![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
এতকাল ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে দেখা যেত, ক্রিম মাইখা মেয়ে উজ্জ্বল থেকে উজ্জ্লতর হইয়া সব কিছু জয় করিয়া ফালাইছে।
.......এখন দিন বদলাইছে, দুনিয়া অনেক আগাইয়া গেছে,
সুতরাং এখন আর শুধু উজ্জলতর হইলে চলিবে না, বয়সও কমাইতে হইবে।
তাই তো ইদানিং 'পন্ডস' নামক একটি ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে দেখা যায় যে- তাদের অতি জাদুকরী ক্রিম মাইখা মহিলাদের বয়স ১০ বছর কমিয়া, তরুণি হইয়া যাইতেছে- আর আয়নাতে নিজেদের ছবি দেখিয়া আনন্দচিত্তে লাফাইতেছে।
কি আজব কথা!
বলি, আরে গর্দভের দল, তোদের এই বয়স কমানো ক্রিম যদি ভুলবশত কোনো ২২ বছরের বিবাহের পাত্রী ব্যবহার করিয়া বসে, তবে তাহার অবস্থাটা কি হইবেক?
১২ বছরের নাবালিকার মতো দেখতে মেয়েকে বরপক্ষ কি জানিয়া শুনিয়া বিবাহ করিবেক, বল?
গণ্ডমূর্খের মতো এইসব আইডিয়া তোরা কইযে পাস, জানি না।
বিদ্রঃ থাপড়াইয়া দুই পাটি দাঁতই ফালাইয়া দিবার মুন চায়।
২| ১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:৫২
ল্যাটিচুড বলেছেন: ৯ বছরের মেয়ে ভূলে এই ক্রিম মাখলে কি হপে ?
৩| ১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৮
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ভাই আহমদুল ও ল্যাটিচুড, ইহা তো আমি ভাবিয়া দেখি নাই।
৪| ১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৭
আরজু পনি বলেছেন:
হাহাহাহা
ওই ক্রিম ব্যবহারে বয়সের শর্ত জুরে দেওয়া আছে
আমার এক আত্নীয়ের বাচ্চা (সারে ছয় বছর হবে ) লুকিয়ে তাদের বাসার গৃহকর্মির ফেয়ারএ্যান্ড লাভলী ক্রিম মাখে রং ফর্সা করতে
৫| ১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৭
সেলিম আনোয়ার বলেছেন: ওতে বয়সের সীমা উল্লেখ থাকা উচিৎ যেমন ।ক্রিমটি শুধুমাত্র ২৮+ বয়সের মেয়েদের জন্য।
৬| ১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৩
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ঠিক ঠিক বয়সের শর্ত জুড়ে দেয়া উচিত। একদম খাঁটি কথা।
৭| ১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪১
মাথা ঠান্ডা বলেছেন: থাপড়াইয়া দুই পাটি দাঁতই ফালাইয়া দিবার মুন চায়
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৪
আহ্মুদুল বলেছেন: *** ইহা ৩০ + ক্রিম ****
ইহাই ভুলে যাওয়া ভুল শর্ত
ভাগ্যিস মেয়ের বয়স ১০ বছর কন নাই