিয় স্লোগান 'জয় বাংলা' আওয়ামীলিগের হাত থেকে ছিনিয়ে এনে সার্বজনিন করা সম্ভব হয়েছে।

২। শাহাবাগের জনমত তাজা থাকতেই দ্রুততার সাথে ৪টি আইন সংশোধন ও সংযোজন করে ফেলে।
যেমন দল (জামাত) নিসিদ্ধের আইন, অতি জরুরি দ্বিমুখি আপিল অধিকার। যে কারনে কাদের মোল্লার ফাঁসি দেয়ার মত অসম্ভব কাজ সম্ভব হয়েছে।

৩। এর মধ্যে অতি গুরুত্বপুর্ন আইনটি হচ্ছে - রায় ঘোষনার ২ মাসের ভেতর আপিল আবেদন ও নিস্পত্তি সারতে হবে।

এসব জনমতের চাপে কারনে ট্রাইবুনাল নতুন ভাবে প্রান ফিরে পেয়েছে। ট্রাইবুনালে তুরিন আফরোজের মত দক্ষ আইনজীবি নিয়োগ হয়েছে। রায়গুলো দ্রুত হয়েছে।

৪। জামাতের নিষিদ্ধ হওয়ার প্রথম পর্যায় দলটির রেজিষ্ট্রেশন বাতিল হয়েছে। নির্বাচনে দাঁড়াতে পারবে না।

৫। রবিবারের রায়টি ধরলে ৮ টি রায়ে ৮ জনকেই দোষি সাব্যস্ত করা ও সর্বচ্চ শাস্তি দেয়া সম্ভব হয়েছে।


এরপর শাহাবাগের কাছে আর কি চাওয়া লাগে?

এটিও পড়ুন
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.