![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
লোকে বলিয়াছে, আমি শুনিয়াছি, বিশ্বাস করি নাই।
...লোকে বলিয়াছে, "বায়ান্ন" আর "তেপ্পান্ন" সংখ্যা দুইটি এক ও অভিন্ন। ইহাদের মাঝে কোনো রূপ পার্থক্য খুঁজিয়া বেড়ানো বাতুলতা বৈ অন্ন কিছু নহে; দেখিতে ভিন্ন হইলেও গুনে আর গন্ধে ইহারা একে অপরের সহোদর। একই মায়ের পিঠাপিঠি দুই সন্তান।
...আমি হাসিয়াছি, বিশ্বাস করি নাই। মনে মনে সকলকে গর্দভ বলিয়া গালি দিয়াছি, "বায়ান্ন" কী করিয়া "তেপ্পান্ন" কিংবা "তেপ্পান্ন" কী করিয়া "বায়ান্ন" হইতে পারে!
....বহুদিন পর সেই বিশ্বাসের ঘরে আগুন লাগিয়াছে আমার। এতকাল লোকমুখে শুনিয়া যাহা বিশ্বাস করি নাই, তাহাই আজ সঠিক বলিয়া প্রমাণিত হইয়াছে; লোকে যথার্থই বলিয়াছে, যাহা "বায়ান্ন" তাহাই "তেপ্পান্ন"
রূপ ভিন্ন হইলেও গুনে আর গন্ধে ইহাদের কোনো পার্থক্য নাই। বৈশিষ্ট্যের দিহ হইতেও মিল রহিয়াছে শতভাগ!
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৮
েফরারী এই মনটা আমার বলেছেন: ধর্ম যার যার উৎসব সবার!!!এই মতবাদের প্রবক্তারা আজ কোথায়?আসুন সবাই পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করি।
Click This Link