নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

জাতি হিসেবে সত্যিই কিউট আমরা...........

০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১৫

সকালে অফিসে ঢুকতেই একটা বিষয় দেখে মনটা ভরে গেল।



একজন আরেকজনকে সান্ত্বনা দিচ্ছেন- সান্ত্বনার ভাষাগুলো এরকম-



"খেলায় হার-জিত থাকবোই"



"হারছে তয় কি হইছে, এরকম ভালো খেইল্লা হারলে দুঃখ নাই"



"পাঁঠাডা ঐ রকম না চেতলে- এই ম্যাচ আমরাই জিততাম"



"অসুবিধা নাই, এই রকম সুযোগ আরও বহুত আসবো।"



"তবে বাংলাদেশ কনফিডেন্স ফিইরা পাইছে, ইচ্ছা করলে তারা ৪০০ রানও করতে পারে।"



"ভাগ্যে নাই, তাই হয় নাই-এইডা নিয়া আফসোস করার কিচ্ছু নাই।"



................................



খানিক চুপচাপ থাকার পর সান্ত্বনা দানকারীর নিজের মুখেই ফুটে ওঠে আফসোস বাক্য-



"ইস্, পাঁঠাডারে আর একটু আগে যদি আউট করা যাইতো।"



"ইস্ মাশরাফি যদি সুস্থ থাকতো।"



"ইস্ মুশফিক যদি ক্যাচটা মিস না করতো।"



"ইস্, অল্পের জন্য এইরকম একটা ম্যাচ হাতছাড়া হইয়া গেল- ইস্....ইস্"



সত্যিই জাতি হিসেবে অত্যধিক "কিউট" আমরা।



প্রাউড টু বি বাংলাদেশি.................



মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:২৫

ইণ কোযেসট অব ট্রুথ বলেছেন: Nice One!

০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৯

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ....

২| ০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৩

িনলয় আহেমদ চৌধুরী বলেছেন: জাতি হিসাবে আমরা এখনও যে কতটা নরম মনের, আবেগপ্রবণ এবং দেশকে কতটা ভালবাসি এই টা আরেকবার প্রমাণিত। আমরা সামান্য কষ্টে যেমন অনেক বেশি কষ্ট পাই তেমনি সামান্য আনন্দে আমরা অনেক বেশি আনন্দিত হই। এই জন্যই আমরা পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী জাতি।

৩| ০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৯

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হ্যা বলেছেন ঠিক, জাতি হিসেবে আমরাই সবচেয়ে সুখী জাতি

৪| ০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:২৭

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: isssssssssssssssssssssh

০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ইসসসসসসসসসসসসসসসসস

৫| ০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: :)

০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: :) :) :)

৬| ০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

এস এম আল ইমরান বলেছেন: GOOD Obserations.

০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ.......

৭| ০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: প্রাউড টু বি বাংলাদেশি................আসলেই তাই।

০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হুম আসলেই তাই.........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.