![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
....''যা কিছু চুরি যায় গিন্নি বলেন- কেষ্টা বেটাই চোর।'' তেমনি আম্রিকা আমাদের জি এস পি সুবিধা বাতিল করার সাথে সাথে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়ে বিরোধী দলীয় প্রধানকে উদ্দেশ করে বললেন, উনি মি. ওবামাকে জি এস পি সুবিধা বন্ধের জন্য চিঠি দিয়েছেন। তাই আমাদের জি এস পি সুবিধা বন্ধ করা হয়েছে।
আমি নিউজটা পড়ে হাসলাম। হা হা হা। মি. ওবামা দেখি আমাদের বিরোধী দলীয় প্রধানের কথায় উঠেন আর বসেন!
তাহলে এমন নেতাই সারা বিশ্বের দরকার, যার কথায় খোদ আম্রিকার প্রেসিডেন্টও কান ধরে উঠ বস করেন!
©somewhere in net ltd.