নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

মানুষের সব ইচ্ছা পূরণ হতে নেই

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

আমাদের সবার প্রাণাধিক প্রিয় সাকিব আল হাসান কী করেছে- যে তাকে এত বড় শাস্তি দেয়া হলো?



-বিষয়টি দেখতে খুব ইচ্ছা হচ্ছিল আমার। সব জায়গায় লেখা দেখি, অশভোন অঙ্গভঙি করেছে- কিন্তু এই অশভোন অঙ্গভঙ্গিটা কি? তা-ই দেখার জন্য ক'দিন ধরে খুব উসখুস করছিলাম আমি।

গতকাল রাতে সেই ইচ্ছা পূরণ হয়েছে।

মানুষের সব ইচ্ছা পূরণ হতে নেই

মনীষীরা ঠিকই বলেছেন, ...। কিছু কিছু ইচ্ছা অপূর্ণ থাকাই শ্রেয়।



...বার দশেক রিপ্লে করে করে ভিডিও ক্লিপটি দেখার পর দীর্ঘশ্বা ছাড়লাম। গভীর দীর্ঘশ্বাস।

আমার চোখ দু'টি ঝাঁপসা হয়ে এল। আমরা কোটি বাঙালি এতদিন যে ছেলেটিকে অতি যতনে হৃদয়ের মাঝে লালন করে এসেছি- সেই হতভাগা-ই কি না এভাবে ঠুনকো কাঁচের মতো আমাদের হৃদয়টা ভেঙ্গে দিল!



বিসিবি তোকে তিন ম্যাচ নিষিদ্ধ করলেও- আমি তোকে আজীবনের জন্য নিষিদ্ধ করলাম, সাকিব। তুই যতক্ষণ খেলবি, ততক্ষণ চোখ বন্ধ করে থাকবো আমি, হ্যা ততক্ষণ চোখ বন্ধ করেই থাকবো....















মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.